23/07/2025
আলোচনায় বরিশালের গণশুনানি: তাৎক্ষণিক সমাধান দিচ্ছেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন
বিশেষ প্রতিবেদক
সাধারণ মানুষের সমস্যা ও দূর্দশা শুনে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা গ্রহণ করাই গণশুনানির মুল লক্ষ্য। আর এ লক্ষ্য পূরণের অনন্য উদাহরণ তৈরি করেছেন বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। ২৩ জুলাই বুধবারের গণশুনানিতে অংশ নেয়া প্রায় অর্ধশত নারী-পুরুষ ও তরুণ-তরুণীদের সমস্যার সমাধান করে দিয়েছেন তাৎক্ষণিক নির্দেশনা ও ব্যবস্থা গ্রহণের মাধ্যমে। কলেজ পড়ুয়া শিক্ষার্থী বই কিনতে না পারার অসুবিধার কথা জানালে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ এর মাধ্যমে তাৎক্ষণিক প্রয়োজনীয় পাঠ্যপুস্তক প্রদানের ব্যবস্থা করে দেন তিনি। একইসময় কাউনিয়া এলাকার বাসিন্দা হতদরিদ্র সাজনীন ইসলাম আবিদাকে আর্থিক সহায়তা প্রদান ছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নির মাধ্যমে সেলাইমেশিন প্রশিক্ষণের ব্যবস্থা করে দিলেন। যা তাকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে। বিগত শাসনামল থেকেই জনগণের দুর্ভোগ লাঘব ও দ্রুত প্রশাসনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত গণশুনানি কার্যক্রম পরিচালনা করছেন বাংলাদেশের প্রায় শব জেলার জেলা প্রশাসক। তবে এরমধ্যে কিছুটা ব্যতিক্রম বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি নিজেই সমাজসেবা, মহিলা ও যুব দপ্তরে খোঁজ নিয়ে কোথায় কি সমস্যা তা তদারকি করেন নিয়মিত। পত্রিকার সংবাদ দেখে অসহায় ও হতদরিদ্র মানুষের সমস্যা নোট করেন। তারপর নিজের প্রতিনিধি পাঠিয়ে ডেকে আনেন হতদরিদ্র পরিবারটিকে। যে কারণে বরিশালের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বুধবার মানেই বিভিন্ন উপজেলা থেকে আগত শতশত মানুষের ভিড়। সকাল থেকেই দূর—দূরান্ত থেকে আসা শত শত মানুষ তাদের বিভিন্ন সমস্যা নিয়ে জেলা প্রশাসকের সামনে উপস্থিত হয়েছেন। জেলা প্রশাসক প্রতিটি সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং অনেক ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেন। যেসব সমস্যার সমাধান কিছুটা সময়সাপেক্ষ, সেগুলোর বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
এ সময়ে সদ্য কারামুক্ত হওয়া এক নারীকে পুনর্বাবাসন হিসাবে ব্যবস্থা জন্য তাকে নগদ টাকা দিয়ে সহয়াতা করে, আরেক নারীকে জেলা প্রশাসকের নির্দেশে বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ ও পরবর্তী উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করেন জেলা প্রশাসক।
এসময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিত কুমার সরকার, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি গণশুনানিতে উপস্থিত ছিলেন।
এছাড়াও অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি, সমাজ সেবা অধিদফতরের সহায়তায় জেলা প্রশাসক বুধবার সকালে গণশুনানী চলাকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে মহিলাদের জন্য টিভি উপহার দেন।
গণশুনানিতে অংশ নেয়া একাধিক ভুক্তভোগী জানান, আগে জেলা প্রশাসকের সাথে সরাসরি কথা বলা কঠিন ছিল। কিন্তু এখন এই উদ্যোগের কারণে তারা সহজেই তাদের সমস্যার কথা জানাতে পারছেন। এক ভুক্তভোগী বলেন, “আমার জমি সংক্রান্ত একটি মামলা অনেক দিন ধরে ঝুলে ছিল। ডিসি স্যার আমার কথা শুনে সাথে সাথেই সমাধান করে দিয়েছেন। আমরা এতে খুব উপকৃত হয়েছি।”
জেলা প্রশাসকের এই উদ্যোগ প্রশাসন ও জনগণের মধ্যেকার দূরত্ব কমিয়ে আনার পাশাপাশি সরকারি সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষেরা বিচার ও প্রশাসনিক সহায়তা পাচ্ছেন, যা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক বলে মনে করেন বরিশালের সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিক মহল।