29/11/2025
“ভোলা–বরিশাল সেতু চাই”
বাংলাদেশের ৮টি বিভাগের ৬৪টি জেলার ভেতর ভোলা এমন একটি জেলা, যা দেশের অর্থনীতিতে অসাধারণ অবদান রাখে। ভোলার উৎপাদিত পণ্য আজ দেশের বাজারে মানের দিক থেকে সর্বদাই শীর্ষে।
কিন্তু দুঃখজনক সত্য হলো—
ভোলা থেকে বরিশাল আসতে এখনো মানুষকে লঞ্চ–ফেরির ওপর নির্ভর করতে হয়।
ঝড়–বৃষ্টি, নদীর খরস্রোতা পানি, রাতের যাত্রা—সব মিলিয়ে মানুষের দুর্ভোগ কখনো কমে না।
👉 অর্থনীতিতে এত বড় অবদান রাখা একটি জেলার কি এখনো একটি সেতুর জন্য অপেক্ষায় থাকা উচিত?
👉 ভোলা–বরিশাল সেতু হলে পুরো দক্ষিণাঞ্চলের উন্নয়ন আরও এগিয়ে যাবে।
👉 বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা, কৃষি—সবক্ষেত্রে হবে গতি।
আজ ভোলার মানুষ সোশ্যাল মিডিয়ায়, অনলাইনে, অফলাইনে—সব জায়গায় আওয়াজ তুলছে।
আমরা সেতু চাই… উন্নয়ন চাই… নিরাপদ যাতায়াত চাই।
✊ আমি ভোলার মানুষের এই ন্যায্য দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।
ভোলা–বরিশাল সেতু চাই!
দক্ষিণাঞ্চলের উন্নয়ন চাই!
#ভোলা_বরিশাল_সেতু_চাই
#দক্ষিণাঞ্চলের_উন্নয়ন
#অবকাঠামো_উন্নয়ন
#বাংলাদেশ