দৈনিক বরিশাল

দৈনিক বরিশাল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দৈনিক বরিশাল, Newspaper, Barishal.

বরিশাল বিভাগের ছয় জেলার মানুষের পত্রিকা। জনজীবন, প্রকৃতি, সাহিত্য ও সাংস্কৃতিক সংবাদ তুলে ধরা আমাদের লক্ষ্য। আমরা কথা নয়, কাজে বিশ্বাসী।

দৈনিক বরিশাল ও দৈনিক বাংলার চিঠি- একটাই ঘর সংসার।

মহাখালী ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট এর আশেপাশের দৃশ্য একাংশ।
29/07/2025

মহাখালী ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট এর আশেপাশের দৃশ্য একাংশ।

29/07/2025

ঢাকার চিড়িয়াখানা সড়কের চিত্র

28/07/2025

সড়কে

26/07/2025
26/07/2025

হিসাবনিকাশ
আরিফ আহমেদ

অযুত-নিযুত বছরের হিসাব
সবটাই উগরে দেবে পৃথিবী একদিন...
আমার কথা নয়, বলেছে...
বেদ, বাইবেল আর কোরআন।

প্রতিটি মানুষ যেন আজ অপরাধের খনি
প্রতিদিনের হিসাবের খাতায় বেজে ওঠে সাইরেন... বিভৎস ঘন্টাধ্বনি।

পরকাল বা পুনরুত্থানের ভয় করেনা কেউ আর...
পিছনে নয়, সামনের দরজা খুলেই চলছে অন্যায্য কায়-কারবার।

যোজন যোজন মাইল দীর্ঘ কান্নার ভিড়ে
মানুষের অপরাধের চিহ্ন ভেসে যায়...
জুলাই বিপ্লবে পলাতক সরকারের
পিছু নেয়...
গুজরাটের ছাত্রাবাস
আর মাইলস্টোনে পুড়ে যাওয়া শিশুদের আর্তনাদে
বড়দের ভুলের মাশুল বারবার গড়ে ইতিহাস।।

বিবেকের অসদাচরণ নিয়ে গর্বিত কৃতদাস
প্রতিদিন চলে গণনিধন
গাঁজা আর ফিলিস্তিনে শিশুদের চলছে উপবাস...।

হিসাবের পাতা সব খুলে দেবে পৃথিবী...
উগরে দেবে যা কিছু আছে বাহিরে ভিতরে...।
পাহাড় পর্বত হীরে-জহরত
জলের গভীরে লুকানো অগ্নিস্ফুলিঙ্গ!
কীট-পতঙ্গের ন্যায়
উড়বে সব; ঘুড়ি আর ফানুস
তুমি-আমিসহ সবকিছুই
উড়বে তখন ওহে মানুষ...!!

আলোচনায় বরিশালের গণশুনানি: তাৎক্ষণিক সমাধান দিচ্ছেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন বিশেষ প্রতিবেদক সাধারণ মানুষের সমস্যা ও দ...
23/07/2025

আলোচনায় বরিশালের গণশুনানি: তাৎক্ষণিক সমাধান দিচ্ছেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন

বিশেষ প্রতিবেদক

সাধারণ মানুষের সমস্যা ও দূর্দশা শুনে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা গ্রহণ করাই গণশুনানির মুল লক্ষ্য। আর এ লক্ষ্য পূরণের অনন্য উদাহরণ তৈরি করেছেন বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। ২৩ জুলাই বুধবারের গণশুনানিতে অংশ নেয়া প্রায় অর্ধশত নারী-পুরুষ ও তরুণ-তরুণীদের সমস্যার সমাধান করে দিয়েছেন তাৎক্ষণিক নির্দেশনা ও ব্যবস্থা গ্রহণের মাধ্যমে। কলেজ পড়ুয়া শিক্ষার্থী বই কিনতে না পারার অসুবিধার কথা জানালে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ এর মাধ্যমে তাৎক্ষণিক প্রয়োজনীয় পাঠ্যপুস্তক প্রদানের ব্যবস্থা করে দেন তিনি। একইসময় কাউনিয়া এলাকার বাসিন্দা হতদরিদ্র সাজনীন ইসলাম আবিদাকে আর্থিক সহায়তা প্রদান ছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নির মাধ্যমে সেলাইমেশিন প্রশিক্ষণের ব্যবস্থা করে দিলেন। যা তাকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে। বিগত শাসনামল থেকেই জনগণের দুর্ভোগ লাঘব ও দ্রুত প্রশাসনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত গণশুনানি কার্যক্রম পরিচালনা করছেন বাংলাদেশের প্রায় শব জেলার জেলা প্রশাসক। তবে এরমধ্যে কিছুটা ব্যতিক্রম বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি নিজেই সমাজসেবা, মহিলা ও যুব দপ্তরে খোঁজ নিয়ে কোথায় কি সমস্যা তা তদারকি করেন নিয়মিত। পত্রিকার সংবাদ দেখে অসহায় ও হতদরিদ্র মানুষের সমস্যা নোট করেন। তারপর নিজের প্রতিনিধি পাঠিয়ে ডেকে আনেন হতদরিদ্র পরিবারটিকে। যে কারণে বরিশালের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বুধবার মানেই বিভিন্ন উপজেলা থেকে আগত শতশত মানুষের ভিড়। সকাল থেকেই দূর—দূরান্ত থেকে আসা শত শত মানুষ তাদের বিভিন্ন সমস্যা নিয়ে জেলা প্রশাসকের সামনে উপস্থিত হয়েছেন। জেলা প্রশাসক প্রতিটি সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং অনেক ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেন। যেসব সমস্যার সমাধান কিছুটা সময়সাপেক্ষ, সেগুলোর বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
এ সময়ে সদ্য কারামুক্ত হওয়া এক নারীকে পুনর্বাবাসন হিসাবে ব্যবস্থা জন্য তাকে নগদ টাকা দিয়ে সহয়াতা করে, আরেক নারীকে জেলা প্রশাসকের নির্দেশে বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ ও পরবর্তী উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করেন জেলা প্রশাসক।
এসময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিত কুমার সরকার, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি গণশুনানিতে উপস্থিত ছিলেন।
এছাড়াও অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি, সমাজ সেবা অধিদফতরের সহায়তায় জেলা প্রশাসক বুধবার সকালে গণশুনানী চলাকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে মহিলাদের জন্য টিভি উপহার দেন।
গণশুনানিতে অংশ নেয়া একাধিক ভুক্তভোগী জানান, আগে জেলা প্রশাসকের সাথে সরাসরি কথা বলা কঠিন ছিল। কিন্তু এখন এই উদ্যোগের কারণে তারা সহজেই তাদের সমস্যার কথা জানাতে পারছেন। এক ভুক্তভোগী বলেন, “আমার জমি সংক্রান্ত একটি মামলা অনেক দিন ধরে ঝুলে ছিল। ডিসি স্যার আমার কথা শুনে সাথে সাথেই সমাধান করে দিয়েছেন। আমরা এতে খুব উপকৃত হয়েছি।”
জেলা প্রশাসকের এই উদ্যোগ প্রশাসন ও জনগণের মধ্যেকার দূরত্ব কমিয়ে আনার পাশাপাশি সরকারি সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষেরা বিচার ও প্রশাসনিক সহায়তা পাচ্ছেন, যা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক বলে মনে করেন বরিশালের সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিক মহল।

23/07/2025

বাটাজোর থেকে বার্থা
সড়কেই ভর্তা...

23/07/2025
বরিশালের বাধ রোড এর হেমায়েতউদ্দিন ডায়াবেটিস ও জেনারেল হাসপাতালে যাওয়ার পথে রোগীদের প্রতিদিন ডুব সাঁতার...
22/07/2025

বরিশালের বাধ রোড এর হেমায়েতউদ্দিন ডায়াবেটিস ও জেনারেল হাসপাতালে যাওয়ার পথে রোগীদের প্রতিদিন ডুব সাঁতার...

20/07/2025

প্রচণ্ড স্বাস্থ্য ঝুঁকিতে বরিশাল পর্ব ১: মেডিকেল, সিটি করপোরেশন ও ফায়ারসার্ভিস এর কোটি টাকার এ্যাম্বুলেন্স নষ্ট পরে আছে, নেই দক্ষ চালকও

বিশেষ প্রতিবেদক

দীর্ঘদিন অকেজো হয়ে পরে আছে কোটি টাকা মূল্যের এ্যাম্বুলেন্সগুলো। ২০২১ সালে ভারত থেকে উপহার হিসেবে এই এ্যাম্বুলেন্স দেয়া হয়েছিল বরিশাল সিটি করপোরেশন, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল ফায়ার সার্ভিসকে। করোনাকালীন সময়ে কিছুদিন ব্যবহার হওয়ার পর সম্পূর্ণ লাইফ সাপোর্ট সুবিধা বহনকারী বরিশাল সিটি করপোরেশনের অত্যাধুনিক এ্যম্বুলেন্সটি পরে আছে বরফকলে সংলগ্ন গ্রেজে। জানা গেছে, এটি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় লোকবল নেই।
ফায়ার সার্ভিসের এ্যম্বুলেন্সটির কি অবস্থা সে সম্পর্কে কিছু বলতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বলছেন, তথ্য পেতে হলে উর্ধতন কর্মকর্তা বরাবর আগে আবেদন করতে হবে। তবে দু'বছরেরও বেশি সময় ধরে অকেজো রয়েছে এই এ্যাম্বুলেন্স এবং বরিশাল জোনের অধিনে চারটি জেলার ২৯টি ফায়ার সার্ভিসের জন্য এই মুহূর্তে মাত্র তিনটি এ্যাম্বুলেন্স রয়েছে বলে জানালেন সংশ্লিষ্ট একজন কর্মকর্তা।
এদিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য দেয়া ভারতীয় সেই এ্যাম্বুলেন্সটি এখন ব্যবহার হচ্ছে নিরাপত্তা কর্মীদের আবাসন হিসেবে। অত্যাধুনিক যন্ত্রপাতি সব খুলে নেয়া হয়েছে এসব এ্যাম্বুলেন্স থেকে। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে সাতটি সাধারণ এ্যাম্বুলেন্স চলমান রয়েছে বলে জানালেন হাসপাতালের উপ পরিচালক (প্রশাসন) ডাঃ এস এম মনিরুজ্জামান। তিনি বলেন, এ্যাম্বুলেন্স যথেষ্ট রয়েছে। কিন্তু চালকতো নেই। মাত্র তিনজন চালক আমাদের। এছাড়াও এই হাসপাতালের প্রধান সমস্যা দক্ষ লোকবল। দক্ষ লোকবল নিয়োগ না হলে কিছুই করার নেই আমাদের।
প্রায় একইকথা বললেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর। তিনি বলেন, এই হাসপাতালের পা থেকে মাথা পর্যন্ত পরিবর্তন প্রয়োজন। দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত লোকবল নিয়োগ না হলে এই হাসপাতালের কোনোকিছুই ঠিক হবে না। কয়েকজন চিকিৎসক ছাড়া এখানে যারা কাজ করছেন, তারা বেশিরভাগ দায়সারা দায়িত্ব পালন করছেন বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এরই মধ্যে হাসপাতালের পরিচালকের অনুপস্থিতিতে ৪৫ জন আউটসোর্সিং কর্মী নিয়োগ হয়েছে, যাদের কোনো অভিজ্ঞতা নেই বলে জানা গেছে।

বসিক প্রশাসক এর দৃষ্টি আকর্ষণ: শুধু সড়ক নয় ড্রেনেজ ব্যবস্থাও প্রয়োজন জরাজীর্ণ এই সড়ক বরিশাল সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড...
19/07/2025

বসিক প্রশাসক এর দৃষ্টি আকর্ষণ: শুধু সড়ক নয় ড্রেনেজ ব্যবস্থাও প্রয়োজন

জরাজীর্ণ এই সড়ক বরিশাল সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড খান সড়কের ভিতরে...। এখানে সৈয়দ মঞ্জিল থেকে চম্পা ভিলা এবং খান সড়ক থেকে দরগাবাড়ি সংযোগ সড়কের ছবি তুলে ধরা হয়েছে। শুধু সড়কই নয়, এখানকার প্রতিটি বাড়ির ড্রেনেজ ব্যবস্থা নিজস্ব পদ্ধতিতে সরাসরি পিছনের সাগরদি খালের সাথে সম্পৃক্ত।
বরিশালের বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক রায়হান কাওছার বলেছেন, এরকম সড়ক এবং সংলগ্ন খালগুলো সংস্কার করা তার প্রথম কাজ। তাই আশাকরি, তিনি এই সড়ক এবং এই অংশের সাগরদি খালের সাথে ড্রেনেজ ব্যবস্থা সংস্কারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন প্লিজ।

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক বরিশাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category