JAFAR MONIR

JAFAR MONIR মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য

04/11/2025

বাবা-মেয়ের সম্পর্কটা আল্লাহর সবচেয়ে সুন্দর উপহার।

হেড লাইন নম্বর 📌ভোলা১/১১/২০২৫
01/11/2025

হেড লাইন নম্বর 📌ভোলা
১/১১/২০২৫

তোমার শুভ জন্মদিন ছোট মা আমার। জন্মদিনের শুভেচ্ছা নিও। দোয়া করি আল্লাহ যেনো তোমাকে নেক সৎ পথে জীবন পরিচলনা করার তৌফিক দা...
25/10/2025

তোমার শুভ জন্মদিন ছোট মা আমার। জন্মদিনের শুভেচ্ছা নিও। দোয়া করি আল্লাহ যেনো তোমাকে নেক সৎ পথে জীবন পরিচলনা করার তৌফিক দান করেন।

24/10/2025
24/10/2025

বিশ্বের সেরা ১০টি চিরিয়াখানায় স্থান পেয়েছে বরিশাল।

১. সান ডিয়েগো জু (যুক্তরাষ্ট্র)
বিশেষ দর্শনীয় : জায়ান্ট পান্ডা

২. সিঙ্গাপুর জু (সিঙ্গাপুর)
বিশেষ দর্শনীয় : হোয়াইট টাইগার

৩. এডিনবরা জু (স্কটল্যান্ড)
বিশেষ দর্শনীয় : কিং পেঙ্গুইন

৪. ক্রুগার ন্যাশনাল পার্ক (দক্ষিণ আফ্রিকা)
বিশেষ দর্শনীয় : হিপোপটামাস

৫. টরন্টো জু (কানাডা)
বিশেষ দর্শনীয় : পোলার বিয়ার

৬. অস্ট্রেলিয়া জু (অস্ট্রেলিয়া)
বিশেষ দর্শনীয় : কুমির

৭. লোরো পার্ক (স্পেন)
বিশেষ দর্শনীয় : তোতা পাখি

৮. বার্লিন জু (জার্মানি)
বিশেষ দর্শনীয় : আফ্রিকান এলিফ্যান্ট

৯. ব্রঙ্কস জু (যুক্তরাষ্ট্র)
বিশেষ দর্শনীয় : গরিলা

১০. বিবির জু (বরিশাল)
বিশেষ দর্শনীয় : পুষ্কুনি

তথ্য: বিশ্বের বিষময়

সবার চোখ এয়ারপোর্টের আগুনের দিকে, আমি ভাবছি লাখো উদ্যোক্তার আমদানি করা পন্য আগুনে জ্বলে গেছে,  আগুনের নামে কিছু জিনিস চু...
18/10/2025

সবার চোখ এয়ারপোর্টের আগুনের দিকে, আমি ভাবছি লাখো উদ্যোক্তার আমদানি করা পন্য আগুনে জ্বলে গেছে, আগুনের নামে কিছু জিনিস চুরিও হয়ে যাবে বা সরিয়ে ফেলবে।

কিছু মালামালের হয়ত ইন্সুইরেন্স কোম্পানী ক্ষতিপূরণ দিবে কিন্তু যাদের পন্য ইন্সুইরেন্স করা ছিল না তাদের কি হবে?

জবাবদিহিতা আছে এই দেশে? আগেও নাই, এখনো নাই, কোনদিন থাকবেও না।......

কি দেখার কথা কি দেখছি......

16/10/2025

শিক্ষকরা না বাঁচলে দেশ গড়বে কিভাবে। শিক্ষক হলো দেশ গড়ার কারিগর...

বড় বড় লেকচার দেওয়া ব্যক্তিগুলো‌ আজ কোথায় ?শিক্ষক আজ ঘরের বাইরে খোলা আকাশের নিচে মাটিতে শুয়ে রাত কাটালো ?! চোখে পড়ে...
15/10/2025

বড় বড় লেকচার দেওয়া ব্যক্তিগুলো‌ আজ কোথায় ?
শিক্ষক আজ ঘরের বাইরে খোলা আকাশের নিচে মাটিতে শুয়ে রাত কাটালো ?! চোখে পড়ে না?!রাষ্ট্রের বিবেক মরে গেছে। আসলে, AC রুমে থেকে শিক্ষকের কষ্ট বুঝবেন কেমন করে? শিক্ষককে ভিক্ষা নয়, শিক্ষকের মর্যাদা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন এবং তাদের ন্যায্য দাবি দ্রুততার সাথে মেনে নিন।

ফুফাতো ভাইদের সাথে অনেক বছর পরে দেখা।।মাশাআল্লাহ দোয়া রইলো।।
13/10/2025

ফুফাতো ভাইদের সাথে অনেক বছর পরে দেখা।।মাশাআল্লাহ দোয়া রইলো।।

08/10/2025

না জেনে, না বুঝে হুদাই চিল্লাপাল্লা কইরেন না🤔

আপনার দৈনিক ইনকাম যদি ৪৯০ টাকা হয় তাহলে আপনি সরকারি অফিসের অফিস সহকারীর চেয়ে বেশি আয় করেন। আপনার ইনকাম যদি ৬০০ টাকা হয়, তাহলে আপনি একজন সৈনিকের চেয়ে বেশি আয় করেন। আপনার ইনকাম যদি দৈনিক ৯০০ টাকা হয়, তাহলে আপনি একজন ২য় শ্রেণির কর্মকর্তার সমতুল্য ইনকাম করেন। আপনার ইনকাম যদি দৈনিক ১২০০ টাকা হয় তাহলে আপনি একজন ১ম শ্রেণির কর্মকর্তাকে ধরে ফেলছেন।

সরকারি চাকরিজীবীদের অধিকাংশের দৈনিক মজুরি ৪৮০ টাকা থেকে ৯০০ টাকার মধ্যে, যা একজন চায়ের দোকানদার, ঝালমুড়ি ওয়ালা, চটপটি বিক্রেতার কিংবা রিকসাওয়ালা চেয়েও কম। তাই কথায় কথায় সরকারি চাকরিজীবীদের বেতন আকাশ সমান বৃদ্ধি করা হয়েছে, তাই দুনিয়ায়র যা-ই হোক তারা বেহেশতে বসবাস করে এই ধারণা থেকে বেরিয়ে আসুন।

একজন চাকুরীজীবীর লাইফস্টাইল আর চায়ের দোকানদারের লাইফস্টাইল এক হবে না- এটাই স্বাভাবিক। চাকুরীজীবি হিসেবে একজনের যেই পরিমাণ অতিরিক্ত খরচ করতে হয় তার দশ ভাগের এক ভাগও একজন দিনমজুর বা রিকশাওয়ালার দরকার হয় না। ব্যবসায়ীদেরও কিন্তু মূল্যস্ফীতির সাথে সমন্বয় করার সুযোগ থাকলেও চাকুরীজীবীদের বেতন শেষ বৃদ্ধি পেয়েছে ২০১৫ সালে। খোঁজ নিয়ে দেখুন যারা চাকুরীজীবী তাদের অধিকাংশই বর্তমানে ঋণগ্রস্ত। অবশ্য যাদের হারাম ইনকাম আছে তাদের বিষয় ভিন্ন।

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when JAFAR MONIR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JAFAR MONIR:

Share