Way 2 jannah

Way 2 jannah every soul will taste death

❤️‍🩹
23/05/2025

❤️‍🩹

24/01/2025

শুক্রবার দরূদ পাঠের দিন!
❝আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ❞(ﷺ)
-اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد (ﷺ)
অর্থ : হে "আল্লাহ" আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম'কে রহমত ও শান্তি দান করুন!

11/10/2024

ধর্ম উ|পদে'ষ্টার পূ'জা রিলেটেড বক্তব্যটা খুব মনযোগ দিয়ে শুনলাম। বক্তব্য শুনে মনে হলো উনি ভুলে গেছেন যে, উনি আগে একজন আলেম পরে ধর্ম উ'পদে'ষ্টা।

বক্তব্যের শেষে উনি বললেন,আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে পেরে আমি অনেক খুশি। সবাইকে শারদীয় শুভেচ্ছা। অথচ, বিধর্মীদের উৎসবে শুভেচ্ছা বিনিময় স্পষ্ট হারাম। আবার বক্তব্যের শুরুর দিকে বলে ফেললেন, আমি ধর্মান্ধ না। মানে উনি যা করেছেন সেটাকে যারা নিন্দা করবে এক কথায় তারাই ধর্মান্ধ।

গণ'ত'ন্ত্রে যুক্ত হওয়ার আগে উনিও আমাদের মতোই ধর্মান্ধ ছিলেন। আর গ'ণ"তন্ত্রে যুক্ত হওয়ার পর উনার কথা শুনে মনে হচ্ছে উনি ‘লাকুম দ্বিনুকুম ওয়ালিয়া দ্বিন’ এর তাফসির ভুলে গেছেন। আল্লাহ সুবহানাহু
ওয়া তাআ'লা গণ'তন্ত্র'কে কেনো হারাম করেছেন
এবার বুঝেছেন?

— রাত্রি

07/10/2024

hehehe🤭 ❤️‍🩹

26/09/2024

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পুরো দিন দূরুদ পাঠ করুন।
আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লীম আলা নাবিয়্যিনা মুহাম্মদ (সঃ)।🌸🤲

26/09/2024

আপনি কিছুই হারান নি, আল্লাহ সরিয়ে দিয়েছে।
কারন আপনি উত্তম ডিজার্ভ করেন।

24/09/2024

ইয়া আল্লাহ, আপনি অন্তর্যামী।
আপনি জানেন হৃদয়ে কি আছে।
আপনি এটাও জানেন ভাগ্যে কি আছে।
যা ভাগ্যে নেই তার থেকে আমাকে দূরে রাখুন।
হৃদয় থেকে তা মুছে দিন যা আমাকে কষ্ট দিচ্ছে ।
আমিন 🤲

24/09/2024

তোমরা যারা মুখের উপর ঠাসঠাস করে খোঁচা মারা কথা বলাকে বলো স্পষ্টবাদিতা, বলো স্মার্টনেস, বলো সাহসিকতা। কোরআন তাদেরকে বলে "লুমাযাহ"; যাদের জন্য অপেক্ষা করছে দুর্ভোগ। তারা নিক্ষিপ্ত হবে হুতামায়।

হুতামা কি?

- হুতামা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে।

সূরা হুমাযাহ (১-৯)

20/09/2024

নিরবে কষ্ট পাচ্ছে,
এমন প্রতিটি অন্তরে আল্লাহ প্রশান্তি
দান করুন!!!
আমিন!

07/06/2024

৮ জুন থেকে ১৭ জুন ইনশাআল্লাহ এই ১০ দিন একটা মুহূর্ত ও অবহেলা করে কাটাবেন না। যার যা চাওয়ার চেয়ে নিন।
🔳জিলহজ্জ মাসের প্রথম দশ দিনের আমল।
১. অধিক পরিমাণে তাকবির পড়া।
২. ৯ দিন রোজা (না পারলে অন্তত শেষের দুই দিন)।
৩. আওয়াল ওয়াক্তে পাঁচ ওয়াক্ত নামাজ।
৪. প্রতিদিন কমপক্ষে দুই রাকাত তাহাজ্জুদ।
৫. ইশরাক,চাশত,সালাতুদ দুহার নামাজ আদায় করা।
৬. সামর্থ্য অনুযায়ী গোপনে দান সাদাকা।
৭. যথাসম্ভব নফল নামাজ পড়া।
৮. কমপক্ষে এক পারা কোরআন তেলাওয়াত করা।
৯. অনবরত জিকির
ইস্তেগফার তাসবিহ,তাহলীল।
১০. দরূদ পড়া।
১১. অধিক পরিমাণে তওবা করা।
১২. অধিক পরিমাণে জিকির করা (সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মাগফিরলী, সুবহানাল্লাহী ওয়া বিহামদিহী সুবহানাল্লাহিল আজিম)।
১৩. সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করা রাতে ঘুমানোর আগে।
১৪. সুন্নাহ অনুযায়ী সব কাজ করা।

🌸
01/06/2024

🌸

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Way 2 jannah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share