দৈনিক বরিশাল

দৈনিক বরিশাল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দৈনিক বরিশাল, Newspaper, Braun compound Road, Barishal.

বরিশাল বিভাগের ছয় জেলার মানুষের পত্রিকা। জনজীবন, প্রকৃতি, সাহিত্য ও সাংস্কৃতিক সংবাদ তুলে ধরা আমাদের লক্ষ্য। আমরা কথা নয়, কাজে বিশ্বাসী।

দৈনিক বরিশাল ও দৈনিক বাংলার চিঠি- একটাই ঘর সংসার।

20/09/2025

নাস্তিক ও ইসলামি দল যখন একসাথে পিআর পদ্ধতি চায়.... তখন শ্রমজীবী মানুষ কি বলেন?

আমতলা মোড়ে বসিকের উচ্ছেদ অভিযান: শুধু জলে নয়, স্থলেও পরিচ্ছন্নতা চায় বসিক প্রশাসন বিশেষ প্রতিবেদক শুধু খাল পুনরুদ্ধার ও ...
16/09/2025

আমতলা মোড়ে বসিকের উচ্ছেদ অভিযান: শুধু জলে নয়, স্থলেও পরিচ্ছন্নতা চায় বসিক প্রশাসন

বিশেষ প্রতিবেদক

শুধু খাল পুনরুদ্ধার ও পরিচ্ছন্নতা নয়, বরিশাল নগরীর ৫৮ বর্গকিলোমিটার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। বরিশালের বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক রায়হান কাওছার এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন উচ্ছেদ অভিযানের কর্মকর্তারা।
এরই ধারাবাহিকতায় নগরীর বেলস পার্কের পর এবার বরিশাল সিটি কর্পোরেশন- বসিকের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে দক্ষিণ আলেকান্দার আমতলার মোড় স্বাধীনতা পার্ক এলাকায়। এখানে মসজিদ সংলগ্ন দেয়াল ঘেঁষে তৈরি হওয়ার রাজনৈতিক অফিস, ফুলের দোকানসহ প্রায় অর্ধশত দোকানপাট কিছু ভেঙে বা আবার কিছু সতর্কতার সাথে সরিয়ে দেয়া হয়েছে। মুক্ত করা হয়েছে পুকুরের দুইপাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট। এসব দোকান রীতিমতো মহাসড়কের বিদ্যুৎ লাইন থেকে অবৈধ সংযোগ নিয়ে নিয়ে বাণিজ্য করছিলো। যদিও এ বিষয়ে অভিযোগ করলে ওজিপাডিকো বরিশালের কর্মকর্তা বলেছিলেন, তারা অবৈধ সংযোগ নিয়েছে আপনাদের কে বলেছে?
সরেজমিনে ১৪ সেপ্টেম্বর রবিবার বিকালে বসিকের উচ্ছেদ বিভাগের কর্মকর্তা স্বপন কুমার দাস এর উপস্থিতিতে এসব দোকানপাটে উচ্ছেদ অভিযান চালাতে দেখা গেছে। এসময় স্বপন কুমার বলেন, বসিক প্রশাসক রায়হান কাওছার এর নির্দেশনা অনুযায়ী নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে ফুটপাত ও মহাসড়কের আশেপাশের অবৈধ স্থাপনা ও ভাসমান দোকানপাট সরিয়ে নেওয়া হচ্ছে। ইতিপূর্বে নগরীর বেলস পার্ক এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি।
এসময় নগরীর সদর হাসপাতালের দেয়াল ঘেঁষে ঝুকিপূর্ণ টং দালান বা সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ ঘর এবং মহাসড়কের উপর নির্মিত অবৈধ শিশুপার্কটি সম্পর্কে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেন নাই স্বপন কুমার। তিনি বলেন, এ দুটি বিষয়ের সিদ্ধান্ত সিইও রেজাউল বারী বা সিটি করপোরেশনের প্রশাসক রায়হান কাওছারই দিতে পারবেন।
যদিও এ নিয়ে কথা বলতে চাইলে ফোন রিসিভ করেননি বসিক প্রশাসক রায়হান কাওছার। আর একমাস আগে সিইও রেজাউল বারী জানিয়েছিলেন, সড়ক ও জনপথ বিভাগ নয়, সিটি করপোরেশনই মহাসড়কের উপর নির্মিত অবৈধ শিশুপার্কটি সরিয়ে নেবে। এজন্য টেন্ডার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

14/09/2025

বরিশালে ব্রিগেডিয়ার অব এম শাখাওয়াত হোসেন... নগরীতে খাল পার জুড়ে যেসব প্রকল্প তারা দেখাচ্ছেন তা বিগত মেয়র খোকন সেরনিয়াবাত ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল অবঃ জাহিদ ফারুক এর গৃহীত পদক্ষেপ। এজন্য ১২০০ কোটি টাকা বরাদ্দ এসেছিলো। সেগুলো কি হয়েছে তা কিন্তু আমরা এখনো জানিনা।।

14/09/2025

মাপ করবেন - বিদ্যুৎ আর সিলিন্ডার গ্যাস আগে থেকেই বিষফোঁড়া। চাল তেল বাদই দিলাম। ৮০ টাকার নীচে সবজী নেই আলু আর পেপে ছাড়া।
সবজীতে আগুন, পিঁয়াজ রোশনে মহামারী, মাছ বাজারে আহাজারি। আর ইলিশ দেখেই তৃপ্ত সাধারণ শ্রমজীবী। এজন্যই কি উপদেষ্টা পরিষদের সৃষ্টি? Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য Elias Hossain dr.kanak sarwar -ড.কনক সরওয়ার
আপনারাই বলুন নিম্ন আয়ের মানুষের কি গতি?

14/08/2025

কি হচ্ছে বরিশালে: অনশনরত শিক্ষার্থীদের উপর হামলা

বরিশালে অবৈধ হোটেল ব্যবসা বন্ধের দাবীতে ব্যাবসায়ীদের স্মারকলিপি : এই মুহূর্তে সব হোটেল বন্ধের নির্দেশ পুলিশ কমিশনারেরবিশ...
12/08/2025

বরিশালে অবৈধ হোটেল ব্যবসা বন্ধের দাবীতে ব্যাবসায়ীদের স্মারকলিপি : এই মুহূর্তে সব হোটেল বন্ধের নির্দেশ পুলিশ কমিশনারের

বিশেষ প্রতিবেদক

বরিশালের সবরকম অবৈধ হোটেল ব্যবসা বন্ধের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। ১২ আগস্ট দুপুরে বরিশালের হাজী মোঃ মহসিন মার্কেট ব্যবসায়ী সমিতির এক অভিযোগের জবাবে তিনি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানকে ডেকে তাৎক্ষণিক অভিযুক্ত হোটেলসহ বরিশালে অবৈধ সব হোটেল ব্যবসা বন্ধের নির্দেশ দেন তিনি।
জানা যায়, হাজী মোঃ মহসিন মার্কেট ব্যবসায়ী সমিতির সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে একদল ব্যাবসায়ী প্রতিনিধি দুপুরে পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নগরীর ফজলুল হক এভিনিউ রোডের হাজী মোঃ মহসিন মার্কেটের প্রবেশ পথে মুক্তি মার্কেট ও রোকেয়া মার্কেট দুটির উপর তলার ছোট ছোট রুম তৈরী করে বোর্ডিং বানিয়ে, সেখানে অবাধে পতিতাদের দিয়ে দেহব্যবসা চালানো হচ্ছে বলে লিখিত অভিযোগ দায়ের করেন তারা। অভিযোগ পত্রে তারা বলেন, এই ছোট ছোট ঘরে রাত গভীর হলে মাদক সেবনসহ মদ- জুয়ার আসর বসে। আর এই ব্যবসা রমরমা করতে বোডিং মালিকেরা মাকের্টের প্রবেশ পথে এবং ফজলুল হক এভিনিউ রোডে ২০ থেকে ২৫ জনের একটি দালাল গ্রুপকে দাঁড় করিয়ে রাখে। তারা মার্কেটে আগত লোকজনকে এবং প্রধান সড়কে চলাচলকারী লোকদেরকে- বিভিন্ন কৌশলে আকৃষ্ট করে ডাকাডাকি করছে। "কম বয়সি মেয়ে আছে। অল্প টাকায় কাজ করতে পারবেন। আসেন ভাই উপরে ভাল ব্যবস্থা আছে। ভাল জিনিস আছে।" এইসব উক্তি ব্যবহার করে মানুষকে ফাঁদে ফেলছে। এভাবে তারা দিনদুপুরেও বিভিন্ন অপকৌশলে তাদের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের কথায় কেউ এড়িয়ে যেতে চাইলে অনেককে হাত ধরে টেনে দোতালায় নিয়ে যায়। এমতাবস্থায় মার্কেটে আসা ক্রেতারা ও তাদের পরিবার- স্বজনরা চরম বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন। পাশাপাশি স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদেরকে ইঙ্গিতপূর্ণ বাক্য দ্বারা ইভটিজিং করে এসব দালালরা।
অভিযোগে আরো বলা হয়, আমরা মার্কেট পরিচালনা কমিটি বোর্ডিং মালিকদ্বয়কে মৌখিকভাবে তাদের এই অবৈধ /অসামাজিক ব্যবসা বন্ধ করার অনুরোধ জানাই। কিন্তু তারা আমাদের কথায় কোন কর্ণপাত না করে বরং তাদের দৌরত্ম আরো বাড়িয়ে দিয়েছে। বর্তমানে তাদের গুটি কয়েক লোকের কারনে অত্র এলাকা অনিরাপদ ও মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম।
ব্যবসায়ীদের এই অভিযোগ আমলে নিয়ে বরিশালের পুলিশ কমিশনার শফিকুল ইসলাম তাৎক্ষণিক মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নগরীর সব হোটেলে অভিযান পরিচালনা এবং অবৈধ কার্যকলাপের অভিযোগ রয়েছে এমন সব আবাসিক ও অনাবাসিক হোটেল বন্ধ করার নির্দেশ দেন। তিনি বলেন, এ জাতীয় অভিযোগ নিয়ে ব্যাবসায়ীদের কমিশনার কার্যালয় পর্যন্ত আসতে হয়, এটা দুঃখজনক। তাহলে মডেল থানা কি জন্য রয়েছে? আজই নগরীতে এ জাতীয় দোষে অভিযুক্ত যতগুলো আবাসিক অনাবাসিক হোটেল ব্যবসা রয়েছে তা বন্ধ হতে হবে বলে স্পষ্ট ঘোষণা দেন পুলিশ কমিশনার।

বাংলা সাহিত্য পরিষদ  #বাংলাসাহিত্যপরিষদmoment
11/08/2025

বাংলা সাহিত্য পরিষদ #বাংলাসাহিত্যপরিষদmoment

Address

Braun Compound Road
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক বরিশাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category