13/07/2024
আপনার কাজের অভিজ্ঞতা যতোই থাকুক না কেনো লাভ হবেনা যদি আপনার ভালো শক্ত কোনো সার্টিফিকেট না থাকে । আমি দেখেছি অনেকবার, কাজের কিছুই বোঝেনা কিন্তু সার্টিফিকেট তাদের অনেক কিছুই বুঝিয়েছে । যারা কাজ বোঝে তাদের উন্নতি কখনোই হয়না, দিনরাত পরিশ্রম করেও তারা এভারেজে শূন্য । এই বিষয়ে অনেক কিছু লেখার ছিলো কিন্তু সময় স্বল্পতার জন্য লিখতে পারলাম না । অবশ্যই এটা নিয়ে একদিন সুন্দর করে সময় করে লিখবো । কাগজের কাছে কাজের অভিজ্ঞতা বরাবরই হেড়ে যায় । কাজের অভিজ্ঞতার থেকে কাগজ সংগ্রহের কাজে নেমে পড়ুন । কাগজ ই জীবন বদলে দেয় চাকরির ক্ষেত্রে । পরিশ্রম করা তো এখন চাকরির বাজারে গাধার সমতুল্য আর কাগজ সংগ্রহ এই চাকরির বাজারে আপনি কাজের সবই বুঝেন । অথচ কাগজধারি মানুষেরা কাজের ধারনা নেয় যাদের কাগজ নেই তাদের থেকেই আর দিনশেষে তারা মনে করে কাগজ আমাদের কাজ শিখিয়েছে ।
Send a message to learn more