10/06/2024
(কেউ এং/রি দিয়ে রিচ কমাইয়েন না)
কোকা-কোলা রিসেন্টলি একটা বিজ্ঞাপন ভিডিও বানিয়েছে। বিজ্ঞাপন ভিডিওটায় তারা বলতে চাইতেছে যে, Filistin-এর ভূমিতেও কোকা-কোলার ফ্যাক্টরি আছে। অথচ আমরা জানি যে, Filistin-এ কোকের ফ্যাক্টরিও তৈরি হইছে Filistinদের উচ্ছেদ করা জায়গা দ+;খ+ল করে। এসব বিষয় কিন্তু তারা বলবে না। তারা এই বিজ্ঞাপনটার মাধ্যমে আমাদের অনুভূতি নিয়ে খেলেছে, মক করেছে।
বিশেষ করে এই বিজ্ঞাপনের নাট্য অভিনেতাদের চিনে রাখা দরকার। তরুণ প্রজন্ম এদের আবার খুব কদর করে। এদেরকেও সামাজিকভাবে কয়বট (শুদ্ধটা পড়ুন) করা দরকার।
এবারের ঈদে কোক কিনবেন না। তবে ঈদে বাড়িতে গিয়ে আত্মীয়স্বজনদের কোকের বিষয়ে অবশ্যই সচেতন করবেন কিন্তু! আর সবসময় কয়বট চালু রাখুন।