
12/04/2025
ফুল বিজুর মধ্য দিয়ে থানচিতে বৈসাবি উৎসব শুরু হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে পহেলা বৈশাখ এক নিয়মে পালন করলেও পাহাড়ে পালন করা হয় ভিন্নভাবে। চার দিনব্যাপী ব্যাপক উৎসবে পাহাড় তখন আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে।
সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে বিজু উৎসব পালন করছে পাহাড়ি শিশু। ছবি : সংগৃহীত