
03/09/2025
আমি এখন ভাসতে ভাসতে স্থির, স্থির তার ভিতরেই আমার সাতার। সাতার মানে প্রশ্ন.....প্রশ্ন মানে-পাওয়া না পাওয়ার হিসেব। যোগফল মিলবেনা জেনেও হিসেব। যেমন ধরো, আমার এই পৃথিবীর হিসেবে আমি কোথাও নেই। অথচ একান্ত আমার জীবনের গোটা আকাশটাই আছে। শুধু আকাশটাই আছে।