19/10/2025
ছেলে মানুষেরা একবার হলেও করুন কাজে দিবে.....!!
এই পৃথিবীতে কেউ এসে আপনাকে সফল করে দেবে এমন আশা করা বোকামি। জীবনের যুদ্ধটা একান্তই নিজের। কেউ হাত ধরে টেনে তুলবে না, যদি আপনি নিজেই উঠে দাঁড়াতে না চান।
১. কেউ আপনার কিছু দিতে বাধ্য না
আপনার বাবা-মা আপনাকে জন্ম দিয়েছেন, মানুষ করেছেন, কিন্তু জীবনে আপনি কতদূর যাবেন সেটার দায়িত্ব আপনারই। কেউ আপনার জন্য সুযোগ তৈরি করবে, এমন নিশ্চয়তা নেই। তাই অপেক্ষা না করে নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে।
২. পৃথিবী কঠিন, দুর্বলদের জায়গা নেই
জীবন কখনো কারও জন্য থেমে থাকবে না। আপনি ব্যর্থ হলে মানুষ হয়তো এক মিনিটের জন্য দুঃখ প্রকাশ করবে, তারপর ভুলে যাবে। তাই শক্ত হতে শিখুন। এই পৃথিবীতে টিকে থাকতে হলে ভেতর থেকে শক্ত হতে হবে।
৩. কষ্ট হবে, কিন্তু কেউ তা দেখবে না
আপনি হয়তো রাত জেগে কাজ করছেন, কষ্ট করছেন, লড়াই করছেন, একা কাঁদছেন কিন্তু কেউ এসে বলবে না, “তুমি ভালো করছো।” সবাই কেবল ফলাফলই দেখবে, আপনার সংগ্রাম নয়। তাই নিজের কষ্টের সাক্ষী আপনিই।
৪. অজুহাত দিলে পিছিয়ে পড়বেন
যদি সব সময় excuse দেন বা নিজেকে victim মনে করেন, তাহলে জীবন কখনো পাল্টাবে না। বরং মানুষ আপনাকে আরও অবহেলা করবে। ক্ষমা চাওয়া, দোষ চাপানো বন্ধ করুন কাজ শুরু করুন।
৫. আপনি নিজেই আপনার একমাত্র ভরসা
কেউ আপনাকে push করবে না, কেউ এসে অনুপ্রেরণা দেবে না। আপনি যদি নিজেকে না বদলান, তাহলে ১০ বছর পরও একই জায়গায় থাকবেন, শুধু আরও হতাশ হয়ে।
এখনো যদি ভাবেন কেউ এসে আপনাকে বাঁচাবে, ভুল করছেন।
জীবন বাঁচাতে হলে, নিজেকেই নিজের হাত ধরতে হবে।
(সংগ্ৰহকৃত)।