01/07/2025
টেষ্ট ক্রিকেটের ২৫ বর্ষ উদযাপন উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য আয়োজন
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্তি উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।
সকালে নগরীর বান্দ রোডে জীবনানন্দ দাস স্টেডিয়ামে ব্যাপক আয়োজন করা হয় ।বেলুন উড়িয়ে শুভ উদ্ভোধন করেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। টেস্ট ক্রিকেট স্বীকৃতির ২৫ বছর পূর্তিতে বরিশালে জমকালো ক্রিকেট কার্নিভাল এর আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়হান কায়সার বিভাগীয় কমিশনার বরিশাল, ফরচুন বরিশাল এর কর্নধার মিজানুর রহমান, সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস,সোহাগ গাজী, ফজলে রাব্বি,রাজিন সালেহ,মেহরাব হোসেন অপি
অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং, জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে বিসিবির সভাপতিকে সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বরিশালের সর্বস্তরের জনগণ।ফুলের ভালোবাসা সিক্ত হয় সবাইকে ধন্যবাদ জানান।
পরে জেলার বিভিন্ন উপজেলা ও জেলা সদরের অনূর্ধ্ব-১২ বছর বয়সী ক্ষুদে ছেলে-মেয়ে ক্রিকেটারদের অংশগ্রহণে টুর্নামেন্ট শুরু হয়। এ টুর্নামেন্টে মোট ৬টি দল স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে।
বিসিবির সভাপতি স্টেডিয়ামের চলমাণ উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।ক্ষুদে ক্রিকেটারদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা করেন।বরিশালে পেসারদের যাচাই বাছাই পর্যবেক্ষণ করেন।
পরিশেষে সাংবাদিকদের সাথে বিপিএল এবং বিভিন্ন ক্রিকেট ম্যাচ সম্পর্কে ভবিষ্যৎ পরিকল্পনা অবহিত করেন।
ক্রিকেটার শাহরিয়ার নাফিস, সোহাগ গাজী, স্থানীয় কোচ ও ক্ষুদে ক্রিকেটারদের বক্তব্য সংযুক্ত করা হয়েছে।