24/09/2025
Me And My Real Madrid fan Friend After many debates and fights
খেলাধুলার ভিতরে তুমুল প্রতিদ্বন্দ্বী থাকবে কিন্তু এটা ব্যক্তিগত জীবনে না থাকাই ভালো এবং এটাই সবচেয়ে সুন্দর মুহূর্ত। ক্রিকেট খেলা দীর্ঘদিন যাবত ফলো করি না এবারের এশিয়া কাপে একটু ফলো করতেছি কারণ বাংলাদেশ দল গঠনটা সুন্দর হয়েছে আমার কাছে মনে হল তাই কিন্তু এখানে দেখি ভারত পাকিস্তানের পোনদাপুন্দি চলেই।।
খেলাধুলা খেলাধুলার জায়গায় রাখলেই চলে না তারা মাঠের মধ্যেও যুদ্ধ করা শুরু করেছে,, তাহলে তোদের খেলার কি প্রয়োজন যুদ্ধ কর।
আজকে এই দৃশ্যটা সত্যিই ভালো লাগলো এ রকমেরই হওয়া উচিত খেলাধুলায় প্রতিদ্বন্দ্বী থাকবে কিন্তু ব্যক্তিগত জীবনে নয়।