25/10/2024
পৃথিবীতে আসার সময় সাথে করে যা নিয়ে এসেছিলাম,
তা হচ্ছে---প্রাণ।
লাথি গুঁতা ধাক্কা খেয়ে খেয়ে সেই নিষ্পাপ নিরীহ নির্জীব প্রাণটিই হয়ে ওঠে---জীবন।
জীবন অনেক কিছু শেখায়।
চাইলেও শেখায়,
না চাইলেও শেখায়।
আর আমরা এভাবেই প্রতি নিয়ত জীবনের কাছ থেকে শিখছি।
জীবনে সকল সমস্যার মধ্যে সবচেয়ে সহজ সমস্যা হলো,
যে সমস্যাগুলি টাকা দিয়েই সমাধান করে ফেলা যায়।
হাতে টাকা থাকলে সেগুলির সমাধান মুহূর্তের মধ্যেই হয়ে যায়।
এমনকি হাতে টাকা না থাকলেও সেই সমস্যাগুলি ততটা যন্ত্রণা দেয় না,
যতটা যন্ত্রণা দেয়,
যে সমস্যাগুলির সমাধান টাকার বিনিময়ে করা যায় না।
( Collected )