
26/07/2025
৯ মাস আগের আমি আর আজকের আমি এক নই...😅
জাহাজে আসার আগে ভাবতাম,
এই লাইফটা একদম সিনেমার মতো হবে!
রোদে ভেজা ডেক, গভীর সমুদ্র, সিগন্যাল বাতি,
হর্ণের আওয়াজ… উফ্, কী রোমান্টিক!
কিন্তু এখন বাস্তবতা অনেকটা এরকমঃ
একটা ঘুম শেষ হয়েই মনে হয়, আবার ডিউটি।
চুল ছোট হয়ে গেছে, গায়ের রঙ রোদে ঝলসে গেছে,
চেহারায় যেন 'ভাই, আমি বেঁচে আছি' টাইপ এক্সপ্রেশন 😑
(এই ছবিটাই প্রমাণ!)
৯ মাস হলো জাহাজে,
এই সময়ে কয়টা ঈদ গেলো, কয়টা জন্মদিন মিস করলাম,
এমনকি কয়বার মোবাইলের নেটওয়ার্ক পেয়েছি,
এই হিসাব রাখতে গেলেই মাথা ঘুরে পড়ে যাবেন! 😵💫
কিন্তু একটা জিনিস শিখেছি,
জাহাজে থাকলে আপনি আরাম খুঁজবেন না,
শিখে ফেলবেন“অস্থিরতায়ও কিভাবে স্বস্তি খুঁজে নিতে হয়।”
রাতের গভীরে রাডারের আলো,
মাঝেমাঝে ইঞ্জিন রুম থেকে কানের পর্দা ফাটানো আওয়াজ,
আবার মাঝেমাঝে পুরো জাহাজে এমন নিঃশব্দ যে, মনে হয় "আদৌও কেউ আছে?"
(তখন নিজের সেলফি ক্যামেরা অন করে চেক করি, আমি নিজেই আছি কিনা!)
এতসবের মাঝেও একটা বিষয় সত্য,
জাহাজ মানুষকে বদলায়, চেহারা বদলায়,
অভ্যাস বদলায়, ধৈর্য বাড়ে, চিন্তাভাবনা গভীর হয়।
এই আমি, ৯ মাস আগের আমি না।
আগে যা সহজে রাগাতো, এখন হেসে উড়িয়ে দিই।
আগে যা না পেলে হতাশ হতাম, এখন ধৈর্য ধরে অপেক্ষা করি।
কারণ সমুদ্র আমাকে শিখিয়েছে
"সময় আর সাগর দুটোই গভীর, তাড়াহুড়ো করলে তলিয়ে যাবেন।”
তো এই ছিলো জাহাজে ৯ মাসের ছোট্ট এক্সপেরিয়েন্স।
আর হ্যাঁ, এই ছবিটা তোলার সময় আমি খুবই ক্লান্ত ছিলাম,
তবে চোখে-মুখে সেই ক্লান্তি নয়, গর্ব ভরপুর!
আপনাদের দোয়া চাই, যেনো সুস্থভাবে এই যাত্রা শেষ করতে পারি।