15/08/2024
হরে কৃষ্ণ 🙏
হিন্দু সম্প্রদায়ে জন্মগ্রহণ করে আমি কি কোন ভুল করলাম?একমাস আগের ঘটনা আমার রুমমেট নার্সারীর একটি ছোট ছেলে বাচ্চাকে টিউশনি পড়াতো। সে তার পার্সোনাল কিছু সমস্যার কারণে সেই ছেলেটাকে টিউশনি পড়ানো অফ করে দেয়। পরে সে আমাকে বলে তাকে যেন আমি পড়াই।
প্রথম দিন আমি যখন তাকে পড়াতে যাই তখন তার আম্মু আমাকে এক প্লেট কাঁঠাল খেতে দেয় । আমি তখন তাকে বলি আমি কাঁঠাল পছন্দ করি না। আপনি এগুলো রেখে দেন। তখন আমার হাতে একটি লাল সুতো ছিল তারা হয়তো সেটা লক্ষ্য করেছিল।
কিছুক্ষণ পরানোর পর ছেলেটা বলতে ছিল যে আমার ঘুম পাচ্ছে আমি চোখে পানি দিতে চাই ; আমি তখন তাকে বলি যে , যাও তুমি তোমার চোখে মুখে জল দিয়ে আসো।
আমি যখন তাকে বলেছিলাম যে তুমি তোমার চোখে মুখে জল দিয়ে আসো তখন তারা সেই কথাটা লক্ষ্য করে ।
পরদিন আমি যখন তাকে পড়াতে যাই তখন তার আম্মু বলে যে আমার ছেলে বেড়াতে গেছে সে আজ পড়বে না । আমি তখন আমার বাসায় চলে আসি, আসার সময় তাকে আমার নম্বর দিয়ে আসি এবং বলি যে আমাকে কল করতে।
কিন্তু সে পরের দিন তাদের পাশের বাসার একটা মহিলাকে আমার কাছে পাঠায় এবং বলে যে ছোট বাচ্চাটা তারা আম্মুর কাছে বলছে নাকি; সে আমার কাছে পড়বে না কারণ আমার হাতে লাল সুতা ছিল এবং আমি পানিকে জল বলেছিলাম। আমি হিন্দু ধর্মের, তার নাকি হিন্দু ধর্মের কাউকে পছন্দ না।
আপনারাই বলুন নার্সারীর একটা ছোট বাচ্চার কি এই ধরনের মন-মানসিকতা থাকতে পারে ? নিশ্চয়ই না!
নিশ্চয়ই তার মা-বাবা কাছ থেকে সে এই শিক্ষা পেয়েছে। বাচ্চারা কিন্তু মা-বাবার কাছ থেকেই শেখে।আসলে সে কি ভবিষ্যতে সুশিক্ষিত হতে পারবে ?যেখানে শিক্ষাই বলে যে মানুষের মধ্যে ভেদাভেদ করতে নেই ,ধর্মের মধ্যে ভেদাভেদ করতে নেই।