আমার কাব্য

আমার কাব্য আমাতে আমি বিলীন হয়ে যাই।

আমি এখন ভাসতে ভাসতে স্থির, স্থির তার ভিতরেই আমার সাতার। সাতার মানে প্রশ্ন.....প্রশ্ন মানে-পাওয়া না পাওয়ার হিসেব। যোগফল ম...
03/09/2025

আমি এখন ভাসতে ভাসতে স্থির, স্থির তার ভিতরেই আমার সাতার। সাতার মানে প্রশ্ন.....প্রশ্ন মানে-পাওয়া না পাওয়ার হিসেব। যোগফল মিলবেনা জেনেও হিসেব। যেমন ধরো, আমার এই পৃথিবীর হিসেবে আমি কোথাও নেই। অথচ একান্ত আমার জীবনের গোটা আকাশটাই আছে। শুধু আকাশটাই আছে।

আঘাত যখন কাছের মানুষ দেয়, তখন কষ্টটা দেহে না, আত্মায় লাগে।
03/09/2025

আঘাত যখন কাছের মানুষ দেয়, তখন কষ্টটা দেহে না, আত্মায় লাগে।

যে সম্পর্কে যত্ন নেই, সেখানে ভালোবাসা টেকে না বেশিদিন। আর যে ভালোবাসা না বুঝে কেবল নীরব থাকে, সেখানে জন্ম নেয় অপূর্ণতার ...
03/09/2025

যে সম্পর্কে যত্ন নেই, সেখানে ভালোবাসা টেকে না বেশিদিন। আর যে ভালোবাসা না বুঝে কেবল নীরব থাকে, সেখানে জন্ম নেয় অপূর্ণতার বেদনা। অপরকে না বোঝানোর কষ্ট, নিজের ভেতরে গোপন শূন্যতার আঁচ, অন্যের কথায় আঘাত পাওয়া অথচ মুখ বন্ধ রাখা-এসব জমা হয় ভারী পাথরের মতো। মন যখন আর সহ্য করতে পারে না, তখন ভেঙে পড়ে নিজের মধ্যে। অশ্রুতে ভিজে যায় নীরবতা, শোকের ঢেউ গোপনে কাঁপিয়ে তোলে বুকের ভেতর। আহা, সম্পর্ক যদি সত্যিউই বোঝার নামে হতো, তাহলে অভিমানকে কান্নার কাছে হেরে যেতে হতো না।

অনেকে বলে-সময় সব বদলে দেয়। কিন্তু সত্যি বলতে, সময় কিছুই বদলায় না। সময় শুধু আমাদের শিখিয়ে দেয়, কীভাবে ন-পাওয়া নিয়ে বেঁচে ...
03/09/2025

অনেকে বলে-সময় সব বদলে দেয়। কিন্তু সত্যি বলতে, সময় কিছুই বদলায় না। সময় শুধু আমাদের শিখিয়ে দেয়, কীভাবে ন-পাওয়া নিয়ে বেঁচে থাকতে হয়। মানুষ ভাবে-আগামীকাল তার জন্য সুখ বয়ে আনবে। কিন্তু সেই আগামীকাল এসে দাঁড়ায় আজকের মতোই-অপেক্ষা, হতাশা আর না-পাওয়ার হিসেব নিয়ে। আসলে সুখ কোনোদিন দরজায় এসে কড়া নাড়ে না। সুখ মানে আজকের কষ্টকে গ্রহন করা, আজকের অপ্রাপ্তিকে নিজের মেনে নেওয়া। যা নেই তার অপেক্ষায় জীবন কাটানো মানেই নিজেকে প্রত্যেকদিন একটু একটু করে শেষ করে ফেলা। আর যেদিন মানুষ এই শূন্যতাকে আপন করে নেয়, সেদিনই সে বুঝতে পারে-সুদিন বলতে কিছু নেই, কেবল মানিয়ে নেওয়ার দিন আছে।

প্রায়ই মানুষ বলে ছোট ছোট বিষয়ে সম্পর্কটা ভেঙ্গে গিয়েছে-কিন্তু এটা কেউ দেখে না যে ছোট ছোট বিষয়ের পেছনে অনেক বড় বড় কথা ছিল...
02/09/2025

প্রায়ই মানুষ বলে ছোট ছোট বিষয়ে সম্পর্কটা ভেঙ্গে গিয়েছে-কিন্তু এটা কেউ দেখে না যে ছোট ছোট বিষয়ের পেছনে অনেক বড় বড় কথা ছিল, আর এই ছোট ছোট কথা গুলো হয়তো সহ্যের শেষ সীমাকেও অতিক্রম করে গিয়েছিল।

এক অসহ্য যন্ত্রণায় কাটছে জীবন, মানুষের মনে বেঁচে থাকার তীব্র ইচ্ছে কি ভাবে হয়? আমি তো অল্পতেই হাপিয়ে যাচ্ছি। বহুকাল ধরে ...
02/09/2025

এক অসহ্য যন্ত্রণায় কাটছে জীবন, মানুষের মনে বেঁচে থাকার তীব্র ইচ্ছে কি ভাবে হয়? আমি তো অল্পতেই হাপিয়ে যাচ্ছি। বহুকাল ধরে ভালো নেই, মনে কোনো শান্তি নেই, দিন কেটে যাচ্ছে অন্ধকারে একাকী বিষন্নতায়। অন্ধকারে একাকী বিষন্নতায়।

সময় আসলে অদ্ভুত খেলা খেলে। যে বন্ধু একসময় দিন-রাতের সঙ্গী ছিল, যার কাছে নির্দ্বিধায় খুলে বলা যেত সব গোপন কথা আজ সে-ই শুধ...
02/09/2025

সময় আসলে অদ্ভুত খেলা খেলে। যে বন্ধু একসময় দিন-রাতের সঙ্গী ছিল, যার কাছে নির্দ্বিধায় খুলে বলা যেত সব গোপন কথা আজ সে-ই শুধু-আনুষ্ঠানিকতার খাতায় বাঁধা পড়ে গেছে। এখন আর গভীর রাতের আড্ডা নেই, নেই হঠাৎ ফোন করে গল্পে হারিয়ে যাওয়া। থেকে গেছে শুধু শীতল সম্ভাষণ-কিরে, কেমন আছিস? কথা শেষ হয়ে যায় দুমিনিটের ভেতরেই। হয়ত বয়স বদায়, হয়তো দ্বায়িত্ব বাড়ে, অথবা হয়তো সম্পর্কগুলোর আসল রঙ সময় ম্লান করে দেয়। শেষ পর্যন্ত সত্যিটা এটাই-সবাই বদলায়। আমি বদলাই-তুমিও বদলাও। আরসেই বদলে যাওয়ার ভিড়ে বন্ধুত্ব হারায় পুরনো উষ্ণতা।

হে বন্ধু, তুমি আমার প্রেম নও, মায়া জড়ানো ভালোবাসা, প্রেম ভুলে থাকা যায়, কিন্তু মায়া কখনো ভুলা যায় না।
02/09/2025

হে বন্ধু,
তুমি আমার প্রেম নও, মায়া জড়ানো ভালোবাসা, প্রেম ভুলে থাকা যায়, কিন্তু মায়া কখনো ভুলা যায় না।

ভুলে যাইনি কাউকে, মানুষের মুখ যতই ভিড়ে ঢেকে যাক, ভেতরের আঘাতের রেখা ভাঙা কাচের মতো থেকে যায়। সময় শুধু দুলো চাপা দেয়, কখন...
01/09/2025

ভুলে যাইনি কাউকে, মানুষের মুখ যতই ভিড়ে ঢেকে যাক, ভেতরের আঘাতের রেখা ভাঙা কাচের মতো থেকে যায়। সময় শুধু দুলো চাপা দেয়, কখনো মুছে দেয় না। অনাহূত এক মুহূর্তে সেই কাচ আবার কেটে দেয় ভেতরটা। যাদের চলে যাওয়া মানতে পারিনি, তারা থেকে গেছে ভুলে যাওয়ার চেষ্টার ভেতর। যত ভুলতে চাই, ততই মনে হয় তারা ফিরে আসে ভিন্ন রুপে। কোনো হাহাকার, কোনো দীর্ঘশ্বাস, অথবা হঠাৎ থেমে যাওয়া হাঁটার ভঙ্গিতে। ভুলে যাইনি কাউকে, বরং ভুলে যাওয়ার অভিনয় শিখেছি, যেন জীবন চলে সহজভাবে।

01/09/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Jubayer Adnan, Nur Hossain Polowan, Kawsar Ahamed, Kamal Hossain, Salina Akter, Golam Rabbani, Zumki Modak, Sumaiya Parvin, SK Rana, Rubaya Sharmim

বেলা ফুরানোর আগে কিছু কথা বলা দরকার। কারন সময় একবার চলে গেলে তা আর কখনো ফিরে আসে না। যা মনে আছে, যা বলতে ইচ্ছে করে, তা আ...
01/09/2025

বেলা ফুরানোর আগে কিছু কথা বলা দরকার। কারন সময় একবার চলে গেলে তা আর কখনো ফিরে আসে না। যা মনে আছে, যা বলতে ইচ্ছে করে, তা আজই বলে ফেলা উচিত। ভালোবাসা মনে রেখে দিলে বোঝার যায় না, কৃতজ্ঞতা প্রকাশ না করলে টের পাওয়া যায় না। তাই বেলা ফুরানোর আগে প্রয়োজনীয় মানুষদের মূল্য দিতে হয়। কারন একসময় হয়তো তাদের আর কাছে পাওয়া যাবে না, আর তখন সব কথাই অপূর্ণ থেকে যাবে।

আপনাকে একটা কথা বলতে চাই-I care you, I respect you. যদি কখনো খুব খারাপ লাগে, মাথায় আজেবাজে চিন্তা আসে, তখন কল/টেক্সট দেও...
01/09/2025

আপনাকে একটা কথা বলতে চাই-I care you, I respect you. যদি কখনো খুব খারাপ লাগে, মাথায় আজেবাজে চিন্তা আসে, তখন কল/টেক্সট দেওয়ার মতো কেউ থাকে না; ফিল ফ্রি টু নক মি। আমি আপনার কথা শুনবো, আপনাকে judge করা ছাড়াই শুনবো। জীবন অনেক মূল্যবান বন্ধু, একবার দিয়ে দিলে তা আর ফিরে পাওয়া যায় না। জীবন সুন্দর হোক; দোয়া রইল।

Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমার কাব্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share