The Reading Nest

The Reading Nest জীবন বড়ই বিচিত্র সন্ধ্যা কাটে না অথচ,
দিব্যি বছর কেটে যায়!

_মির্জা গালিব
(9)

 #নতুন_বইয়ের_প্রচারদস্তয়েভস্কি'র প্রত্যেক আখ্যানে রয়েছে এক অবর্ণনীয় হতাশা। "শুভ্র রজনী" গল্পটির পটভূমি রাশিয়ার সেন্ট পিট...
21/11/2025

#নতুন_বইয়ের_প্রচার

দস্তয়েভস্কি'র প্রত্যেক আখ্যানে রয়েছে এক অবর্ণনীয় হতাশা। "শুভ্র রজনী" গল্পটির পটভূমি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ, যেখানে গ্রীষ্মকালের রাতগুলো দিনের মতন আলোকোজ্জ্বল থাকে, যা "হোয়াইট নাইটস" বা "শুভ্র রজনী " হিসেবেও পরিচিত। গল্পের প্রধান চরিত্র একজন নামহীন স্বপ্নবিলাসী ব্যক্তি, যিনি সমাজ থেকে বিছিন্ন, নিঃসঙ্গ এবং নিজ কল্পনার জগতে বেঁচে থাকেন। একরাতে তার পরিচয় ঘটে নাস্তেনকা নামের ১৭ বছর বয়সী এক তরুণীর সঙ্গে। যে কি-না তার মতোই নিঃসঙ্গ। তবে কল্পনাবিলাসী নয় বরং বাস্তববাদী।

দু'জনে চারটি রাত একসাথে কাটায়, হেঁটে বেড়ায় শহরের রাস্তায় এবং নিজেদের মনের কথা খুলে বলে। যুবকটি ধীরে ধীরে নাস্তেনকার প্রেমে পড়ে যায়। কিন্তু তরুণীটি তার পুরনো প্রেমিকের জন্য অপেক্ষা করছিল, যে কথা দিয়েছিল ফিরে আসবে। কী বিচিত্র জীবন! একজনের স্বপ্ন, অপরজনের বাস্তবতা, নিদারুণ এক পরিণতির দিকে ধাবিত হয় কাহিনি।

কয়েক মূহুর্তের স্তব্ধতা গ্রাস করে, অবসাদের এক তীব্র হাওয়া ভেতরে জাগ্রত করে হাহাকার। "শুভ্র রজনী"-তেও ঘটেনি তার ব্যতিক্রম। বইটির গল্পকথক এক রমনীর মায়াজালে জড়িয়ে যান। স্বপ্নও দেখেন। আবার বজ্রপাতের মতো হুট করে সব স্বপ্ন ধূলিসাৎ হয় তার।
তারপর?
তারপর কোন এক সেতুর ওপর নির্বিকার হয়ে স্থান দখল করে জীবন্মৃত হয়ে। আর?

বইয়ের নাম: শুভ্র রজনী
লেখক: ফিওদোর দস্তয়েভস্কি
অনুবাদক: আব্দুস সাত্তার সজীব
জনরা: রোমান্টিক উপন্যাসিকা

 ্রচারকাহিনি সংক্ষেপ:‘রায়নন্দিনী’ উপন্যাসের মূল উপাদান এসেছে  ইতিহাস থেকে। বারো ভুঁইয়া নেতা ঈসা খাঁ ও রাজা কেদার রায়ের ক...
17/11/2025

্রচার
কাহিনি সংক্ষেপ:

‘রায়নন্দিনী’ উপন্যাসের মূল উপাদান এসেছে ইতিহাস থেকে। বারো ভুঁইয়া নেতা ঈসা খাঁ ও রাজা কেদার রায়ের কন্যা স্বর্ণময়ীর প্রেম ও মিলন কাহিনি।

গল্পটি ঈসা খাঁ আর স্বর্ণময়ীর। ঈসা খাঁ জননী প্রতিমাপূজক কাফের কন্যাকে ঘরে এনে বংশ কলুষিত করার ঘোর বিরোধী। অন্যদিকে রাজা প্রতাপাদিত্য স্বর্ণময়ীকে বিয়ের প্রস্তাব দিয়ে হয়েছেন ব্যর্থ ও ক্ষীপ্ত; লিপ্ত হয়েছে অপহরণ করার মতো ঘৃণ্য কাজে।

ঘৃণা, যুদ্ধ আর ষড়যন্ত্রের চাদরে মোড়ানো এক ভালোবাসার গল্প।

কী আছে এই প্রেমিক যুগলের ভাগ্যে?

📖 ব‌ই: রায়নন্দিনী
লেখক: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
জনরা: ইতিহাস আশ্রিত রোমান্টিক উপন্যাস

হাতে পেয়ে গেলাম আরো নতুন দু'টি বই। বই গুলো অহর্নিশ প্রকাশনা থেকে আসছে! তাদের বইয়ের কোয়ালিটি ভালোই নতুন প্রকাশনী হিসেবে!
12/11/2025

হাতে পেয়ে গেলাম আরো নতুন দু'টি বই।
বই গুলো অহর্নিশ প্রকাশনা থেকে আসছে! তাদের বইয়ের কোয়ালিটি ভালোই নতুন প্রকাশনী হিসেবে!

দস্তয়েভস্কি'র প্রত্যেক আখ্যানে রয়েছে এক অবর্ণনীয় হতাশা। প্রিয় পাঠক, আপনারা যাঁরা ফিওদোর দস্তয়েভস্কি'র লিখন-পদ্ধতির সঙ্গে...
06/11/2025

দস্তয়েভস্কি'র প্রত্যেক আখ্যানে রয়েছে এক অবর্ণনীয় হতাশা। প্রিয় পাঠক, আপনারা যাঁরা ফিওদোর দস্তয়েভস্কি'র লিখন-পদ্ধতির সঙ্গে পরিচিত তাঁদের নিকট এ তথ্য অজানা নয়। কোনো না কোনো চরিত্র তাঁর আখ্যানে এমন কিছু ভূমিকা পালন করে যেগুলো পাঠককে এক ধরনের চিন্তায় ফেলতে বাধ্য করে।

তেমনি 'শুভ্র রজনী' গল্পটির পটভূমি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ, যেখানে গ্রীষ্মকালের রাতগুলো দিনের মতন আলোকোজ্জ্বল থাকে, যা ‘হোয়াইট নাইটস’ বা 'শুভ্র রজনী‌' হিসেবেও পরিচিত। গল্পের প্রধান চরিত্র একজন নামহীন স্বপ্নবিলাসী ব্যক্তি, যিনি সমাজ থেকে বিচ্ছিন্ন, নিঃসঙ্গ এবং নিজ কল্পনার জগতে বেঁচে থাকেন। একরাতে তার পরিচয় ঘটে নাস্তেনকা নামের ১৭ বছর বয়সী এক তরুণীর সঙ্গে। যে কি-না তার মতোই নিঃসঙ্গ। তবে কল্পনাবিলাসী নয়, বরং বাস্তববাদী।

দু’জনে চারটি রাত একসাথে কাটায়, হেঁটে বেড়ায় শহরের রাস্তায় এবং নিজেদের মনের কথা খুলে বলে। যুবকটি ধীরে ধীরে নাস্তেনকার প্রেমে পড়ে যায়। কিন্তু তরুণীটি তার পুরনো প্রেমিকের জন্য অপেক্ষা করছিল, যে কথা দিয়েছিল ফিরে আসবে। কী বিচিত্র জীবন! একজনের স্বপ্ন, অপরজনের বাস্তবতা; নিদারুণ এক পরিণতির দিকে ধাবিত হয় কাহিনি।

কয়েক মুহূর্তের স্তব্ধতা গ্রাস করে, অবসাদের এক তীব্র হাওয়া ভেতরে জাগ্রত করে হাহাকার। "শুভ্র রজনী"-তেও ঘটেনি তার ব্যতিক্রম। বইটির গল্পকথক এক রমনীর মায়াজালে জড়িয়ে যান। স্বপ্নও দেখেন। আবার বজ্রপাতের মতো হুট করে সব স্বপ্ন ধূলিসাৎ হয় তার।
তারপর?
তারপর কোনো এক সেতুর ওপর নির্বিকার হয়ে স্থান দখল করে জীবন্মৃত হয়ে। আর?

📖ব‌ইয়ের নাম: শুভ্র রজনী‌
লেখক: ফিওদোর দস্তয়েভস্কি
অনুবাদক: আব্দুস সাত্তার সজীব
জনরা: রোমান্টিক উপন্যাসিকা
মূল প্রচ্ছদ: Sultan Azam Sazal
জেল কভার: RHR
প্রকাশনা: অহর্নিশ প্রকাশনা
পৃষ্ঠা: ৮০
মুদ্রিত মূল্য: ২৫০ টাকা

 ্রচার"শুভ্র রজনী" গল্পটির পটভূমি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ, যেখানে গ্রীষ্মকালের রাতগুলো দিনের মতন আলোকোজ্জ্বল থাকে, যা...
01/11/2025

্রচার

"শুভ্র রজনী" গল্পটির পটভূমি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ, যেখানে গ্রীষ্মকালের রাতগুলো দিনের মতন আলোকোজ্জ্বল থাকে, যা "হোয়াইট নাইটস" বা "শুভ্র রজনী " হিসেবে পরিচিত। গল্পের প্রধান চরিত্র একজন নামহীন স্বপ্নবিলাসী ব্যক্তি, যিনি সমাজ থেকে বিচ্ছিন্ন, নিঃসঙ্গ এবং নিজ কল্পনার জগতে বেঁচে থাকেন। একরাতে তার পরিচয় ঘটে নাস্তেনকা নামের ১৭ বছর বয়সী এক তরুণীর সঙ্গে। যে কি-না তার মতোই নিঃসঙ্গ। তবে কল্পনাবিলাসী নয়, বরং বাস্তববাদী।

দু'জনে চারটি রাত একসাথে কাটায়, হেঁটে বেড়ায় শহরের রাস্তায় এবং নিজেদের মনের কথা খুলে বলে। যুবকটি ধীরে ধীরে নাস্তেনকার প্রেমে পড়ে যায়। কিন্তু তরুণীটি তার পুরনো প্রেমিকের জন্য অপেক্ষা করছিল, যে কথা দিয়েছিল ফিরে আসবে। কী বিচিত্র জীবন! একজনের স্বপ্ন, অপরজনের বাস্তবতা ; নিদারুণ এক পরিনতির দিকে ধাবিত হয় কাহিনি।

কয়েক মূহুর্তের স্তব্ধতা গ্রাস করে, অবসাদের এক তীব্র হাওয়া ভেতরে জাগ্রত করে হাহাকার। "শুভ্র রজনী"-তেও ঘটেনি তার ব্যতিক্রম। বইটির গল্পকথক এক রমনীর মায়াজালে জড়িয়ে যান। স্বপ্নও দেখেন। আবার বজ্রপাতের মতো হুট করে সব স্বপ্ন ধূলিসাৎ হয় তার।
তারপর?
তারপর কোন এক সেতুর ওপর নির্বিকার হয়ে স্থান দখল করে জীবন্মৃত হয়ে। আর?

বইয়ের নাম : শুভ্র রজনী
লেখক : ফিওদোর দস্তয়েভস্কি
অনুবাদক : আব্দুস সাত্তার সজীব
জনরা: রোমান্টিক উপন্যাসিকা
প্রকাশনা : অহর্নিশ প্রকাশনা

প্রায় ৩ মাস পর নতুন কোন বই পড়া শুরু করলাম 🫡
31/10/2025

প্রায় ৩ মাস পর নতুন কোন বই পড়া শুরু করলাম 🫡

সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী বাংলা সাহিত্যের একজন কালজয়ী লেখক। তার সাহিত্য চর্চার ধারা ছিলো সমসাময়িক মূলধারার বাইরে।‌ তার...
31/10/2025

সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী বাংলা সাহিত্যের একজন কালজয়ী লেখক। তার সাহিত্য চর্চার ধারা ছিলো সমসাময়িক মূলধারার বাইরে।‌ তার লেখায় মুসলিম পূর্জাগরনবাদ, রাজনৈতিক চেতনা, সমাজ সংস্কার এবং ইসলামী ইতিহাস গুরুত্ব পায়। তৎকালীন বাংলা সাহিত্য ছিল হিন্দু নবজাগরণ ও রবীন্দ্র-শরৎধারার প্রভাবাধীন। এছাড়াও রাজনৈতিক লেখক হিসেবে তার লেখায় ছিল ব্রিটিশ বিরোধী অবস্থান। এসকল কারণেই তার লেখা সমালোচকদের নজরে প্রাপ্য স্থান পায়নি।
আলোচনার কেন্দ্রে আসতে না পারলেও তার লেখনী আজ‌ও প্রেরণার উৎস। তাঁকে স্মরণ করা মানে হলো আমাদের বিস্মৃত ইতিহাসের আলোকে নতুন করে খুঁজে পাওয়া।

সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীকে স্মরণ করেই তার প্রতি আমাদের ট্রিবিউট তার কালজয়ী উপন্যাস 'রায়নন্দিনী'।


📖 ব‌ই: রায়নন্দিনী
লেখক: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
প্রকাশনা: অহর্নিশ প্রকাশনা
প্রচ্ছদ: আর‌এইচ‌আর,
জাওয়াদ উল আলম
জনরা: ইতিহাস আশ্রিত রোমান্টিক উপন্যাস
পৃষ্ঠা: ১১২
মুদ্রিত মূল্য: ২৫০৳

অর্ডার করতে ইনবক্স করুন আপনার পছন্দের বুকশপে।

24/10/2025

শরীর রয়েছে, তবু মরে গেছে আমাদের মন !

_জীবনানন্দ দাশ

বই পড়ার সময় পাই না 🥲কিন্তু বই ঠিকই কিনি। বই আসছে বইনগর - Boinagar থেকে।বইটা অনেক দিন থেকে উইশলিস্টে ছিলো কেনা হয় নায়। ২ ...
22/10/2025

বই পড়ার সময় পাই না 🥲
কিন্তু বই ঠিকই কিনি।
বই আসছে বইনগর - Boinagar থেকে।
বইটা অনেক দিন থেকে উইশলিস্টে ছিলো কেনা হয় নায়। ২ দিন আগে বইনগর এর অফার দেখলাম ৬৫% ছাড় তাই অফারে পেয়ে নিয়ে নিলাম 😁

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Reading Nest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share