উপকূল বাংলাদেশ

উপকূল বাংলাদেশ উপকূলবাসীর কন্ঠস্বর।

চরাঞ্চলের ডাব-কলায় বদলে যাচ্ছে মজিবর রহমানের জীবন। পটুয়াখালীর দশমিনা উপজেলার চরাঞ্চলের বাসিন্দা মজিবর রহমান। দীর্ঘদিন ধর...
10/08/2025

চরাঞ্চলের ডাব-কলায় বদলে যাচ্ছে মজিবর রহমানের জীবন।

পটুয়াখালীর দশমিনা উপজেলার চরাঞ্চলের বাসিন্দা মজিবর রহমান। দীর্ঘদিন ধরে কৃষি পণ্যের ব্যবসার সাথে যুক্ত এই পরিশ্রমী মানুষটি নিজের উদ্যোগে বদলে দিয়েছেন নিজের জীবনের গতিপথ। চরাঞ্চলের উর্বর জমিতে জন্মানো ডাব ও কলা তিনি স্থানীয় কৃষকদের কাছ থেকে ন্যায্য দামে কিনে নেন। এরপর সেগুলো ঢাকায় পাঠান সরাসরি বাসযোগে।
মাত্র ৫০ হাজার টাকা মূলধন নিয়ে শুরু করা এই ব্যবসা এখন তার আয়ের প্রধান উৎস। প্রতি মাসে তিনি ১২ থেকে ১৫ হাজার টাকা লাভ করছেন। তার ব্যবসা যেমন লাভজনক, তেমনি স্থানীয় কৃষকদের জন্যও এটি আশীর্বাদস্বরূপ—কারণ তারা এখন সহজেই তাদের পণ্য বিক্রি করতে পারছেন এবং ন্যায্য দাম পাচ্ছেন।
মজিবর রহমান বলেন,
"চরাঞ্চলের ডাব ও কলার গুণগত মান অনেক ভালো। ঢাকার বাজারে এর চাহিদা বেশি। আমরা যদি সঠিকভাবে বাজারে পৌঁছাতে পারি, তাহলে এই ব্যবসা দিয়ে আরও অনেকের কর্মসংস্থান হবে।"
দশমিনার মতো প্রত্যন্ত এলাকায় বসে ব্যবসা করার সাহসী উদ্যোগটি এখন অনেকের অনুপ্রেরণা হয়ে উঠেছে। স্থানীয়রা মনে করছেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা পেলে চরাঞ্চলের কৃষিপণ্য সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।

"গত ২৫ বছরে সুন্দরবনে বাঘের হামলায় নিহত ২৫, আহত ৯৫।"বন বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৫ বছরে (২০০১-২০২৫) সুন্দরবনে বাঘের আক্র...
29/07/2025

"গত ২৫ বছরে সুন্দরবনে বাঘের হামলায় নিহত ২৫, আহত ৯৫।"

বন বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৫ বছরে (২০০১-২০২৫) সুন্দরবনে বাঘের আক্রমণে ৪২৫ জন মারা গেছেন। এই সময়ে আহত হয়েছেন ৯৫ জন। তবে এর বাইরেও আহত-নিহতদের একটা বড় সংখ্যা রয়েছে যারা বন বিভাগের তালিকায় আসেনি। ২০১১ সালে ক্ষতিপূরণ প্রদানের নীতিমালায় এখন পর্যন্ত সুন্দরবন পূর্ব ও পশ্চিম বন বিভাগ ৬৮ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছে আহত ও নিহতদের।

বনসংলগ্ন এলাকার বাসিন্দারা বলছেন, বাঘের আক্রমণে আহত ও নিহতদের পরিবারগুলো খুবই অসহায় হয়ে পড়ে। নানা নিয়মকানুনের বেড়াজালে তারা সরকারি সহযোগিতাও পায় না। আর সরকার যে সহযোগিতা করে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।

বন্যপ্রাণি আইনে মানুষের জানমালের ক্ষতিপূরণ নীতিমালা অনুযায়ী, বন্যপ্রাণির আক্রমণে কেউ মারা গেলে ১ লাখ, আহত হলে ৫০ হাজার এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হলে ২৫ হাজার টাকা পায়। তবে এর অন্যতম শর্ত বৈধ অনুমতি নিয়ে নিয়ম মেনে বনে প্রবেশ করতে হবে। এছাড়া যেসব নারীর স্বামীরা বাঘের আক্রমণে নিহত হয়েছেন, তাদের জন্য সামাজিক সুরক্ষার আওতায় বিশেষ সহায়তার চেষ্টা করা হচ্ছে। সুন্দরবনে তিনটি খাল রয়েছে যেখানে শুধু বাঘের আক্রমণে নিহতদের স্ত্রীরাই মাছ আহরণ করতে পারেন বলে জানান তিনি।

বন বিভাগের তথ্য অনুযায়ী, ৫ বছরের ব্যবধানে করা দুটি জরিপের মধ্যে প্রায় ১০ শতাংশ বাঘ বেড়েছে সুন্দরবনের বাংলাদেশ অংশে। প্রকল্পের মাধ্যমে নেওয়া বিভিন্ন উদ্যোগ, নিরাপত্তা জোরদার, অপরাধীদের ছাড় না দেওয়াসহ বিভিন্ন কারণে বনে বাঘ বাড়ছে বলে দাবি বন বিভাগের।

তবে বিশেষজ্ঞরা বলছেন, বাঘের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি এর সুরক্ষা, প্রজনন সক্ষমতা বৃদ্ধি, বাঘের শিকার প্রাণির সংখ্যা বাড়ানোসহ সার্বিক নিরাপত্তায় কাজ করতে হবে বন বিভাগকে।

বন বিভাগের তথ্য বলছে, ২০১৮ সালে জরিপে সুন্দরবনে ১১৪টি বাঘের সংখ্যা পাওয়া যায়। ২০২৩ সালে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট রেঞ্জের ৬৩৯টি গ্রিডে ক্যামেরা বসিয়ে ফের করা হয় গণনা। ২০২৪ সালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় বাঘের সংখ্যা ১২৫টি। বাঘ-মানুষের দ্বন্দ্ব নিরসনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় ভিলেজ টাইগার রেসপন্স টিম করা হয়েছে। এছাড়া খুলনা, বাগেরহাট, সাতক্ষীরায় বনের ৭৪ কিলোমিটার এলাকা ফেন্সিং করা হচ্ছে, ইতোমধ্যে ৬০ কিলোমিটার কাজ শেষ হয়েছে। আগের চেয়ে বনের নিরাপত্তা জোরদার করা হয়েছে, অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি। বন অপরাধে জড়িতদের কোনো ছাড় নেই। সুপেয় পানি, আবাসস্থলসহ বাঘের সুরক্ষায় নেওয়া এসব উদ্যোগের ফলে বাঘ বৃদ্ধি পাচ্ছে বলে জানা যায়।

‘সুন্দরবন রক্ষায় আমরা’ এর সমন্বয়কারীর তথ্যে জানা যায়, বন বিভাগ বাঘ বৃদ্ধির কথা বললেও এই সংখ্যা কোনোভাবেই আশানুরূপ নয়। ২০১০ সালে সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত বাঘ অভিবর্তনে বলা হয়, ১২ বছরের মধ্যে এর সংখ্যা দ্বিগুণ করতে হবে। সেই হিসেবে সুন্দরবনের বাঘ বৃদ্ধির সংখ্যা নগণ্য।
বাঘের আবাসস্থল নিরাপদ নয় দাবি করে তিনি আরো বলেন, একদিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত অপরদিকে বিষ দিয়ে অনবরত মাছ নিধন হচ্ছে। এই পানি পান করে বাঘ যেমন অসুস্থ হচ্ছে তেমনি বনের জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক চোরাচালান সিন্ডিকেট সুন্দরবনে সক্রিয় আছে। তারা বাঘের দেহাংশসহ বিভিন্ন প্রাণি পাচারে জড়িত। এদের হাত থেকে বন রক্ষা করতে না পারলে বন্যপ্রাণীসহ সুন্দরবনের সংকট দিন দিন বাড়বে বলে মনে করেন তিনি।

তথ্যসূত্র -
সমকাল অনলাইন, ২৯ জুলাই ২০২৫

দেশী ফল : গাব।যদিও দেশী ফল, তবে তার আদিনিবাস ফিলিপাইনে।➤গাব কমায় ক্যান্সারের ঝুঁকি। গাব খেলে কমে  সর্দি-জ্বর-কাঁশি। দেশী...
27/07/2025

দেশী ফল : গাব।
যদিও দেশী ফল, তবে তার আদিনিবাস ফিলিপাইনে।

গাব কমায় ক্যান্সারের ঝুঁকি। গাব খেলে কমে সর্দি-জ্বর-কাঁশি। দেশী ফল গাবে রয়েছে ডায়াবেটিস, হৃদরোগ সহ নানাবিধ রোগের উপশম। উচ্চমাত্রায় খাদ্যশক্তি থাকায় গাব শারীরিক দুর্বলতা কমায়। গাবে থাকা ক্যালসিয়াম হাড়কে মজবুত করে।
ছবি - #উপকূল_বাংলাদেশ

26/07/2025

ভাঙনের তীব্রতায় হাজিরহাট গ্রাম আতংক গ্রামবাসী!

উপকূলের শিশুরা।
26/07/2025

উপকূলের শিশুরা।

তেতুলিয়া নদীর বুক চিরে উঠে এলো রূপালি স্বপ্ন ইলিশ। এই নদী শুধু পানি নয়, এই নদী জীবনের সুর, আর ইলিশ তার সবচেয়ে উজ্জ্বল সু...
26/07/2025

তেতুলিয়া নদীর বুক চিরে উঠে এলো রূপালি স্বপ্ন ইলিশ। এই নদী শুধু পানি নয়, এই নদী জীবনের সুর, আর ইলিশ তার সবচেয়ে উজ্জ্বল সুরভিত উপহার।

25/07/2025

নদীর বুকে প্রতিদিন চলে সাহসের অভিযান।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দর সমূহকে তিন (০৩) নম্বর স্থানীয় বিপদ সংকেত জানাতে বলা হয়েছে।
24/07/2025

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দর সমূহকে তিন (০৩) নম্বর স্থানীয় বিপদ সংকেত জানাতে বলা হয়েছে।

অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে দশমিনায় জন প্রতি ২০ কেজি করে চাল বিতরণ!দশমিনা, পটুয়াখালী:অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পা...
24/07/2025

অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে দশমিনায় জন প্রতি ২০ কেজি করে চাল বিতরণ!

দশমিনা, পটুয়াখালী:
অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে দশমিনা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে প্রতিজনকে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন
✅ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান,
✅ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিন্টু চন্দ্র দাস,
✅ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইউএনও ইরতিজা হাসান বলেন,
🔊 “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। প্রাকৃতিক দুর্যোগে কেউ যাতে অভুক্ত না থাকে, সেজন্য সরকারের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হচ্ছে।”

এ ধরনের মানবিক সহায়তা পেয়ে খুশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা প্রশাসন ও সরকারের প্রতি।

প্রচন্ড দাবদাহে পর্যাপ্ত গাছপালা,খাল, নদী ও প্রাকৃতিক জলাশয় চাই।
24/07/2025

প্রচন্ড দাবদাহে পর্যাপ্ত গাছপালা,
খাল, নদী ও প্রাকৃতিক জলাশয় চাই।

গ্রামে বাড়ির আশেপাশে বর্ষাকালের বীজতলা... আজকের একটি বীজ আগামী দিনের প্রবৃদ্ধির হাতিয়ার।
24/07/2025

গ্রামে বাড়ির আশেপাশে বর্ষাকালের বীজতলা... আজকের একটি বীজ আগামী দিনের প্রবৃদ্ধির হাতিয়ার।

গ্রামীণ পথে প্রান্তরে...
24/07/2025

গ্রামীণ পথে প্রান্তরে...

Address

Barishal

Telephone

+8801713728676

Website

Alerts

Be the first to know and let us send you an email when উপকূল বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উপকূল বাংলাদেশ:

Share