Taqwa Cyber Security BD

Taqwa Cyber Security BD "আপনার সাইবার নিরাপত্তাই আমাদের অঙ্গীকার সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন"
(3)

23/09/2025

হুটহাট আপনার এডমিন একাউন্ট হ্যাক হওয়া ছাড়াই কেও কি আপনার পেইজ/বিজনেস ম্যানেজার হ্যাক করে নিতে পারে?
উত্তর - হ্যা পারে!!!

22/09/2025

অন্য ভাষায় কেও কথা বল্লে অটোমেটিক আপনি শুনবেন নিজের ভাষায়!!
এটাও সম্ভব!!
হ্যা সম্ভব!
তবে এজন্য হতে হবে Iphone User!!
Apple Airpods 4, Airpods Pro 2 &3 তে এই ফিচার-ই এনেছে Apple!!
তবে, Apple Intelligence আছে এমন Series এর Iphone মানে Iphone 15 থেকে নেক্সট সিরিজের ফোনেই পাওয়া যাবে এই ফিচারের সুবিধা!

✅ কি করতে হবে ফিচার আনতে
1. আপনার iPhone আপডেট করুন iOS 26 এ।
2. নিশ্চিত করুন যে Apple Intelligence সক্রিয় আছে।
3. আপনার AirPods এর firmware সর্বশেষ আছে কি না চেক করুন, এবং যদি না থাকে, আপডেট দিন। 
4. Translate app ডাউনলোড করুন যদি না থাকে। 
5. Translate অ্যাপে যান → “Live” অপশন খুলে ভাষাগুলো নির্বাচন করুন (যে ভাষা শুনবেন, আর যেক ভাষায় আপনি শুনতে চান) । 
6. AirPods কানের মধ্যে রাখুন, Stem-দুটো একসাথে চাপ দিয়ে ধরুন বা Siri বলুন “Start Live Translation” অথবা Translate অ্যাপ থেকে শুরু করুন।
বি:দ্র:
- Apple বলেছে Live Translation-এর শুরুতে যা ভাষায় কাজ করবে, তার মধ্যে আছে ইংরেজি, ফরাসি, জার্মান, স্প্যানিশ, পর্তুগিজ (ব্রাজিল)। 
- আরো কিছু ভাষা (ইটালিয়ান, জাপানি, কোরিয়ান, চিন simplified) বছরের শেষে যোগ করার কথা বলা হচ্ছে।

🔴 সতর্ক হোন 🔴 আপনার অজান্তেই বিকাশ, নগদ বা ব্যাংক একাউন্টের টাকা ফাঁকা হয়ে যেতে পারে, যদি আপনার ফোনের Chrome ব্রাউজারে এ...
22/09/2025

🔴 সতর্ক হোন 🔴 আপনার অজান্তেই বিকাশ, নগদ বা ব্যাংক একাউন্টের টাকা ফাঁকা হয়ে যেতে পারে, যদি আপনার ফোনের Chrome ব্রাউজারে একটি নির্দিষ্ট সেটিংস চালু থাকে।

যখন আমরা আমাদের ব্যংকিং এপ বা ব্রাউজার দিয়ে কিছু পেমেন্ট করি, ব্রাউজার আমাদের ডিটেইলস গুলো সেভ রাখতে চাই যাতে পরবর্তীতে আমাদের দরকার এর সময় এইগুলা অটোফিল হয়ে যেতে পারে। কিন্তু এই ফিচার যেমন সুবিধা তার থেকে বিপদজনক। অনেক মাধ্যমে একটি ব্রাউজার থেকে এই সকল ইনফরমেশন হ্যাক করা সম্ভব। কিন্তু যদি সেইভ / এক্সেস না করতে পারে আপনার ব্রাউজার তাহলে আপনি সুরক্ষিত।

👉 চিন্তার কিছু নেই! কয়েকটা ধাপ মেনে সেটিংস বন্ধ করলেই আপনার একাউন্ট অনেকটাই সুরক্ষিত থাকবে।

কিভাবে সেটিংস বন্ধ করবেন:

1️⃣ প্রথমে Chrome অ্যাপ ওপেন করুন।
2️⃣ উপরের ডান পাশে থাকা তিন ডট (…) এ ক্লিক করুন।
3️⃣ এখন Settings অপশনে যান।
4️⃣ এরপর Privacy & Security তে প্রবেশ করুন।
5️⃣ সেখানে গিয়ে Access Payment Methods অপশনটি খুঁজে বের করে পাশের বাটনটি অফ করে দিন।

✅ কাজ শেষ! এবার থেকে Chrome আর আপনার মোবাইলের বিকাশ, নগদ বা ব্যাংক একাউন্টের তথ্য সেভ করে রাখতে পারবে না। ফলে ক্ষতিকর কোনো সাইট সেই তথ্য চুরি করতে পারবে না। আপনার একাউন্ট থাকবে সুরক্ষিত।

🤖 মানুষের উপর AI এর প্রভাব – এক দ্বিমুখী তরবারিAI হচ্ছে এক ধরনের সুপার-স্মার্ট সহকারী, যা আমাদের প্রায় প্রতিটি ক্ষেত্রে...
21/09/2025

🤖 মানুষের উপর AI এর প্রভাব – এক দ্বিমুখী তরবারি

AI হচ্ছে এক ধরনের সুপার-স্মার্ট সহকারী, যা আমাদের প্রায় প্রতিটি ক্ষেত্রে সাহায্য করছে: লেখালিখি, কোডিং, ডিজাইন, সমস্যা সমাধান, এমনকি সিদ্ধান্ত নিতেও। কিন্তু যেমন এটি আমাদের সাহায্য করছে, তেমনি এটি আমাদের প্রাকৃতিক সৃজনশীলতা ও শক্তির জন্য লুকানো ঝুঁকিও নিয়ে আসছে।

১. সৃজনশীলতার ঝুঁকি
AI এখন প্রবন্ধ লিখতে পারে, ছবি আঁকতে পারে, এমনকি গানও বানাতে পারে। এটি নিঃসন্দেহে অসাধারণ। কিন্তু আমরা যদি সবসময় এর উপর নির্ভর করি, তাহলে আমাদের মস্তিষ্ক অনুশীলন হারাতে শুরু করবে। যেমন ব্যায়াম না করলে পেশি দুর্বল হয়ে যায়, তেমনি মেশিনকে সব চিন্তা করতে দিলে সৃজনশীলতাও হারিয়ে যাবে।

২. আমাদের শক্তি দুর্বল হওয়া
মানুষের শক্তি শুধু শারীরিক না; এটি মানসিক ও আবেগীয়ও। কঠিন সমস্যার সমাধান করা, ভুল থেকে শেখা এবং চ্যালেঞ্জ মোকাবিলা করা আমাদের শক্তিশালী করে তোলে। যদি AI সব সংগ্রাম দূর করে দেয়, আমরা হয়তো ধৈর্য হারাবো — হয়ে পড়বো অতিরিক্ত নির্ভরশীল ও ভঙ্গুর।

৩. চিন্তাশক্তির ক্ষতি
AI আমাদের তৎক্ষণাৎ উত্তর দেয়। এটি সুবিধাজনক হলেও, এতে গভীরভাবে চিন্তা করার প্রবণতা কমে যায়। বিশ্লেষণ বা প্রশ্ন করার বদলে অনেকেই AI-এর উত্তর অন্ধভাবে মেনে নেয়। সময়ের সাথে এটি সমালোচনামূলক চিন্তার ক্ষমতাকে দুর্বল করে দেয় — যা দিয়ে আমরা সত্য-মিথ্যা, সঠিক-ভুল বিচার করি।

৪. সাহায্যের ফাঁদ
AI মূলত আমাদের সহায়তার জন্য, কিন্তু অতিরিক্ত “সাহায্য” অলস করে দেয়। যেমন ক্যালকুলেটর — জটিল অঙ্কে খুব কাজে লাগে, কিন্তু বাচ্চারা যদি সবসময় ক্যালকুলেটর ব্যবহার করে, তবে সাধারণ অঙ্কও ভুলে যাবে। AI-ও তাই — সাহায্যকারী, কিন্তু আমরা যদি নিজের মস্তিষ্ক ব্যবহার বন্ধ করি, তা হলে বিপদ।

⚖️ সামঞ্জস্য রক্ষা
AI নিজে খারাপ না। বিপদ হলো আমরা কিভাবে ব্যবহার করি সেখানে। যদি আমরা AI-কে একটি টুল হিসেবে ব্যবহার করি শেখার, অনুসন্ধানের ও কাজ দ্রুত করার জন্য, তবে এটি আমাদের আরও শক্তিশালী করবে। কিন্তু যদি আমরা আমাদের প্রচেষ্টা বাদ দিয়ে পুরোপুরি AI-এর উপর নির্ভর করি, তবে ধীরে ধীরে আমরা হারাবো যা আমাদের মানুষ বানায়: সৃজনশীলতা, শক্তি, আর স্বাধীন চিন্তা।

👉 সংক্ষেপে: AI আমাদের সবচেয়ে বড় সহকারীও হতে পারে, আবার সবচেয়ে বড় দুর্বলতাও। সিদ্ধান্তটা আমাদের হাতে।

এক আপুর ফেসবুক আইডি সাসপেন্ড হয়ে যায়, বিষয়টি আমাকে জানালে অল্প সময়ের মধ্যে আইডি ব্যাক করে দেওয়া হলো,,ফেইসবুক সংক্রান্ত য...
21/09/2025

এক আপুর ফেসবুক আইডি সাসপেন্ড হয়ে যায়,
বিষয়টি আমাকে জানালে অল্প সময়ের মধ্যে আইডি ব্যাক করে দেওয়া হলো,,

ফেইসবুক সংক্রান্ত যে কোনো সমস্যা নিয়ে ইনবক্সে করুন,

21/09/2025

Messenger এ আপডেট চলে দেখি🌚।

21/09/2025

নতুন আপডেট ফেসবুকে!
এখন থেকে কেউ আপনার পোস্ট/ছবি/ভিডিও কপি করলে সেখানেই দেখাবে 👉 Original By [আপনার নাম]

মানে কপি করলেও সবাই বুঝে যাবে আসল মালিক কে!
✔️ পোস্ট চুরি, কপি-পেস্টের দিন শেষ!

20/09/2025

Ai দিয়ে ছবি বানাতে গিয়ে নিজের মোবাইল হ্যা-কার এর হাতে তুলে দিচ্ছেন সেটা কি জানেন?
হটাৎ করে একদিন দেখবেন কয়েক বছর আগের আপনার হো'টেল এর ভিডিও অনলাইনে ঘুরছে! অথবা আপনার এমন কিছু মহূর্তের ছবি/ভিডিও যেটা আপনি ছাড়া কেউ'ই জানতো না!! 😯
আপনার মোবাইলে কি কি আছে সবই আরেক জন দেখছে, সব তার নিয়ন্ত্রণে! অথচ আপনি তার কিছুই জানেন না!

এখনো সময় আছে সতর্ক হোন, এবং এইগুলা থেকে নিজেকে যথাসম্ভব দূরে রাখুন।

আলহামদুলিল্লাহ আরো ১টি আইডি রানিং ভেরিফাই করে দেওয়া হলো...!🤝 আসসালামু আলাইকুম  🤝কাজের পরে টাকা নেওয়া হয়...!✅FACEBOOK✅ RE...
20/09/2025

আলহামদুলিল্লাহ
আরো ১টি আইডি রানিং ভেরিফাই করে দেওয়া হলো...!
🤝 আসসালামু আলাইকুম 🤝
কাজের পরে টাকা নেওয়া হয়...!

✅FACEBOOK✅ RECOVER SERVICE ✅🌸
1. Two Factor Bypass..!
2. Get Start Unlock..!
3. Apporve Lock..!
4. Suspended Id Back..!
5. Locked ID Unlock..!
6. Upload Your ID Back..!
7. Hacked Id Recovery..!
8. Running verify..!
9. Nid/student id/driving licences/glitch available..!
10. Enable Two-factor Authentication..!

✅ফেসবুকের যাবতীয় সমস্যার সমাধান পেতে ইনবক্সে মেসেজ দেন ....!

20/09/2025

Meta Agent কে টাকা দিলেই নাকি হ্যাক করা যাচ্ছে যেকোনো ফেসবুক পেইজ!! 😵‍💫😵‍💫
তাহলে কি কারো পেইজ নিরাপদ না??
নিরাপদ রাখার জন্য কি কি করা যায়??
চলেন সেটাই যেনে আসি:
১. পেইজে বিজনেস ম্যানেজার এ্যাড রাখা তো ফরজ, এবং বিজনেস ম্যানেজারে টু-ফ্যাক্টর ফর অল এডমিন চালু রাখাও ফরজ
২. বিজনেস ম্যানেজার আইডি ( BM ID) পারতপক্ষে কাওকে শেয়ার না করা
৩. বিজনেস ম্যানেজারে অন্তত ৩-৪ টা একাউন্ট এডমিনে রাখা এবং সবগুলো একাউন্ট থেকেই মাঝে মাঝে বিজনেস ম্যানেজারে প্রবেশ করা, যেন এক্টিভ একাউন্ট হিসেবে ফেসবুক কাউন্ট করে।
৪. বিজনেস ম্যানেজারে যুক্ত সবগুলো এডমিন একাউন্টে টু-ফ্যক্টর চালুসহ অন্যান্য সিকিউরিটি মেইনটেইন করা।
৫. বিজনেস ম্যানেজার ভেরিফাই রাখা, যেন কোনো অসুবিধা হয়ে গেলেও দ্রুত সমাধান করা যায়!
৬. নিজের বিজনেস ডকুমেন্টস বিশ্বস্ত কারো বাইরে অন্য কাওকে না দেওয়া!
৭. পেইজের বিজনেস ম্যানেজারের কোনো এডমিন একাউন্ট ডিজেবল থাকলে বা লকড থাকলে সেগুলো রিকভারি করা এবং না পারলে, বিজনেস ম্যানেজার থেকে রিমুভ করে রাখা!!
এগুলো আসলে এ্যাডভান্স লেভেলের গাইডেন্স, অন্য কেও সচরাচর শেয়ার করবেনা!
যারা অনলাইনে বিজনেস করেন, বিশেষ করে ফেসবুকে তাদের জন্য তাদের পেইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ! সুতরাং পেইজের নিরাপত্তার বিষয়টাও অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ!
এই স্টেপ-গুলো ফলো করলে, সহজেই চাইলে এক্সেস পাবেনা!!
যদিও, অনলাইনে সব হ্যাক সম্ভব তাও যতটুকু নিরাপদ রাখা যায় আর কি!!
আর এ সংক্রান্ত যেকোনো তথ্য বা সেবা পেতে যোগাযোগ করুন Taqwa Cyber Security BD এর সাথে!!

19/09/2025

বর্তমান সময়ে যে সমস্যা টার সম্মুখীন মানুষ সবচেয়ে বেশি হচ্ছে সেটি হলো হ্যা-রেজমেন্ট এর শি'কার, আর এই হ্যা-রেজমেন্ট এর শি'কার বেশির ভাগ'ই হচ্ছে কলেজ/ভার্সিটির মেয়েরা! 😯
সেই সকল আপুদের উদ্দেশ্যে একটা ম্যা-সেজ যারা সোশ্যাল মিডিয়াতে নিজেদের ছবি/ভিডিও আপলোড করেন তারা স-তর্ক হোন!
অন্যথায় ভবিষ্যতে আপনার জন্য অনেক বড় বি'পদ অপেক্ষা করতেছে!!
একটা কথা মাথায় রাখবেন একবার সম্মান হারালে সেটা আর কখনো ফিরে পাবেন না!
তাই নিজেকে যথাসম্ভব সোশ্যাল মিডিয়াতে শো করা থেকে দূরে রাখুন। ❤️

Meta × Ray-Ban একসাথে তৈরি করেছে ভবিষ্যতের স্মার্ট সানগ্লাস  Meta Ray-Ban Display।এটি গ্লোবাল লঞ্চ হয়েছে ১৭ সেপ্টেম্বর ২...
19/09/2025

Meta × Ray-Ban একসাথে তৈরি করেছে ভবিষ্যতের স্মার্ট সানগ্লাস Meta Ray-Ban Display।
এটি গ্লোবাল লঞ্চ হয়েছে ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে, যা ওয়্যারেবল টেকনোলজির এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

ফিচারসমূহ -

চোখের ইশারায় Facebook বা Instagram Live শুরু এক পলকে হ্যান্ডস-ফ্রি লাইভ স্ট্রিম।

∆ এআই ফেস রিকগনিশন – সামনে থাকা অপরিচিত মানুষকে চিনে তার নাম চোখের সামনে দেখাবে।

∆ রিয়েল-টাইম ট্রান্সলেশন – যেকোনো ভাষার কথা সাথে সাথেই সাবটাইটেল আকারে চোখের সামনে।

∆ এআই নেভিগেশন গাইড – হাঁটতে, ড্রাইভ করতে বা বাইক চালাতে রাস্তার দিক নির্দেশনা সরাসরি লেন্সে।

∆ হ্যান্ডস-ফ্রি ছবি ও ভিডিও রেকর্ডিং – ফোন ছাড়াই 1080p ভিডিও ও শার্প ছবি ক্যাপচার।

∆ ভয়েস কমান্ড কন্ট্রোল – শুধু বলুন “Hey Meta” আর নিয়ন্ত্রণ করুন গান, কল বা মেসেজ।

∆ লাইভ হেলথ মনিটরিং – হার্ট রেট, ক্যালোরি বার্ন, স্টেপ কাউন্ট এক নজরে চোখের সামনে।

∆ ইনভিজিবল স্পিকার টেকনোলজি – মিউজিক বা কল শোনার সময় বাইরের কেউ বুঝতেই পারবে না।

∆ সোশ্যাল অ্যাপ নোটিফিকেশন – WhatsApp, Messenger, Instagram-এর নোটিফিকেশন ভেসে উঠবে আপনার চোখের সামনে।

স্মার্ট সাবটাইটেল মোড – ভিডিও দেখার সময় লাইভ সাবটাইটেল চোখের সামনে প্রদর্শিত হবে।

Address

Barisal. Bangladesh
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taqwa Cyber Security BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share