Emu' Glow Story

Emu' Glow Story Little wonders made with love

1. “Little lights. Handmade delights.”


2. “Crafted with love, lit with soul”


3. “Shining joy, one creation at a time”

খালামনি কি ঘুমাইয়া পড়লো??? সে চিন্তিত
28/07/2025

খালামনি কি ঘুমাইয়া পড়লো??? সে চিন্তিত

21/07/2025

বেঁচে আছি এই তো অনেক,
এরকম মৃত্যুপুরী জন্মভূমিতে। ওরা তো সবে ফুল ফোটার জন্য পাপড়ি মেলেছিল।ছুটির ঘন্টার অপেক্ষায়। ছুটি হলো ওদের 🥲🥲🥲দীর্ঘ ছুটিতে চলে গেল, ঝরে গেলো ফুলগুলো।
প্রতিবার নিউজফিড ঘুরে আতকে উঠি।কতো মায়ের বুক খালি হলো। আমাদের রাষ্ট্র নামক ঘাতক কতো মাকে একা করে চলে গেল।আল্লাহ 🥲🥲
এই রাষ্ট্রের আবার রাষ্ট্রীয় শোক।কে চেয়েছে এই শোক? কেনো রাষ্ট্রের পিশাচরা গুরুত্বপূর্ণ পদে বসে এই মৃৃত্যুকে আহ্বান করে? রাষ্ট্রীয় শোক তো চাইনি কেউ।শুধু কোমলমতি শিশুদের নিশ্চয়তা চাই।

আল্লাহ তুমি রহম করো। এই অভিশপ্ত জাতিকে🥲🥲🥲আল্লাহ নিহতদের পরিবারকে শোক সহ্য ক্ষমতা দিও।অসুস্থ সবার সুস্থতা নিশ্চিত করো তুমি।

“Meet our new family member 🐾🤎 He’s already stealing hearts!”“Say hello to our new member, the tiniest bundle of love 🤎🐾...
19/07/2025

“Meet our new family member 🐾🤎 He’s already stealing hearts!”

“Say hello to our new member, the tiniest bundle of love 🤎🐾”

01/07/2025

মাঝে মাঝে মনে হয়, দরকার ছিল।
এমন কেউ, যাকে কিছু না বললেও বুঝে যেত আমি ঠিক নেই।কোনো কারণ ছাড়াই পাশে বসে থাকত, কোনো কথা ছাড়াই।ভালোবেসে ফেলি, ভরসা করি—শেষে দেখি, সবাই শুধু নিজের মতো।
আমি থাকি একা, একটা ঘরের কোণায়... না বলা কথার পাহাড় নিয়ে।

আমি বরাবরই তাকে আমার নিজের থেকে বেশি ভালোবাসি। আমার যা চাওয়া আর যা অপূর্ণতা আমি সেসব কিছু দিয়ে তাকে পূর্ণ করে রাখতে চেয়ে...
20/06/2025

আমি বরাবরই তাকে আমার নিজের থেকে বেশি ভালোবাসি। আমার যা চাওয়া আর যা অপূর্ণতা আমি সেসব কিছু দিয়ে তাকে পূর্ণ করে রাখতে চেয়েছি সবসময়। কিন্তু এখন মনে হচ্ছে তাকে দেখে রাখার জন্য আমার এই রক্তের সম্পর্কের চেয়ে অধিক আপন কেউ আছে।

যাইহোক আমার কাছে সে স্পেশাল। তাই তার জন্য অল্প আয়োজন।

15/06/2025

মা তো সবসময়ই বলে আমরা দু বোন নাকি আব্বুকে বেশি ভালোবাসি।

08/06/2025

"বন্ধুত্ব সুন্দর, যদি সেটা বোঝার মানুষ থাকে।
সব সময় মনে রাখি, বেস্ট ফ্রেন্ডশিপ দুজনেই করে—তিনজন করলে, একসময় কেউ না কেউ নিঃশব্দে দূরে সরে যায়।
আজ 'বেস্ট ফ্রেন্ডশিপ ডে', তাই একটা কথাই বলি—ভিড়ের মাঝেও কেউ যদি নিজেকে একা অনুভব করে, তাহলে সেটাকে আর বন্ধুত্ব বলা যায় না।
ভালো থেকো, যাদের বন্ধুত্ব এখনো দুই হাতে ধরা আছে।"

07/06/2025

ঈদ মোবারক
সবাইকে পবিত্র ঈদুল আজহা 'র শুভেচ্ছা।
ঈদ হোক ত্যাগের,ঈদ হোক সবার।

02/06/2025

বহুরূপী তুমি💔

শহরের রাস্তাগুলোও কখনো কখনো নির্জন মনে হয় না — যদি সঠিক সঙ্গীটা পাশে থাকে। ভোরের হাওয়া আজ যেন একটু বেশিই নরম ছিল। কারণ, ...
01/06/2025

শহরের রাস্তাগুলোও কখনো কখনো নির্জন মনে হয় না — যদি সঠিক সঙ্গীটা পাশে থাকে। ভোরের হাওয়া আজ যেন একটু বেশিই নরম ছিল। কারণ, কারো ইচ্ছের ছোঁয়া ছিল তাতে।

"সব সকাল একরকম নয়... কিছু সকাল বয়ে আনে না বলা কথার পরশ। আজ ছিল তেমনই"

Address

Barishal

Opening Hours

09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emu' Glow Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share