
26/05/2024
গর্ভে থাকা সন্তানের আর -এ দূনিয়া দেখা হলো না😿
লোকেশনঃ যশোর সদর উপজেলা আরিফপুর ইউনিয়ন।
বলিয়া ভেকুঠিয়া গ্রাম।
আল্লাহ তোদের বিচার করুক🤲🏻
আর ক্ষুধা লাগবে না,
আর পিপাসাও লাগবে না😿
কারো ঘরের দুয়ারে দুয়ারে আর ঘুরবো না।কারো বিরক্তির কারণও আর হবো না।
আমি তো আর তোমাদের ধনসম্পদ নষ্ট করে ফেলতাম না,অতি সামান্য কিছু খাবারের আশায় দুয়ারে দুয়ারে ঘুরতাম।আমার রিযিক তো আগে থেকেই আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন
তোমরা উছিলা'ও হতে চাওনি।😿
আমি বোবা প্রাণী কিন্তু তোমরা..?🥺😿
মানুষ এতো নিষ্ঠুর কেমনে হয়??😭