
22/07/2025
বিমান বিধ্বস্তে নিহত ৭ম শ্রেণির শিক্ষার্থী বরিশালের সামিউলের দাফন সম্পন্ন!!
বরিশাল অফিস : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী সামিউল করিমের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল স্কুল মাঠে তার জানাজা শেষে সামিউলের নানার বাড়ি চাঁনপুর ইউনিয়নের দেশখাগকাটা গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। সামিউলের জানাজায় ইমামতি করেন খন্তাখালি দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহ-সুপার হাফেজ মাওলানা আব্দুল জাব্বার। সামিউলের জানাজার নামাজে বরিশাল জেলা জামায়াতের আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা আসাদুজ্জামান মুক্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। নামাজের আগে ছেলের জন্য দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙ্গে পরেন নিহত সামিউলের বাবা রেজাউল করিম শামীম। পারিবারিক সূত্রে জানাগেছে, সামিউল করিমের পৈতৃক বাড়ী ছিল মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের রুকুন্দি গ্রামে। তবে নদীভাঙ্গনে বেশ কয়েক বছর আগেই তাদের বাড়ি নদীতে বিলীন হয়ে যায়। েএ কারনে নিজ এলাকায় থাকার কোন ব্যাবস্থা ছিলো না তাদের। তবে পিতার ব্যাবসায়িক কারনে বেশ কয়েক বছর ধরে পরিবারটি রাজধানীর উত্তরায় বসবাস করছিল। সামিরের বাবা রেজাউল করিম শামীম একজন ব্যবসায়ী এবং মা রেশমা বেগম মেহেন্দিগঞ্জের মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। এক ভাই ও এক বোনের মধ্যে সামিউল ছোট। সে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। সামিউল করিমের নানা প্রয়াত মোস্তফা কামাল ছিলেন চাঁনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। সামিউলের স্বজনরা জানান, আমারা সামিউলকেকে যেভাবে হারিয়েছি আর যেন কোন পিতা মাতা ও তার স্বজনদের এভাবে সন্তান হারাতে না হয়। এদিকে ছোট্ট সামিউলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে বাকরুদ্ধ পরিবার ও স্বজনরা। আত্মীয়স্বজন,বন্ধুবান্ধব-সহপাঠী ও শোকাহত এলাকাবাসী অশ্রুসিক্ত নয়নে তার রুহের মাগফিরাত কামনা করে শেষ বিদায় জানান।