
07/09/2024
বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামিম মিয়া মহোদয়ের মত একজন সৎ কর্মঠ অফিসারের নামে যে এরকম মিথ্যা অপপ্রচার করা যায় তা কল্পনার বাইরে।পল্লী সনচয় ব্যাংকের বিভিন্ন কাজ করতে গিয়ে দেখেছি মহোদয়ের সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা, অসহায় মানুষের প্রতি অঘাত ভালোবাসা।
উপজেলা/ জেলার সকল কর্মকর্তা/কর্মচারী তথা বরগুনার সকল স্তরের মানুষ জানে বরগুনা সদরের নির্বাহ কর্মকর্তা মহোদয় কতটা গুনী ও সৎ অফিসার। তাই তার বিরুদ্ধে এমন মিথ্যা হলুদ সাংবাদ অপপ্রচারের তিব্র নিন্দা জানাই।
এই মিথ্যা হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আমরা বরগুনা পল্লী সনচয় ব্যাংক, উপজেলা নির্বাহ কর্মকর্তা মহোদয় আপনার পাশে আছে এবং সাথে সাথে এর কঠোর শাস্তি দাবি করছি।