
01/06/2024
ঝড়ের দিনে বাইক চালাবেন? তাহলে ১৩টি বিষয় জেনে রাখুনঃ
১। প্রচন্ড বাতাসে গাড়ি চালাবেন না, নিয়ন্ত্রণ হারিয়ে বাইক পড়ে যেতে পারে। সেইফ প্লেস পেলে বিরতি নিন
২। ঝড়, বৃষ্টি, কুয়াশায় হেড লাইট অন রাখবেন
৩। রিকমেন্ডেড টায়ার প্রেশার রাখুন, একটু কম থাকলে স্কিড কম করবে।
৪। বৃষ্টিতে হেলমেটের ভাইজর/গ্লাস একটু খোলা রাখুন যাতে ঘোলাটে হয়ে না যায়, ধুলো ঝড়ে সম্পূর্ণ বন্ধ রাখুন
৫। রাস্তায় পানি জমলে সামনের গাড়ির চাকা ফলো করবেন নইলে ম্যানহোলে বা গর্তে পড়ে প্রান নাশ হতে পারে
৬। সাথে ভালো মানের রেইন কোট রাখুন
৭। গতি কমিয়ে চালাবেন, তাহলে ব্রেকিংয়ের সময় স্কিড করবেনা।
৮। স্টিলের ব্রিজ, কাঁদায়, রেল ক্রসিংয়ে ব্রেক না ধরার চেস্টা করবেন।
৯। ব্রেক করার সময় এবিএস ছাড়া ব্রেকটি হালকা করে ধরবেন
১০।বাউলি মারা বন্ধ রাখুন।
১১। যদি প্রচন্ড বৃষ্টি/ধুলো ঝড়ের জন্য রাস্তায় দেখতে সমস্যা হয় তবে সাথে সাথে বাইক রাস্তার পাশে নিরাপদ স্থানে নিয়ে যান। আপনি যেমন দেখতে পাননা তেমনি অপজিটের গাড়িও আপনাকে দেখতে পাবে না। তাই সংঘর্ষ এড়াতে সংযত হোন।
১২। সাথে মাস্ক রাখুন, ধুলো ঝড়ে এটি খুব কাজে দেয়। বাইকারদের রাইডিংয়ের সময় এমনিতেও মাস্ক পড়া উচিত ধুলোবালি এড়াতে
১৩। রাস্তায় হঠাৎ টিনের চাল উড়ে আসা, গাছের ডাল ভেঙে পড়া, বৈদ্যুতিক তাঁর/খুটি ছিঁড়ে/ভেঙ্গে পড়া তীক্ষ্ণভাবে লক্ষ্য রাখুন।