Kazi Ayaan Official

Kazi Ayaan Official as a student

15/05/2025

ট্রাম্প মধ্যপ্রাচ্যে গিয়ে বাজিমাত করে ফেলেছে। সৌদি আরবের সাথে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তিসহ অন্যান্য মিলিয়ে ৬০০ বিলিয়ন ডলারের চুক্তি করেছে। আমেরিকার এই অস্ত্র কোম্পানিগুলোর মালিক কারা নিশ্চই জানেন। আর ৬০০ বিলিয়ন ডলার মানে বাংলাদেশের রিজার্ভ এর ৩০ গুন্। অর্থাৎ ৩০ টা বাংলাদেশের রিজার্ভ যোগ করলে যা হয় তা দিয়ে সৌদি আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনছে। এখানেই শেষ না। এর চেয়ে বড় প্রতিশ্রুতি হলো ইজ/রায়েলের সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলির সম্পর্ক স্বাভাবিক করার প্রতিশ্রুতি এবং দেশগুলি ধীরে ধীরে ইজ/রায়েলকে স্বীকৃতি দিবে। আর ট্রাম্পের কাতার সফরে $৯৬ বিলিয়ন ডলারে ২১০ টি বিমান কেনার ডিল হয়েছে বোয়িং ও জেনারেল ইলেক্ট্রিক এর সাথে। এইসব ডিল যখন হচ্ছে তখন গা/জায় প্রতিদিন ২০-৫০ জন মানুষকে হত্যা করা হচ্ছে। বিনিময়ে সৌদি, কাতার আমিরাত কি পাচ্ছে? ওখানে আরব স্প্রিং বাতাস দিয়ে ক্ষমতাচ্যুত না করার প্রচ্ছন্ন প্রতিশ্রুতি।

একবার ভাবুন এই অর্থ যদি শিক্ষা ও গবেষণায় ব্যয় করতো তাহলে শিক্ষা ও গবেষণায় তারা দ্রুত আমেরিকার বিকল্প হওয়ার চেষ্টা করতে পারতো। এইটাই হতো তাদের আসল উন্নতির চাবিকাঠি। ট্রাম্পকে পাগল ভাবতাম। এখন দেখি ও হলো আসল খেলোয়াড়। ইউক্রেন ও রাশিয়ার মাঝে খেলে ইউক্রেনের খনিজ সম্পদের ডিলও করে ফেলছে। ট্রেড যুদ্ধ লাগিয়ে দিয়ে সেখান থেকেও লাভবান হচ্ছে। অথচ মধ্যপ্রাচ্য যদি জ্ঞান বিজ্ঞানে উন্নতির দিকে নজর দিত তাহলেই মুসলমানরা সম্মানের সাথে ভালো থাকতো এবং এতে বিশ্ব শান্তি পেত।

30/09/2024
19/09/2024

মিথ্যা প্রতিশ্রুতির করুণ পরিণতি: প্রতিশ্রুতি ভঙ্গের গল্প💔

কানাডার এক বরফ শীতল রাতে, এক কোটিপতি তার ঘরের সামনে এক দরিদ্র বৃদ্ধকে দেখতে পেলেন। তিনি বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, "এত ঠাণ্ডায় আপনি কীভাবে আছেন? আপনার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই!"
বৃদ্ধ উত্তর দিলেন, "আমার উষ্ণ কাপড় নেই, কিন্তু আমি মানিয়ে নিয়েছি।"
কোটিপতি উত্তর দিলেন, "আমার জন্য একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসবো।"
বৃদ্ধ খুশি হয়ে বললেন, "আমি অপেক্ষা করবো।"

কোটিপতি তার বাড়িতে ঢুকে নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে, বৃদ্ধের কথা ভুলে গেলেন। সকালে ঘুম থেকে উঠে বৃদ্ধের কথা মনে পড়তেই তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন। কিন্তু বৃদ্ধ তখন আর বেঁচে নেই। ঠান্ডায় জমে গিয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃদ্ধের পাশে একটি চিরকুট পাওয়া গেলো, তাতে লেখা ছিলো:
"যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না, তখন আমি মানিয়ে নিয়েছিলাম। কিন্তু আপনি যখন আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন, তখন সেই আশায় অপেক্ষা করতে করতে আমি ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেললাম।"

মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে ভেঙে ফেলে। তাই প্রতিশ্রুতি দেয়ার আগে ভালোভাবে চিন্তা করুন, এবং অপ্রয়োজনীয় মিথ্যা প্রতিশ্রুতি দেয়া থেকে বিরত থাকুন।

26/08/2024

The most peaceful moment

হিটলার এর সহযোগী ছিল আইখম্যান,তিনি এই গ্যাস চেম্বার এ ইহুদি দের মারার জন্য এর আবিষ্কারক ছিলেন, যুদ্ধ শেষ হবার পরে তিনি প...
22/04/2024

হিটলার এর সহযোগী ছিল আইখম্যান,তিনি এই গ্যাস চেম্বার এ ইহুদি দের মারার জন্য এর আবিষ্কারক ছিলেন, যুদ্ধ শেষ হবার পরে তিনি পালিয়ে গিয়েছিলেন,,,,,,,

কিন্তু শেষ রক্ষা হয়নি, অনেক বছর পর তিনি ধরা পড়েন ইহুদীদের হাতে। ইহুদীরা তার প্রতি খুব রেগে ছিল। তাকে হত্যা করার সব প্রস্তুতি শেষ করল। মৃত্যুর পুর্বে তার শেষ ইচ্ছার কথা জানতে চাওয়া হলে তিনি মৃত্যুর পুর্বে ইহুদী ধর্ম গ্রহন করার কথা বলেন। তার এমন ইচ্ছার কথা শুনে উপস্থিত সবাই হেসে দিল। বলল, বাছাধন, তুমি মনে করেছ, ইহুদী ধর্ম গ্রহন করলেই ইহুদীরা তোমায় মাফ করে দেবে! তা হবে না। মরতে তোমায় হবেই। কয়েকজন কৌতুহলী জিজ্ঞাসা করলো!

আচ্ছা তোমার এই ইচ্ছা কেন হলো? বলো তো?

আইখম্যান নির্বিকার চিত্তে বললো, 'তোমরা যে আমায় ছাড়বে না, এটা আমি নিশ্চিত। তাই মারা যাওয়ার আগে দেখে যেতে চাই, আরেকটা ইহুদী মারা গেল।"

ইহুদীদের প্রতি কতটুকু ঘৃনা থাকলে মৃত্যুর আগেও আরেকটি ইহুদীর মৃত্যু দেখতে চায়!

Address

Barishal
8231

Telephone

+8801650079181

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Ayaan Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kazi Ayaan Official:

Share