Md. Monir Hossain

Md. Monir Hossain আমার জন্য আমার আল্লাহ্‌ই যথেষ্ট

13/07/2024

আপনার কাজের অভিজ্ঞতা যতোই থাকুক না কেনো লাভ হবেনা যদি আপনার ভালো শক্ত কোনো সার্টিফিকেট না থাকে । আমি দেখেছি অনেকবার, কাজের কিছুই বোঝেনা কিন্তু সার্টিফিকেট তাদের অনেক কিছুই বুঝিয়েছে । যারা কাজ বোঝে তাদের উন্নতি কখনোই হয়না, দিনরাত পরিশ্রম করেও তারা এভারেজে শূন্য । এই বিষয়ে অনেক কিছু লেখার ছিলো কিন্তু সময় স্বল্পতার জন্য লিখতে পারলাম না । অবশ্যই এটা নিয়ে একদিন সুন্দর করে সময় করে লিখবো । কাগজের কাছে কাজের অভিজ্ঞতা বরাবরই হেড়ে যায় । কাজের অভিজ্ঞতার থেকে কাগজ সংগ্রহের কাজে নেমে পড়ুন । কাগজ ই জীবন বদলে দেয় চাকরির ক্ষেত্রে । পরিশ্রম করা তো এখন চাকরির বাজারে গাধার সমতুল্য আর কাগজ সংগ্রহ এই চাকরির বাজারে আপনি কাজের সবই বুঝেন । অথচ কাগজধারি মানুষেরা কাজের ধারনা নেয় যাদের কাগজ নেই তাদের থেকেই আর দিনশেষে তারা মনে করে কাগজ আমাদের কাজ শিখিয়েছে ।

Send a message to learn more

05/07/2024

অনলাইনে কেনাকাটায় সাবধান, অনলাইনে কেনাকাটায় এখন নতুন নতুন প্রতারণা।

05/07/2024

টেক্সটাইল R&D নিয়ে কিছু কথা বলতে চাই, যদিও এই বিষয়ে সারাদিন বলেও শেষ করা যাবেনা ।
আর এন্ড ডি এর পূর্ণরূপ হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যার বাংলা অর্থ দাঁড়ায় গবেষনা এবং উন্নয়ন । সবকিছু সূক্ষ্মভাবে গবেষনা করেই কোম্পানীর উন্নয়ন ঘটানো হয় । ছোট্র এই সেকশনের শক্তি হচ্ছে ব্রেইন । নতুন নতুন ডেভেলপমেন্ট নিয়ে খেলা করেই কোম্পানীর অর্ডার নিয়ে আসে । এখানে কাজ করতে হলে টেক্সটাইল জগতের সবকিছু জানার আগ্রহ নিয়েই আসতে হয় । যদিও সবকিছু জানা এবং কাজ করা অনেক কঠিন কিন্তু অসম্ভব নয় । এখানে কাজ করলে আপনি জানতে পারবেন নিটিং, ডাইং ফিনিশিং সহ সবধরনের কাজ যা অন্য সেকশনের লোকের শেখা সম্ভব নয় । কোম্পানীর অনেক বড় ভূমিকা পালন করে এই আর এন্ড ডি টিম কিন্তু অনেকের ধারনা আর এন্ড ডি এর কোনো কাজ নেই । যারা এমন বলে তাদেরকে বলছি, আপনারা যেটা পাচ্ছেন সেটা তৈরি করা জিনিস আপনি শুধুমাত্র কপি করবেন । এক কথায় আর এন্ড ডি থেকে সবকিছুর জন্ম হয় তারপর সেই ম্যাপ দেখে দেখে সবার আগাতে হয় । অন্য সেকশনের যে কাজ নেই আমি কিন্তু এমন কথা কখনোই বলিনি, সবারই আলাদা আলাদা কাজ থাকে । অনেক সময় দেখবেন আর এন্ড ডি অনেক জায়গায় অবহেলিত, যেমন আর্জেন্ট ফিনিশ সাপোর্ট সহ নানান সমস্যা । আমাদের সবার ভাবা উচিত এই ১০ কেজি ফেব্রিকের ডেভেলপমেন্ট না হলে আমার ১০ টন ফেব্রিক আসবে না আর ১০ টন ফেব্রিক না আসলে আমার দরকার থাকবে না কোম্পানির কাছে । আর এন্ড ডি এর অবদান প্রতিটা কোম্পানিতে আকাশচুম্বী এটা অস্বীকার করার মতো কারন কারো কাছে নেই ।

Send a message to learn more

04/07/2024

কে কি বলবে এই চিন্তা না করে সামনে এগিয়ে যেতে হবে।

02/07/2024

টেক্সটাইলে চাকরী হচ্ছে জীবনের সবচেয়ে বড় ভুল এই কথাটি বহু মানুষের কাছেই শুনে আসছি । যারা চাকরী জীবনে সফলতা অর্জন করতে পারেনি এমন মানুষের থেকেই এমন কথা বেশি শোনা যায় । এখন কথা হচ্ছে বিষয়টি কতোটা যুক্তিসঙ্গত । অনেকে ১০ বছর চাকরী করেও তার বেতন কিংবা পজিশন ঠিকমতো পরিবর্তন হচ্ছেনা । এর কারন কি বলবেন? অনেকেই বলবেন তেল মারতে পারেনা বলেই এমন হচ্ছে । তেল মারার বিষয়টি আর নিজেকে শক্ত কাজের অভিজ্ঞতার হিসেবে গড়ে তোলা বিষয়টি এক নয় । এখানে পরিশ্রম করা হচ্ছে কিন্তু কাজের অভিজ্ঞতা গড়া হচ্ছেনা বলেই পোষ্ট পজিশন কিংবা বেতন তুলনামুলকভাবে কম । আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে একজায়গায় পড়ে থাকবেন কেনো? এখন অনেকে বলবে অভিজ্ঞতা আছে মামু খালু নাই । নিজের কাজের অভিজ্ঞতা, নিজের সুন্দর ব্যবহার যদি ঠিক থাকে তবে ভালো কিছু হবেই ইনশাল্লাহ । তবে আর একটা কথা আপনার যদি মামু খালু না থাকে তবে অবশ্যই কাগজ এবং অভিজ্ঞতা শক্ত থাকতে হবে । তবে টেক্সটাইলে চাকরীতে যতোই অভজ্ঞতা থাকুক সেই লোক পুরাতন হতে হয়ে গেলে সে আর মূল্যায়ন পায়না । পরে যখন সেই অভিজ্ঞতার লোকটা চলে যায় তখন তার পরিবর্তে কম্পানী ডাবল বেতন দিয়ে লোক নিয়েও আগের লোকের মতো সাপোর্ট না পেয়েও কম্পানী খুশী । এইটার কারন আমি আজও খুজে পেলাম না ।
আসলে প্রতিটা চাকরি জীবনই কষ্টের এর কারণ হচ্ছে এখানে আপনার নিজস্ব স্বাধীনতা নেই, এখানে আপনার পরিশ্রম বিক্রি হচ্ছে, যার কাছে আপনার পরিশ্রম বিক্রি করছেন তার কাছে কিছুটা কথা তো শোনা লাগবেই তাইনা? আপনি যখন একজন বিক্রেতা হবেন তখন ক্রেতা অনেক কথাই বলে তাই বলে বিক্রেতা রাগ দেখাতে পারবেনা কারণ তাহলে এই ইফেক্ট তার ব্যবসায় পরবে। তবে আর একটা বিষয় লক্ষনীয় যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বড় পোষ্ট পজিশনে থাকা মানুষগুলো ছোট পোষ্ট পজিশনের মানুষের সাথে নিজেকে মিলিয়ে তাদের পরিশ্রম বুঝতে চায়না, তাদের মনের কষ্ট বুঝতে চায়না। নিজেকে কখনো ছোট পোষ্টের মানুষের পজিশনে বসিয়ে কল্পনা করা হয়না তারা আসলে কতোটা সুখী? হাজার সমস্যা সকল চাকরিতেই আছে, কিছু চাকরিতে কম আবার কিছু চাকরিতে বেশি। আশাকরি কথাগুলো সবাই পজিটিভ
নিবেন।

Send a message to learn more

01/07/2024

টেক্সটাইলে যারা উন্নতি করতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটি।

30/06/2024

আগামীতে টেক্সটাইলের উপর ভিডিও শুরু হতে যাচ্ছে। সাথেই থাকুন সবাই।

27/06/2024

আস্তে আস্তে কোয়ালিটিফুল ভিডিও পাবেন ইনশাআল্লাহ্‌ । এখন আপাতত ভিডিও কোয়ালিটি এবং টপিক কোনোটাই ভালো হচ্ছেনা ।

Send a message to learn more

26/06/2024

অল্পতে জীবন উপভোগ নিয়ে আমাদের আফসোসই আমাদের অসুখী করে তোলে ।

25/06/2024

দর্শক না থাকলেও প্রতিভা থেকে পিছপা হবেন না । প্রতিভা থাকলে দর্শক আসবেই, হয় আজ নয়তো কাল ।

Address

Bakergonj
Barishal
8280

Alerts

Be the first to know and let us send you an email when Md. Monir Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share