স্বাধীন বরগুনা - 24 News

স্বাধীন বরগুনা - 24 News সব সময় জনগনের সঙ্গে স্বাধীন বরগুনা - 24 News ....................

06/06/2025

ঈদের দিনের সুন্নতসমূহ—
১. অন্যদিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া। [বায়হাকী, হাদীস নং- ৬১২৬]
২. মিসওয়াক করা। [তাবয়ীনুল হাকায়েক, ১/৫৩৮]
৩. গোসল করা। [ইবনে মাজাহ, হাদীস নং- ১৩১৫]
৪.শরীয়তসম্মত সাজসজ্জা করা। [বুখারী, হাদীস নং- ৯৪৮]
৫. সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। [বুখারী, হাদীস নং- ৯৪৮, মুস্তাদরাকে হাকেম, হাদীস নং - ৭৫৬০]
৬. সুগন্ধি ব্যবহার করা। [মুস্তাদরাকে হাকেম, হাদীস নং- ৭৫৬০]
৭. সালাতের পূর্বে কিছু না খাওয়া; বরং কুরবানির গােশত দ্বারা দিনের খাবারের সূচনা করা উত্তম। [সহিহ ইবনু হিব্বান : ২৮১৪]
৮. সকাল সকাল ঈদগাহে যাওয়া। [আবু দাউদ, হাদীস নং- ১১৫৭]
৯. ঈদের নামায ঈদগাহে আদায় করা, বিনা অপরাগতায় মসজিদে আদায় না করা। [বুখারী, হাদীস নং- ৯৫৬, আবু দাউদ, হাদীস নং- ১১৫৮]
১০. যে রাস্তায় ঈদগাহে যাবে, সম্ভব হলে ফিরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরা। [বুখারী, হাদীস নং- ৯৮৬]
১১. পায়ে হেঁটে যাওয়া। [আবু দাউদ, হাদীস নং- ১১৪৩]
১২. উচ্চস্বরে তাকবির বলতে বলতে ঈদগাহে যাওয়া। [মুস্তাদরাকে হাকেম, হাদীস নং- ১১০৫]
আল্লাহ তাআ'লা আমাদের সবাইকে উক্ত সুন্নতগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।
#সীরাহ

05/06/2025
মোবাইলে ভিডিও বানানোর সময় যমুনায় ডুবে ৬ কিশোরীর মৃ/ত্যু...
04/06/2025

মোবাইলে ভিডিও বানানোর সময় যমুনায় ডুবে ৬ কিশোরীর মৃ/ত্যু...

বরগুনার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অনেক জনপদ পানিবন্দি: ভোগান্তির শিকার এলাকাবাসীবিষখালি নদী সংলগ্ন বেড়িবাঁধ ভেঙ...
30/05/2025

বরগুনার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অনেক জনপদ পানিবন্দি: ভোগান্তির শিকার এলাকাবাসী

বিষখালি নদী সংলগ্ন বেড়িবাঁধ ভেঙে যাওয়াতে নতুন তিনশো মিটার বিকল্প বাঁধে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দু'টো খালের মুখ বন্ধ করে বেড়িবাঁধ নির্মান করতে হওয়ার ফলে বৃষ্টির পানি জমে এখন বাড়ির চারপাশ 'মহাসাগর' আকার ধারণ করেছে। পুকুরের মাছ বের হয়ে গেছে, চরম অভাব দেখা দিয়েছে গো-খাদ্যের। জমে যাওয়া বৃষ্টির পানিতে মশক কুল বংশ বিস্তার করেছে জ্যামিতিক হারে।


দিনরাত মশারির ভেতর বসে থাকতে হচ্ছে এলাকাবাসীয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য আর্জি পেশ করেছি সংশ্লিষ্ট সরকারি দপ্তরে। জানিনা কর্তৃপক্ষের টনক নড়বে কিনা। কথাগুলো বলেছেন নলটোনা ইউনিয়নের আজগরকাঠি গ্রামের বাসিন্দা শাহনেওয়াজ সেলিম। তিনি আরো বলেন, সামনে আমন মৌসুম আমন ধান চাষ করার কোনো উপায় নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে।


বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরগুনার বিভিন্ন নদীতে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় নদী সংলগ্ন বিভিন্ন নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। এতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের অনেকেরই বসতঘরে পানি প্রবেশ করেছে বলে জানা গেছে।


শুক্রবার (৩০ মে) সরেজমিনে বরগুনা জেলার পায়রা বিষখালী ও বলেশ্বর নদীর তীরবর্তী ঢলুয়া, নলটোনা , ফুলঝুরি, বদরখালী, বুড়িরচর, বালিয়াতলী,ও নলটোনা ইউনিয়নের কয়েকটি এলাকায় নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কয়েকটি এলাকার রিং বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে পনি প্রবেশ করছে। নদীতে জোয়ারের পানির উচ্চতা আরো বাড়লে আবারো এসব এলাকার ঘরবাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে মূল বেড়িবাঁধের ভিতরের অংশের বাসিন্দারা নিরাপদে রয়েছেন।


স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বাঁধ ভেঙে ঘরে পানি প্রবেশ করেছে। এখন আবারো জোয়ারের পানি প্রবেশ করতে শুরু করেছে। স্ত্রী সন্তান নিয়ে অন্য কোথাও গিয়ে থাকবো, সে ব্যবস্থা আমাদের নেই।


এলাকাবাসী বলেন, পানির চাপে বেড়িবাঁধ ভেঙে গেছে। আমাদের ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ঘরে থাকার মতো পরিবেশ নেই। ঘরের মধ্যে এখন রান্না করে খাওয়ারও কোনো সুযোগ নেই। আমাদের এলাকার অধিকাংশ লোকই দিন আনি দিন খায়, অন্য কোথাও যাওয়ার সামর্থ নেই।


তিনি আরো বলেন, গতকালই ঘরে পানি প্রবেশ করেছে। আজকে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় আবারো পানি প্রবেশ করতে শুরু করেছে। বর্তমানে খাটের ওপর চুলা রেখে রান্না করে খেতে হচ্ছে আমাদের। আমরা চাই আমাদের নদী সংলগ্ন যে বাঁধটি আছে সেটি শক্তভাবে নির্মাণ করা হোক।


এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, যে বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে তা মূল বেড়িবাঁধ নয়। নদী সংলগ্ন রিং বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া যে সব বাসিন্দার ঘরে পানি প্রবেশ করেছে তারা মূল বেড়িবাঁধের বাইরে বসবাস করেন। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে পরিদর্শন করেছে। পানি প্রবেশের কারণে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনা জেনারেল হাসপাতালে সেবার নামে কমিশন বাণিজ্য: বেড়েছে দালালদের দৌরাত্মসাগর উপকূলীয় জেলা বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট ...
30/05/2025

বরগুনা জেনারেল হাসপাতালে সেবার নামে কমিশন বাণিজ্য: বেড়েছে দালালদের দৌরাত্ম

সাগর উপকূলীয় জেলা বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের জন্য সরকারি স্বাস্থ্যসেবা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। তীব্র জনবলসংকট, অব্যবস্থাপনা, দুর্নীতির পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে কমিশন বাণিজ্য ও দালাল চক্রের দৌরাত্ম্য। ব্যক্তিগত আর্থিক লাভবান হওয়ার মানসে চিকিৎসকরা অনেক সময় রোগীকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষায় পাঠাচ্ছেন তেমন অভিযোগ দীর্ঘদিনের।


জানা যায়, অধিকাংশ চিকিৎসক স্থানীয় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে চুক্তিভিত্তিক কমিশন বাণিজের সাথে লিপ্ত রয়েছেন। তারা রোগীকে নিজস্ব বা নির্ধারিত ডায়াগনস্টিকে পরীক্ষার জন্য পাঠান এবং পরীক্ষা নিরীক্ষার বিপরীতে কমিশন দেন ২৫% থেকে ৫০% পর্যন্ত। এতে রোগীর ব্যয় বেড়ে যায় বহুগুণ, এবং সরকারি সেবা কার্যত বাণিজ্যে পরিণত হয়। হাসপাতালের আশপাশে সক্রিয় রয়েছে একাধিক দালাল চক্র। যারা রোগীকে প্ররোচিত করে নির্দিষ্ট ডায়াগনস্টিকে নিয়ে যান এবং কমিশনভিত্তিক ব্যবসায় সহযোগিতা করেন। এমনকি কিছু ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে নিজস্ব লোক রাখে, যারা রোগীকে বাইরে পরীক্ষা করাতে উৎসাহিত করে।


২৫০ শয্যার বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসকের অনুমোদিত ৫৫টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১৬ জন। সিনিয়র কনসালটেন্টের ১০টির মধ্যে ৯টি এবং জুনিয়র কনসালট্যান্টের ১২টির মধ্যে ৭টি পদ দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে। ২৯ জন মেডিকেল অফিসারের বিপরীতে আছেন মাত্র ৭ জন। নার্সিং সার্ভিসেও রয়েছে ২২টি শূন্যপদ। চলতি বছরের এপ্রিল থেকে বরগুনায় ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। ৩০ মে পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮ শতাধিক ডেঙ্গু রোগী।বর্তমানে ভর্তি রয়েছেন শতাধিক। হাসপাতালে এনএসআই, জি আইডিএম পরীক্ষার সুযোগ থাকলেও সিবিসি পরীক্ষা করতে হয় বাইরের ডায়াগনস্টিকে। এখানেও দালাল ও কমিশনের ফাঁদে পড়ছেন রোগীরা।


গত তিন মাস পূর্বে তিনটি কার্টনে সরকারি সিরিঞ্জ পাচারকালে রোগীদের বাধায় ব্যর্থ হলেও অভিযুক্ত স্টোরকিপার বদরুল আমিনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন এখনো জমা হয়নি।


বরগুনা জেনারেল হাসপাতালে কর্মরত ২১ জন স্টাফ নার্স অভিযোগ করেছেন, শান্তি বিনোদন ছুটি ও ভাতা অনুমোদনের জন্য প্রধান সহকারী কাম হিসাবরক্ষক রফিকুল ইসলাম ঘুষ দাবি করেছিলেন। প্রমাণ মিললে তাকেও বদলি করা হয়।


হাসপাতালে গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন খালি থাকায় এবং অভ্যন্তরীণ কোন্দলের কারণে প্রশাসনিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের মধ্যে দলাদলি, পরিবেশের অস্বাস্থ্যকর অবস্থা এবং রোগী-স্বজনদের অনিয়ন্ত্রিত চলাফেরা স্বাস্থ্যসেবায় বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে ৪০০-৫০০ রোগী ভর্তি থাকেন। অথচ বরাদ্দ আসে মাত্র ১০০ শয্যার জন্য। বছরে ১১ কোটি টাকা বরাদ্দ থাকলেও এর বড় অংশ খরচ হয়ে যায় খাবার খাতে। চিকিৎসা স্যমন্ত্রী ও অন্যান্য খাতে পর্যাপ্ত অর্থ থাকে না।


সচেতন নাগরিক কমিটির সভাপতি মনির হোসেন কামাল বলেন, এখন বরগুনার স্বাস্থ্যসেবা বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছে। মানুষ সরকারি সেবায় আস্থা হারাচ্ছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, বরগুনার সংকট সম্পর্কে কর্তৃপক্ষ অবগত। পর্যায়ক্রমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

29/05/2025

গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক রেকর্ডকৃত উল্লেখযোগ্য বৃষ্টিপাত:

১/ টেকনাফ(কক্সবাজার)- ১২৫ মিলিমিটার
২/ খেপুপাড়া(পটুয়াখালী)- ৯১ মিলিমিটার
৩/ পটুয়াখালী- ৮৬ মিলিমিটার
৪/ নোয়াখালী- ৮১ মিলিমিটার
৫/ কক্সবাজার- ৭৬ মিলিমিটার
৬/ হাতিয়া(নোয়াখালী)- ৬৫ মিলিমিটার
৭/ লামা(বান্দরবান)- ৫৮ মিলিমিটার
৮/ কুতুবদিয়া(কক্সবাজার)- ৫৭ মিলিমিটার
৯/ বরগুনা- ৫৫ মিলিমিটার
১০/ কয়রা(খুলনা)- ৪৯ মিলিমিটার

সোর্স: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

28/05/2025

🔴পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে!

চাঁদ দেখা গেছে, ৭ জুন ঈদুল আজহাবাংলাদেশের আকাশে বুধবার সন্ধ্যায় হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে ৭ ...
28/05/2025

চাঁদ দেখা গেছে, ৭ জুন ঈদুল আজহা

বাংলাদেশের আকাশে বুধবার সন্ধ্যায় হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে ৭ জুন শনিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বিষয়টি জানিয়েছেন।

সভায় জানানো হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার (২৯ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ৭ জুন (১০ জিলহজ) শনিবার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে পশু কুরবানি করেন।

এর আগে মঙ্গলবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ৬ জুন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের ওই ঘোষণায় বলা হয়, সৌদির আকাশে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৬ জুন সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। আর ৫ জুন পবিত্র আরাফাত দিবস।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত ছুটি ছিল ৫ থেকে ১০ জুন পর্যন্ত (৬ দিন)। তবে দুই দিন অফিস করার শর্তে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার।

সাপ্তাহিক ছুটির আগে ১১ ও ১২ জুন ছুটি ঘোষণা করে, এর বিনিময়ে দুই শনিবার ১৭ ও ২৪ মে সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিস খোলা রাখা হয়। এর ফলে ১১ ও ১২ জুনের ছুটি এবং পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১০ দিনের টানা ছুটি পাবেন কর্মজীবীরা।

ধেঁয়ে আসছে  দেশের দিকে শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় "ঝুমুল"।এটি একটি পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়, মানে এই বৃষ্টি বলয়ে দেশের সকল ...
27/05/2025

ধেঁয়ে আসছে
দেশের দিকে শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় "ঝুমুল"।

এটি একটি পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়, মানে এই বৃষ্টি বলয়ে দেশের সকল এলাকায় যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা আছে।
এবং এই বৃষ্টি বলয় টি দেশের ১০০ শতাংশ এলাকায় আক্রান্ত হতে পারে।

এটি চলতি বছরের পঞ্চম বৃষ্টি বলয় ও প্রথম মৌসূমী বৃষ্টি বলয়, যা আগামী ২৮ শে মে দেশের উপকূলীয় এলাকা হয়ে শুরু হয়ে আগামী ০৫ জুন সিলেট হয়ে দেশ ত্যাগ করতে পারে।

সর্বাধিক সক্রিয়ঃ সিলেট, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ

অধিক সক্রিয় : রাজশাহী বিভাগ।

নাম : শক্তিশালী বৃষ্টি বলয় ঝুমুল
টাইপ : পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়।
কাভারেজ : দেশের প্রায় ১০০ শতাংশ এলাকা।
ধরন : মৌসূমী বৃষ্টি বলয়
সময়কাল : ২৮ শে মে হতে ৫ই জুন পর্যন্ত।
কালবৈশাখী : নেই
বজ্রপাত : অপেক্ষাকৃত কম
বন্যা : আছে রংপুর ও সিলেট বিভাগের নিচু এলাকায় ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায়
একটানা বর্ষন : আছে
সিস্টেম : একটি নিম্নচাপ আছে।
ঝড় : এই বৃষ্টি বলয়ে দেশের উপর কোন ঝড়ের সম্ভাবনা নেই তবে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে।
সাগর : বেশিরভাগ সময়েই কিছুটা উত্তাল থাকতে পারে মৌসূমী বায়ুর চাপের কারনে।
পাহাড় ধসঃ এসময় চট্টগ্রাম এবং সিলেট বিভাগের পাহাড়ি এলাকাতে পাহাড় ধ্বসের বেশ আশঙ্কা রয়েছে।
নোট : বৃষ্টিবলয় ঝুমুল চলাকালীন সময়ে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে। ও অধিক সক্রিয় এলাকায় মেঘলা থাকতে পারে।

ঝুমুলে অধিকাংশ বৃষ্টিপাত হতেপারে একটানা ও দীর্ঘস্থায়ী।

*এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে দেশের প্রায় ৯৫% এলাকায় পানি সেচের চাহিদা পুরন হতে পারে।
বৃষ্টিবলয় ঝুমুল চলাকালীন সময়ে দেশের আবহাওয়া অধিকাংশ এলাকায় আরামদায়ক থাকতে পারে, তবে রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় শেষদিকে মৃদু তাপপ্রবাহ বা ভ্যাপঅসা গরম অনুভূত হতে পারে।
ঝুমুল চলাকালীন সময়ে উত্তর বঙ্গোপসাগর অধিকাংশ সময়েই বায়ুচাপের তারতম্যের কারনে কিছুটা উত্তাল থাকতে পারে।

ঝুমুল চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের উপস্থিতি তেমন পাওয়া যাবেনা ইনশাআল্লাহ।
মেঘের অভিমুখ: অধিকাংশ এলাকায় দক্ষিণ হতে উত্তর দিকে। তবে মাঝে মাঝে বিভিন্ন এলাকায় গতিপথ ভিন্ন ভিন্ন হতে পারে। তবে মেঘের গতিপথ শুরুতে দক্ষিণ হতে উত্তর এবং শেষ দিকে তা ক্রমান্বয়ে পরিবর্তন হয়ে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম হতে পূর্ব বা উত্তর-পূর্ব দিকে হতে পারে।

বজ্রপাতঃ এই বৃষ্টি বলয়ে দেশের অধিকাংশ এলাকায় স্বাভাবিক বজ্রপাত হতে পারে। বৃষ্টি বলয়ের অনেকাংশে বজ্রপাত মুক্ত থাকতে পারে।
আসুন একনজরে দেখেনেই বৃষ্টি বলয় ঝুমুল চলাকালীন সময়ে দেশের কোন বিভাগে গড়ে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে। ও বৃষ্টি বলয়ের ৯ দিনে কোন বিভাগে গড়ে কত দিন বৃষ্টির সম্ভাবনা আছে।

ঢাকা ১৭০-২২০ মিলিমিটার, গড়ে ৬দিন
খুলনা ১২০-২০০ মিলিমিটার গড়ে ৪ দিন
বরিশাল ১৫০-২৫০ মিলিমিটার গড়ে ৫ দিন
সিলেট ২৫০-৩৫০ মিলিমিটার গড়ে ৮ দিন
ময়মনসিংহ ২০০-২৫০ মিলিমিটার গড়ে ৭ দিন
রাজশাহী ৮০-১৪০ মিলিমিটার গড়ে ৩ দিন
রংপুর ১৮০-৩০০ মিলিমিটার গড়ে ৫ দিন
চট্টগ্রাম ১৫০-২৫০ মিলিমিটার গড়ে ৬ দিন।

আসুন একনজরে দেখে নেই, বৃষ্টি বলয় ঝুমুল চলাকালীন সময়ে আপনার জেলায় গড়ে কত মিলিমিটার বৃষ্টি হতেপারে।

জেলার নাম। বৃষ্টির পরিমান (মিমি)
সিলেট। ৩৮০+
সুনামগঞ্জ। ৩৫০+
হবিগঞ্জ। ২৫০+
মৌলভীবাজার। ২২০+
রংপুর, ২০০+
দিনাজপুর, ২১০+
ঠাকুরগাঁও। ১১০+
পঞ্চগড় ৩১০+
নীলফামারী ২৮০+
লালমনীরহাট। ২৮০+
কুড়িগ্রাম। ৩০০+
গাইবান্ধা ১৮০+
জয়পুরহাট। ১৯০+
নওগাঁ ১৩০+
বগুড়া ১৫০+
চাঁপাইনবাবগঞ্জ। ৯০+
রাজশাহী ১২০+
নাটোর। ১২০+
সিরাজগঞ্জ। ১৫০+
পাবনা ১৩০+
খুলনা(উত্তর) ১৪০+
খুলনা (দক্ষিন) ২০০+
সাতক্ষীরা (উত্তর) ১৩০+
সাতক্ষীরা(দক্ষিণ) ২১০+
বাগেরহাট(উত্তর) ১৫০+
বাগেরহাট(দক্ষিন) ২২০+
যশোর, ১৫০+
নড়াইল। ১৪৫+
মাগুরা ১৬০+
ঝিনাইদহ। ১৭০+
চুয়াডাঙ্গা ১৭০+
মেহেরপুর। ১৭৫+
কুষ্টিয়া ১৬০+
বরিশাল, ১৬০+
পিরোজপুর। ১৮০+
ঝালকাঠি ১৬০+
পটুয়াখালী ২০০+
বরগুনা ২২০+
ভোলা ২২০+
চট্টগ্রাম, ২০০+
ফেনী ২২০+
লক্ষ্মীপুর ২৩০+
চাঁদপুর।২০০+
কুমিল্লা দক্ষিণ ২২০+
কুমিল্লা উত্তর ২০০+
ব্রাহ্মণবাড়িয়া ২১০+
খাগড়াছড়ি ১৯০+
রাঙ্গামাটি ১৮০+
বান্দরবান। ২৬০+
কক্সবাজার। ৩৫০+
নোয়াখালী, ২২০+
ঢাকা ২০০+
গোপালগঞ্জ। ১৬০+
মাদারীপুর। ১৮০+
শরিয়তপুর ১৯০+
ফরিদপুর। ১৭০+
রাজবাড়ী। ১৬০+
মানিকগঞ্জ। ১৯০+
মুন্সীগঞ্জ। ২০০+
নারায়ণগঞ্জ। ২১০+
নরসিংদী ২২০+
গাজীপুর। ২২০+
টাঙ্গাইল। ২০০+
কিশোরগঞ্জ। ২৬০+
ময়মনসিংহ। ২৪০+
জামালপুর। ২০০+
শেরপুর। ২৫০+
নেত্রকোনা ২৮০+

ভারতঃ
কলকাতা (পশ্চিমবঙ্গ) ১৫০+ মিলিমিটার।
২৪ পরগনা ১৮০+

*এখানে দেওয়া বৃষ্টির পরিমান একটা গড় ধারনা মাত্র, স্থানভেদে এর পরিমান কিছুটা হেরফের হতেপারে। ও দেশের কোন কোন ক্ষুদ্র এলাকায় কিছুটা বেশি বৃষ্টি হতে পারে ও কোন ক্ষুদ্র স্থানে বৃষ্টি অনেক কম হতে পারে।

নোট : প্রাকৃতিক কারনে বৃষ্টি বলয় ঝুমুল এর সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস, বৃদ্ধি বা বিলুপ্ত হতেপারে।

পূর্বাভাস তৈরি : Bangladesh Weather Observation Team Ltd. (BWOT)

[Copyright : বাংলাদেশে BWOT একমাত্র আবহাওয়া সংস্থা যারা বৃষ্টি বলয় নামকরন করে বৃষ্টিবলয়ের পূর্বাভাস করার প্রচলন করে। তাই BWOT ব্যাতিত আর কেউ বৃষ্টি বলয় নামকরণ করে পূর্বাভাস করে বিভ্রান্তি তৈরি করা থেকে বিরত থাকুন]

*DISCLAIMER: এটা শুধুমাত্র আমাদের গবেষণায় পাওয়া তথ্য, কোনো সরকারি পূর্বাভাস বা সতর্কতামূলক বিজ্ঞপ্তি না এবং আবহাওয়া সংক্রান্ত অফিসিয়াল পূর্বাভাসের জন্য সবাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
এবং এই পূর্বাভাসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাথে যোগাযোগ করুন, অথবা তাদের পূর্বাভাস অনুসরণ করুন।

Bangladesh Weather Observation Team- BWOT
আপডেট : ২৭ শে মে রাত ৯ টা।

ধেঁয়ে আসছে দেশের দিকে শক্তিশালী বৃষ্টি বলয় ঝুমুল।এটি একটি অত্যন্ত শক্তিশালী বৃষ্টি বলয় ও এটি একটি পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় ও...
26/05/2025

ধেঁয়ে আসছে দেশের দিকে শক্তিশালী বৃষ্টি বলয় ঝুমুল।
এটি একটি অত্যন্ত শক্তিশালী বৃষ্টি বলয় ও এটি একটি পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় ও এটি মৌসূমী বৃষ্টি বলয়।

যেহেতু এটি পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়, সুতরাং এই বৃষ্টি বলয়ে দেশের সকল এলাকায় যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা আছে।

এটি একটি মৌসূমী বৃষ্টি বলয় হবার দরুন এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে দেশের উপরদিয়ে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা নেই ও তীব্র বজ্রপাত এর আশঙ্কা নেই আল্লাহর রহমতে।

সম্ভাব্য সময়সূচি : ২৮ শে মে হতে ৩ রা জুন পর্যন্ত, পর্যায়ক্রমে দেশের সকল এলাকায়।

বেশি আক্রান্ত : দেশের সকল এলাকা
সর্বাধিক আক্রান্ত : রংপুর,খুলনা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগ

অধিক আক্রান্ত : বরিশাল, ঢাকা ও রাজশাহী বিভাগ।
মাঝারি আক্রান্ত : নেই
কম আক্রান্ত : নেই

নাম : বৃষ্টি বলয় ঝুমুল ( d)
ধরন : পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়।
ক্যাটাগরি : মৌসূমী বৃষ্টি বলয়
শক্তিমত্তা : ( ২৫০ মিলিমিটার গড়ে)

Bwot

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে যা জানিয়েছে বিএনপি :⭕️ প্রধান উপদেষ্টার সামনে লিখিত বক্তব্য উপস্থাপন ...
24/05/2025

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে যা জানিয়েছে বিএনপি :

⭕️ প্রধান উপদেষ্টার সামনে লিখিত বক্তব্য উপস্থাপন করেছে তারা।

⭕️ বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য দাবি জানিয়েছে ।

⭕️ আওয়ামীলীগের বিচার সবচে বেশি দাবি রাখে বিএনপি তাই আওয়ামীলীগের বিচার প্রক্রিয়া অসম্পূর্ণ থাকলে বিএনপি ক্ষমতায় গিয়ে তাদের বিচার করবে।

⭕️ বিএনপি মনে করে, নির্বাচন যত বিলম্ব হবে , ততই জাতির কাছে পুনরায় স্বৈ'রা'চার ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। কাজেই এর দায় দায়িত্ব বর্তমান সরকার ও তাদের সাথে সংশ্লিষ্টদের ওপর বর্তাবে।

⭕️ নির্বাচন সংক্রান্ত সংস্কার অতি দ্রুত সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে হবে।

⭕️ বিএনপির দাবি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি তারা বরং প্রথম থেকেই সরকারকে সহযোগিতা করে আসছে।

Address

Barguna Sadar, Barguna
Barishal
8700

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বাধীন বরগুনা - 24 News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share