Mufafa TV - মুফাফা টিভি

  • Home
  • Mufafa TV - মুফাফা টিভি

Mufafa TV - মুফাফা টিভি সদা সত্য নিউজ ও ইসলামিক ভিডিও পেতে আমাদের পেজে লাইক ও ফলো দিয়ে সাথে থাকুন।

চোখ রাখুন আপডেট পোস্ট পেতে।

ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/

আমরা আবারো গোপালগঞ্জে যাবো।আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটা উপজেলায়, প্রতিটা গ্রামে কর্মসূচি করবো।- নাহিদ ইসলাম
17/07/2025

আমরা আবারো গোপালগঞ্জে যাবো।
আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটা উপজেলায়, প্রতিটা গ্রামে কর্মসূচি করবো।

- নাহিদ ইসলাম

৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে।সালাহউদ্দিন আহমেদ১৫ জুলাই ২০২৫
16/07/2025

৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে।

সালাহউদ্দিন আহমেদ
১৫ জুলাই ২০২৫

সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে গোপালগঞ্জে পদযাত্রা করছেন এনসিপি নেতৃবৃন্দ।- মুফাফা টিভি
16/07/2025

সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে গোপালগঞ্জে পদযাত্রা করছেন এনসিপি নেতৃবৃন্দ।

- মুফাফা টিভি

15/07/2025

তুমি কে, আমি কে রাজাকার রাজাকার স্লোগানে মাতালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলাম, সেটা না করে আমরা ঘরে ফিরব না।- আখতার হোসেনসদস্য সচিব, এনসিপি
14/07/2025

নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলাম, সেটা না করে আমরা ঘরে ফিরব না।

- আখতার হোসেন
সদস্য সচিব, এনসিপি

জুলাই পদযাত্রায় ঝালকাঠির নেছারাবাদে খানকায়ে মুসলিহীন পরিদর্শন করেন জননেতা নাহিদ ইসলাম এবং এনসিপি নেতৃবৃন্দ। ~ মুফাফা টি...
13/07/2025

জুলাই পদযাত্রায় ঝালকাঠির নেছারাবাদে খানকায়ে মুসলিহীন পরিদর্শন করেন জননেতা নাহিদ ইসলাম এবং এনসিপি নেতৃবৃন্দ।

~ মুফাফা টিভি

বিএনপি থেকে পদত্যাগপত্র,,,আমি, ড. ফয়জুল হক, আজ গভীর আবেগ ও বিবেচনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ...
12/07/2025

বিএনপি থেকে পদত্যাগপত্র,,,
আমি, ড. ফয়জুল হক, আজ গভীর আবেগ ও বিবেচনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।

২০১৫ সালে গঠিত বিএনপির মালয়েশিয়া কমিটির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। ২০১৮ সালে ঝালকাঠী-১ (রাজাপুর-কাঠালিয়া) এবং ঝালকাঠী-২ (ঝালকাঠী-নলছিটি) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দেশে ও বিদেশে থেকে বিগত বছরগুলোতে বিএনপি, জামায়াত, হেফাজত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী আন্দোলনসহ ইসলামপন্থী ও সামাজিক বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষে অবস্থান নিয়েছি। আমি সব সময় চেয়েছি একটি স্বাধীন, ন্যায়ভিত্তিক ও মূল্যবোধসম্পন্ন রাজনীতি করতে।

কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, ৫ আগস্টের ঘটনার পর থেকে বিএনপির রাজনৈতিক নেতৃত্ব ধীরে ধীরে বামঘেঁষা মতাদর্শের প্রভাবে পরিচালিত হচ্ছে। যেসব ইসলামপন্থী দল ও ইসলামিক চিন্তাবিদরা অতীতে বিএনপির পাশে ছিলেন, আজ তাদের বিরুদ্ধে সরাসরি বক্তব্য দেওয়া হচ্ছে, যা আওয়ামী লীগের কথার সাথে বিস্ময়করভাবে মিলে যাচ্ছে। এসব অবস্থান আমার বিশ্বাস, চেতনাসম্মত রাজনীতির পরিপন্থী। আমি একজন ডানপন্থী রাজনীতিক হিসেবে আজ স্পষ্টভাবে বুঝতে পারছি, আমাকে দলীয় রাজনীতিতে কোণঠাসা করে রাখা হয়েছে।

আমি পাথর দিয়ে মানুষ হ*ত্যা, সন্ত্রাস, চাঁদাবাজিকে ন্যূনতম সমর্থন দিতেও রাজি নই। সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার স্পষ্ট সাহস রাখতে চাই।গত ১৬ বছর যেভাবে কথা বলেছি ঠিক তেমনি আমি ন্যায় ও মানবতার পক্ষে কথা বলতে চাই, দলীয় স্বার্থ নয়—দেশ, ধর্মীয় মূল্যবোধ এবং সাধারণ মানুষের অধিকারই আমার রাজনীতির মূলমন্ত্র।

জুলাই বিপ্লবের পরে দেশের বৃহত্তর স্বার্থে আমাকে এমন কিছু পদক্ষেপ নিতে হয়েছে, যা দলের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক ছিল। আমি চাই না আমার অবস্থানের কারণে দল বিব্রত হোক। কারণ এখনো অনেক নেতা রয়েছেন, যারা পরিবর্তিত বাস্তবতাকে মেনে নিতে পারছেন না—তারা আজও শেখ হাসিনার দেখানো পথেই হেঁটে চলেছেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আন্দোলনে ত্যাগ এবং দেশনায়ক তারেক রহমানের দেশের প্রতি ভালোবাসা আমি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো। তাঁদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা রইলো।

আমার রাজনৈতিক ভবিষ্যৎ বিষয়ে বলতে চাই—আমি ঝালকাঠী-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে একটি স্বাধীন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতির সামনে আসতে যাচ্ছি ইনশাআল্লাহ। দলমত নির্বিশেষে সবার সমর্থন নিয়ে আমি মানবতা, সত্য এবং ধর্মীয় মূল্যবোধের পক্ষে সংসদে কথা বলবো।

আজ থেকে আমি আর কোনো দলীয় পরিচয়ের ছায়ায় নয়—বরং একজন স্বাধীনচেতা দেশপ্রেমিক মানুষ হিসেবে ভালোকে ভালো ও মন্দকে মন্দ বলার সাহস নিয়ে পথ চলতে চাই। মৃত্যুর আগপর্যন্ত এই নীতিতে অবিচল থাকবো বলে দৃঢ়প্রতিজ্ঞ।

সবাই আমার জন্য দোয়া করবেন। বিএনপি সহ সকল রাজনৈতিক দলের বন্ধুবান্ধব, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা রইলো।

✍️ ড. ফয়জুল হক
সংসদ সদস্য পদপ্রার্থী,
ঝালকাঠী ১(রাজাপুর- কাঠালিয়া)

মিটফোর্ড এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার যুবদল কর্মী চাঁদ মিয়া ওরফে সোহাগ'কে কেবল ব্যবসায়ী হিসেবেই প্রচার করা হচ্ছে ক...
11/07/2025

মিটফোর্ড এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার যুবদল কর্মী চাঁদ মিয়া ওরফে সোহাগ'কে কেবল ব্যবসায়ী হিসেবেই প্রচার করা হচ্ছে কেন?

বিএনপি বা যুবদল কেউই এখনো পর্যন্ত তাঁদের নিজ কর্মীর এহেন হত্যাকাণ্ডের কোন রকমের প্রেস রিলিজ কেন ইস্যু করেনি? নিহত ছেলেটা তো তাঁদেরই রাজনীতি করতেন।

ছবিতে, গত ২৩শে ডিসেম্বর ২০২৪, ৩০ নং ওয়ার্ড চকবাজার , জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভার মঞ্চে (লাল বৃত্তে) সোহাগ।

- সাংবাদিক জুলকারনাইন শায়ের

বিএনপি’র নাম ভাঙিয়ে কেউ অরাজকতা, বিশৃঙ্খলা করলে দল অবহিত হওয়ার সাথে সাথে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে দ্ব...
11/07/2025

বিএনপি’র নাম ভাঙিয়ে কেউ অরাজকতা, বিশৃঙ্খলা করলে দল অবহিত হওয়ার সাথে সাথে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা করেনি। দুস্কৃতিকারিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য দল থেকে প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও প্রশাসন কোন সহযোগিতা করছে না।

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
০৮ জুলাই ২০২৫

১৩ই জুলাই, রবিবার ঝালকাঠিতে আসছেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, ডা. তাসনিম জারা সহ এনসিপি এর...
11/07/2025

১৩ই জুলাই, রবিবার ঝালকাঠিতে আসছেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, ডা. তাসনিম জারা সহ এনসিপি এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।
তাদের সাথে আরো উপস্থিতি থাকবেন মশিউর রহমান, ডা. মাহমুদা মিতু, ফয়সাল মাহমুদ শান্ত, আরিফুল ইসলাম তুহিন সহ আঞ্চলিক ও জাতীয় নেতৃবৃন্দ।

- মুফাফা টিভি

ঝালকাঠী ১(রাজাপুর-কাঠালিয়া) সংসদীয় আসনে দল, মত, জাতী ধর্ম, বর্ণ,আলেম ওলামা, পীর মাশায়েখ নির্বিশেষে সকলের দোয়া নিয়ে নির্ব...
10/07/2025

ঝালকাঠী ১(রাজাপুর-কাঠালিয়া) সংসদীয় আসনে দল, মত, জাতী ধর্ম, বর্ণ,আলেম ওলামা, পীর মাশায়েখ নির্বিশেষে সকলের দোয়া নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ডিসেম্বর কিংবা ফেব্রুয়ারী যখনই নির্বাচন হোক না কেন এ আসনে ঐক্যবদ্ধ থাকবে এলাকাবাসী। দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ।

- ডক্টর ফয়জুল হক

যেখানে পাবে সোজা গুলি করবে। - সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
09/07/2025

যেখানে পাবে সোজা গুলি করবে।
- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Address


Alerts

Be the first to know and let us send you an email when Mufafa TV - মুফাফা টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mufafa TV - মুফাফা টিভি:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

স্বাস্থ্য সুরক্ষায় করোনা ভাইরাসের ব্যাপারে গণসচেতনতা বাড়াতে সবাই শেয়ার করুন। ধন্যবাদ।

প্রাণঘাতী করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পেতে, প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই ভয়াবহ ভাইরাস থেকে হেফাজত করুক।

اللَّهمَّ إِنِّي أَعُوُذُ بِكَ مِنَ الْبرَصِ، وَالجُنُونِ، والجُذَامِ، ومن سّيءِ الأَسْقامِ.

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আ'য়ুজুবিকা মিনাল বারাছ, ওয়াল জুনুন, ওয়াল জুযাম, ওয়া মিন সায়্যিইল আসক্বাম।

বাংলা অর্থ: হে আল্লাহ, আমি তোমার নিকট ধবল, কুষ্ঠ এবং উন্মাদনা সহ সব ধরনের কঠিন দূরারোগ্য ব্যাধি থেকে পানাহ চাই। [সুনান আবু দাউদ] ফটোর কোনো বর্ণনা নেই।