
23/07/2025
"কাল থেকে সকাল বেলা আর কাউকে ডাকতে হবেনা, ওঠো স্কুলে দেরি হচ্ছে "।
"হোমওয়ার্ক নিয়ে আর কোনো বায়না থাকবেনা", "মিসের কাছে ছুটে আসবেনা আর টিফিন বক্স নিয়ে"।
"বাবা আর অফিস যাবার পথে শত গল্পে ভুলিয়ে ভালিয়ে স্কুলে নিয়ে আসবে না"।
"মা যত্ন করে আর টিফিন গুছিয়ে দিয়ে কপালে চুমু খেয়ে স্কুলে পাঠাবেনা"।
"কখন স্কুল শেষে বাড়ি ফিরবে!, আর সেই উৎসুক মনে কোনো অপেক্ষা থাকবে না"।
"স্কুল থেকে ফিরে কেউ আর খেলতে যাবার বায়না ধরবে না",সকল আদর, আবদারের আজ অবসান ঘটেছে।
"আহা কতগুলো ঘর আজ নিশ্বব্দ ও নিস্তব্ধ হয়ে গেলো জানিনা"।
২১.০৭.২৫(উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনা)