Musafir Mahdi

Musafir Mahdi নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক।

26/01/2025

আবুদ্‌ দারদা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

أَلاَ أُنَبِّئُكُمْ بِخَيْرِ أَعْمَالِكُمْ ، وَأَزْكَاهَا عِنْدَ مَلِيكِكُمْ ، وَأَرْفَعِهَا فِي دَرَجَاتِكُمْ وَخَيْرٌ لَكُمْ مِنْ إِنْفَاقِ الذَّهَبِ وَالوَرِقِ ، وَخَيْرٌ لَكُمْ مِنْ أَنْ تَلْقَوْا عَدُوَّكُمْ فَتَضْرِبُوا أَعْنَاقَهُمْ وَيَضْرِبُوا أَعْنَاقَكُمْ ؟ قَالُوا : بَلَى. قَالَ : ذِكْرُ اللهِ تَعَالَى قَالَ مُعَاذُ بْنُ جَبَلٍ : مَا شَيْءٌ أَنْجَى مِنْ عَذَابِ اللهِ مِنْ ذِكْرِ اللَّهِ.

আমি কি তোমাদেরকে সর্বোত্তম আমল সম্পর্কে অবহিত করব, যে আমল হবে তোমাদের মালিকের নিকট সবচেয়ে পরিশুদ্ধ, তোমাদের দরজা সমুচ্চকারী, সোনা ও রূপা আল্লাহর পথে ব্যয় করার চেয়েও তোমাদের জন্য কল্যাণকর, আর এর চেয়েও মঙ্গলকর হবে যে, তোমরা শত্রুর সম্মুখীন হয়ে তাদের গর্দানে আঘাত করবে আর তারা তোমাদের গর্দানে আঘাত করবে? তারা বললেন, হ্যাঁ, বলুন। তিনি বললেনঃ এ হলো আল্লাহ তা‘আলার যিক্‌র। মু‘আয ইবনু জাবাল রা. বলেন, আল্লাহর যিকর অপেক্ষা আল্লাহর আযাব থেকে অধিক মুক্তিদানকারী আর কোনো বিষয় নেই।

জামে আত-তিরমিযী, হাদীস ৩৩৭৭

25/01/2025

শরীয়াহ ছাড়া আমাদের মুক্তি নাই, আমরা শরীয়াহ চাই। আমির চাই ইমারাহ চাই শরীয়াহ চাই।

04/01/2025

শিক্ষনিয় একটা ভিডিও
মাশা-আল্লাহ

04/01/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ,

আজকে বাদ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে, উলানিয়া বাজার ব্যবসায়ীদের উদ্যোগে
বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল,

স্থান : উলানিয়া ধান মসজিদ মাঠ।

কাছকাছি সকল দ্বীনি ভাইদের আসার দওয়াত রইলো।

31/12/2024
07/12/2024

আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেন,

إِذَا سَمِعْتُمُ الإِقَامَةَ فَامْشُوا إِلَى الصَّلاَةِ وَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ وَالْوَقَارِ ، وَلاَ تُسْرِعُوا فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا

যখন তোমরা ইকামত শুনতে পাবে, তখন নামাযের দিকে চলে আসবে। তোমাদের উচিত ধীরস্থিরতা ও গাম্ভীর্য বজায় রাখা। তাড়াহুড়া করবে না। ইমামের সাথে যতটুকু পাও তা আদায় করবে, আর যা ছুটে যায় তা পুরা করে নিবে।

সহীহ বুখারী, হাদীস ৬৩৬

05/12/2024

সংকটে সবাইকে ঐকমত্যে নিয়ে আসতে পারাটাই লিডারশিপ। এটাই একজন ক্যারিশমাটিক লিডারের বৈশিষ্ট্য। গোটা বাংলাদেশ আজ আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তৈরি হয়েছে জাতীয় ঐক্য। ঐক্য-ই সকল ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর কার্যকর শক্তি।

Address

Barishal
02748383911

Alerts

Be the first to know and let us send you an email when Musafir Mahdi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Musafir Mahdi:

Share

Category