Momotaz's Daily vlog

Momotaz's Daily vlog This is my Personal Page.In this way. If we cooperate with each other, we can be successful.
(3)

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!Nasir Uddin SK, Kamal Hussain, MD...
03/08/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Nasir Uddin SK, Kamal Hussain, MD Hussain, Jas Min Akter

আলহামদুলিল্লাহ

03/08/2025

ভ্রমর কইয়ো গিয়া-অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমর কইয়ো গিয়া।

প্রতিদিন একটু একটু করে বদলাও নিজেকে। অন্যকে হারানোর দরকার নেই-তোমার লড়াই শুধু তোমার সাথে। যেদিন নিজেকে ছাড়িয়ে যাবে-সে...
03/08/2025

প্রতিদিন একটু একটু করে বদলাও নিজেকে। অন্যকে হারানোর দরকার নেই-তোমার লড়াই শুধু তোমার সাথে। যেদিন নিজেকে ছাড়িয়ে যাবে-সেদিন শুরু হবে তোমার আসল গল্প।

তুমি ধীরে চলছো-তাতে কিছু আসে যায় না, কিন্তু তুমি থেমে যেও না। সাফল্য সব সময় ,বড় আওয়াজে আসে না-অনেক সময় সেটা গড়ে ওঠ...
03/08/2025

তুমি ধীরে চলছো-তাতে কিছু আসে যায় না, কিন্তু তুমি থেমে যেও না। সাফল্য সব সময় ,বড় আওয়াজে আসে না-অনেক সময় সেটা গড়ে ওঠে নিরূপ লড়াইয়ের ভিতর। তোমার ভিতরে মনোবল রেখে, নিজের ছায়াকে ও আপু ছাড়িয়ে দাও।

03/08/2025

😥😥আজ ৪ দিন কমেন্ট ব্লকে আছি, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। Fb তে কাজ করার মনোবল হারিয়ে ফেলেছি, সবার সহযোগিতা কামনা করি।

এই স্বার্থপর দুনিয়ায় সত্যি বলি-কেউই আপন নয়, কিছু আপনজন ও হয়ে ওঠে পর মানুষের মত। কিভাবে বুঝাবো কতটা কষ্টে আছি, সে ভাষ...
02/08/2025

এই স্বার্থপর দুনিয়ায় সত্যি বলি-কেউই আপন নয়, কিছু আপনজন ও হয়ে ওঠে পর মানুষের মত। কিভাবে বুঝাবো কতটা কষ্টে আছি, সে ভাষা আমার জানা নেই, শুধু এতটুকু বলি আজ আমার ভিতরটা একেবারে ভেঙ্গে গেছে। যাকে জীবনের সবচেয়ে বেশি আপন ভেবেছিলাম, আজ তাকেই সবচেয়ে বেশি অচেনা লাগে। আপনজন যখন কাটা হয়ে বিদে তখন কিছুই ভালো লাগেনা।আসলে আমি এটাই বুঝেছি, আপন বলতে কিছু নেই।

সবকিছু একদিনে বদলাবে না-কিন্তু প্রতিদিন একটু একটু করে বদলায়। তুমি যদি আজ শুধু নিজের মনটাকে শান্ত রাখতে পারো-তাহলে দিনটা...
02/08/2025

সবকিছু একদিনে বদলাবে না-কিন্তু প্রতিদিন একটু একটু করে বদলায়। তুমি যদি আজ শুধু নিজের মনটাকে শান্ত রাখতে পারো-তাহলে দিনটা ভাল যাবে, আর ধীরে ধীরে জীবনটাও বদলে যাবে।

02/08/2025

😥😥Facebook হিংসুটে প্রেমিক আমার পিছু আর ছাড়ছে না গো। আমাকে এখনো ব্লকে রেখেছে। সবাই আমাকে বেশি বেশি স্টিকার কমেন্ট করুন। 🙏🙏

সবকিছু নিজের মতো করে হবে না-কারণ তোমার পরিকল্পনার উপরে আছে আল্লাহর পরিকল্পনা। তবে চেষ্টা করে যাও, হাল ছেড়ো না-সফলতা আসব...
01/08/2025

সবকিছু নিজের মতো করে হবে না-কারণ তোমার পরিকল্পনার উপরে আছে আল্লাহর পরিকল্পনা। তবে চেষ্টা করে যাও, হাল ছেড়ো না-সফলতা আসবে একদিন ইনশাআল্লাহ। কারণ চেষ্টা ছাড়া দোয়াও পূর্ণতা পায় না।

নারীর সৌন্দর্য শাড়িতে, তাহলে পুরুষের সৌন্দর্য কিসে? আমি মনে করি একজন পুরুষের সৌন্দর্য তখনই প্রকাশ পায়-যখন সে তার স্ত্র...
01/08/2025

নারীর সৌন্দর্য শাড়িতে, তাহলে পুরুষের সৌন্দর্য কিসে? আমি মনে করি একজন পুরুষের সৌন্দর্য তখনই প্রকাশ পায়-যখন সে তার স্ত্রীকে বেশি বেশি ভালোবাসে। একজন স্বামী যদি তার স্ত্রীকে পরিপূর্ণ ভালোবাসা দেয়-তার চেহারা যতই বিশ্রী হোক,সেই স্বামী তার স্ত্রীর কাছে পৃথিবীর সেরা স্বামী হিসেবে প্রকাশ পায়। স্বামী যতই অসুন্দর কিংবা বিশ্রী হয় দেখতে, কিন্তু সে যদি হয় মার্জিত ভদ্র এবং ভালোবাসা পরিপূর্ণ, তখন সেই স্বামীর চেহারা তার স্ত্রীর কাছে সুদর্শন পুরুষ হিসেবে প্রকাশ পায়।

01/08/2025

😥😥আমার প্রাণপ্রিয় ফেসবুক বন্ধুরা, সবাই কেমন আছেন, আমি কমেন্ট ব্লক এ আছি, ভুলে যেও না বন্ধুরা আমাকে। 😥😥
(Momotaz Begum.)"***

যেটা তুমি করতে ভয় পাচ্ছ-হয়তো সেটাই তোমার সবচেয়ে বড় সুযোগ। ভয় পিছনে টানে, আর চেষ্টা সামনে নিয়ে যায়। তাই না থেমে এক...
01/08/2025

যেটা তুমি করতে ভয় পাচ্ছ-হয়তো সেটাই তোমার সবচেয়ে বড় সুযোগ। ভয় পিছনে টানে, আর চেষ্টা সামনে নিয়ে যায়। তাই না থেমে এক পা আগাও, জয় তোমার দিকেই আসবে। আজ এক ধাপ ,কার আরেক ধাপ-এভাবেই ঘরে ওঠে স্বপ্নের সিঁড়ি। শুরুটা ছোট হোক, কিন্তু থেমো না।

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Momotaz's Daily vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share