Sailor Anik Diaries

Sailor Anik Diaries Welcome to my page. I'm a seaman and i like to make videos.

৯ মাস আগের আমি আর আজকের আমি এক নই...😅জাহাজে আসার আগে ভাবতাম,এই লাইফটা একদম সিনেমার মতো হবে!রোদে ভেজা ডেক, গভীর সমুদ্র, স...
26/07/2025

৯ মাস আগের আমি আর আজকের আমি এক নই...😅

জাহাজে আসার আগে ভাবতাম,
এই লাইফটা একদম সিনেমার মতো হবে!
রোদে ভেজা ডেক, গভীর সমুদ্র, সিগন্যাল বাতি,
হর্ণের আওয়াজ… উফ্, কী রোমান্টিক!

কিন্তু এখন বাস্তবতা অনেকটা এরকমঃ
একটা ঘুম শেষ হয়েই মনে হয়, আবার ডিউটি।
চুল ছোট হয়ে গেছে, গায়ের রঙ রোদে ঝলসে গেছে,
চেহারায় যেন 'ভাই, আমি বেঁচে আছি' টাইপ এক্সপ্রেশন 😑
(এই ছবিটাই প্রমাণ!)

৯ মাস হলো জাহাজে,
এই সময়ে কয়টা ঈদ গেলো, কয়টা জন্মদিন মিস করলাম,
এমনকি কয়বার মোবাইলের নেটওয়ার্ক পেয়েছি,
এই হিসাব রাখতে গেলেই মাথা ঘুরে পড়ে যাবেন! 😵‍💫

কিন্তু একটা জিনিস শিখেছি,
জাহাজে থাকলে আপনি আরাম খুঁজবেন না,
শিখে ফেলবেন“অস্থিরতায়ও কিভাবে স্বস্তি খুঁজে নিতে হয়।”

রাতের গভীরে রাডারের আলো,
মাঝেমাঝে ইঞ্জিন রুম থেকে কানের পর্দা ফাটানো আওয়াজ,
আবার মাঝেমাঝে পুরো জাহাজে এমন নিঃশব্দ যে, মনে হয় "আদৌও কেউ আছে?"
(তখন নিজের সেলফি ক্যামেরা অন করে চেক করি, আমি নিজেই আছি কিনা!)

এতসবের মাঝেও একটা বিষয় সত্য,
জাহাজ মানুষকে বদলায়, চেহারা বদলায়,
অভ্যাস বদলায়, ধৈর্য বাড়ে, চিন্তাভাবনা গভীর হয়।

এই আমি, ৯ মাস আগের আমি না।
আগে যা সহজে রাগাতো, এখন হেসে উড়িয়ে দিই।
আগে যা না পেলে হতাশ হতাম, এখন ধৈর্য ধরে অপেক্ষা করি।
কারণ সমুদ্র আমাকে শিখিয়েছে
"সময় আর সাগর দুটোই গভীর, তাড়াহুড়ো করলে তলিয়ে যাবেন।”

তো এই ছিলো জাহাজে ৯ মাসের ছোট্ট এক্সপেরিয়েন্স।
আর হ্যাঁ, এই ছবিটা তোলার সময় আমি খুবই ক্লান্ত ছিলাম,
তবে চোখে-মুখে সেই ক্লান্তি নয়, গর্ব ভরপুর!

আপনাদের দোয়া চাই, যেনো সুস্থভাবে এই যাত্রা শেষ করতে পারি।

প্রথম কন্ট্রাক্ট, প্রথম হেনস্তা — মনে থাকবে আজীবন...২০২৪ সালের অক্টোবর, আমার মেরিন ক্যারিয়ারের প্রথম কন্ট্রাক্ট। আমি ছিল...
19/07/2025

প্রথম কন্ট্রাক্ট, প্রথম হেনস্তা — মনে থাকবে আজীবন...

২০২৪ সালের অক্টোবর, আমার মেরিন ক্যারিয়ারের প্রথম কন্ট্রাক্ট। আমি ছিলাম পাকিস্তানগামী একটি জাহাজে জয়েন করার পথে। ভ্রমণ রুট ছিল বাংলাদেশ থেকে থাইল্যান্ড হয়ে পাকিস্তান। আমাদের কাছে ভিসা না থাকলেও, মেরিন ইন্ডাস্ট্রির প্রচলিত নিয়ম অনুযায়ী আমাদের কাছে “OK to Board” অনুমোদন ছিল — যা বৈধভাবে ভিসা ছাড়াই জাহাজে জয়েন করার সুযোগ দেয়।

বাংলাদেশ এয়ারপোর্টের ইমিগ্রেশন থেকে আমরা নির্বিঘ্নে পাস করেছিলাম, পাসপোর্টে সিলও পেয়েছি। সবকিছু নিয়মমাফিকই চলছিল।

কিন্তু ফ্লাইটে ওঠার আগে, Pre-boarding security check-এ আমাদের আটকে দেওয়া হয়। একজন অফিসার দাবি করেন, "OK to Board" যথেষ্ট নয়, আমাদের ভিসা লাগবে। আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তিনি নিজের অবস্থানে অনড় ছিলেন। তার হাতে একটি বই ছিল, যেখানে লেখা ছিল শুধুমাত্র জাপান ও আরও কিছু নির্দিষ্ট দেশের নাবিকরা ভিসা ছাড়া যেতে পারবে—বাংলাদেশিদের নয়।

এক পর্যায়ে থাই এয়ারওয়েজের একজন অফিসার এগিয়ে এসে আমাদের ডকুমেন্ট দেখে বুঝলেন যে সব ঠিক আছে। তিনি প্রায় ৩০ মিনিট চেষ্টা করেও ওই অফিসারকে বোঝাতে পারেননি।
এদিকে ফ্লাইট ছাড়ার সময় এগিয়ে আসছিল। অফিসারের রিকুয়েস্টে ফ্লাইট কিছুটা ডিলে করা হয়।

শেষমেশ, থাইল্যান্ড এয়ারপোর্ট কর্তৃপক্ষ নিজে মেসেজ পাঠিয়ে জানায় যে, "OK to Board"-এর ভিত্তিতে আমরা বৈধভাবেই অনবোর্ড হতে পারি। তখনই সেই অফিসার অনুমতি দেন।

আমাদের ফ্লাইট ধরার পরপরই বুঝলাম—আমরা শুধু শারীরিকভাবে না, মানসিকভাবেও কতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম। গলা শুকিয়ে কাঠ। এটা আমার প্রথম কন্ট্রাক্ট, প্রথম বিদেশযাত্রা—আর সেখানেই এমন হেনস্তা, এক ধরনের অপমান, এক ধরনের ভয়।

---

এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে:
✅ কখনও কখনও সঠিক হয়েও প্রমাণ দিতে হয়।
✅ ধৈর্য, আত্মবিশ্বাস আর ঠাণ্ডা মাথায় যুক্তি—এই তিনটাই দরকার বিপদের মুহূর্তে।
✅ সিস্টেম ঠিক থাকলেও, মানুষ অজ্ঞ হলে সমস্যা হতে পারে।
✅ সহানুভূতিশীল কিছু মানুষ (যেমন ঐ থাই এয়ারওয়েজ অফিসার) থাকেন বলেই হয়তো সবকিছু শেষমেশ ঠিক হয়ে যায়।

---

আমি এই পোস্টটা লিখলাম যেন ভবিষ্যতের কোনো নতুন সীফারার এমন পরিস্থিতিতে পড়লে ভয় না পায়। আপনারা একা নন।

আমার জীবন, আমার সমুদ্র। সাহস নিয়েই এগিয়ে যেতে হবে। ⚓

© Yeasin Khan Anik

তিমি মাছ — সাগরের গভীরে লুকানো এক শান্ত বিশালতা। এরা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, কিন্তু তবুও অবিশ্বাস্যরকম শান্ত ও সংবেদ...
28/06/2025

তিমি মাছ — সাগরের গভীরে লুকানো এক শান্ত বিশালতা। এরা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, কিন্তু তবুও অবিশ্বাস্যরকম শান্ত ও সংবেদনশীল। তিমির গান সাগরের অতল তলদেশে ছড়িয়ে পড়ে, আর এদের উপস্থিতি সামুদ্রিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। প্রকৃতির এমন এক বিস্ময় যা একবার জানলে মন হারিয়ে যায় গভীর নীলের দিকে।
🌊🐋

যখন জাহাজ ডুবে যায়, তখনই বোঝা যায়—আসলে কাকে আগে 'Abandon Ship' বলা উচিত ছিল। জীবনেও ঠিক তেমনি, কিছু সম্পর্ক বা পরিস্থি...
26/06/2025

যখন জাহাজ ডুবে যায়, তখনই বোঝা যায়—আসলে কাকে আগে 'Abandon Ship' বলা উচিত ছিল। জীবনেও ঠিক তেমনি, কিছু সম্পর্ক বা পরিস্থিতি সময়মতো ছেড়ে দেওয়াই বাঁচার পথ। ⚓💔

Address

Dhaka
8200

Alerts

Be the first to know and let us send you an email when Sailor Anik Diaries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category