Islamic lecture

Islamic lecture Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islamic lecture, Video Creator, Barishal.

5dyo((.@
19/05/2025

5dyo((.@

53.5K likes, 565 comments. “ہم نے پتھر سے جن کو بنایا صنم”

29/04/2025
18/04/2025

আল আনকাবুত

اتلُ ما أوحِيَ إِلَيكَ مِنَ الكِتابِ وَأَقِمِ الصَّلاةَ إِنَّ الصَّلاةَ تَنهى عَنِ الفَحشاءِ وَالمُنكَرِ وَلَذِكرُ اللَّهِ أَكبَرُ وَاللَّهُ يَعلَمُ ما تَصنَعونَ

অর্থ :
তুমি তোমার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব আবৃত্তি কর এবং সালাত প্রতিষ্ঠিত কর। নিশ্চয়ই সালাত বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ হতে। আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ। তোমরা যা কর, আল্লাহ তা জানেন

22/11/2024

ইসলামের অর্থ
"ইসলাম" শব্দটি এসেছে আরবি শব্দ "সালাম" থেকে, যার অর্থ "শান্তি" এবং "আত্মসমর্পণ"। ইসলাম এমন একটি জীবনব্যবস্থা, যেখানে মানুষ নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এবং তাঁর আদেশ-নিষেধ মেনে চলে।

ইসলামের মৌলিক পরিচয় কুরআনের আলোকে:
কুরআনে ইসলাম সম্পর্কে স্পষ্টভাবে বলা হয়েছে—

আল্লাহর একত্বের প্রতি বিশ্বাস:
"তোমাদের উপাস্য এক আল্লাহ। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি পরম দয়ালু, পরম করুণাময়।"
(সূরা বাকারা: ১৬৩)

ইসলামের উদ্দেশ্য:
"আমি জিন ও মানবজাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি।"
(সূরা আয-যারিয়াত: ৫৬)

পূর্ণাঙ্গ জীবনবিধান:
"আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করেছি, তোমাদের উপর আমার অনুগ্রহ সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে জীবনব্যবস্থা হিসেবে পছন্দ করেছি।"
(সূরা মায়িদা: ৩)

ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম:
"নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম।"
(সূরা আল ইমরান: ১৯)

ইসলামের ব্যাখ্যা হাদিসের আলোকে:
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইসলামের সংজ্ঞা এবং মূল শিক্ষা সহজভাবে ব্যাখ্যা করেছেন।

ইসলামের পাঁচ স্তম্ভ:
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন:
"ইসলাম পাঁচটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত:
১. ‘লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ (আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল) এই সাক্ষ্য দেওয়া।
২. নামাজ কায়েম করা।
৩. যাকাত দেওয়া।
৪. রোজা রাখা।
৫. হজ পালন করা।"
(সহীহ বুখারি, হাদিস: ৮)

শান্তির বার্তা:
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন:
"মুসলিম সেই ব্যক্তি, যার হাত ও মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে।"
(সহীহ বুখারি, হাদিস: ১০)

ইখলাস (আত্মসমর্পণ):
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন:
"আমার প্রতি আদেশ করা হয়েছে, যেন আমি একমাত্র আল্লাহর প্রতি আন্তরিক হয়ে তাঁকে ইবাদত করি।"
(সহীহ মুসলিম, হাদিস: ২৯৮৫)

উম্মাহর জন্য কল্যাণ:
"তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি, যে অন্যের উপকার করে।"
(সহীহ বুখারি)

ইসলামের মূল শিক্ষার সারমর্ম:
আল্লাহর একত্বে বিশ্বাস (তাওহিদ): ইসলাম বিশ্বাস করে যে আল্লাহ এক, তিনি সবকিছুর সৃষ্টিকর্তা ও পরিচালক।
নবুয়ত: মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর শেষ নবী।
ইবাদত: ইসলাম মানুষের ইবাদতকে কেবল আল্লাহর জন্য নির্ধারণ করে।
ন্যায়বিচার ও মানবতার শিক্ষা: ইসলাম মানুষে মানুষে সমতা, ন্যায়বিচার এবং ভালোবাসার শিক্ষা দেয়।

18/08/2023

ধারাবাহিক পর্ব: ০৪ [কুরআনের আয়াত অর্থ সহ পড়া ও বুঝার চেষ্টা করা।]

সূরার নাম: সূরা আল- বাকারা
আয়াত নং: - (1-3)
الٓمٓ
১. আলিফ- লাম- মিম

*A.L.M

ذَٰلِكَ ٱلۡكِتَٰبُ لَا رَيۡبَۛ فِيهِۛ هُدٗى لِّلۡمُتَّقِينَ

* This the book; In it is guidance sure,without

doubt, to those who fear Allah

২. এটা সে কিতাব যাতে কোনো সন্দেহ নেই , মুত্তাকীদের জন্য হেদায়েত

ٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِٱلۡغَيۡبِ وَيُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ

Who believe in the unseen are steadfast in

prayer,and spend out of what we have

provided them;

৩. যারা গায়েবের প্রতি ঈমান আনে সালাত কায়েম করে এবং তাদেরকে আমরা যা দান করেছি তা থেকে ব্যয় করে 🥰🥰🥰

07/08/2023

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
ধারাবাহিক পর্ব: ০৩ [কুরআনের আয়াত অর্থ সহ পড়া ও বুঝার চেষ্টা করা।]

সূরার নাম: সূরা আল- ফাতিহা।
আয়াত নং: - (৪-৭)

٤- اِیَّاكَ نَعْبُدُ وَ اِیَّاكَ نَسْتَعِیْنُؕ-
৪। (হে আল্লাহ!) আমরা একমাত্র তোমারই ইবাদাত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই।

٥- اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِیْمَۙ-
٦- صِرَاطَ الَّذِیْنَ اَنْعَمْتَ عَلَیْهِمْ-
٧- غَیْرِ الْمَغْضُوْبِ عَلَیْهِمْ وَ لَا الضَّآلِّیْنَ۠-
৫। (হে আল্লাহ!) তুমি আমাদেরকে সরল সোজা পথ দেখাও।
৬। তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো।
৭। যাদের ওপর গযব পড়েনি এবং যারা পথভ্রষ্ট হয়নি।🥰🥰

06/08/2023

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
ধারাবাহিক পর্ব: ০২ [কুরআনের আয়াত অর্থ সহ পড়া ও বুঝার চেষ্টা করা।]

সূরার নাম: সূরা আল- ফাতিহা।
আয়াত নং: ২-৩

الرَّحْمَٰنِ الرَّحِيمِ

অনুবাদ : যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।

مَالِكِ يَوْمِ الدِّينِ

অনুবাদ : বিচার দিনের একমাত্র অধিপতি।

Address

Barishal

Telephone

+8801732241808

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic lecture posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category