Md Rajib Islam

Md Rajib Islam সফলতা পেতে হলে অনেক পরিশ্রম করতে হবে। অনেক ধর্য্য ধরতে হবে। আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে একদিন সফলতা ধরা দিবে। ইনশাআল্লাহ🤲✍️🥀🥀

25/02/2025

হ্যালো বন্ধুরা এটা আমার নতুন পেজ সবাই ফলো করবেন।ধন্যাবাদ ❤️❤️

25/02/2025

Hello bondura kemon aco.. ✍️✍️❤️❤️

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ষষ্ঠ উইকেটে সেরা জুটির মালিক এখন জাকের-হৃদয়
22/02/2025

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ষষ্ঠ উইকেটে সেরা জুটির মালিক এখন জাকের-হৃদয়

🚨রোজার সময় ঢাকা প্রিমিয়ার লীগ চান না ইমরুল কায়েস।
22/02/2025

🚨রোজার সময় ঢাকা প্রিমিয়ার লীগ চান না ইমরুল কায়েস।

কষ্ট হলেও পরের ম্যাচ খেলতে চান হৃদয়
22/02/2025

কষ্ট হলেও পরের ম্যাচ খেলতে চান হৃদয়

Towid Hridoy becomes the first Bangladeshi to score a hundred against India in Champions Trophy.Congratulations brother ...
22/02/2025

Towid Hridoy becomes the first Bangladeshi to score a hundred against India in Champions Trophy.

Congratulations brother for your amazing innings.

দেশে ফিরছেন সাকিব আল হাসান 💥✅হ্যা, সত্যি। অবশেষে শত জল্পনা কল্পনা শেষে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে দেশে ফিরছেন সাকিব। এবারে...
22/02/2025

দেশে ফিরছেন সাকিব আল হাসান 💥✅
হ্যা, সত্যি। অবশেষে শত জল্পনা কল্পনা শেষে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে দেশে ফিরছেন সাকিব। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে "লিজেন্ডস অব রুপগন্জ" দলের হয়ে খেলবেন তিনি।✅

সোর্স: যমুনা টিভি✅

বাপ্পারাজ -শাবনাজের জনপ্রিয়তা > আর ২/১ জন ছাড়া এখনকার নায়ক নায়িকাদের জনপ্রিয়তা ! বাপ্পারাজ-শাবনাজ কে এখনো গ্রাম শহর সবজা...
22/02/2025

বাপ্পারাজ -শাবনাজের জনপ্রিয়তা > আর ২/১ জন ছাড়া এখনকার নায়ক নায়িকাদের জনপ্রিয়তা !

বাপ্পারাজ-শাবনাজ কে এখনো গ্রাম শহর সবজায়গায় মানুষ চিনে।তাদের কাজ,দারুন অভিনয় এখনো তাদের জনপ্রিয় করে রেখেছে।

এখন খুশি সবাই???? ☹️
22/02/2025

এখন খুশি সবাই???? ☹️

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে ৪১ বলে ২৪ রান করে আউট হয়েছিলেন ফখর জামান। আউটের পর ড্র...
22/02/2025

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে ৪১ বলে ২৪ রান করে আউট হয়েছিলেন ফখর জামান। আউটের পর ড্রেসিংরুমে গিয়ে হতাশায় মুষড়ে পড়েন ফখর। তাকে দুহাত দিয়ে মাথা চেপে ধরতে দেখা যায়। চোখও মুছতে দেখা গেছে পাকিস্তানের বাঁহাতি ব্যাটসম্যানকে।

ঠিক পরের দিন ভারতের বিপক্ষে কোন রান না করেই আউট হয়ে যান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আউটের পর তার মাঝে কোন অনুশোচনা ছিল না। শান্তকে দেখা যায় ড্রেসিংরুমের ব্যালকনিতে অট্টহাসিতে মেতে উঠতে। সাথে ছিলেন সরকারি কোচ সালাউদ্দিন।

ফখর আর শান্তর চিত্রটা একই টুর্নামেন্টেr। অথচ দুজনের আচরণ সম্পূর্ণ ভিন্ন। ফখর জামানরা দেশের জন্য কিছু করতে না পেরে হতাশায় ডুবে যান। অনুশোচনায় দগ্ধ হয়ে যান। নিজেকে অপরাধী মনে করেন। কান্না ভেঙে পড়েন।

এই জায়গায় শান্তদের মাঝে কোন অনুশোচনা নেই। ম্যাচের পর ম্যাচ দলকে ডুবিয়েও ক্ষ্যান্ত হন না এরা। এদের কাছে দেশের মানুষের আবেগ ভালোবাসার কোনো মূল্য নেই। নেই কোনো দায়বদ্ধতা। যে কারণে দায়সারাভাবে আউট হয়েও বিন্দুমাত্র কোন হতাশা কাজ করে না তাদের মাঝে।

ক্রিকেট মাঠে দলের জন্য কিছু করার চেষ্টা ফখরদেরকে করে তুলেছে অনন্য। একটি পতাকার জন্য ফখররা লড়াই করে যান। তারা ভক্ত সমর্থকদের মনে জায়গা করে nন। অন্যদিকে শান্তরা দায়িত্বজ্ঞানহীনভাবে আউট হয়ে সমর্থকদের কাছে বিরক্তির কারণ হয়ে ওঠেন। তাদের বিরুদ্ধে ওঠে ক্ষোভের রেশ। পার্থক্যটা এখানেই। শান্তরা ঠিক কবে বুঝবেন?

যোগ্যতা লাগে ভাইয়াসারাদিন আকাম করে মোবাইল হাতে নেওয়ার পরে এসে সাকিব ভুয়া লেখলেই কি হবে ভায়া!
22/02/2025

যোগ্যতা লাগে ভাইয়া
সারাদিন আকাম করে
মোবাইল হাতে নেওয়ার পরে এসে সাকিব ভুয়া লেখলেই কি হবে ভায়া!

এই ৬ জন প্লেয়ার চ্যাম্পিয়ন ট্রফি ২০১৭ খেলেছেন।❤️বর্তমানে ২০২৫ সালের চ্যাম্পিয়ন ট্রফিতেও উপস্থিত রয়েছে।
19/02/2025

এই ৬ জন প্লেয়ার চ্যাম্পিয়ন ট্রফি ২০১৭ খেলেছেন।❤️
বর্তমানে ২০২৫ সালের চ্যাম্পিয়ন ট্রফিতেও উপস্থিত রয়েছে।

Address

Kuakata
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Rajib Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share