E v a n a

E v a n a Travel & Cook with me

সিলেটে একবার নূরজাহান গ্র্যান্ড এ আমরা তিনদিন ছিলাম। সবকিছু মিলিয়ে সুন্দর ছিল কিন্তু সব থেকে বিরক্তিকর ছিল তিনদিন সকালে...
09/10/2025

সিলেটে একবার নূরজাহান গ্র্যান্ড এ আমরা তিনদিন ছিলাম। সবকিছু মিলিয়ে সুন্দর ছিল কিন্তু সব থেকে বিরক্তিকর ছিল তিনদিন সকালে একই বাফেট ব্রেকফাস্ট সার্ভ করেছে। প্রতিদিন সকালে একই টাইপের খাবার দেখে আমি একটু অবাক ই হয়েছিলাম।
এবার কক্সবাজারে গ্রীন নেচার রিসোর্ট এন্ড সুইটস এ দুই দিনে ভিন্ন ভিন্ন আইটেমের বাফেট ব্রেকফাস্ট পেয়েছি এবং ভাত থেকে শুরু করে, খিচুড়ি, ফ্রাইডরাইস, জেলি রুটি, পরোটা, নান সহ প্রায় ৪০+ আইটেম পেয়েছি। কিছু আইটেম খুব মজা ছিল বিশেষ করে ডেজার্ট। যদিও সবকিছুর ছবি নিতে পারি নাই।

ঘুরিং ফিরিং 🎉
08/10/2025

ঘুরিং ফিরিং 🎉

08/10/2025

ঘুরতে যাওয়ার সময় লাগেজ গুছানো থেকে আমার বাচ্চারা খুবই এক্সাইটেড থাকে। লং জার্নি করে যাওয়ার কারণে প্রথম দিন আমরা রিসোর্টে বেশি সময় দিয়েছি।
নতুন যারা ঘুরতে যাবেন তারা সবকিছুর প্রাইস এর ব্যাপারে একটা আইডিয়া চেয়েছিলেন। আলাদা করে প্রাইস টা আমি কমেন্ট বক্সে শেয়ার করেছি।

Rainbow 🌈
07/10/2025

Rainbow 🌈

07/10/2025

🌸🌸

কক্সবাজারে মোটামুটি রিজেনেবল এর মধ্যে পউষী'র খাবার ভালো। স্পেশাল ছিল নারিকেল চিংড়ি, দুর্দান্ত টেস্ট। আমরা ভর্তা লাভার, ...
07/10/2025

কক্সবাজারে মোটামুটি রিজেনেবল এর মধ্যে পউষী'র খাবার ভালো। স্পেশাল ছিল নারিকেল চিংড়ি, দুর্দান্ত টেস্ট। আমরা ভর্তা লাভার, তাই ভর্তার প্লেটার মিস করি নাই। ওদের স্পেশালিটি হচ্ছে ওদের আচার, পেঁয়াজের আচারটা সবচেয়ে বেশি মজা ছিল, আরো ছিল বড়ই এর আচার। শেষমেষ ডাল দিয়ে তৃপ্তি নিয়ে খেয়েছি, আরও ছিল সরিষা দিয়ে মাখা সালাদ।

এটা আমার অফিস এরিয়া। ঢেঁড়স গাছে ফুল ধরেছে, করল্লা গাছে ফুল ধরেছে, করল্লা কিছু হয়েছে, আর এই পুকরে অনেক মাছ আছে।         ...
06/10/2025

এটা আমার অফিস এরিয়া। ঢেঁড়স গাছে ফুল ধরেছে, করল্লা গাছে ফুল ধরেছে, করল্লা কিছু হয়েছে, আর এই পুকরে অনেক মাছ আছে।

06/10/2025

Good morning everyone 💙

05/10/2025

শেষ বিকেলের আলোতে 💛

05/10/2025

এখন ছোট ছোট বাচ্চা নিয়ে অনেক প্যারেন্টসরাই ট্রাভেল করে। প্রত্যেকের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করলাম - প্রত্যেক মায়ের পাশাপাশি বাচ্চার বাবাও অনেক হেল্পফুল। দুজন মিলে ম্যানেজ করতে না পারলে সুন্দর মুহূর্তগুলো আসলে সুন্দর হয় না। বাচ্চাদের আরামের কথা চিন্তা করে জার্নিটা যেন ওরা রিলাক্সে করতে পারে আমরা সেটাই চেষ্টা করেছি।

ইরা সমুদ্রের ঢেউ দেখে দিছে দৌড় 😃
04/10/2025

ইরা সমুদ্রের ঢেউ দেখে দিছে দৌড় 😃

অনেক খাওয়া দাওয়া তো হলো, এবার একটু কন্ট্রোল করা দরকার। শুভ রাত্রি 🥰           ゚viralシviralシfypシ゚viralシalシ
03/10/2025

অনেক খাওয়া দাওয়া তো হলো, এবার একটু কন্ট্রোল করা দরকার।
শুভ রাত্রি 🥰
゚viralシviralシfypシ゚viralシalシ

Address

Barshal
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when E v a n a posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share