HASAN BIN ABU HANIF

HASAN BIN ABU HANIF কুরআন এবং সহিহ হাদিসের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি৷

ইয়া আল্লাহ সঠিক দ্বীন ধর্মের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করো৷ আমিন

30/05/2025

প্রশ্ন : রাসূল (ছাঃ) স্বীয় জীবদ্দশায় কতবার হজ্জ এবং ওমরাহ পালন করেছিলেন?

উত্তর : রাসূল (ছাঃ) স্বীয় জীবদ্দশায় ১ বার হজ্জ এবং ৪ বার ওমরাহ পালন করেন৷

বুখারী হা/৪১৪৮
তিরমিযী হা/৮১৫ মিশকাত হা/২৫১৮

29/05/2025

প্রশ্ন :ছেলেদের জন্য রূপার আংটি ব্যবহার করা জায়েয হবে কি? এটা কোন পর্যায়ভুক্ত পাপ?

উত্তর : পুরুষেরা রূপা বা চাঁদির আংটি ব্যবহার করতে পারে। রাসূল (ছাঃ) ও ছাহাবায়ে কেরাম চাঁদির আংটি ব্যবহার করেছেন। আনাস (রাঃ) হ’তে বর্ণিত, যখন নবী করীম (ছাঃ) পারস্যের রাজা কিছরা এবং রোম সম্রাট কায়ছার এবং নাজাশীর নিকট পত্র লিখার ইচ্ছা প্রকাশ করলেন, তখন তাঁকে বলা হ’ল, তারা এমন লিপি গ্রহণ করে না যা মোহর বা সীলযুক্ত নয়। অতঃপর রাসূলুল্লাহ (ছাঃ) একটি আংটি তৈরি করালেন, তার গোল চাক্কিটি ছিল রূপার। তাতে খোদাই করা ছিল ‘মুহাম্মাদ রাসূলুল্লাহ’ (মুসলিম হা/২০৯২; মিশকাত হা/৪৩৮৬)। আর বুখারীর বর্ণনায় আছে, আংটির লেখাটি তিন পংক্তি বা লাইনে ছিল। মুহাম্মাদ এক পংক্তিতে, রাসূল এক পংক্তিতে এবং আল্লাহ এক পংক্তিতে (বুখারী হা/৫৮৭২)। অতএব ছেলেরা প্রয়োজনে রূপার আংটি ব্যবহার করতে পারবে।

উল্লেখ্য যে, পুরুষের জন্য সোনা ভিন্ন অন্য কোন ধাতু দিয়ে তৈরী অলংকার ব্যবহার করা যাবে না, যদি তা নারীদের সদৃশ হয়।

যেমন কানের দুল, চেইন, ব্রেসলেট। এছাড়া কোন ভ্রান্ত আক্বীদা নিয়েও আংটি বা ব্রেসলেট ইত্যাদি ব্যবহার করা যাবে না।

24/05/2025

প্রশ্ন : একই সফরে একাধিক উমরা পালন করার বিধান কী? যেমন- নিজের পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে। রামাযানে উমরা করার আলাদা কোনো ফযীলত আছে কি?

উত্তর: কিছু মানুষ হজ্জের পর অধিক সংখ্যক উমরা পালনের উদ্দেশ্যে ‘তানঈম’ এ গিয়ে ইহরাম বেঁধে আসেন। শরীআতে এর কোনোই প্রমাণ নেই। তাই এক সফরে একাধিক উমরা করা যাবে না। যেমন- নিজের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ছাহাবীগণ থেকে এক সফরে একাধিক উমরার কোনো বর্ণণা পাওয়া যায় না। এজন্য মক্কায় এসে হজ্জ বা উমরার পরে আবার তানঈমে গিয়ে উমরার জন্য ইহরাম বাঁধা যাবে না। আর যেকোনো সময় উমরা করা যায় তবে রামাযানে উমরার ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘রামাযান মাসে উমরা পালন হজ্জের সমতুল্য’ (ছহীহ বুখারী, হা/১৭৮২; ইবনে মাজাহ, হা/২৯৯২)।

23/05/2025



উম্মু সালামাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : তোমাদের কেউ কুরবানী করার ইচ্ছা রাখলে, যিলহাজ্জ মাসের প্রথম দশক শুরু হয়ে গেলে সে যেন নিজের চুল ও চামড়ার কোন কিছু না ধরে অর্থাৎ না কাটে। অন্য এক বর্ণনায় আছে, সে যেন কেশ স্পর্শ না করে ও নখ না কাটে। অপর এক বর্ণনায় আছে, যে ব্যক্তি জিলহাজ্জ মনের নব চাঁদ দেখবে ও কুরবানী করার নিয়্যাত করবে সে যেন নিজের চুল ও নিজের নখগুলো কর্তন না করে।

সহীহ : মুসলিম ১৯৭৭, নাসায়ী ৪৩৬৪, ইবনু মাজাহ্ ৩১৪৯,

মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ১৪৫৯
হাদিসের মান: সহিহ হাদিস

23/05/2025



‘আবদুল্লাহ্‌‌ ইব্‌নু বুহায়নাহ্‌ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, কোন এক সালাতে আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দু’রাক‘আত আদায় করে না বসে দাঁড়িয়ে গেলেন। মুসল্লীগণ তাঁর সঙ্গে দাঁড়িয়ে গেলেন। যখন তাঁর সালাত সমাপ্ত করার সময় হলো এবং আমরা তাঁর সালাম ফিরানোর অপেক্ষা করছিলাম, তখন তিনি সালাম ফিরানোর পূর্বে তাক্‌বীর বলে বসে বসেই দু’টি সিজদা‌ করলেন। অতঃপর সালাম ফিরালেন।

সহিহ বুখারী, হাদিস নং ১২২৪
হাদিসের মান: সহিহ হাদিস

15/05/2025

একশত ফলোয়ার্স দরকার

Dhaka Dhanmondi
14/05/2025

Dhaka Dhanmondi

09/05/2025
পুরুষ মানুষের জীবন৷ 😥
01/05/2025

পুরুষ মানুষের জীবন৷ 😥

26/04/2025

স্বপ্ন দেখা ভাল, কিন্তু সেই স্বপ্নকে সত্যি করে তোলার জন্যে অনেক রাতের ঘুম বিসর্জন দিতে হয়। সমস্যা, বাধা এবং অভাব কার জীবনে না থাকে। কিছু লোক তো চেনা জানা পথে চলতেও ভয় পান, আবার কিছু লোক নিজেদের জন্যে নিজেরাই পথ তৈরি করে নেন।

আলাদা কিছু বা নতুন কিছু করার তীব্র ইচ্ছাই সমস্যাগুলির বিরুদ্ধে লড়ার এবং নতুন পথ তৈরি করার সাহস তৈরি করে, সেই সাহসই একটি নতুন ভাবনায় জন্ম দেয়। যিনি বিভিন্ন সমস্যা, বাধা এবং অভাবের বিরুদ্ধে লড়াই করতে শিখে গেছেন, তার জন্যে সব জায়গাতেই সাফল্যের দরজা খোলা থাকে। শুধু নিজের ভিতরের শক্তি এবং প্রবল ইচ্ছাশক্তি থাকার দরকার।

Address

Barishal
705

Website

Alerts

Be the first to know and let us send you an email when HASAN BIN ABU HANIF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share