Digital Community

Digital Community As your digital media marketer, I would like to contribute to your success

আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ 🤲প্রথমেই শুকরিয়া জানাই মহান রবের কাছে, এবং আমি আমার হৃদয়ের অন্তস্থল  থেকে ধন্যবাদ জানা...
25/08/2024

আসসালামু আলাইকুম।

আলহামদুলিল্লাহ 🤲

প্রথমেই শুকরিয়া জানাই মহান রবের কাছে, এবং আমি আমার হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই 🌹 Success Biz Family ❤️ এর প্রতিষ্ঠাতা জনাব Rubayet Ul Karim স্যার সহ সকল শিক্ষক-শিক্ষিকাগণকে।❤️👇👇

বিশেষ কৃতজ্ঞতা জানাই janntul Naima mam এবং Rohima Akter mam কে। ❤️‍🩹❤️‍🩹

তাদের আন্তরিকতা এবং সহযোগিতাপূর্ণ মনোভাব আমাকে বিশেষভাবে মুগ্ধ করেছে। যেকোনো প্রয়োজনে এবং সমস্যা সমাধানে তাদেরকে সব সময় কাছে পেয়েছি। আমি নিজেকে ধন্য মনে করছি এমন দুজন মেন্টরকে পেয়ে।

আপনাদের সকলের সহযোগিতায় আজ আমি এত দুর আসতে পেরেছি এবং লেভেল ওয়ান এর পরীক্ষা দিয়ে এই সার্টিফিকেটটি অর্জন করতে পেরেছি, 🎯🎯

আপনাদের দেয়া শিক্ষা ও ভালবাসা আমাকে সফল হবার পথ দেখিয়েছে । আপনাদের এমন দোয়া ও ভালবাসা আমার সারাজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। ❤️❤️🤝🤝

আমি সাকসেস বিজ পরিবারের সকলের দোয়া ও ভালবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

সাকসেস বিজ পরিবার এর সকল সদস্যদের প্রতি আমার মন থেকে শুভেচ্ছা ও ভালবাসা অবিরাম ,,, 🌹🌹❤️❤️

❤️




#চক্সবাযারবাংলাদেশ
Agency

✍️গুগল কে আবিষ্কার করেন? উত্তর: গুগল আবিষ্কার করেন ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন 1998 সালে যখন তারা পিএইচডি ছিলেন। স্ট্যা...
18/08/2024

✍️গুগল কে আবিষ্কার করেন?

উত্তর: গুগল আবিষ্কার করেন ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন 1998 সালে যখন তারা পিএইচডি ছিলেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

➡️তারা একটি সার্চ ইঞ্জিন তৈরি করেছে যা তাদের সাথে লিঙ্ক করা অন্যান্য সাইটের সংখ্যা এবং প্রাসঙ্গিকতার ভিত্তিতে ওয়েবসাইটগুলিকে র‌্যাঙ্ক করতে একটি অনন্য অ্যালগরিদম ব্যবহার করেছে৷ কোম্পানিটি 1998 সালের সেপ্টেম্বরে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং সেই বছরের সেপ্টেম্বরে সার্চ ইঞ্জিনটি জনসাধারণের জন্য উপলব্ধ করা হয়েছিল। Google তখন থেকে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত সার্চ ইঞ্জিনগুলির মধ্যে একটি হয়ে উঠেছে এবং কোম্পানিটি ইমেল, ক্লাউড স্টোরেজ এবং অনলাইন বিজ্ঞাপন সহ অন্যান্য পণ্য এবং পরিষেবাগুলির একটি বিস্তৃত পরিসর অফার করতে প্রসারিত হয়েছে৷

পিন্টারেস্ট মার্কেটিং কি?👉পিন্টারেস্ট হলো একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যার মাধ্যমে সাধারণত ইউজাররা তাদের ব্যবসায়িক পণ্য ...
17/08/2024

পিন্টারেস্ট মার্কেটিং কি?

👉পিন্টারেস্ট হলো একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যার মাধ্যমে সাধারণত ইউজাররা তাদের ব্যবসায়িক পণ্য এবং বিভিন্ন ধরনের বিনোদনমূলক ভিজুয়াল সামগ্রী সবার মাঝে খুব সহজেই শেয়ার করতে পারেন।
👉আর আপনি যদি পিন্টারেস্ট ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনি খুব সহজেই আপনার ব্যবসার পণ্যকে বা সাইটকে একটি সাধারণ টেমপ্লেট সহ অনুযায়ী সংযুক্ত করে পিন করতে পারবেন। এর মাধ্যমে অন্যান্য ইউজার রা তাদের আগ্রহের বিষয়টি আপনার বোর্ড বা পিন থেকে পেয়ে যাবে।

আলহামদুলিল্লাহ ডিজিটাল মার্কেটিং লেভেল ওয়ান এর অষ্টম প্লাস শেষ করলাম। ক্লাসে Molla Mahadi Hasan স্যার কিভাবে সোশ্যাল মি...
31/05/2024

আলহামদুলিল্লাহ ডিজিটাল মার্কেটিং লেভেল ওয়ান এর অষ্টম প্লাস শেষ করলাম। ক্লাসে Molla Mahadi Hasan স্যার কিভাবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতে হয় তা শিখিয়েছেন। ধন্যবাদ স্যার কে অত্যন্ত সুন্দরভাবে কিভাবে সোশ্যাল মিডিয়া একাউন্ট খুলতে হয় তা দেখিয়ে দিয়েছেন। আমার কাছে মনে হয় স্যারের প্রতিটি কথাই খুব informative। স্যারের tips and tricks কাজে লাগিয়ে Instagram, Twitter, Pinterest and LinkedIn account successfully ক্রিয়েট করতে পেরেছি। ধন্যবাদ স্যার কে।

ডিজিটাল মার্কেটিং লেভেল ওয়ান এর আরো একটি ক্লাস করলাম। ক্লাসটি ছিল canva designing এর উপর। ট্রেইনার ছিলেন Md. Imranul Ho...
30/05/2024

ডিজিটাল মার্কেটিং লেভেল ওয়ান এর আরো একটি ক্লাস করলাম। ক্লাসটি ছিল canva designing এর উপর। ট্রেইনার ছিলেন Md. Imranul Hoque স্যার। ব্যক্তিগতভাবে আমি ক্লাসটি খুব এনজয় করেছি। canva দিয়ে যে এত কিছু করা সম্ভব আমার আগে জানা ছিল না। ধন্যবাদ স্যার কে অত্যন্ত সুন্দরভাবে এবং ধৈর্য সহকারে প্রতিটি বিষয় সম্পর্কে বুঝিয়ে দেয়ার জন্য। আশা করি আগামী দিনগুলো আরো সুন্দর হবে।

✍️সোশ্যাল মিডিয়া একাউন্ট কি?✍️ একটি সামাজিক মিডিয়া অ্যাকাউন্ট একটি ব্যক্তিগত বা ব্যবসায়িক অ্যাকাউন্ট যা একটি সামাজিক ...
30/05/2024

✍️সোশ্যাল মিডিয়া একাউন্ট কি?

✍️ একটি সামাজিক মিডিয়া অ্যাকাউন্ট একটি ব্যক্তিগত বা ব্যবসায়িক অ্যাকাউন্ট যা একটি সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম যেমন Facebook, Twitter, Instagram, LinkedIn, বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে তৈরি করা হয় যা ব্যবহারকারীদের একটি প্রোফাইল তৈরি করতে, সামগ্রী ভাগ করতে এবং অন্যদের সাথে যোগাযোগ করতে দেয়। ব্যবহারকারীদের১৯ ফেব, ২০২৩

👍যেভাবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিরাপদ রাখবেন
👉অনলাইনে একটি পাসওয়ার্ডই সবকিছু। ই-মেইল, ব্যাংকিং, ইন্সটাগ্রাম, স্ন্যাপচ্যাট, টিকটক, ফেসবুকসহ অনেক অ্যাকাউন্টের নিরাপত্তায় থাকে এই পাসওয়ার্ড।
সুন্দর পিচাই বলেছেন, বারবার পাসওয়ার্ড বদলান না তিনি। বরং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশনই তার বেশি পছন্দ। এটি একটি ইলেকট্রনিক পদ্ধতি, যেখানে একজন ব্যবহারকারীকে সফলভাবে দুইটি বা তার বেশি প্রমাণ উপস্থাপন করার পরে ওয়েবসাইট বা অ্যাপে ঢুকতে দেওয়া হয়। বারবার পাসওয়ার্ড বদলানোর থেকে এটিই বেশি কার্যকরী বলে তিনি মনে করেন।

আলহামদুলিল্লাহ ডিজিটাল মার্কেটিং লেভেল ওয়ান এর আরো একটি ক্লাস করলাম। ক্লাসের বিষয়বস্তু ছিল MS WORD।ট্রেইনার ছিলেন Mamu...
24/05/2024

আলহামদুলিল্লাহ ডিজিটাল মার্কেটিং লেভেল ওয়ান এর আরো একটি ক্লাস করলাম। ক্লাসের বিষয়বস্তু ছিল MS WORD।ট্রেইনার ছিলেন Mamun Karim Pranto স্যার। Pranto স্যার মানেই প্রাণবন্ত ক্লাস,অত্যন্ত প্রাণোচ্ছল একজন মানুষ। স্যার অত্যন্ত সহজ, সরল, সাবলীল ভাষায় বিষয়বস্তু সমূহ বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ স্যারকে এত সুন্দর ভাবে ক্লাস করানোর জন্য। স্যার অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের প্রতিটি প্রশ্নের উত্তর সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। ইনশাআল্লাহ Success Biz Family এর সহযোগিতায় আরো এগিয়ে যেতে পারবো।

✍️পাওয়ার পয়েন্ট (Power Point) কি?✍️মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটি এপ্লিকেশন সফটওয়ার। মাইক্রোসফট PowerPoint হলো Presentati...
21/05/2024

✍️পাওয়ার পয়েন্ট (Power Point) কি?

✍️মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটি এপ্লিকেশন সফটওয়ার। মাইক্রোসফট PowerPoint হলো Presentation Design Software যার মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির কোন বিষয়কে দর্শকদের কাছে বড় পর্দায় প্রেরণ করার জন্য Slide তৈরি করে Slide Show করা হয় ।

এ সফটওয়ারের সাহায্যে বিভিন্ন স্লাইড শো তৈরি করে উপস্থাপন করা যায় বলে একে প্রেজেন্টেশন সফটওয়ারও বলা হয়ে থাকে। প্রেজেন্টেশন কথার অর্থ হল উপস্থাপন করা। কোন বিষয় সম্বন্ধে বিভিন্ন তথ্যকে উপস্থাপন করার পদ্ধতিকে Presentation বলে।

Address

Chowmatha
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when Digital Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital Community:

Share