Patuakhali 24.com

Patuakhali 24.com “একটি আধুনিক অনলাইন প্ল্যাটফর্ম। কুয়াকাটার অপরূপ সৌন্দর্য এবং জেলার ঐতিহ্যকে তুলে ধরে সকলকে সাথে নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য"

পুরো দমে চলছে আস্ সুন্নাহ গুলজার বাহার খানম ড্রাইভিং কোর্স
16/09/2025

পুরো দমে চলছে আস্ সুন্নাহ গুলজার বাহার খানম ড্রাইভিং কোর্স

11/09/2025

একনজরে পটুয়াখালী জেলার সৌন্দর্য
Credit by MrLuxsu

আস-সুন্নাহ'য় মহিলাদের জন্য স্মার্ট টেইলারিং এন্ড ফ্যাশন ডিজাইন কোর্স।৮ম ব্যাচে ভর্তি চলমান।
31/08/2025

আস-সুন্নাহ'য় মহিলাদের জন্য স্মার্ট টেইলারিং এন্ড ফ্যাশন ডিজাইন কোর্স।
৮ম ব্যাচে ভর্তি চলমান।

দক্ষ ও পেশাদার ড্রাইভার হওয়ার সুবর্ণ সুযোগ!📢আস-সুন্নাহ গুলজার বাহার খানম ড্রাইভিং কোর্স- এর ৫ম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তিন...
20/08/2025

দক্ষ ও পেশাদার ড্রাইভার হওয়ার সুবর্ণ সুযোগ!
📢আস-সুন্নাহ গুলজার বাহার খানম ড্রাইভিং কোর্স- এর ৫ম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি
নিজেকে একজন দক্ষ ও আত্মবিশ্বাসী ড্রাইভার হিসেবে গড়ে তুলতে আস-সুন্নাহ গুলজার বাহার খানম ড্রাইভিং স্কুল নিয়ে এসেছে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স। আমাদের প্রশিক্ষণ কোর্স আপনাকে পেশাদার ড্রাইভিং ক্যারিয়ারে পৌঁছে দিতে সহায়তা করবে। তাই, দেরি না করে ৫ম ব্যাচে ভর্তি হতে আজই আবেদন করুন!
আবেদনের যোগ্যতা:
✅ শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম দশম শ্রেণি পাস/ মাদরাসার শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম কাফিয়া
✅ বয়স: ২১ থেকে ৩২ বছর।
✅ শারীরিক ও মানসিকভাবে সুস্থ।
কোর্সের বিবরণ:
📌 কোর্সের ধরণ: আবাসিক
📌 কোর্সের মেয়াদ: ৪৫ দিন
১ম ধাপ: ৪০ দিন
২য় ধাপ: ৫ দিন (লাইসেন্স পরীক্ষার পূর্বে)
📌 ক্যাটাগরি: শুধুমাত্র পুরুষ
কোর্সে যা শিখানো হবে:
✔ গাড়ি চালনার তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ
✔ যন্ত্রাংশের পরিচিতি
✔ গাড়ির রক্ষণাবেক্ষণ ও ট্রাফিক নিয়মকানুন
✔ বিআরটিএ নিবন্ধিত প্রফেশনাল অভিজ্ঞ ট্রেইনার দ্বারা অটো ও ম্যানুয়াল গাড়ি চালানো
✔ বাংলাদেশ ড্রাইভিং লাইসেন্সের লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার প্রস্তুতি
✔ মৌলিক ইসলামিক শিক্ষা
কোর্সের ফি ও আবাসন:
💰 ভর্তি ফি: ৫,০০০ টাকা (অফেরতযোগ্য)
💰 প্রশিক্ষণ,খাবার ও আবাসন ফি : ২৫,০০০ টাকা
💰 লাইসেন্স ফি: সরকার নির্ধারিত ফি প্রশিক্ষণার্থীকে বহন করতে হবে।
✅ বিশেষ সুবিধা: আর্থিক অসচ্ছলতা প্রমাণ সাপেক্ষে সর্বোচ্চ ১০০% পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে। তবে ভর্তি ফি ৫,০০০ টাকা সকলের জন্য বাধ্যতামূলক।
(উল্লেখ্য: ভর্তি হওয়ার পর কোর্স সম্পন্ন না করলে সম্পূর্ণ কোর্স ফি পরিশোধ করা বাধ্যতামূলক।)
আবেদন প্রক্রিয়া ও সময়সূচি:
📝 আবেদন শুরু: ১৯ আগস্ট,২০২৫
📝 আবেদন শেষ: ২৩ আগস্ট,২০২৫ (বিকাল ৪টা)
📝 অনলাইন পরীক্ষা ও ফলাফল: ২৭ আগস্ট, ২০২৫
📝 লিখিত ও মৌখিক পরীক্ষা: ০১ সেপ্টেম্বর, ২০২৫
📝 কোর্স শুরুর সম্ভাব্য তারিখ: ০৮ সেপ্টেম্বর, ২০২৫
📝 আবেদন প্রক্রিয়া:
📄 গুগল ফর্ম পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
📧 অনলাইন পরীক্ষার আগের দিন ২৬ আগস্ট, পরীক্ষার লিংক ইমেইল এবং মোবাইল নাম্বারে পাঠানো হবে।
✅ অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হলে রিটেন ও ভাইভা পরীক্ষায় সরাসরি অংশগ্রহণ করতে হবে।
🔗 আবেদন করতে নিচের লিংক ব্যবহার করুন:
আবেদন লিংক: https://forms.gle/9BepWKNStjcebU8P9
পরীক্ষার প্রস্তুতি নির্দেশিকা:
📌 নিচের লিংকে ক্লিক করে ম্যানুয়ালটি ডাউনলোড করুন।
📌 অনলাইন পরীক্ষা এই ম্যানুয়ালের উপর ভিত্তি করে হবে।
ম্যানুয়াল লিংক: https://drive.google.com/.../1SQjcvMC9jSFhBG1P7O9.../view...
ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
📌 আপনার পাসপোর্ট সাইজের ২ কপি ছবি
📌 নিজের ও পিতামাতার NID কার্ডের ফটোকপি
📌 সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
📌 ডোপ টেস্ট সার্টিফিকেট (বিআরটিএ -এর পরীক্ষার পর সংগ্রহ করতে হবে)
যোগাযোগের ঠিকানা:
🏠 প্লট: ইউ-৪, রোড: স্বাধীনতা সরণি, ব্লক-ডি, সানভ্যালী আবাসন, সাতারকুল, বাড্ডা, ঢাকা-১২১২
📞 ফোন: ০১৪০৯৯৭৯৯৫৩, ০১৮৯৮৭৭৩৮৩২
🚗 আপনার পেশাদার ড্রাইভিং ক্যারিয়ার শুরু করতে আজই আবেদন করুন! 🚗

আজকে ৪ টায় শেষ হবে আবেদন
19/08/2025

আজকে ৪ টায় শেষ হবে আবেদন

📱 "মোবাইল ফোন রিপেয়ার ট্রেনিং প্রোগ্রাম" ভর্তি বিজ্ঞপ্তি:

আমাদের দেশের মোবাইল ফোন সার্ভিসিং খাতটি বিদেশি যন্ত্রাংশ ও প্রযুক্তির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। দক্ষ জনশক্তির অভাবে এবং সঠিক প্রশিক্ষণের সুযোগ না থাকায় এই বিশাল সেবাখাতটি এখনও পুরোপুরি বিকশিত হতে পারেনি।

দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে বিদেশে, অথচ আমাদের তরুণদের হাতে রয়েছে অপার সম্ভাবনা। সঠিক প্রশিক্ষণ পেলে এই তরুণরাই সার্ভিসিংয়ের জগতে এক বিপ্লব ঘটাতে পারে।

আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এই বাস্তবতা বদলাতে চায়। আমরা দেশের মাটিতেই বিশ্বমানের দক্ষ জনশক্তি তৈরি করার লক্ষ্য নিয়েছি, যারা শুধু দেশের চাহিদাই মেটাবে না, বরং নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে এই সেবাখাতটিকে একটি শক্তিশালী অর্থনৈতিক খাতে পরিণত করবে। আমাদের লক্ষ্য এমন পেশাদার তৈরি করা, যারা চাকরির বাজারে নিজেদের সেরা প্রমাণ করবে অথবা নিজেদের প্রতিষ্ঠান গড়ে তুলবে।

তাই কারিগরি দক্ষতা বৃদ্ধি করে দক্ষ জনগোষ্ঠী তৈরির লক্ষ্যে, আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট নিয়ে এসেছে এই যুগোপযোগী কোর্স।

অতএব, দেরি না করে "মোবাইল ফোন রিপেয়ার ট্রেনিং প্রোগ্রাম" ভর্তি হতে আজই আবেদন করুন!

🎓 আবেদনের যোগ্যতা
📌 শিক্ষাগত যোগ্যতা: জে এস সি/ নাহবেমির/ জে ডি সি/ সমমানের সার্টিফিকেটধারী বা তদূর্ধ্ব
📌 বয়স: সর্বোচ্চ ৩০ বছর

📚 কোর্সের বিবরণ
🏡 কোর্সের ধরন: আবাসিক
📅 মেয়াদ: তিন মাস
🚹 ক্যাটাগরি: শুধুমাত্র পুরুষ

🛠🛠 মূল বিষয়সমূহ:

1️⃣ মোবাইল ফোনের হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত ধারণা
2️⃣ Android এবং বেসিক iPhone ফাংশন সম্পর্কে ধারণা
3️⃣ Borneo and Schematic Hardware Solution Tool এর মাধ্যমে সমস্যার উৎপত্তি নির্ধারণ ও সমাধান।
4️⃣ মাদারবোর্ডের সকল প্রকার আইসির কাজ শেখানো হবে
5️⃣ সকল প্রকার ফোনের নেটওয়ার্কের আইসি চেঞ্জ, পাওয়ার আইসি রিবলিং, Emmc রিবোলিং শেখানো হবে।
6️⃣ সকল রিপেয়ারিং টুলস এর হাতে কলমে প্রশিক্ষণ
7️⃣ মোবাইল রিপেয়ার ও এক্সেসরিজ বিজনেস এর দক্ষ ও সফল উদ্যোক্তা হওয়ার কৌশল বা গাইডলাইন
8️⃣ কাস্টমার হ্যান্ডেলিং
9️⃣ NSDA সার্টিফিকেট গ্রহণের সুযোগ
🔟 AI সম্পর্কিত ব্যবহারিক ধারণা

🔍 জানতে পারবো আরো কিছু নতুন বিষয়:
📞 মোবাইল ফোন কাস্টমার কেয়ার অপারেশন
🏭 মোবাইল ফোন অ্যাসেম্বলি ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা
🏬 মোবাইল ফোন সার্ভিস ওয়্যারহাউস অপারেশন সম্পর্কে ধারণা
🔧 মোবাইল ফোন টুলস ও পার্টস সহজলভ্য মার্কেট পরিচিতি

🎓 প্রশিক্ষণ পদ্ধতি
🖥 আধুনিক ল্যাব।
🧰 প্রতিটি শিক্ষার্থীর আলাদা টুলস সেটআপ। সুতরাং প্রতিজনই পাচ্ছেন পূর্ণ কাজ শেখার সুযোগ।
🔩 মোবাইল ফোন রিপেয়ার টুলস পরিচিতি
⚠ মোবাইল ফোন রিপেয়ার সেফটি জ্ঞান
💡 বেসিক ইলেকট্রিক্যাল নলেজ
🔌 বেসিক ইলেকট্রনিক্স নলেজ
📲 মোবাইল ফোন হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার নলেজ, মোবাইল ফোন বিভিন্ন সমস্যা ও তার সমাধান
🕋 এছাড়াও থাকছে, মৌলিক ইসলামি জ্ঞান

💰 কোর্স ফি ও আবাসন
💵 ভর্তি ফি: ১০,০০০ টাকা (অফেরতযোগ্য)
🏠 আবাসন ও প্রশিক্ষণ ফি: ৫০,০০০ টাকা

🎁 বিশেষ সুবিধা:
⚠ আর্থিক অসচ্ছলতা প্রমাণ সাপেক্ষে সর্বোচ্চ ১০০% স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে। তবে ভর্তি ফি ১০,০০০ টাকা সবাইকে পরিশোধ করতে হবে।
📌 উল্লেখ্য: ভর্তি হওয়ার পর কোর্স সম্পন্ন না করলে পুরো কোর্স ফি পরিশোধ করা বাধ্যতামূলক।

📆 ভর্তি প্রক্রিয়া ও সময়সূচী
🟢 আবেদন শুরু: ১২ আগস্ট
🔴 আবেদন শেষ: ১৯ আগস্ট (বিকাল ৪টা)
🖥 অনলাইন পরীক্ষা ও ফলাফল: ২০ আগষ্ট

🧑‍🏫 অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দুইদিনের কর্মশালায় উপস্থিত হতে হবে।
📅 ২ দিনের কর্মশালা ও চূড়ান্ত বাছাই পর্ব: ২৪ ও ২৫ আগস্ট ২০২৫ ইং
🎓 ওরিয়েন্টেশন ক্লাস শুরু: ১ সেপ্টেম্বর ২০২৫ (সম্ভাব্য)

📝 ‘মোবাইল ফোন রিপেয়ার ট্রেনিং প্রোগ্রাম’ কোর্সে আবেদনের শর্ত:
🔍 আপনাকে কমপক্ষে ৫টি মোবাইল সার্ভিসিং দোকানের কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে।
📄 সেই দোকানগুলোর নাম, ঠিকানা, দোকান মালিকের নাম ও মোবাইল নম্বর একটি কাগজে লিখে তার ছবি তুলে নিম্নোক্ত আবেদন ফর্মে আপলোড করতে হবে।

🖊 আবেদন প্রক্রিয়া:
📋 গুগল ফর্ম পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
📧 অনলাইন পরীক্ষার আগের দিন সন্ধ্যায় অনলাইন পরীক্ষার লিংক ইমেইল এবং মোবাইল নাম্বারে পাঠানো হবে।
✅ অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হলে দুইদিনের কর্মশালায় সরাসরি অংশগ্রহণ করতে হবে।

🔗 আবেদন করতে নিচের লিংক ব্যবহার করুন:
🔗 আবেদন ফর্ম (https://forms.gle/jEJqkREUQEV84LfAA)

📖 পরীক্ষার প্রস্তুতি নির্দেশিকা
🔗 অনলাইন পরীক্ষার জন্য: https://drive.google.com/file/d/18PO-1Rw0VaScG6TCDuVVhju9BwFRky1d/view?usp=sharing

📞 যোগাযোগ ও ঠিকানা
📲 01898773831
📍 ঠিকানা: প্লট: ইউ-৪, রোড: স্বাধীনতা সরণি, ব্লক-ডি, সানভ্যালী আবাসন, সাতারকুল,
উত্তর বাড্ডা, ঢাকা-১২১২

✨ আপনার ক্যারিয়ারকে সফলতার পথে পরিচালিত করতে আজই আবেদন করুন!

হাজারেরও অধিক তরুণের জীবন বদলে দেয়া কোর্স চলছে ২৬ ও ২৭ তম ব্যাচের ভর্তি সার্কুলার।
15/08/2025

হাজারেরও অধিক তরুণের জীবন বদলে দেয়া কোর্স চলছে ২৬ ও ২৭ তম ব্যাচের ভর্তি সার্কুলার।

📢 ‘স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স’ ২৬তম ও ২৭তম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি

🚀 আপনার ক্যারিয়ারকে উন্নত করতে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট নিয়ে এসেছে ‘স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স’। ২৬তম ও ২৭তম ব্যাচে ভর্তি হতে আজই আবেদন করুন!

🎓 আবেদনের যোগ্যতা
📘 শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/আলিম/শরহে বেকায়া তদূর্ধ্ব
🎯 বয়স: সর্বোচ্চ ৩০ বছর

📚 কোর্সের বিবরণ
🏠 কোর্সের ধরন: আবাসিক
🕒 মেয়াদ: তিন মাস
👨‍💼 ক্যাটাগরি: শুধুমাত্র পুরুষ

📝 মূল বিষয়সমূহ:
1️⃣ মাইক্রোসফট অফিস
2️⃣ প্রাকটিক্যাল অ্যাকাউন্টিং
3️⃣ গ্রাফিক ডিজাইন
4️⃣ ক্রিয়েটিভ মার্কেটিং
5️⃣ ভিডিও এডিটিং
6️⃣ জেনারেটিভ এআই টুলস
7️⃣ প্রাকটিক্যাল ইংলিশ
8️⃣ মৌলিক দীনি জ্ঞান

🛠 প্রশিক্ষণ পদ্ধতি
📅 ১ম দিন থেকে প্রত্যেকেই এই ৮টি সাবজেক্টের উপর ক্লাস করবেন এবং প্রশিক্ষণার্থীদের প্রথম ৩০ দিনের পারফরম্যান্সের উপর ভিত্তি করে দুইটি আলাদা গ্রুপে ভাগ করা হবে। যা গ্রাফিক ডিজাইন গ্রুপ এবং অ্যাকাউন্টিং গ্রুপ নামে পরিচিত। বাকি ৬০ দিন এই পৃথক গ্রুপে প্রশিক্ষণ চালিয়ে যাবেন।

📌 গ্রাফিক ডিজাইন গ্রুপের বিষয়সমূহ:
🎨 গ্রাফিক ডিজাইন
📢 সোশ্যাল মিডিয়া মার্কেটিং
🎬 ভিডিও এডিটিং
🗣 প্রাকটিক্যাল ইংলিশ
🕋 মৌলিক ইসলামি জ্ঞান

📌 অ্যাকাউন্টিং গ্রুপের বিষয়সমূহ:
📊 প্রাকটিক্যাল অ্যাকাউন্টিং
📈 মাইক্রোসফট অ্যাডভান্সড এক্সেল
🏢 অফিস এন্ড ওয়ার্কপ্লেস ম্যানেজমেন্ট
📢 সোশ্যাল মিডিয়া মার্কেটিং
🗣 প্রাকটিক্যাল ইংলিশ
🕋 মৌলিক ইসলামি জ্ঞান

🎯 বিশেষ কোর্স : এই তিন মাসে আরও কয়েকটি শর্ট কোর্স অনুষ্ঠিত হবে ইন শা আল্লাহ।

💰 কোর্স ফি ও আবাসন
💵 ভর্তি ফি: ১০,০০০ টাকা (অফেরতযোগ্য)
🏠 আবাসন ও প্রশিক্ষণ ফি: ৫০,০০০ টাকা

🤝 বিশেষ সুবিধা:
⚠ আর্থিক অসচ্ছলতা প্রমাণ সাপেক্ষে সর্বোচ্চ ১০০% স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে। তবে ভর্তি ফি ১০,০০০ টাকা সবাইকে পরিশোধ করতে হবে।
উল্লেখ্য: ভর্তি হওয়ার পর কোর্স সম্পন্ন না করলে পুরো কোর্স ফি পরিশোধ করা বাধ্যতামূলক।

🗓 ভর্তি প্রক্রিয়া ও সময়সূচী
🟢 আবেদন শুরু: ১৫ আগস্ট
🔴 আবেদন শেষ: ০৪ সেপ্টেম্বর (বিকাল ৪টা)
🖥 অনলাইন পরীক্ষা ও ফলাফল: ০৬ সেপ্টেম্বর
✍ লিখিত ও মৌখিক পরীক্ষা: ১১ সেপ্টেম্বর
ওরিয়েন্টেশন ক্লাস শুরু: ২১ সেপ্টেম্বর, ২০২৫ (সম্ভাব্য)

📝 আবেদন প্রক্রিয়া:
📄 গুগল ফর্ম পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
📧 অনলাইন পরীক্ষার আগের দিন, ০৫ সেপ্টেম্বর পরীক্ষার লিংক ইমেইল এবং মোবাইল নাম্বারে পাঠানো হবে।
✅ অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হলে রিটেন ও ভাইভা পরীক্ষায় সরাসরি অংশগ্রহণ করতে হবে।
🔗 আবেদন করতে নিচের লিংক ব্যবহার করুন:
https://forms.gle/Symn8nftNchG4knE7

📖 পরীক্ষার প্রস্তুতি নির্দেশিকা

🔹 অনলাইন পরীক্ষার প্রস্তুতি:
✅ ইংলিশ ভোকাবুলারি মুখস্থ করুন।
📌 ভোকাবুলারি লিংক:
https://drive.google.com/file/d/1AXuhi84ZchQDxMPESa0UNsLiKHBD_iBO/view?usp=sharing
✅ সাধারণ গণিত
✅ বেসিক ইংলিশ প্রস্তুতি নিন।
✅ সাধারণ জ্ঞান
✅ ইসলামি সাধারণ জ্ঞান
✅ আস-সুন্নাহ ফাউন্ডেশন ও আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট সম্পর্কে জানুন (ওয়েবসাইট ও পেইজের মাধ্যমে)।

রিটেন ও ভাইভা পরীক্ষার প্রস্তুতি:
✅ সাধারণ গণিত
✅ বেসিক ইংলিশ প্রস্তুতি নিন।
✅ সৃজনশীলতা
✅ ভাইভার জন্য মানসিক ও প্রাসঙ্গিক প্রস্তুতি

📞 যোগাযোগ ও ঠিকানা
📲01409979967
📍 ঠিকানা: ঢাকা, উত্তর বাড্ডা, আলিনগর গেটের বিপরীত পাশের বিল্ডিং, আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট

🌟 আপনার ক্যারিয়ারকে সফলতার পথে পরিচালিত করতে আজই আবেদন করুন!

📱 "মোবাইল ফোন রিপেয়ার ট্রেনিং প্রোগ্রাম" ভর্তি বিজ্ঞপ্তি:আমাদের দেশের মোবাইল ফোন সার্ভিসিং খাতটি বিদেশি যন্ত্রাংশ ও প্রয...
12/08/2025

📱 "মোবাইল ফোন রিপেয়ার ট্রেনিং প্রোগ্রাম" ভর্তি বিজ্ঞপ্তি:
আমাদের দেশের মোবাইল ফোন সার্ভিসিং খাতটি বিদেশি যন্ত্রাংশ ও প্রযুক্তির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। দক্ষ জনশক্তির অভাবে এবং সঠিক প্রশিক্ষণের সুযোগ না থাকায় এই বিশাল সেবাখাতটি এখনও পুরোপুরি বিকশিত হতে পারেনি।
দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে বিদেশে, অথচ আমাদের তরুণদের হাতে রয়েছে অপার সম্ভাবনা। সঠিক প্রশিক্ষণ পেলে এই তরুণরাই সার্ভিসিংয়ের জগতে এক বিপ্লব ঘটাতে পারে।
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এই বাস্তবতা বদলাতে চায়। আমরা দেশের মাটিতেই বিশ্বমানের দক্ষ জনশক্তি তৈরি করার লক্ষ্য নিয়েছি, যারা শুধু দেশের চাহিদাই মেটাবে না, বরং নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে এই সেবাখাতটিকে একটি শক্তিশালী অর্থনৈতিক খাতে পরিণত করবে। আমাদের লক্ষ্য এমন পেশাদার তৈরি করা, যারা চাকরির বাজারে নিজেদের সেরা প্রমাণ করবে অথবা নিজেদের প্রতিষ্ঠান গড়ে তুলবে।
তাই কারিগরি দক্ষতা বৃদ্ধি করে দক্ষ জনগোষ্ঠী তৈরির লক্ষ্যে, আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট নিয়ে এসেছে এই যুগোপযোগী কোর্স।
অতএব, দেরি না করে "মোবাইল ফোন রিপেয়ার ট্রেনিং প্রোগ্রাম" ভর্তি হতে আজই আবেদন করুন!
🎓 আবেদনের যোগ্যতা
📌 শিক্ষাগত যোগ্যতা: জে এস সি/ কাফিয়া/ জে ডি সি/ সমমানের সার্টিফিকেটধারী বা তদূর্ধ্ব
📌 বয়স: সর্বোচ্চ ৩০ বছর
📚 কোর্সের বিবরণ
🏡 কোর্সের ধরন: আবাসিক
📅 মেয়াদ: তিন মাস
🚹 ক্যাটাগরি: শুধুমাত্র পুরুষ
🛠🛠 মূল বিষয়সমূহ:
1️⃣ মোবাইল ফোনের হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত ধারণা
2️⃣ Android এবং বেসিক iPhone ফাংশন সম্পর্কে ধারণা
3️⃣ Borneo and Schematic Hardware Solution Tool এর মাধ্যমে সমস্যার উৎপত্তি নির্ধারণ ও সমাধান।
4️⃣ মাদারবোর্ডের সকল প্রকার আইসির কাজ শেখানো হবে
5️⃣ সকল প্রকার ফোনের নেটওয়ার্কের আইসি চেঞ্জ, পাওয়ার আইসি রিবলিং, Emmc রিবোলিং শেখানো হবে।
6️⃣ সকল রিপেয়ারিং টুলস এর হাতে কলমে প্রশিক্ষণ
7️⃣ মোবাইল রিপেয়ার ও এক্সেসরিজ বিজনেস এর দক্ষ ও সফল উদ্যোক্তা হওয়ার কৌশল বা গাইডলাইন
8️⃣ কাস্টমার হ্যান্ডেলিং
9️⃣ NSDA সার্টিফিকেট গ্রহণের সুযোগ
🔟 AI সম্পর্কিত ব্যবহারিক ধারণা
🔍 জানতে পারবো আরো কিছু নতুন বিষয়:
📞 মোবাইল ফোন কাস্টমার কেয়ার অপারেশন
🏭 মোবাইল ফোন অ্যাসেম্বলি ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা
🏬 মোবাইল ফোন সার্ভিস ওয়্যারহাউস অপারেশন সম্পর্কে ধারণা
🔧 মোবাইল ফোন টুলস ও পার্টস সহজলভ্য মার্কেট পরিচিতি
🎓 প্রশিক্ষণ পদ্ধতি
🖥 আধুনিক ল্যাব।
🧰 প্রতিটি শিক্ষার্থীর আলাদা টুলস সেটআপ। সুতরাং প্রতিজনই পাচ্ছেন পূর্ণ কাজ শেখার সুযোগ।
🔩 মোবাইল ফোন রিপেয়ার টুলস পরিচিতি
⚠ মোবাইল ফোন রিপেয়ার সেফটি জ্ঞান
💡 বেসিক ইলেকট্রিক্যাল নলেজ
🔌 বেসিক ইলেকট্রনিক্স নলেজ
📲 মোবাইল ফোন হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার নলেজ, মোবাইল ফোন বিভিন্ন সমস্যা ও তার সমাধান
🕋 এছাড়াও থাকছে, মৌলিক ইসলামি জ্ঞান
💰 কোর্স ফি ও আবাসন
💵 ভর্তি ফি: ১০,০০০ টাকা (অফেরতযোগ্য)
🏠 আবাসন ও প্রশিক্ষণ ফি: ৫০,০০০ টাকা
🎁 বিশেষ সুবিধা:
⚠ আর্থিক অসচ্ছলতা প্রমাণ সাপেক্ষে সর্বোচ্চ ১০০% স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে। তবে ভর্তি ফি ১০,০০০ টাকা সবাইকে পরিশোধ করতে হবে।
📌 উল্লেখ্য: ভর্তি হওয়ার পর কোর্স সম্পন্ন না করলে পুরো কোর্স ফি পরিশোধ করা বাধ্যতামূলক।
📆 ভর্তি প্রক্রিয়া ও সময়সূচী
🟢 আবেদন শুরু: ১২ আগস্ট
🔴 আবেদন শেষ: ১৯ আগস্ট (বিকাল ৪টা)
🖥 অনলাইন পরীক্ষা ও ফলাফল: ২০ আগষ্ট
🧑‍🏫 অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দুইদিনের কর্মশালায় উপস্থিত হতে হবে।
📅 ২ দিনের কর্মশালা ও চূড়ান্ত বাছাই পর্ব: ২৪ ও ২৫ আগস্ট ২০২৫ ইং
🎓 ওরিয়েন্টেশন ক্লাস শুরু: ১ সেপ্টেম্বর ২০২৫ (সম্ভাব্য)
📝 ‘মোবাইল ফোন রিপেয়ার ট্রেনিং প্রোগ্রাম’ কোর্সে আবেদনের শর্ত:
🔍 আপনাকে কমপক্ষে ৫টি মোবাইল সার্ভিসিং দোকানের কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে।
📄 সেই দোকানগুলোর নাম, ঠিকানা, দোকান মালিকের নাম ও মোবাইল নম্বর একটি কাগজে লিখে তার ছবি তুলে নিম্নোক্ত আবেদন ফর্মে আপলোড করতে হবে।
🖊 আবেদন প্রক্রিয়া:
📋 গুগল ফর্ম পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
📧 অনলাইন পরীক্ষার আগের দিন সন্ধ্যায় অনলাইন পরীক্ষার লিংক ইমেইল এবং মোবাইল নাম্বারে পাঠানো হবে।
✅ অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হলে দুইদিনের কর্মশালায় সরাসরি অংশগ্রহণ করতে হবে।
🔗 আবেদন করতে নিচের লিংক ব্যবহার করুন:
🔗 আবেদন ফর্ম (https://forms.gle/jEJqkREUQEV84LfAA)
📖 পরীক্ষার প্রস্তুতি নির্দেশিকা
🔗 অনলাইন পরীক্ষার জন্য: https://drive.google.com/.../18PO.../view...
📞 যোগাযোগ ও ঠিকানা
📲 01898773831
📍 ঠিকানা: প্লট: ইউ-৪, রোড: স্বাধীনতা সরণি, ব্লক-ডি, সানভ্যালী আবাসন, সাতারকুল,
উত্তর বাড্ডা, ঢাকা-১২১২
✨ আপনার ক্যারিয়ারকে সফলতার পথে পরিচালিত করতে আজই আবেদন করুন!

07/08/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Sharif Khan, Mamun Pkb, আবু বকর এন্টারপ্রাইজ, Arman Alif, Abu Bakar, ঋতা আক্তার, Sohan Islam, Lamiya Islam, Arif Islam, Salma Akter Sathi, Sathi Rahat Sathi Rahat, Abiba Azad

একটা ছোট ঘর।আলো কম, চারদিক নিস্তব্ধ।তিনজন চোখ বেঁধে বসানো হলো।তাদের বলা হলো, আপনাদের নিয়ে এখন একটা ডু অর ডাই গেম খেলা হব...
03/08/2025

একটা ছোট ঘর।

আলো কম, চারদিক নিস্তব্ধ।

তিনজন চোখ বেঁধে বসানো হলো।
তাদের বলা হলো, আপনাদের নিয়ে এখন একটা ডু অর ডাই গেম খেলা হবে, যে জিতবে সে পাবে ১০০ মিলিয়ন ডলার সাথে বিলাসবহুল বাড়ি ও গাড়ি। তাঁরা রাজি এই খেলায়।

খেলা টা শুরতেই বলে দেওয়া হলো - একটা ভয়ংকর ব্লাক-মাম্বা বিষধর সাপ রাখা আছে সামনে। এখন যাদেরকে স্পর্শ করা হবে, তারা সাপের কামড় খাবে এবং বিষক্রিয়ায় শরীরে প্রতিক্রিয়া শুরু হবে কয়েক সেকেন্ডের মধ্যেই কারণ এটাই পৃথিবীর সব থেকে বিষধর সাপ। কাউন্ট ডাউন করে খেলা শুরু হয়ে গেলো।

তাদের কিছু না জানিয়েই প্রত্যেকে কিছুটা গরম একটা সুঁই দিয়ে হালকা করে খোঁচা দেওয়া হলো।

কিন্তু ঘটনাটা এখানেই শেষ না।

প্রথমজন চিৎকার দিয়ে উঠে দাঁড়াল, কাঁপতে লাগল।
দ্বিতীয়জন ঘামছে, গলার স্বর বন্ধ হয়ে আসছে।
তৃতীয়জন… নিঃশ্বাস নিতে নিতে… নিথর হয়ে গেল।

জরুরি ভাবে মেডিক্যেল টিম ট্রিট্মেন্ট করা শুরু করলো।

আসল ঘটনা?
❌ কোনো সাপ ছিল না।
❌ বিষও না।
❌ এমনকি কামড়ও না — শুধু একটা হালকা গরম ধাতব সূচ।

বলেন তো, কী কারণে এমন হলো?

👉 Autopsy তে কোনো বিষ পাওয়া যায়নি।
👉 কোনো রক্ত ক্ষরণ হয়নি।
👉 কোনো সাপ কামড়ায়নি।

তবু সেখানে একজন মারা গেল।

শুধু একটা বিশ্বাস থেকে , সে বিশ্বাস করেছিল, সে মরতে যাচ্ছে। তার ব্রেইন তার শরীরকে সেইরকমই সিগন্যাল দিয়েছিল। হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে, cardiac failure।

এটাই বিজ্ঞানীরা বলেন - Nocebo Effect বা Voodoo Death।
🧠 যখন মন বিশ্বাস করে শরীর ধ্বংস হতে যাচ্ছে, তখন শরীর ঠিক সেটাই ঘটায়।

🧪 এই ঘটনা গল্প না, সত্য: রেফারেন্স সহ ৩টা প্রমাণ

1. Voodoo Death – Walter Cannon (1942)
Harvard Physiologist Walter Cannon তার গবেষণায় দেখান, extreme belief (অতর্কিত ভয়) মানুষের sympathetic nervous system এতটাই সক্রিয় করে যে, সেটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
🧾 Reference: Cannon, W.B. (1942), American Anthropologist

2. Nocebo Effect – Benedetti Study (2007)
রোগীকে যদি বলা হয় যে এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে — এমনকি ওটা শুধু চিনি হলেও, অনেকেই মাথা ঘোরা, গা গুলানো, এমনকি অসুস্থ হয়ে পড়ে।
🧾 Reference: Benedetti, F. et al. “Nocebo and placebo effects...” Trends in Pharmacological Sciences, 2007

3. Burn Illusion Experiment – Beecher (1955)

নতুন যুগের নির্মাণ প্রযুক্তি! 🏗️🌍 লোহার চেয়ে ৪ গুণ হালকা, মরিচা ধরে না, স্টিলের চেয়েও দ্বিগুণ শক্তিশালী – এই হলো GFRP (G...
03/08/2025

নতুন যুগের নির্মাণ প্রযুক্তি! 🏗️🌍 লোহার চেয়ে ৪ গুণ হালকা, মরিচা ধরে না, স্টিলের চেয়েও দ্বিগুণ শক্তিশালী – এই হলো GFRP (Glass Fiber Reinforced Polymer), ভবিষ্যতের নির্মাণ সামগ্রী! তাই শেয়ার না করে পারলাম না! 🔥

🔹 স্টিলের বিকল্প হিসেবে অসাধারণ
🔹 জং ধরে না, টেকসই ও দীর্ঘস্থায়ী
🔹 বৈদ্যুতিক প্রবাহ ধারণ করে না, তাই আরও নিরাপদ
🔹 প্রকল্পে খরচ কমায় প্রায় ৩০% পর্যন্ত
🔹 মাত্র ১৩০ কেজি ফাইবার = ১ টন রডের কাজ করতে পারে!

এখনই ব্যবহার হচ্ছে — ছাদ, কলাম, স্ল্যাব, গ্যারেজ, বন্দর, এমনকি সামুদ্রিক নির্মানেও!

আন্তর্জাতিক সার্টিফিকেশন ও বিল্ডিং রিসার্চ সেন্টারের অনুমোদনপ্রাপ্ত এই প্রযুক্তি বদলে দিচ্ছে নির্মাণ জগতকে।

আরও শক্তিশালী, হালকা ও টেকসই নির্মাণের পথে এটি এক বিশাল অগ্রগতি।

আহ "কেউ কারো নয়"এক সময় এই ভদ্রলোক খান গ্রুপ অব কোম্পানির ডিরেক্টর ছিলেন৷ কোটি কোটি টাকার মালিক ছিলেন। বউ মাইলস্টোন কলেজে...
31/07/2025

আহ
"কেউ কারো নয়"এক সময় এই ভদ্রলোক খান গ্রুপ অব কোম্পানির ডিরেক্টর ছিলেন৷ কোটি কোটি টাকার মালিক ছিলেন। বউ মাইলস্টোন কলেজের বাংলা মিডিয়াম এর টিচার। দুই কন্যাসন্তান আছে। অগাদ বিত্বসম্পদ উপার্জন করেছেন।নিজের বাবা মা ভাই বোন কাউকে প্রশ্রয় দেন নি।
শুধুই স্ত্রী আর শ্বশুর বাড়ি তার কাছে প্রিয় ছিল। আজ অসুস্থ হয়ে যাওয়ার পরে সব হারিয়েছেন তিনি।না আছে তার বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স। সব কেড়েছেন তার প্রিয়তমা স্ত্রী। আজ পরিবার-পরিজন সব হারিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে আছেন। ভেবেছিলাম হয়তো হারায়ে গেছে। অনেক কষ্টে পরিবার খুঁজে বের করেছিলাম এক বুক আশা নিয়ে।
কিন্তু খুঁজে পেয়ে আরো কষ্ট হচ্ছে, কেন খুঁজতে গেলাম। তারা জানায়ে দিলো তারা কোন দায়িত্ব নিতে পারবে না। ব্রেন স্ট্রোক করে প্যারালাইসড হওয়ার পর তার বউ তাকে ডিভোর্স দিয়েছে দেড় বছর আগে৷ মেয়ে মাইলস্টোন কলেজে পড়ে। মেয়েটা আমাকে রিকোয়েস্ট করলো, এসব বিষয়ে ঘাটাঘাটি না করার জন্য।
এতে নাকি ওনার ক্যারিয়ার নষ্ট হবে এগুলো জানাজানি হলে। ওদের পক্ষে বাবার কাছে আসা সম্ভব না। ভদ্রলোক এর ভাই বোন ইন্ডিয়া থাকে৷ তাদের হদিস খুজে পাইনি। হসপিটাল থেকে ডাক্তার বললো পুরোপুরি সুস্থ হওয়া তার পক্ষে আর সম্ভব না। একভাবে শুয়ে থাকতে থাকতে শরীরের একপাশে পচন ধরে গেছে।
যতটুকু সুস্থ করা যায় চিকিৎসা চলছে ফরিদপুর মেডিকেলের সার্জারি বিভাগে। এরপর বেঁচে থাকলে ফরিদপুর বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া হবে।
জীবন বড় অদ্ভুত, বড়ই নিষ্ঠুর নির্মম। কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। সব কিছু হারিয়ে তুমি আজ নিঃশ নিরঞ্জন।
সংগৃহীত

এইবার কন সেরা সুদর্শন পুরুষ কেডা?
30/07/2025

এইবার কন সেরা সুদর্শন পুরুষ কেডা?

Address

Patuakhali
Kalapara
8650

Website

Alerts

Be the first to know and let us send you an email when Patuakhali 24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share