দৈনিক সাহসী বার্তা

দৈনিক সাহসী বার্তা news সত্য প্রকাশে আপোষহীন Bangla news
সত্য ও ন্যায় প্রতিষ্টায় বদ্ধ পরিকর barisal live bd news

দৈনিক সাহসী বার্তা, প্রকাশক ও সম্পাদক নিকুঞ্জ বালা পলাশ, প্রধান সম্পাদক এ্যাডভোকেট আনিচুজ্জামান আনিচ, এস এস টাওয়ার (তৃতীয় তলা) ফকির বাড়ী রোড, বরিশাল। মোবাইল : ০১৭২২-০৯৬০৮৬।

শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তায় কঠোর হতে হবে : আলী সুজাবরিশাল :আসন্ন শারদীয় দুর্গোৎসবে প্রতিটি দুর্গা মন্দিরে আগত দর্শনার...
18/09/2025

শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তায় কঠোর হতে হবে : আলী সুজা

বরিশাল :

আসন্ন শারদীয় দুর্গোৎসবে প্রতিটি দুর্গা মন্দিরে আগত দর্শনার্থীদের নিরাপত্তা দেওয়াসহ আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রামপুলিশদের কঠোর ভূমিকা পালন করতে হবে। যেকোনমূল্যে আমরা একটি উৎসবমূখর পরিবেশের মধ্যদিয়ে দুর্গোৎসবের সকল আয়োজন সম্পন্ন করতে চাই। গ্রামপুলিশদের উদ্দেশ্যে কথাগুলো বলেছেন-বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা।

বৃহস্পতিবার দুপুরে উজিরপুর উপজেলার ৭৭ জন গ্রামপুলিশ সদস্যদের মাঝে পোশাকসহ বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা আরও বলেছেন-গ্রাম পুলিশ বাংলাদেশের একটি বিশেষায়িত পুলিশ বাহিনী। যারা গ্রামাঞ্চলে সুরক্ষা এবং বাংলাদেশ পুলিশকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে আসছেন। গ্রামপুলিশের সদস্যরা দিনে ও রাতে গ্রাম এলাকায় পাহারা কিংবা টহল দেওয়ার পাশাপাশি অপরাধ দমন ও তদন্তে সহায়তা করছেন। চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদকে তাদের বিভিন্ন সরকারি কাজে সাহায্য করছেন। আপনারা অপরাধমূলক কর্মকান্ড অনুসন্ধান ও দমন এবং অপরাধীদের গ্রেপ্তার করতে অতীতে যেভাবে ভূমিকা রেখেছেন এবারের দুর্গা পূজায় তার চেয়ে আরো বেশি কঠোর ভূমিকা পালন করতে হবে।

সবশেষে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৭৭ জন গ্রাম পুলিশদের (দফাদার ও মহল্লাদার) মাঝে দুইসেট পোশাক, টর্চ লাইট, লাঠি, জুতা, মুজা, ব্যাচ, বাঁশি, রেইন কোড ও ছাতা বিতরণ করেন।

বাংলাদেশ জসদের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান ভাইকে নিয়ে বিএনপি নেতা অধ্যক...
17/09/2025

বাংলাদেশ জসদের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান ভাইকে নিয়ে বিএনপি নেতা অধ্যক্ষ আনিস প্রধানের সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস।

খুব একজন মেধাবী মানুষ। আমার দেখা গুটিকতক মানুষের ভিতর সাবেক ঢাকা ইউনিভার্সিটির অমিমাংসিত একজন নেতা নাজমুল হক প্রধান। বর্তমান এমন একটা অবস্থা! কলিকাল ছাগলে চাটে বাঘের গাল। আজকাল পঞ্চগড় সহ অনেক মানুষ তার সমালোচনা করছে। তাদের প্রতি অনুরোধ, আপনি তার সম মর্যাদায় যদি হোন তো সমালোচনা করেন। আপত্তি নাই। কিন্তু নিজে ঢাকা ইউনিভার্সিটি বারন্দা দেখলেন না। আপনার ফেসবুকে একটা একাউন্ট
করেছেন। তাই বলে আপনার ব্যক্তি স্বার্থে যা দেখেন নি অথবা তখন আপনার বাবা আপনার মাকে বিবাহ করেন নাই। আপনি না জেনে না বুঝে এই মেধাবী মানুষ টাকে অপমান করছেন। এটা ঠিক কি না আপনার বিবেকের কাছে বিচার দিলাম! আপনি আজকে পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শক্তিশালী অথবা ক্ষমতাবান মনে করছেন। ঠাকুরগাঁও পার হলে আপনারে কুত্তা ও ---। আমরা যখন ঢাকায় লেখাপড়া করতাম ১৯৮৭/৮৮ তখন আমরা এতিমের মত সেখানে ছিলাম। আমার জেলার নামও তারা জানেনা। কিন্তু বিপদে পড়লে ঢাকায় যারা অবস্থান করতাম। আমরা এই নাজমুল হক প্রধানের ও শফিউল আলম প্রধানের ও দেলোয়ার হোসেনের ( মরহুম দেলোয়াট হোসেন বাড়ি মিরগর, পঞ্চগড়ের কাঞ্চনজঙ্ঘা পেট্রোল পাম্পের মালিক) নাম নিতাম। আলহামদুলিল্লাহ বিপদ মুক্ত হতাম। এখনো যদি আপনি ঢাকা শহরে বিপদে পড়েন আপনি বলেন, আপনি উনাদের চিনেন এবং উনি আপনাকে চেনেন। তাহলে ঢাকার মাস্তান বাদ দিলাম। ঢাকার যে কোন থানার ওসি, আপনাকে হিসাব করতে বাধ্য। আজ আমি নিজেই বুড়ো হয়ে গেছি। আমার খুব কষ্ট হয় যারা পঞ্চগড় কে ঢাকার বুকে প্রতিষ্ঠিত করলো তাদের আমরা অপমান করছি। জানি আরো কিছু মন্ত্রী পঞ্চগড়ের ছিল। কিন্তু তাদের বাসা যেতে আমাদের পাস লাগত। তাদের উপকার কে আমি অস্বীকার করব না। কিন্তু তাদের পাস যোগার করতে করতে আমার দেশি ভাষায় বলি, গয়া মারা সারা
ভাবছেন আগের দিন নাই। যে নেতার জন্য এত তেল মারছেন। দেখেন সে নেতা ঠাকুরগাঁও পার হলে আপনার জন্য কি করে?
আমি এও জানি আমার এ লেখনি আপনাদের পছন্দ বা ভালো লাগবে না? বর্তমানে আমি নিজেই আলহামদুলিল্লাহ নিজেকে সুরক্ষা দিতে পারি। আমার আর কোন নেতার দরকার নাই। ঢাকায় একটা কথা শুনতাম, আমাদের মফিজ বলে। আসলেই আমারা এত বড় বে্ুকুব আমরা মানির মানটা পর্যন্ত দিতে পারিনা। বর্তমানে ব্যারিষ্টার নওশাদ জমির ও শার্জিস আলম। আপনারা পঞ্চগড় জেলার হয়ে পুরো দেশের প্রতিনিধিত্ব করছেন। আপনাদের প্রতি দোয়া রেখে বলছি, আপনারা অন্তত পঞ্চগড় জেলা মানুষের উপকার করতে পারেন বা না পারেন। আমার দেশের অবহেলিত মানুষের তথ্য প্রযুক্তির যুগে ফোনটা ধরেন! কারণ তারা বিপদের সময় আল্লাহর দয়ায় আপনাদের ভরষা করে। আল্লাহ আমাদের হেদায়েত ও জ্ঞান দিক, আমিন।

রোমে বরিশাল জেলা সমিতি ইতালীর নতুন কমিটি গঠনসভাপতি স্বপন হাওলাদারসাধারণ সম্পাদক ইলিয়াস মল্লিকপ্রেস বিজ্ঞপ্তিঃইতালির রাজ...
16/09/2025

রোমে বরিশাল জেলা সমিতি ইতালীর নতুন কমিটি গঠন
সভাপতি স্বপন হাওলাদার
সাধারণ সম্পাদক ইলিয়াস মল্লিক
প্রেস বিজ্ঞপ্তিঃ
ইতালির রাজধানী রোমে প্রবাসী বরিশাল জেলা বাসীদের সংগঠন বরিশাল জেলা সমিতি ইতালির নতুন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোমের মনতানিওয়ালা খান রেস্টুরেন্টে আয়োজিত সভায় প্রবাসী বরিশালের প্রবীণ ও নবীন অসংখ্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, প্রবাসে বরিশালবাসীর ঐক্য ও সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে স্বপন হাওলাদারকে সভাপতি এবং ইলিয়াস মল্লিককে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি স্বপন হাওলাদার তার সংক্ষিপ্ত বক্তব্যে প্রবাসী বরিশালবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একইভাবে সাধারণ সম্পাদক ইলিয়াস মল্লিক বলেন- "বরিশাল জেলা সমিতি প্রবাসীদের মিলনমেলা ও সামাজিক উন্নয়নের প্ল্যাটফর্ম। আমরা সবাইকে সঙ্গে নিয়ে অগ্রসর হতে চাই।"
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব প্রবাসী বরিশালবাসীদের সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
বরিশাল জেলা সমিতির আহবায়ক মজিবুর রহমান সিকদার এর সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য এড: আনিসুজ্জামান ও খান রিপনের যৌথ পরিচালনায় এ সময় বরিশাল জেলার সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে বাতেন হাওলাদার,হেলাল উদ্দিন, নাসিম আহমেদ,মেহেদী হাসান,সুমন আহমেদ,আজম,সারোয়ার,মনির হোসেন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহনিজস্ব প্রতিবেদক :দৈনিক কালবেলার বরিশাল ব্যুরো প্রধান ...
16/09/2025

প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ
নিজস্ব প্রতিবেদক :
দৈনিক কালবেলার বরিশাল ব্যুরো প্রধান প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি আরিফিন তুষারের দেড় বছর বয়সী একমাত্র শিশু সন্তানের লেখাপড়া, চিকিৎসাসহ সার্বিক বিষয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে নগরীর কলেজ এভিনিউ এলাকায় তুষারের বাসায় গিয়ে তাঁর বৃদ্ধ বাবা, স্ত্রী-সন্তান এবং পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে গিয়ে এই প্রতিশ্রুতি দেন আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ।
এসময় শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে রহমাতুল্লাহ বলেন, আরিফিন তুষার ছিলেন একজন সৎ ও সাহসী সাংবাদিক। বারবার আওয়ামী ফ্যাসিবাদ সরকারের অন্যায়ের চিত্র তুলে ধরে সাহসীকতার পরিচয় দিয়েছিলেন তিনি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাংবাদিকতায় মিডিয়াঙ্গনে উল্লেখযোগ্য ভূমিকাও রেখেছিলেন তুষার। তিনি সকলের অন্তরে বেঁচে থাকবেন চিরকাল।
এসময় আরিফিন তুষারের বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভূঁইয়া, তার স্ত্রী সানজিদা, দেড় বছরের ছেলে, সিনিয়র সাংবাদিক আলম রায়হান, বরিশাল প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য কমল সেনগুপ্ত, ক্রীড়া সম্পাদক খান রুবেল, পাঠাগার সম্পাদক কেএম নয়ন, মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ০৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে সদর রোডের নিজ অফিসে পেশাগত দায়িত্ব পালনকালে শ্বাসকষ্ট এবং হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন কালবেলার বরিশাল ব্যুরো প্রধান আরিফিন তুষার। দ্রুত তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি দেড় বছরের পুত্র সন্তান, স্ত্রী, বাবা-মা এবং দুই ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। তুষার বরিশাল প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক ছিলেন।
তাছাড়া বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও বার্তা সম্পাদক ফোরাম বরিশালের নির্বাহী সদস্য এবং জিয়া স্মৃতি পাঠাগারের সম্পাদকীয় পরিষদের সদস্য ছিলেন।

বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে-কাজী রওনাকুল ইসলাম টিপুনিজস্ব ...
16/09/2025

বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে-কাজী রওনাকুল ইসলাম টিপু

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিসয়ক সহ-সম্পাদক ও বরিশাল -২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সমঅধিকার বাস্তবায়ন করা হবে। এসব দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এতে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না। আজ মঙ্গলবার দুপুরে বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নে মহিলা কর্মীদের সাথে রাষ্ট্র মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আরও বলেন, স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। বরিশালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র উপলক্ষ্যে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান লিখন, আব্দুল হালিম, মোঃ আব্দুস ছালাম হাওলাদার,শফিকুল ইসলাম খান লিমন, জালিস সরদার,কাজী মাহবুব ধলু, তাওহীদ বীন লাবিদ, আহসান মিয়া জুয়েল,মোঃ খোকন ডাকুয়া, সুমন,তাওহীদ, রুমী, হৃদয়, রাব্বি মিজান,সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে সারা দেশে প্রচারাভিযান চালাচ্ছে দলটি। মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে এ প্রচার কর্মসূচি চলছে। এর আগে প্রশিক্ষণ কর্মশালা করে প্রচারাভিযানের জন্য সারা দেশের নেতা-কর্মীদের পারদর্শী করে তোলার লক্ষ্যে কর্মশালার উদ্যোগ নেয় দলটি। ৩১ দফা সংস্কার প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রীতিমূলক ‘রেইনবো নেশন’ (সমন্বিত রাষ্ট্রসত্তা) প্রতিষ্ঠা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন, নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনঃপ্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, সংস্কার প্রস্তাবে আইন সভায় উচ্চ কক্ষের প্রবর্তন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, নির্বাচন কমিশন ও নির্বাচনব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন প্রভৃতি।

ম্যানেজিং বডির সভাপতি শিরিনকে পেয়ে উচ্ছাসিত বরিশাল মানিক মিয়া কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা!নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরী...
16/09/2025

ম্যানেজিং বডির সভাপতি শিরিনকে পেয়ে উচ্ছাসিত বরিশাল মানিক মিয়া কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা!

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর বেগম তোফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হওয়ার পর শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির কেজন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। আজ মঙ্গলবার সকাল ১১ টায় কলেজে প্রবেশ করেন সাবেক সংসদ সদস্য বিলকিস জিহান শিরিন। এরপর তিনি কলেজ প্রশাসনের আয়োজনে ২০২৫ -২০২৬ শিক্ষাবর্ষের নবাগত একাদশ শ্রেনীর নবীন শিক্ষার্থীদের বরন অনুষ্ঠানে যোগদান করেন। পরে কলেজের দ্বাদশ শ্রেণীসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেন শিরিন। এসময় ম্যানেজিং বডির সভাপতি শিরিনকে পেয়ে উচ্ছাসিত বরিশাল মানিক মিয়া কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় তিনি শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ উল্লেখ করে মনোযোগের সাথে পড়াশোনা করে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও দশের কল্যাণের জন্য তাদের প্রতি উদাত্ত আহ্বান জানান। শিক্ষক ও শিক্ষার্থীরাও তার নেতৃত্বে কলেজের সুনাম অক্ষুন্ন রাখার প্রতিজ্ঞাবদ্ধ হন। এসময় কলেজের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে কলেজের একাধিক ছাত্রী অভিভাবক জানান,এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের মতো একন আপোষহীন নেত্রীকে এ কলেজের সভাপতি করায় তারা সত্যিই ভাগ্যবান। তিনি বলেন, তিনিসহ অন্যান্য অভিভাবেকদের শিরিনের প্রতি আস্তা অছে, তিনি নিশ্চয় ভালো কিছু করবেন।

সাংবাদিক আরেফিন তুষার আর নেইবরিশাল মিডিয়া অঙ্গনের পরিচিত মুখ দৈনিক কালবেলা পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান আরিফিন তুষার ই...
08/09/2025

সাংবাদিক আরেফিন তুষার আর নেই
বরিশাল মিডিয়া অঙ্গনের পরিচিত মুখ দৈনিক কালবেলা পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান আরিফিন তুষার ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রাত সাড়ে নয়টার দিকে সদর রোডস্থ তার নিজ অফিস কক্ষে স্টক করে না ফেরার দেশে পাড়ি জমান তিনি । তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিকুঞ্জ বলা পলাশ সাধারণ সম্পাদক শাহিন হাসান সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।

ব্যক্তির পক্ষে নয় ধানের শীষের পক্ষে একত্রিত হতে হবে---অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বরিশাল : বাংলাদেশ জাতীয়তাবাদী আইন...
06/09/2025

ব্যক্তির পক্ষে নয় ধানের শীষের পক্ষে একত্রিত হতে হবে---অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল

বরিশাল : বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেছেন-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশকে ধারন করে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের আগামীর পথ চলতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গাজী কামরুল ইসলাম সজল আরো বলেছেন-বিএনপি নেতা সৃষ্টি করে আর আওয়ামী লীগ গডফাদার তৈরি করে।

যেকারনে বরিশাল-১ আসনে বিএনপির চারজন কেন্দ্রীয় নেতা আর আওয়ামী লীগের এখানে মাত্র একজন কেন্দ্রীয় গডফাদার।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে আগৈলঝাড়া উপজেলা সদরের বিএইচপি একাডেমির মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছেন-আগামী জাতীয় নির্বাচনে ব্যক্তি নেতার পক্ষে নয়; ধানের শীষের পক্ষে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের একত্রিত হতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিতের জন্য সবাইকে এক হয়ে মাঠে কাজ করতে হবে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে।

তিনি আরও বলেছেন-নেতাদের কারণে বিএনপিতে বিভক্তি হতে দেয়া হবেনা।

যেসব সিনিয়র নেতারা দল বিভক্তির সাথে জড়িত তাদের চিরদিনের জন্য বয়কট করতে হবে।

হিন্দু মুসলিম ভাই ভাই গৌরনদী ও আগৈলঝাড়ায় কোন বিভক্তি নাই উল্লেখ করে গাজী কামরুল ইসলাম সজল আরও বলেছেন-একটা সময় ছিলো বরিশাল-১ আসনের চিহ্নিত গডফাদার গর্ব করে বলতেন সারা বাংলা মামার বরিশালটা আমার।

সেই গডফাদারদের এই নতুন বাংলাদেশে আর কোনদিন স্থান হবেনা।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বরিশাল জেলা উত্তর শাখার সদস্য সচিব ভিপি সেলিম সরদারের সভাপতিত্বে আলোচনা সভার পূর্বে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে সভাস্থল মাঠের কানায় কানায় পূর্ণ হয়ে জনসভায় রূপ নেয়।

অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল রহমান শিপন, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যুগ্ন আহবায়ক আছিয়া আক্তার মুক্তা, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য ক্যাপ্টেন আলহাজ আশ্রাফুল আলম বিপুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। # # #

মদিনায় ওমরা পালনকারীদের পানির বোতল ও খেজুর বিতরণ করছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহাননিজস্ব প্রতিবেদ...
06/09/2025

মদিনায় ওমরা পালনকারীদের পানির বোতল ও খেজুর বিতরণ করছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মদিনায় ওমরা পালনকারীদের জন্য পানির বোতল ও খেজুর দান করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

সৌদি স্থানীয় সময় ৫ সেপ্টেম্বর শুক্রবার তাওয়াফ শুরু করেন তিনি। ওমরাহ শেষে তিনি পবিত্র মদিনায় নামাজ আদায় করেন।

ওমরাহ শেষে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি, উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় মদিনায় ওমরা পালনকারী ধর্মীয় মুসলিম পুরুষ ও মহিলাদের জন্য পানির বোতল ও খেজুর দান করছেন তিনি।

তার স্ত্রী সাথে রয়েছেন। মদিনায় ওমরা পালন শেষে ৭ সেপ্টেম্বর মক্কায় যাবেন এবং ১৫ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিতবরিশাল অফিসবরিশালের বাকেরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ...
05/09/2025

বাকেরগঞ্জে বিএনপির
প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বরিশাল অফিস
বরিশালের বাকেরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে সরকারি বাকেরগঞ্জ কলেজ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে শেষ হয়। মিছিলের পূর্বে সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে উপজেলার ১৪ টি ইউনিয়ন থেকে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড ও বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য মিছিলে মিছিলে সমাবেশ স্থল মহাসমাবেশে পরিনত হয়। সমাবেশে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক আব্দুল মালেক সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম খান রাজন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাকেরগঞ্জের কলসকাঠী ইউপি’র সাবেক চেয়ারম্যান চেয়ারম্যান শওকত হোসেন হাওলাদার, উপজেলা বিএনপি নেতা এ্যাড. মতিউর রহমান মোল্লা, বরিশাল জেলা বিএনপির সাবেক সহ সভাপতি রত্তন বিশ্বাস। প্রধান অতিথির বক্তৃতায় নজরুল ইসলাম খান বিএনপি এই দেশের জনগণের আস্থার প্রতীক। তাই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনই হবে বিএনপির প্রধান লক্ষ্য। বাকেরগঞ্জ উপজেলা বিএনপি’র সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। রাজন বলেন, আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো।

উজিরপুরে টাইফয়েট টিকাদান ক্যাম্পেইনের কো-  অর্ডিনেশন সভা অনুষ্ঠিত। উজিরপুর বরিশাল প্রতিবেদকঃ বরিশালের  উজিরপুরে টাইফয়ে...
05/09/2025

উজিরপুরে টাইফয়েট টিকাদান ক্যাম্পেইনের কো- অর্ডিনেশন সভা অনুষ্ঠিত।

উজিরপুর বরিশাল প্রতিবেদকঃ বরিশালের উজিরপুরে টাইফয়েট টিকাদান ক্যাম্পেইনকে সফল করতে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ সেপ্টেম্বর সকাল ১১ টায়, উজিরপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃক আয়োজিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাজমুস সাকিব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাদিরা পারভিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদ হাসোন,সিনিয়র সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান মাসুম ও প্রমূখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলাম জানান সরকার ০৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত শিশুদেরকে টাইফয়েট টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি আওতায় আনা হয়েছে তারই আলোকে উজিরপুরে ৭২ হাজার ১শত ১৮ জনকে টিকা দেওয়া হবে। এ কর্মসূচি চলবে ১২ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত।
এর মধ্যে দশ দিন দেওয়া হবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাকী আট দিন দেওয়া হবে উপজেলার টিকাদান কেন্দ্রগুলোতে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এই কর্মসূচিকে সুস্থ ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার সর্বস্তরে প্রচারের অনুরোধ করেন। একই সাথে সকল প্রকার গুজব থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করেন।

বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন চান এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
05/09/2025

বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন চান এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

Address

Shampriti Tower
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক সাহসী বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক সাহসী বার্তা:

Share

Category