24/01/2025
আমরা কতরকম প্ল্যান করি। 😌
এটা করব, ওটা করব। তারপর হঠাৎ একদিন আমাদের জীবন এলোমেলো হয়ে যায়। হঠাৎই দেখি যা প্ল্যান করেছিলাম তার কিছুই পূরণ করতে পারছিনা। এমন অনাকাঙ্ক্ষিত বিপদ নেমে আসে যে জীবনটাই বদলে যায। মানুষ মনে করে সবকিছু তাঁর হাতেই আছে। অথচ হঠাৎ একদিন দেখে কিছুই তার হাতে নেই। সবকিছু ওই একজনের হাতেই । সৃষ্টিকর্তার অনুগ্রহ ছাড়া আমরা কে কোথায় থাকতাম? আমরা এত ক্ষুদ্র! এত কম ক্ষমতা আমাদের !🙂