Book Haven

Book Haven জীবন বড়ই বিচিত্র সন্ধ্যা কাটে না অথচ,
দিব্যি বছর কেটে যায়!

_মির্জা গালিব
(9)

বইটা অনেক দিন থেকে উইশলিস্টে ছিলো বইনগর - Boinagar  এ অফারে পেয়ে নিয়ে নিলাম। তাদের প্যাকেজিং ভালো ছিলো। ৩ দিনের ভিতর বই ...
06/08/2025

বইটা অনেক দিন থেকে উইশলিস্টে ছিলো বইনগর - Boinagar এ অফারে পেয়ে নিয়ে নিলাম। তাদের প্যাকেজিং ভালো ছিলো। ৩ দিনের ভিতর বই পেয়ে গেছি।

দস্তয়েভস্কি'র প্রত্যেক আখ্যানে রয়েছে এক অবর্ণনীয় হতাশা। প্রিয় পাঠক, আপনারা যাঁরা ফিওদোর দস্তয়েভস্কি'র লিখন-পদ্ধতির সঙ্গে...
05/08/2025

দস্তয়েভস্কি'র প্রত্যেক আখ্যানে রয়েছে এক অবর্ণনীয় হতাশা। প্রিয় পাঠক, আপনারা যাঁরা ফিওদোর দস্তয়েভস্কি'র লিখন-পদ্ধতির সঙ্গে পরিচিত তাঁদের নিকট এ তথ্য অজানা নয়। কোনো না কোনো চরিত্র তাঁর আখ্যানে এমন কিছু ভূমিকা পালন করে যেগুলো পাঠককে এক ধরনের চিন্তায় ফেলতে বাধ্য করে।

তেমনি 'শুভ্র রজনী' গল্পটির পটভূমি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ, যেখানে গ্রীষ্মকালের রাতগুলো দিনের মতন আলোকোজ্জ্বল থাকে, যা ‘হোয়াইট নাইটস’ বা 'শুভ্র রজনী‌' হিসেবেও পরিচিত। গল্পের প্রধান চরিত্র একজন নামহীন স্বপ্নবিলাসী ব্যক্তি, যিনি সমাজ থেকে বিচ্ছিন্ন, নিঃসঙ্গ এবং নিজ কল্পনার জগতে বেঁচে থাকেন। একরাতে তার পরিচয় ঘটে নাস্তেনকা নামের ১৭ বছর বয়সী এক তরুণীর সঙ্গে। যে কি-না তার মতোই নিঃসঙ্গ। তবে কল্পনাবিলাসী নয়, বরং বাস্তববাদী।

দু’জনে চারটি রাত একসাথে কাটায়, হেঁটে বেড়ায় শহরের রাস্তায় এবং নিজেদের মনের কথা খুলে বলে। যুবকটি ধীরে ধীরে নাস্তেনকার প্রেমে পড়ে যায়। কিন্তু তরুণীটি তার পুরনো প্রেমিকের জন্য অপেক্ষা করছিল, যে কথা দিয়েছিল ফিরে আসবে। কী বিচিত্র জীবন! একজনের স্বপ্ন, অপরজনের বাস্তবতা; নিদারুণ এক পরিণতির দিকে ধাবিত হয় কাহিনি।

কয়েক মুহূর্তের স্তব্ধতা গ্রাস করে, অবসাদের এক তীব্র হাওয়া ভেতরে জাগ্রত করে হাহাকার। "শুভ্র রজনী"-তেও ঘটেনি তার ব্যতিক্রম। বইটির গল্পকথক এক রমনীর মায়াজালে জড়িয়ে যান। স্বপ্নও দেখেন। আবার বজ্রপাতের মতো হুট করে সব স্বপ্ন ধূলিসাৎ হয় তার।
তারপর?
তারপর কোনো এক সেতুর ওপর নির্বিকার হয়ে স্থান দখল করে জীবন্মৃত হয়ে। আর?

ব‌ইয়ের নাম: শুভ্র রজনী‌
লেখক: ফিওদোর দস্তয়েভস্কি
অনুবাদক: আব্দুস সাত্তার সজীব
সম্পাদক: Zakir Hossain
মূল প্রচ্ছদ: Sultan Azam Sazal
জেল কভার: Rezwanul Hasan Robiul
প্রকাশনা: অহর্নিশ প্রকাশনা

জীবনানন্দ দাশ 🖤
05/08/2025

জীবনানন্দ দাশ 🖤

আজ যা পড়ি!  🥳
05/08/2025

আজ যা পড়ি! 🥳

04/08/2025

"মানুষ হবার অনেক যন্ত্র'ণার একটি হচ্ছে
-যা বলতে প্রাণ কাঁদে তা কখনো বলা হয় না।"

বইঃ- একজন মায়াবতী
লেখকঃ- হুমায়ূন আহমেদ

পড়লাম লুৎফুর কায়সার ভাইয়ের 'শর্টফিল্ম' কাহিনি শুরু হয় ভার্সিটিতে শর্টফিল্ম ফেস্টিভালের আয়োজন করা হয়েছে সেখানে অংশগ্রহণ ক...
03/08/2025

পড়লাম লুৎফুর কায়সার ভাইয়ের 'শর্টফিল্ম'
কাহিনি শুরু হয় ভার্সিটিতে শর্টফিল্ম ফেস্টিভালের আয়োজন করা হয়েছে সেখানে অংশগ্রহণ করে অনেকে। 'টিম বিংগো' নামের একটা টিম অংশগ্রহণ করে তারা সত্য ঘটনার অবলম্বে তৈরি করে একটা শর্টফিল্ম তারপর নেমে আসে এক ভয়ানক অভিশাপ যারা যারা ওই শর্টফিল্ম দেখছে একে একে মৃত্যু হতে থাকে তাদের।

এমন কি শর্টফিল্ম? যারাই দেখে সবার মৃত্যু হয়!

লুৎফুর কায়সার ভাইয়ের অনুবাদ আগেও কয়েকটা পড়ছি, কিন্তু এই প্রথম তার কোন মৌলিক লেখা পড়লাম। বইটা বেশ উপভোগ্য ছিলো।
শেষেটা এমন ভাবে শেষ হইছে লেখক চাইলে ২য় পাঠ আনতে পারে 🙂

বই: শর্টফিল্ম
লেখক: লুৎফুর কায়সার
প্রকাশনী: বেনজিন

03/08/2025

‘আমি চ’লে যাব,— তবু জীবন অগাধ
তোমারে রাখিবে ধ’রে সেই দিন পৃথিবীর ’পরে;—
আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে!’

অগাধ জীবন পিছনে ফেলে রেখে কবি জীবনানন্দ চলে গেলেন। যে মৃত নক্ষত্রের হিম শীতল স্পর্শ কবিসত্তাকে নিঃশেষ করে দিয়ে গেল, সেই মরা নক্ষত্রের কঙ্কাল কি বাংলা কাব্যের স্বপ্নাকাশ থেকে উল্কার মত আজো কক্ষচ্যুত হবে না? যার উদ্দেশ্যে জীবনানন্দের ‘সকল গান’— সকল সুর— কাব্যশরীরের সকল স্পন্দন স্পন্দিত হোলো, সেই হৃদয়হীনা মৃগতৃষ্ণিকার বুকে কবির স্মৃতি কি বিন্দুমাত্র স্পর্শ করেছে? এই মানস-দৈন্যের সর্বনাশা চিতা কোনো-কোনো বাঙালী কবির চিত্ত-শ্মশানবক্ষে কতদিনে নির্বাপিত হবে কে জানে!

বিমলচন্দ্র ঘোষ
জীবনানন্দ : জীবন আর সৃষ্টি
পৃষ্ঠা : ১৮৪

02/08/2025

এই ব্যথা,— এই প্রেম সব দিকে রয়ে গেছে,—
কোথাও ফড়িঙে-কীটে,— মানুষের বুকের ভিতরে,
আমাদের সবের জীবনে।

— জীবনানন্দ দাশ (ক্যাম্পে)

সি'রিয়া'ল কি'লিং, পুলিশি ত'দন্তপ্রক্রিয়া, কো'র্টরুম ড্রামা ও রহস্যের এক রোমাঞ্চকর আখ্যান দি অ্যাকমপ্লিস। বইটা পড়া শেষ হল...
01/08/2025

সি'রিয়া'ল কি'লিং, পুলিশি ত'দন্তপ্রক্রিয়া, কো'র্টরুম ড্রামা ও রহস্যের এক রোমাঞ্চকর আখ্যান দি অ্যাকমপ্লিস। বইটা পড়া শেষ হলো আজ বেশ ভালো লাগছে বইটা।
কে আসল অ'প'রা'ধী?
বই: দি অ্যাকমপ্লিস
লেখক: স্টিভ কাভানাহ , ইশরাক অর্ণব (অনুবাদক)
প্রকাশনী: চিরকুট
পৃষ্ঠা: ৩৩৬
মুদ্রিত মূল্য: ৫৪০৳

🙂
01/08/2025

🙂

🔥🔥 জুলাই স্বরণে অনলাইন বইমেলা -২০২৫ 🔥🔥

এই পোস্টে রিয়েক্ট, কমেন্ট ও শেয়ার থেকে তিন জন পাঠক আমাদের পক্ষ থেকে পাবেন বই উপহার।💥

🍀 ৩৬ টি প্রকাশনীতে পাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট
🍀 যেকোনো পরিমাণ বই অর্ডারে ডেলিভারি চার্জ ৩৬ টাকা। (ইনসাইড ঢাকা হোম ডেলিভারি, আউটসাইড ঢাকা সুন্দরবন কুরিয়ার। আউটসাইড ঢাকাতে হোম ডেলিভারি নিলে ৮০ টাকা চার্জ)
🍀 প্রতি অর্ডারে বুকমার্ক উপহার।

💥 প্রকাশনীসমূহের ছাড়ের তালিকা 💥

১) নিয়ন প্রকাশনী - ৬০%
২) আদি প্রকাশনী ৪০-৫০%
৩) সতীর্থ - ৫০ %
৪) চিরকুট - ৫০ -৬০%
৫) নটিলাস - ৪৫%
৬) গার্ডিয়ান - ২০%
৭) কথাপ্রকাশ - ৩৫%
৮) আদর্শ - ৩৫%
৯) চন্দ্রবিন্দু - ৩৫%
১০) নবকথন - ৩৫%
১১) নয়া উদ্যোগ - ৫০% (অনুবাদ)
১২) অন্যধারা - ২৫-৩৬%
১৩) ঐতিহ্য - ৩৫%
১৪) জ্ঞানকোষ - ৩৫%
১৫) ঋদ্ধ প্রকাশ - ৫০%
১৬) ছাপাখানা - ৩৫%
১৭) প্রথমা - ৩০%
১৮) বাতিঘর (থ্রিলার) - ৪৫%
১৯) বাতিঘর (ঢাকা) - ৩০%
২০) সত্যায়ন - ৩৫%
২১) অধ্যায় প্রকাশনী - ৩৫%
২২) কলি প্রকাশনী - ৪৫%
২৩) বেনজিন - ৪৫%
২৪) বেঙ্গল বুকস (ওয়েস্টার্ন) - ২৫%
২৫) ভূমিপ্রকাশ - ৪০%
২৬) বুকস্ট্রিট - ৫০%
২৭) দিব্য প্রকাশ - ৩৫%
২৮) আফসার ব্রাদার্স - ৩৫%
২৯) চারুলিপি - ৩০%
৩০) অক্ষরবৃত্ত - ৩৫%
৩১) সমকালীন - ৩৫%
৩২) মাকতাবাতুল আসলাফ - ৩৫%
৩৩) রুহামা - ৩৫%
৩৪) রাহনুমা - ৫০%
৩৫) আকাশ - ৩৫%
৩৬) শিরোনাম প্রকাশন - ৪০-৫০%

অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করুন।
অথবা হোয়াটসঅ্যাপ করুন 01300295586 নাম্বারে।

01/08/2025

বই উপহার দিবো! 🫡

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Book Haven posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share