06/07/2025
একটি প্লেয়ার কে পুরোপুরি নিশ্চয়তা না দিতে পারলে তাহলে তিনি কেন আসবেন?? গত বছর দানি অলমো এবং পাও ভিক্টরের রেজিস্ট্রেশন নিয়ে ঝামেলা,, তাদের খেলা নিয়ে অনিশ্চয়তা লেগেছিল,,, পরে কোন রকমের সমস্যা সমাধান করতে পেরেছিল কিন্তু নিখো উইলিয়ামস চাচ্ছে লিখিত ভাবে যেটা বার্সেলোনা দিতে চাচ্ছে না বাদ দিবে না কারণ টাকা পয়সার কিছু ঝামেলা আছে,,,
সত্যি কথা বলতে বার্সেলোনাকে অনেক পছন্দ করি কিন্তু তাদের কিছু কিছু জিনিস আছে ভালো লাগে না,,, তাদের মধ্যে এই একটি হল টাকা পয়সা সমস্যা এবং পেলেয়ার সাইনিং করা,, মাঝে মাঝে এমন এমন সিদ্ধান্ত নেই যেটা মোটেও গ্রহণযোগ্য নয়,, নিকো উইলিয়ামস এবং লামিন ইয়েমালের জুটিটা হত দুর্দান্ত,, কিন্তু সবকিছু শেষ,, আসলে বার্সেলোনার উচিত ছিল যে করেই হোক এই সাইনিং টা কমপ্লিট করার কিন্তু তারা ব্যর্থ,, বার্সেলোনা তেমন কোন ব্যাকআপ পাইলে আর নেই যে সমস্যাটায় গতবার রিয়াল মাদ্রিদ পড়েছিল এবং বার্সেলোনা নিজেরাই করেছিল সেমিফাইনাল ম্যাচে বালদে এবং কুন্দের রিপ্লেসমেন্টে ছিলনা ফলে রেজাল্ট কেমন হয়েছিল সেটা সবাই দেখতে পেয়েছিলাম,,
বার্সেলোনা ক্লাব হচ্ছে একটা ঐতিহ্যবাহী ক্লাব যার সুনাম খেতি পৃথিবী জুড়ে বিখ্যাত,, তারা পেলেয়ার তৈরি করে কিন্তু তাদের কিছু কিছু সিদ্ধান্ত মোটেও গ্রহণযোগ্য নয়,, তাদের চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ কিভাবে পেলেয়ার সাইনিং করে দলের শক্তি দ্বিগুণ করে কিন্তু বার্সেলোনা মোটেও সাইনিং করল না,, এই দল নিয়ে আগামীতে কতটা সাফল্য পাওয়া যায় এটা নিয়েও দুশ্চিন্তা,,,