09/10/2025
সিলেটে একবার নূরজাহান গ্র্যান্ড এ আমরা তিনদিন ছিলাম। সবকিছু মিলিয়ে সুন্দর ছিল কিন্তু সব থেকে বিরক্তিকর ছিল তিনদিন সকালে একই বাফেট ব্রেকফাস্ট সার্ভ করেছে। প্রতিদিন সকালে একই টাইপের খাবার দেখে আমি একটু অবাক ই হয়েছিলাম।
এবার কক্সবাজারে গ্রীন নেচার রিসোর্ট এন্ড সুইটস এ দুই দিনে ভিন্ন ভিন্ন আইটেমের বাফেট ব্রেকফাস্ট পেয়েছি এবং ভাত থেকে শুরু করে, খিচুড়ি, ফ্রাইডরাইস, জেলি রুটি, পরোটা, নান সহ প্রায় ৪০+ আইটেম পেয়েছি। কিছু আইটেম খুব মজা ছিল বিশেষ করে ডেজার্ট। যদিও সবকিছুর ছবি নিতে পারি নাই।