19/08/2025
আজকে ৪ টায় শেষ হবে আবেদন
📱 "মোবাইল ফোন রিপেয়ার ট্রেনিং প্রোগ্রাম" ভর্তি বিজ্ঞপ্তি:
আমাদের দেশের মোবাইল ফোন সার্ভিসিং খাতটি বিদেশি যন্ত্রাংশ ও প্রযুক্তির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। দক্ষ জনশক্তির অভাবে এবং সঠিক প্রশিক্ষণের সুযোগ না থাকায় এই বিশাল সেবাখাতটি এখনও পুরোপুরি বিকশিত হতে পারেনি।
দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে বিদেশে, অথচ আমাদের তরুণদের হাতে রয়েছে অপার সম্ভাবনা। সঠিক প্রশিক্ষণ পেলে এই তরুণরাই সার্ভিসিংয়ের জগতে এক বিপ্লব ঘটাতে পারে।
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এই বাস্তবতা বদলাতে চায়। আমরা দেশের মাটিতেই বিশ্বমানের দক্ষ জনশক্তি তৈরি করার লক্ষ্য নিয়েছি, যারা শুধু দেশের চাহিদাই মেটাবে না, বরং নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে এই সেবাখাতটিকে একটি শক্তিশালী অর্থনৈতিক খাতে পরিণত করবে। আমাদের লক্ষ্য এমন পেশাদার তৈরি করা, যারা চাকরির বাজারে নিজেদের সেরা প্রমাণ করবে অথবা নিজেদের প্রতিষ্ঠান গড়ে তুলবে।
তাই কারিগরি দক্ষতা বৃদ্ধি করে দক্ষ জনগোষ্ঠী তৈরির লক্ষ্যে, আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট নিয়ে এসেছে এই যুগোপযোগী কোর্স।
অতএব, দেরি না করে "মোবাইল ফোন রিপেয়ার ট্রেনিং প্রোগ্রাম" ভর্তি হতে আজই আবেদন করুন!
🎓 আবেদনের যোগ্যতা
📌 শিক্ষাগত যোগ্যতা: জে এস সি/ নাহবেমির/ জে ডি সি/ সমমানের সার্টিফিকেটধারী বা তদূর্ধ্ব
📌 বয়স: সর্বোচ্চ ৩০ বছর
📚 কোর্সের বিবরণ
🏡 কোর্সের ধরন: আবাসিক
📅 মেয়াদ: তিন মাস
🚹 ক্যাটাগরি: শুধুমাত্র পুরুষ
🛠🛠 মূল বিষয়সমূহ:
1️⃣ মোবাইল ফোনের হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত ধারণা
2️⃣ Android এবং বেসিক iPhone ফাংশন সম্পর্কে ধারণা
3️⃣ Borneo and Schematic Hardware Solution Tool এর মাধ্যমে সমস্যার উৎপত্তি নির্ধারণ ও সমাধান।
4️⃣ মাদারবোর্ডের সকল প্রকার আইসির কাজ শেখানো হবে
5️⃣ সকল প্রকার ফোনের নেটওয়ার্কের আইসি চেঞ্জ, পাওয়ার আইসি রিবলিং, Emmc রিবোলিং শেখানো হবে।
6️⃣ সকল রিপেয়ারিং টুলস এর হাতে কলমে প্রশিক্ষণ
7️⃣ মোবাইল রিপেয়ার ও এক্সেসরিজ বিজনেস এর দক্ষ ও সফল উদ্যোক্তা হওয়ার কৌশল বা গাইডলাইন
8️⃣ কাস্টমার হ্যান্ডেলিং
9️⃣ NSDA সার্টিফিকেট গ্রহণের সুযোগ
🔟 AI সম্পর্কিত ব্যবহারিক ধারণা
🔍 জানতে পারবো আরো কিছু নতুন বিষয়:
📞 মোবাইল ফোন কাস্টমার কেয়ার অপারেশন
🏭 মোবাইল ফোন অ্যাসেম্বলি ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা
🏬 মোবাইল ফোন সার্ভিস ওয়্যারহাউস অপারেশন সম্পর্কে ধারণা
🔧 মোবাইল ফোন টুলস ও পার্টস সহজলভ্য মার্কেট পরিচিতি
🎓 প্রশিক্ষণ পদ্ধতি
🖥 আধুনিক ল্যাব।
🧰 প্রতিটি শিক্ষার্থীর আলাদা টুলস সেটআপ। সুতরাং প্রতিজনই পাচ্ছেন পূর্ণ কাজ শেখার সুযোগ।
🔩 মোবাইল ফোন রিপেয়ার টুলস পরিচিতি
⚠ মোবাইল ফোন রিপেয়ার সেফটি জ্ঞান
💡 বেসিক ইলেকট্রিক্যাল নলেজ
🔌 বেসিক ইলেকট্রনিক্স নলেজ
📲 মোবাইল ফোন হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার নলেজ, মোবাইল ফোন বিভিন্ন সমস্যা ও তার সমাধান
🕋 এছাড়াও থাকছে, মৌলিক ইসলামি জ্ঞান
💰 কোর্স ফি ও আবাসন
💵 ভর্তি ফি: ১০,০০০ টাকা (অফেরতযোগ্য)
🏠 আবাসন ও প্রশিক্ষণ ফি: ৫০,০০০ টাকা
🎁 বিশেষ সুবিধা:
⚠ আর্থিক অসচ্ছলতা প্রমাণ সাপেক্ষে সর্বোচ্চ ১০০% স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে। তবে ভর্তি ফি ১০,০০০ টাকা সবাইকে পরিশোধ করতে হবে।
📌 উল্লেখ্য: ভর্তি হওয়ার পর কোর্স সম্পন্ন না করলে পুরো কোর্স ফি পরিশোধ করা বাধ্যতামূলক।
📆 ভর্তি প্রক্রিয়া ও সময়সূচী
🟢 আবেদন শুরু: ১২ আগস্ট
🔴 আবেদন শেষ: ১৯ আগস্ট (বিকাল ৪টা)
🖥 অনলাইন পরীক্ষা ও ফলাফল: ২০ আগষ্ট
🧑🏫 অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দুইদিনের কর্মশালায় উপস্থিত হতে হবে।
📅 ২ দিনের কর্মশালা ও চূড়ান্ত বাছাই পর্ব: ২৪ ও ২৫ আগস্ট ২০২৫ ইং
🎓 ওরিয়েন্টেশন ক্লাস শুরু: ১ সেপ্টেম্বর ২০২৫ (সম্ভাব্য)
📝 ‘মোবাইল ফোন রিপেয়ার ট্রেনিং প্রোগ্রাম’ কোর্সে আবেদনের শর্ত:
🔍 আপনাকে কমপক্ষে ৫টি মোবাইল সার্ভিসিং দোকানের কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে।
📄 সেই দোকানগুলোর নাম, ঠিকানা, দোকান মালিকের নাম ও মোবাইল নম্বর একটি কাগজে লিখে তার ছবি তুলে নিম্নোক্ত আবেদন ফর্মে আপলোড করতে হবে।
🖊 আবেদন প্রক্রিয়া:
📋 গুগল ফর্ম পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
📧 অনলাইন পরীক্ষার আগের দিন সন্ধ্যায় অনলাইন পরীক্ষার লিংক ইমেইল এবং মোবাইল নাম্বারে পাঠানো হবে।
✅ অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হলে দুইদিনের কর্মশালায় সরাসরি অংশগ্রহণ করতে হবে।
🔗 আবেদন করতে নিচের লিংক ব্যবহার করুন:
🔗 আবেদন ফর্ম (https://forms.gle/jEJqkREUQEV84LfAA)
📖 পরীক্ষার প্রস্তুতি নির্দেশিকা
🔗 অনলাইন পরীক্ষার জন্য: https://drive.google.com/file/d/18PO-1Rw0VaScG6TCDuVVhju9BwFRky1d/view?usp=sharing
📞 যোগাযোগ ও ঠিকানা
📲 01898773831
📍 ঠিকানা: প্লট: ইউ-৪, রোড: স্বাধীনতা সরণি, ব্লক-ডি, সানভ্যালী আবাসন, সাতারকুল,
উত্তর বাড্ডা, ঢাকা-১২১২
✨ আপনার ক্যারিয়ারকে সফলতার পথে পরিচালিত করতে আজই আবেদন করুন!