Book Haven

Book Haven তোমার প্রেমের বন্যায় হায়
দুই কুল আমার ভাঙ্গিয়া যায়।
―কাজী নজরুল ইসলাম
(9)

24/06/2025

কখন জন্মেছি, কখন শেষ হয়ে গেলাম,
কেউ খবর রাখে না
পৃথিবীর একগুচ্ছ মৃত ঘাসের মত !

_জীবনানন্দ দাশ

" আগে নানা জিনিসেই ঢের কষ্ট হত-- কিন্তু এখন ক্রমে ক্রমে সব যেন বুঝতে পারছি -- আঘাত ক্রমে ক্রমেই কম অনুভব করি --একদিন হয়ত...
22/06/2025

" আগে নানা জিনিসেই ঢের কষ্ট হত-- কিন্তু এখন ক্রমে ক্রমে সব যেন বুঝতে পারছি -- আঘাত ক্রমে ক্রমেই কম অনুভব করি --একদিন হয়তো কোনো রকম আঘাত বোধই থাকবে না। "

কল্যাণী
লেখক : জীবনানন্দ দাশ
প্রকাশনা: অহর্নিশ প্রকাশনা

12/06/2025

তুমি একবার সব ভুলে বুকে টেনে নিলেই সেরে যায় পৃথিবীর সমস্ত অসুখ।

রোগ-শোক নিমিষেই হারিয়ে যায় তোমার বুকে সঙ্গে বুক মিশে গেলেই।

তোমার আলিঙ্গনের চাইতে পৃথিবীর আর কোনো উষ্ণতা আমাকে পোড়াতে পারে না-একদমই পারে না। যখন তুমি আসো না, তখন জ্বর আসে-প্রচণ্ড জ্বর!

~ farabi raha

রোজার প্রথম দিন থেকে শুরু করেছিলাম এই বইটা পড়া। টার্গেট ছিল রোজার মধ্যেই শেষ করে ফেলবো। কিন্তু তা আর হয়ে ওঠেনি। এর মধ্যে...
10/06/2025

রোজার প্রথম দিন থেকে শুরু করেছিলাম এই বইটা পড়া। টার্গেট ছিল রোজার মধ্যেই শেষ করে ফেলবো। কিন্তু তা আর হয়ে ওঠেনি। এর মধ্যেই ছোট ছোট অনেকগুলো বই পড়ে শেষ করেছি, কিন্তু এই বইটা শেষ হচ্ছিল না।

এর অন্যতম কারণ, শুরুতে বইটা ঠিকভাবে মনোযোগ ধরে রাখতে পারিনি (আমার পড়ার গতি এমনিতেই একটু ধীর)। এভাবেই কাটলো পুরো রমজান মাস। যদিও মাসটা বেশ ব্যস্ত ছিলাম, তাই বেশি পড়তেও পারিনি।

ঈদের পর আবার কলেজ, পরীক্ষা, ক্লাস—সবকিছু মিলিয়ে সময় বের করা কঠিন হয়ে গেল। তাই পড়াটা একদমই বন্ধ ছিল।

অবশেষে, আজ শেষ করলাম বিশাল প্রেক্ষাপটে লেখা ফ্যান্টাসি উপন্যাস "আশিয়ানী"।

এখন বলি, আমার কেমন লেগেছে?
প্রথম দিকে কাহিনি একটু ধীরগতির মনে হলেও ৩০০ পৃষ্ঠা পার হওয়ার পর থেকে যেন গল্পটা দৌড়াতে শুরু করলো! 🥳

আমার বেশ ভালোই লেগেছে। উপন্যাসটা এমনভাবে লেখা যে, গল্পটা পড়ে যে কেউই মুগ্ধ হবে।
এটা এমন এক কাহিনি, যা মনে রাখার মতো। 🖤

আমার মনে হয়, সবার জীবনেই এমন একজন ‘আশিয়ানী’ থাকা দরকার!
আমার তো অবশ্যই দরকার, কারণ আমার অবস্থাটা অনেকটাই অন্বয়ের মতো! 😁

[এথেনার পরিণতি এমন হবে, এটা কখনো ভাবতেই পারিনি।
আর একটা বিষয়, আমি শুরু থেকেই একটা অনুমান করছিলাম—সেটাই শেষ পর্যন্ত সত্যি হলো।
তা হলো: আশিয়ানী হয়তো অন্বয়ের মতো বা আমাদের পৃথিবীর মতো কোনো (আকারে বড়) মানুষ হবে।
আর আশিয়ানীর সঙ্গে যা হলো, সেটা একদম ভাবনার বাইরে ছিল!
(উহু! এটা কি স্পয়লার হয়ে গেল? 🙄
বিশ্বাস করেন, বইয়ের একদম শুরু থেকেই এটা আন্দাজ করেছিলাম। 😑)]

এই ছিল আমার পড়া প্রথম কোনো ফ্যান্টাসি উপন্যাস।

যারা ইতোমধ্যে পড়েছেন, তারা কেমন লেগেছে জানাতে পারেন।
আর যারা এখনও পড়েননি, একবার পড়ে দেখতে পারেন—আশা করি ভালো লাগবে।

📖 বই: আশিয়ানী
✍️ লেখক: জুলিয়ান
🏢 প্রকাশনী: চিরকুট
🎨 প্রচ্ছদ: জুলিয়ান
🖌️ অলংকরণ: মুজনাবিন আহমেদ আপন, বি এম সাকিব, মোহাইমিন তূর্য
📄 পৃষ্ঠা সংখ্যা: ৬৫৬
💵 মূল্য: ১২০০

07/06/2025

গিভঅ্যাওয়ে এলার্ট!🔥

আমাদের নতুন প্রকাশনী অহর্নিশ প্রকাশনের পক্ষ থেকে মুদ্রিত প্রথম বই "কল্যাণী" পেয়ে যেতে পারেন কিছু সহজ শর্ত পূরণের মাধ্যমে।

এক্ষেত্রে করণীয়:
১.অহর্নিশ প্রকাশনা থেকে প্রকাশিত প্রথম বই কল্যাণীর সার-সংক্ষেপ পড়ে কমপক্ষে ৩ টি বাক্যে আপনার মতামত পোস্টের কমেন্টবক্সে উপস্থাপন করতে হবে।

২.এই পোস্টটি শেয়ার করতে হবে এবং শেয়ারের স্ক্রিনশর্টসহ এই পোস্টের কমেন্টে ৫ জন বই পড়ুয়া বন্ধুকে মেনশন দিতে হবে।

৩.সর্বশেষ আমাদের অহর্নিশ প্রকাশন পেজটি লাইক,ফলো করে পাশে থাকবেন। (লিংক কমেন্টবক্সে দেওয়া থাকবে)

সংক্ষেপে:

সময়ের দাপটে ভেঙে পড়ছে জমিদারি অথচ তার ঠুনকো আভিজাত্য বজায় আছে এমন এক প্রেক্ষিতে জমিদার পঙ্কজবাবুর মেয়ে কল্যাণীকে কেন্দ্র করে এই নাম উপন্যাসটির রচনা।

কল্যাণীর দরকার ছিল একবুক নির্ভয়তা,প্রজাপতির মত দুটো রঙিন ডানা… মুক্ত বিহঙ্গীর মত বন্ধুদের সঙ্গে রাত-বিরতে বায়স্কোপ-থিয়েটার দেখার ইচ্ছে পূরণের স্বাধীনতা। শালিখবাড়ির কেউ তার ব্যক্তিগত চিঠি পড়ার সাহস যেন না পায়, তার ডায়েরিতে হাত না দেয়, তার বই পড়া নিয়ে কেউ যেন উচ্চবাচ্য না করে। মেয়ে হয়ে জন্মেছে বলে যে শেকলে তাকে বেঁধে রাখা হয়েছে, সেই শেকল সে ভেঙে ফেলুক হেঁচকা টানে। কল্যাণীর এই অনর্থক ইচ্ছেগুলো পূরণ হোক। প্রজাপতিদের ঝিকিমিকি পাখায় রঙিন হয়ে উঠুক গোটা সমাজ। কল্যাণীদের কল্যাণ হোক।

গিভঅ্যাওয়ের সময়সীমা: ৭-১৫ই জুন।

প্রতিযোগীদের মধ্যে সেরা তিন গঠনমূলক মতামতকারী পাবেন "কল্যাণী" বইটি।

সকলের জন্য শুভকামনা
~অহর্নিশ প্রকাশনা
ব‌ই হোক আত্মার সঙ্গী ❣️

ঈদ মোবারক
06/06/2025

ঈদ মোবারক

" থিয়েটারে আমি কোনো দিন যাব না।  পরীক্ষা না দিয়ে বায়োস্কোপেও যাব না।  তুমি যা চাও আমি ঠিক তাই করব।  আমি তোমার লক্ষ্মী মে...
06/06/2025

" থিয়েটারে আমি কোনো দিন যাব না।
পরীক্ষা না দিয়ে বায়োস্কোপেও যাব না।
তুমি যা চাও আমি ঠিক তাই করব।
আমি তোমার লক্ষ্মী মেয়ে হব।
তোমার কল্যাণী। "

কল্যাণী
লেখক: জীবনানন্দ দাশ
প্রকাশনা : অহর্নিশ প্রকাশনা

❤️
04/06/2025

❤️

Baatighar Dhaka -এ পাওয়া যাচ্ছে অহর্নিশ প্রকাশনা থেকে প্রকাশিত জীবনানন্দ দাশের 'কল্যাণী'।

সংগ্রহ করতে যোগাযোগ করুন বাতিঘরের ফেসবুক পেজে অথবা সরেজমিনে সংগ্রহ করতে পারবেন বাতিঘর ঢাকা শাখায়। ঠিকানা: লিফট #৭, বিশ্বসাহিত্য কেন্দ্র ভবন, বাংলামোটর, ঢাকা।

কাহিনি সংক্ষেপ:
‘কল্যাণী’ জীবনানন্দ দাশের দ্বিতীয় উপন্যাস, ১৯৩২ সালে প্রকাশিত হয়।

সময়ের দাপটে ভেঙে পড়ছে জমিদারি অথচ তার ঠুনকো আভিজাত্য বজায় আছে এমন এক প্রেক্ষিতে জমিদার পঙ্কজবাবুর মেয়ে কল্যাণীকে কেন্দ্র করে এই নাম উপন্যাসটির রচনা।

কল্যাণীর দরকার ছিল একবুক নির্ভয়তা, প্রজাপতির মত দুটো রঙিন ডানা… মুক্ত বিহঙ্গীর মত বন্ধুদের সঙ্গে রাত-বিরতে বায়স্কোপ-থিয়েটার দেখার ইচ্ছে পূরণের স্বাধীনতা। শালিখবাড়ির কেউ তার ব্যক্তিগত চিঠি পড়ার সাহস যেন না পায়, তার ডায়েরিতে হাত না দেয়, তার বই পড়া নিয়ে কেউ যেন উচ্চবাচ্য না করে। মেয়ে হয়ে জন্মেছে বলে যে শেকলে তাকে বেঁধে রাখা হয়েছে, সেই শেকল সে ভেঙে ফেলুক হেঁচকা টানে। কল্যাণীর এই অনর্থক ইচ্ছেগুলো পূরণ হোক। প্রজাপতিদের ঝিকিমিকি পাখায় রঙিন হয়ে উঠুক গোটা সমাজ। কল্যাণীদের কল্যাণ হোক।

কল্যাণী
লেখক: জীবনানন্দ দাশ
প্রকাশনা: অহর্নিশ প্রকাশনা
প্রচ্ছদ: আর‌এইচ‌আর
পৃষ্ঠা: ৯৬
মুদ্রিত মূল্য: ৩০০/-

" আমি মেয়ে হয়ে জন্মেছি বটে, কিন্তু আমার ঢের করবার জিনিস আছে। "বই: কল্যাণীলেখক: জীবনানন্দ দাশ প্রকাশনা: অহর্নিশ প্রকাশনাপ...
04/06/2025

" আমি মেয়ে হয়ে জন্মেছি বটে, কিন্তু আমার ঢের করবার জিনিস আছে। "

বই: কল্যাণী
লেখক: জীবনানন্দ দাশ
প্রকাশনা: অহর্নিশ প্রকাশনা
প্রচ্ছদ : আরএইচআর
পৃষ্ঠা : ৯৬
মুদ্রিত মূল্য : ৩০০টাকা

#বইছবি

মে মাসে পড়া বইয়ের তালিকা 📚এই মাসে পড়া প্রতিটি বইই ভালো লেগেছে—প্রতিটা শেষ করার পর মনে হয়েছে, “আহা, ভালো একটা বই পড়ে শেষ ...
01/06/2025

মে মাসে পড়া বইয়ের তালিকা 📚
এই মাসে পড়া প্রতিটি বইই ভালো লেগেছে—প্রতিটা শেষ করার পর মনে হয়েছে, “আহা, ভালো একটা বই পড়ে শেষ করলাম।” 🥳

✅ দ্য হাউস হোয়্যার আই ডাইড ওয়ান্স
✅ ভ্রাম্যমাণ বইবিতান
✅ শিউলি ফুলের ভাত
✅ বৃষ্টি বিলাস

📖 আশিয়ানী – এখনো শেষ হয়নি, প্রায় ৮০ পৃষ্ঠা বাকি 😑
📖 দি অ্যাকমপ্লিস – কেবল শুরু করেছি, এখনো অনেক বাকি 🥲

এই ছিলো আমার মে মাসের পড়া বইগুলো।
আপনাদের মে মাস কেমন কেটেছে বইয়ের সাথে? শেয়ার করেন আপনাদের লিস্ট!
#আড্ডা_পোস্ট

31/05/2025

নিঃশব্দ পাখার আছে প্রাণ,
রয়েছে প্রবাদ।
আমি স্পর্শ করিতেই
হল তার উড়িবার সাধ।

জীবনানন্দ দাশ

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Book Haven posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share