
23/05/2025
বোনের জন্য ভাই থাকাটা সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ উপহার।।বাবার অবর্তমানে তার দায়িত্বটা পালন করে,বাবার ন্যায় মাথার উপরে ছাতার মত কাজ করে।সুখ,দুঃখের ভাগাভাগি,পাওয়া না পাওয়ার আবদার করা যায়। অভিমানটুকু সাচ্ছন্দে নির্ভরশীল জায়গা হিসেবে শেয়ার করা যায়।
"ভাইয়ের নিয়ে আসা নিজেদের গাছের আম কাঁঠাল"।।