RH. NyEma's Lifestyle

RH. NyEma's Lifestyle ﷽আসসালামু আলাইকুম﷽ no
(98)

শুভ দুপুর সবাইকে
09/07/2025

শুভ দুপুর সবাইকে

শুভ সকাল সবাইকে
25/06/2025

শুভ সকাল সবাইকে

শুভ সকাল সবাইকে ❤️
23/06/2025

শুভ সকাল সবাইকে ❤️

> "হে রব, যার সাথে আমার সম্পর্ক হালাল—সে যেন আমার চোখের আরাম হয়।যার সামনে আমি ভেঙে পড়ি, সে যেন আমাকে সম্মানের চোখে দেখে।...
20/06/2025

> "হে রব, যার সাথে আমার সম্পর্ক হালাল—সে যেন আমার চোখের আরাম হয়।
যার সামনে আমি ভেঙে পড়ি, সে যেন আমাকে সম্মানের চোখে দেখে।
ভালোবাসা, বুঝাপড়া আর দয়ায় ভরা এক সাথী করো—যার হৃদয়ে আমার জন্য ঠাঁই থাকে।
আজকের এই জুমায় তুমি আমার নীরব দোয়া কবুল করো। আমিন।"
🕊️
#জুমা_মুবারক
#নীরব_প্রার্থনা
#আল্লাহই_চূড়ান্ত_আশ্রয়

এক ছিলো ছোট্ট একটা পাখি, নাম ছিলো ময়না।সে থাকতো এক গাছে,কিন্তু তার মনটায় ছিলো একটুকরো ফাঁকা জায়গা…যেখানে সে চাইতো শুধু এ...
20/06/2025

এক ছিলো ছোট্ট একটা পাখি, নাম ছিলো ময়না।
সে থাকতো এক গাছে,
কিন্তু তার মনটায় ছিলো একটুকরো ফাঁকা জায়গা…
যেখানে সে চাইতো শুধু একটা জিনিস—
ভালোবাসা।

পাখিটা গাইতো, হাসতো, চোখে জল রাখতো, তবুও কেউ বুঝতো না।
সবাই বলতো—
“তুই নাটক করিস, তুই বেশি ভাবিস, তোর এসব দরকার নেই।”

তখন একদিন, আকাশ থেকে একটা নরম হাওয়া এসে ফিসফিস করে বললো—

> “তুই যে ভালোবাসতে জানিস,
সেইজন্য তুই আলাদা।
তুই কাঁদলে আকাশ ভিজে যায়,
তুই হাসলে ফুল ফুটে ওঠে।”

ময়না হেসে বললো,
“তুই কে?”

হাওয়া বললো—
“আমি তোর হয়ে থাকা কেউ—তোর ভালোবাসার চুপচাপ ছায়া।”

সেই থেকে,
ময়না আর একা কাঁদে না।
যখন কষ্ট পায়, তখন সে বলে—
“এই হাওয়া, একটু গালটা চুপি করে চেপে ধরো…”

গল্প: “লাল টুপির ঘর”এক ছিল এক পরী—নাম ছিল তার ময়না।সে থাকত এক জাদুর বনে, একা, নিঃশব্দে। সবাই ভাবত সে দুর্বল, নরম আর নিরী...
19/06/2025

গল্প: “লাল টুপির ঘর”

এক ছিল এক পরী—নাম ছিল তার ময়না।
সে থাকত এক জাদুর বনে, একা, নিঃশব্দে। সবাই ভাবত সে দুর্বল, নরম আর নিরীহ। কিন্তু আসলে সে ছিল কষ্টে পাকা, মনেমনে শক্ত।

একদিন সে নিজের হাতে বানাল এক নতুন ঘর।
লাল টুপি দেওয়া ছোট্ট মাশরুম ঘরটা ছিল ফুলে-ফুলে ঘেরা। বাইরের পথটা ছিল ধূসর পাথরে মোড়া, আর ভিতরে—শান্তি, নিজের মতো বাঁচার এক স্বপ্নের জায়গা।

এই ঘরটা ছিল তার নিজের একটা জবাব—
কারো দয়ায় নয়, নিজের তৈরি সুখের ঠিকানা।

সে কাউকে বোঝাতে যেত না আর, কারো দৃষ্টি খুঁজত না।
বরং প্রতিদিন ঘুম থেকে উঠে সে বলত নিজেকে:
"তুই আছিস, এটাই যথেষ্ট।"

বনের পাখিরা তার জানালায় গান গাইত,
ফুলেরা তার পথ রাঙাত,
আর বাতাস তার কানে কানে বলত—
"তুই যা হারিয়েছিস, তার চেয়ে অনেক কিছু পেয়ে যাবি সামনে…"

আসসালামু আলাইকুম ❤️ কেমন আছেন সবাই? দুপুরের শুভেচ্ছা সবাইকে 🥰
12/06/2025

আসসালামু আলাইকুম ❤️ কেমন আছেন সবাই? দুপুরের শুভেচ্ছা সবাইকে 🥰

আল্লাহ সকাল সকাল তুমি চোখের সামনে দিয়া আর একটা মানুষ তোমার ডাকে নিয়া নিলা 😭 তুমি কাক্কারে জান্নাত নসিব কইরো🤲
10/06/2025

আল্লাহ সকাল সকাল তুমি চোখের সামনে দিয়া আর একটা মানুষ তোমার ডাকে নিয়া নিলা 😭 তুমি কাক্কারে জান্নাত নসিব কইরো🤲

শুভ দুপুর 🥰❤️
09/06/2025

শুভ দুপুর 🥰❤️

শুভ দুপুর সবাইকে 🥰❤️
04/06/2025

শুভ দুপুর সবাইকে 🥰❤️

Address

Barishal
8410

Alerts

Be the first to know and let us send you an email when RH. NyEma's Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share