04/05/2025
এই ভিডিও দেখে কারো চোখে পানি এলে আমি দুঃখিত।মুজিবের আমল কেমন ছিলো তখনকার ব্রিটেনের পত্রিকা মিররের সাংবাদিক জন পিলজারের করা ভিডিও এটা।এই ভিডিওতেই জন পিলজার বলেছেন-' হিটলার ৬০ লাখ ইহুদিকে হত্যা করে। বাংলাদেশেও মুজিবের আমলে ৬০ লাখের সমপরিমাণ মানুষের মৃত্যু হয়।এই ডকুমেন্টারি করা হয় ১৯৭৪ এর মাঝামাঝি এবং তা প্রকাশ হয় ১৯৭৫ এর জানুয়ারিতে,সঙ্গতকারণেই মৃত্যুর সংখ্যা আরো বেশী।অথচ এই ডকুমেন্টারিতেই মিথ্যাবাদী মুজিব সাক্ষাৎকারে বলেছেন শুধু ২৭ হাজার মারা যায়।একই মুজিব ১৯৭১ এ যুদ্ধের পর মুক্তি পেয়ে বাংলাদেশে না এসে করাচি থেকে পাকিস্তানি পাসপোর্টে প্রথমে সরাসরি ইংল্যান্ডে উঠেন যুদ্ধকালীন বাংলাদেশী সাংবাদিক বিবিসির বাংলা বিভাগের প্রধান সিরাজুর রহমানের কাছে।জিজ্ঞাসা করেন কত লোক মারা গেছে?সিরাজুর রহমান বলেছিলেন-"দেশ-বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকার তথ্যে পাকিস্তানি,বিহারী সহ মোট প্রায় ৩ লাখের কাছাকাছি হবে। আপনি বিদেশী সাংবাদিকদের কাছে ৩ লাখই বলতে পারেন"।
-পরদিন মুজিব বিদেশী সাংবাদিকদেরকে ৩ মিলিয়ন তথা ৩০ লাখ বলে দেন।
অর্থাৎ মুজিব সবসময়ই অংকটায় নিজের সুবিধা মতো সংখ্যা নির্ণয় করতেন। শেখ হাসিনা এই মিথ্যা বলাটা তার পিতার থেকেই রপ্ত করে।
©