মেসার্স সরদার ট্রেডার্স

মেসার্স সরদার ট্রেডার্স এখানে সকল প্রকার বীজ ধান,স্প্রে মেশিন, কীটনাশক পাইকারি খুচরা বিক্রয় করা হয়।
পাখিমারা বাজার, কলাপাড়া, পটুয়াখালী
মোবাইল :০১৭০৭৯৯৩১২৬

সোনালী আলো ❤️❤️✅
01/08/2025

সোনালী আলো ❤️❤️✅

11/07/2025

মানুষ হবো কবে?

মাছি পোকা দমনে র্র্যাভজুম একনম্বর একবার প্রোয়োগে ফল পাবেন। #কৃষিপন্য  #কিটনাশক
09/07/2025

মাছি পোকা দমনে র্র্যাভজুম একনম্বর একবার প্রোয়োগে ফল পাবেন।
#কৃষিপন্য #কিটনাশক

ফসল এর উৎপাদন বারাতে এগুলোর বিকল্প নাই, তাই স্বল্প মূল্যে ক্রয় করতে আজি চলে আসুন মেসার্স সরদার ট্রেডার্স  এ পাখিমারা বাজ...
09/07/2025

ফসল এর উৎপাদন বারাতে এগুলোর বিকল্প নাই, তাই স্বল্প মূল্যে ক্রয় করতে আজি চলে আসুন মেসার্স সরদার ট্রেডার্স এ পাখিমারা বাজার এর উওর মাথায়।
বিদ্র: এখানে সকল প্রকার কীটনাশক পাইকারি বিক্রয় করা হয়।

09/07/2025

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

04/04/2025
শুভ কামনা রইলো
04/04/2025

শুভ কামনা রইলো

সরিষা বিক্রি করার থাকলে যোগাযোগ করতে পারেন।
13/02/2025

সরিষা বিক্রি করার থাকলে যোগাযোগ করতে পারেন।

ধানে ইউরিয়া সার অতিরিক্ত মাত্রায় প্রয়োগের ফলাফল/লক্ষণ:🔰🔷ইউরিয়া সারের প্রয়োগ মাত্রা বেশি হলে গাছ দুর্বল হয়ে যায়।👉গাছের পা...
13/02/2025

ধানে ইউরিয়া সার অতিরিক্ত মাত্রায় প্রয়োগের ফলাফল/লক্ষণ:

🔰🔷ইউরিয়া সারের প্রয়োগ মাত্রা বেশি হলে গাছ দুর্বল হয়ে যায়।
👉গাছের পাতার রং কালচে সবুজ হয়।
👉গাছে ফুল ও ফল উৎপাদন কিছুটা বিলম্বিত হয়ে যায়।
👉গাছ অতিরিক্ত/বেশি লম্বা হয়।
👉ফসলের ক্ষেতে রোগ ও পোকার আক্রমণের পরিমাণ বেড়ে যায়।
👉অনেক সময় পাতার অংশ ভারি হয়ে গাছ হেলে যায়।
👉অতিরিক্ত নাইট্রোজেন প্রয়োগের কারণে ফল পানসে হয়ে যায়।
👉অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগের
👉ফলে উৎপাদন খরচ বেড়ে যায়।
👉অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ মাটিতে বোরন, দস্তাও কপারের ঘাটতি হয়।

👉ধানে চিটার পরিমাণ বেড়ে যায়।
➡️ফসলের গুণগত মান কমে যায়।
👉জমির উর্বরতার ভারসাম্য নষ্ট হয় ও পরিবেশের ক্ষতি হয়
👉জমিতে অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ থেকে বিরত থাকুন।

➡️জমিতে_সার_প্রয়োগে_কৃষক_ভাইদের_করণীয়ঃ

👉সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে।
পরিমাণমত ইউরিয়া সার তিন কিস্তিতে প্রয়োগ করতে হবে। যেমন- জমির ধরন অনুযায়ী ধানের চারা রোপনের
১০-১৫ দিনের মধ্যে প্রথম কিস্তি
২৫-৩০ দিনের মধ্যে দ্বিতীয় কিস্তি
৪৫-৫০ দিনের মধ্যে তৃতীয় কিস্তি

➡️রাসায়নিক সারের পাশাপাশি প্রয়োজনমত জৈব সার প্রয়োগ করতে হবে।
➡️ডিএপি সার ব্যবহার করলে ইউরিয়া সার শতকরা ৪০ ভাগ কম ব্যবহার করতে হবে।
➡️মাত্রা অনুযায়ী-
➡️ডিএপি সার প্রয়োগ করলে টিএসপি সার প্রয়োগ করার দরকার নেই অথবা
➡️ডিএপি সার ব্যবহার করলে সমপরিমান টিএসপি সার কম প্রয়োগ করতে হবে।
👉সার প্রয়োগের সময় জমিতে থাকা অতিরিক্ত পানি সরিয়ে নিতে হবে।
👉সার প্রয়োগের পরপরই সার ভালভাবে মাটির সাথে হাত দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে ।

⚠️উরিয়া_সার_প্রয়োগর_সর্তকতাঃ

👉ধানের ক্ষেতে কাইচ থোড় অবস্থায় ইউরিয়া সার প্রয়োগ থেকে ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না।
👉পাতা ভেজা অবস্থায় সার প্রয়োগ কারা যাবে না।
👉দুপুরের দিকে প্রখর রোদে সার প্রয়োগ করা যাবে না।

👉কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য পেতে নিকটস্থ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করুন অথবা আমাদের সাথেই থাকুন।

বিভিন্ন সারের অভাবজনিত লক্ষণ।সার সাধারণত গাছপালার বৃদ্ধি ত্বরান্বিত করে থাকে। বাংলাদেশের কৃষিতে মূলত ইউরিয়া, টিএসপি, ডিএ...
13/02/2025

বিভিন্ন সারের অভাবজনিত লক্ষণ।

সার সাধারণত গাছপালার বৃদ্ধি ত্বরান্বিত করে থাকে। বাংলাদেশের কৃষিতে মূলত ইউরিয়া, টিএসপি, ডিএপি, এমওপি, জিপসাম, জিংক সালফেট এবং বরিক এসিড বা বোরন সার ব্যবহৃত হয়ে থাকে। এ সারগুলোর অভাবজনিত লক্ষণ নিম্নে উল্লেখ করা হলো-

🌾🌽নাইট্রোজেনের অভাবজনিত লক্ষণঃ
মাটিতে নাইট্রোজেন পুষ্টি উপাদানের ঘাটতি বা অভাব দেখা দিলে ক্লোরোফিল সংশ্লেষণের হার অনেকাংশে কমে যায়। ফলে গাছ তার স্বাভাবিক সবুজ রং হারিয়ে ফেলে। এছাড়াও পাতার আকার ছোট হয়ে শাখা প্রশাখার বৃদ্ধি হ্রাস পেয়ে গাছ খাটো হয়ে যায়। পাতার অগ্রভাগ থেকে বিবর্ণতা শুরু হয় এবং বৃন্ত ও শাখা প্রশাখা সরু হয়ে যায়। গোলাপি অথবা হালকা লাল রঙের অস্বাভাবিক বৃন্ত হয়। পুরাতন পাতার মধ্যশিরার শীর্ষভাগ হলুদাভ-বাদামি বর্ণ ধারণ করে পাতা অকালেই ঝরে পড়ে। ফুল ও ফলের আকার কিছুটা ছোট হয়ে ফলন কমে যায়।

🌾🌽ফসফরাসের ঘটতিজনিত লক্ষণঃ
মাটিতে ফসফরাসের ঘাটতি দেখা দিলে কাণ্ড ও মূলের বৃদ্ধি হ্রাস পায়। গাছের শাখা প্রশাখা কুণ্ডলিকৃত বা পাকানো হয়ে যায়। গাছের পুরোনো পাতা অসময়ে ঝরে পড়ে। ফুলের উৎপাদন, পার্শ্বীয় কাণ্ড এবং কুড়ির বৃদ্ধি অনেকাংশে কমে যায়। পাতার গোড়া রক্তবর্ণ বা ব্রোনজ রং ধারণ করে থাকে। পাতার পৃষ্ঠভাগ নীলাভ সবুজ বর্ণ ধারণ করে এবং পাতার কিনারে বাদামি বর্ণ হয়ে শুকিয়ে যায়। এছাড়াও গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়।

🌾🌽এমওপি সারের ঘাটতিজনিত লক্ষণঃ
গাছে পটাশ সারের ঘাটতি দেখা গেলে পুরাতন পাতার কিনারা থেকে বিবর্ণতা শুরু হয়। পরে পাতার আন্তঃশিরায় বাদামি বর্ণের টিস্যু দেখা যায়। এছাড়াও পাতার উপরিভাগে কুঞ্চিত হতে বা ভাঁজ পড়তে থাকে। গাছ বিকৃত আকার ধারণ করে এবং গাছের ছোট আন্তঃপর্বসহ বৃদ্ধি কমে যায়। পরবর্তীতে প্রধান কাণ্ডটি মাটির দিকে হেলে পড়ে। গাছে পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ বেড়ে যায়।

🌾🌽জিপসামের অভাবজনিত লক্ষণঃ
মাটিতে গন্ধকের অভাব হলে গাছের সবুজ বর্ণ নষ্ট হয়ে কাণ্ড চিকণ হয়ে যায়। গাছের পাতা ফ্যাকাশে সবুজ বা হলুদ বর্ণ ধারণ করে থাকে।

🌾🌽জিংকের অভাবজনিত লক্ষণঃ
মাটিতে দস্তার ঘাটতি দেখা গেলে গাছের পাতায় তামাটে বা দাগ আকারে বিবর্ণতা পরিলক্ষিত হয়ে থাকে। পাতা ছোট হয়ে যায় এবং নতুন পাতার গোড়ার দিক হতে বিবর্ণতা দেখা যায়। বিশেষ করে আন্তঃশিরায় বিবর্ণতা বেশি দেখা যায়।

🌾🌽বোরনের ঘাটতিজনিত লক্ষণঃ
বোরন সারের অভাবে গাছের বৃদ্ধি কমে যায় এবং গাছে ফুল সংখ্যায় কম আসে। এছাড়াও গাছের অগ্রভাগ মরে যায়, কাণ্ড কালো বর্ণ ধারণ করে। শিকড়ের বৃদ্ধি কমে যায়। সবজি বা ফল গাছের ফুল ঝরা বেড়ে যায়। ফল আকারে ছোট হয় এবং ফেটে যায়। পেঁপে, কাঁঠাল, পেয়ারা ইত্যাদি ফলের আকার বিকৃত হয়ে অপরিপক্ক অবস্থায় ফল ঝরে যায়।
#পেয়াঁজ_ও_রসুনের_আগা_লালচে_হয়ে_গেলে_কি_করবেন #মিরাভিস_ডুয়ো২০এসসি #রোভানন৫০ডাব্লিউপি #নাটিভো৭৫ডাব্লিউপি #ফিয়েস্তা_জেড৬৮ #এক্সট্রামিল৭৬ডাব্লিউপি #প্রোপিনেব_সাইমক্সানিল

👉 #১ম কিস্তি:১/বোরো ধানের চারা রোপনের ১০ থেকে ১৫ দিন পরে বিঘা প্রতি ১৫ কেজি ইউরিয়া সারের সাথে ১ কেজি সালফার মিশিয়ে জমিত...
10/02/2025

👉 #১ম কিস্তি:
১/বোরো ধানের চারা রোপনের ১০ থেকে ১৫ দিন পরে বিঘা প্রতি ১৫ কেজি ইউরিয়া সারের সাথে ১ কেজি সালফার মিশিয়ে জমিতে ১ থেকে ২ ইঞ্চি পানি রেখে জমিতে ছিটিয়ে দিন।ছিটিয়ে দেওয়ার পরে সাথে সাথে যদি পারেন জমিতে হাত নিড়ানি দিয়ে মাটি আলগা করে দিবেন। এতে করে সারের কার্যকারিতা বেড়ে যায়।পারলে জমিতে চারা রোপণ এর ২০ থেকে ২৫ দিন এর মধ্যে জমি টা শুকিয়ে নিবেন।তার পরে আবার পূনরায় পানি দিবেন।এতে করে কুশির সংখ্যা আরো বেড়ে যাবে।

২/ #২য় কিস্তি : চারা রোপণ এর ৩০ থেকে ৩৫ দিন এর মধ্যে ৮ থেকে ১০ কেজি ইউরিয়া সার ১ থেকে ২ ইঞ্চি পানি রেখে ছিটিয়ে দিবেন।

৩/ #৩য় কিস্তি: পারলে চারা রোপণ এর ৪০ দিন এর মাথায় ১ কেজি জিংক ১ থেকে ২ ইঞ্চি পানি রেখে ছিটিয়ে দিবেন।

🛑 #সতর্কবার্তা : জমিতে অযথা এটা স্প্রে ওটা স্প্রে দেওয়ার কোন দরকার নেই।শুধু শুধু উৎপাদন খরচ বাড়াবেন না। উপরের এই কাজগুলো করলেই আপনার জমিতে কুশির পরিমাণ অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ।

ধন্যবাদ 🥀

যোগাযোগ করুন
25/09/2024

যোগাযোগ করুন

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when মেসার্স সরদার ট্রেডার্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share