Darul Abrar Model Kamil Madrasah, Barishal

  • Home
  • Darul Abrar Model Kamil Madrasah, Barishal

Darul Abrar Model Kamil Madrasah, Barishal "ধর্মীয় ও পার্থিব জ্ঞানে সমৃদ্ধ আদর্শ মানুষ গড়ার একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান।"

আলহামদুলিল্লাহ, দারুল আবরার মডেল কামিল মাদরাসায় আজ সাফল্যের সঙ্গে আমাদের সবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্...
03/01/2026

আলহামদুলিল্লাহ,
দারুল আবরার মডেল কামিল মাদরাসায়
আজ সাফল্যের সঙ্গে আমাদের সবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল,
হযরত মাওলানা মুফতী হাসান বিন হাবিব (হাফি.)
আরো উপস্থিত ছিলেন সকল শিক্ষকবৃন্দ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন,
হযরত মাওলানা আবু হানিফ নেছারী
(মুহতারাম আমতলী হুজুর)

মহান আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করুন। আমিন🥀
#সবক #অনুষ্ঠান

আলহামদুলিল্লাহ!  আজ সকাল ১০ ঘটিকায় মাদরাসায় নতুন বছরের নতুন বই বিতরণী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।📌উপস্থিত ছিলেন অত্...
01/01/2026

আলহামদুলিল্লাহ! আজ সকাল ১০ ঘটিকায় মাদরাসায় নতুন বছরের নতুন বই বিতরণী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

📌উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ,
হযরত মাওলানা মুফতী হাসান বিন হাবিব দা. বা.

আরো উপস্থিত ছিলেন ,
অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ।

নতুন বইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা জীবন আরও আলোকিত হোক—এই দোয়া।🥀
#আবরার

✍️ সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন🧡🥀
31/12/2025

✍️ সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন🧡🥀

❤️❤️🥀
28/12/2025

❤️❤️🥀

24/12/2025

✨ আপনার সন্তান কি কুরআনের হাফেজ? হিফজ পরবর্তী শিক্ষাজীবনের সঠিক গাইডলাইন ও ভিত্তি নিয়ে চিন্তিত? ✨

দুশ্চিন্তার কিছু নেই! ✋ হিফজ সম্পন্ন করার পর অনেক ছাত্রের বয়স নবম শ্রেণির হলেও একাডেমিক পড়াশোনার দীর্ঘ বিরতির কারণে তাদের ভিত্তি বা বেসিক দুর্বল থাকতে পারে। এই বয়সে ছোটদের সাথে ক্লাসে বসা যেমন অস্বস্তিকর, তেমনি সরাসরি বড় ক্লাসে মানিয়ে নেওয়াও বেশ চ্যালেঞ্জিং। 😓

এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবচেয়ে বিজ্ঞানসম্মত ও কার্যকরী সমাধান নিয়ে এলো দারুল আবরার মডেল কামিল মাদরাসা! 🏛️

আমাদের বিশেষ ‘তাহিলি জামাত’-এ ভর্তির সুযোগ নিন। এখানে আমরা যা দিচ্ছি: ✅ মাত্র ১ বছরেই প্রস্তুতি: বিশেষ শিট ও আধুনিক পাঠদান পদ্ধতির মাধ্যমে ১ বছরেই ছাত্রকে নবম শ্রেণিতে পড়ার পূর্ণ উপযোগী করে গড়ে তোলা হয়। ✅ মজবুত ভিত্তি গঠন: নাহু-সরফ, গণিত, ইংরেজি ও বিজ্ঞানে বেসিক এমনভাবে তৈরি করা হয় যাতে তারা আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যায়। ✅ দ্রুত সিলেবাস সম্পন্ন: আমাদের নিবিড় তত্ত্বাবধানে মাত্র ৩ বছরেই ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির সিলেবাস শেষ করা হয়!

🏆 আমাদের সাফল্য কথা বলে: দাখিল পরীক্ষা ২০২৫-এ আমাদের ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ জনই জিপিএ-৫! (শতভাগ পাস)। সবচেয়ে গৌরবের বিষয় হলো—গোটা বরিশাল জেলায় ট্যালেন্টপুল ছিল মাত্র ৩টি, আর সেই ৩টিই অর্জন করেছে দারুল আবরারের অদম্য মেধাবীরা! 🥇🥇🥇 এ এক অবিশ্বাস্য অর্জন! 🔥

📅 ক্লাস শুরু: ৫ই জানুয়ারি। আসন সংখ্যা সীমিত, তাই আজই যোগাযোগ করুন।

📍 ঠিকানা: রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন, মাহবুব মোল্লা বাড়ি, বরিশাল।

📞 মোবাইল: 01778-621546

23/12/2025

🏆 বরিশাল বিভাগে একাধিকবার প্রথম স্থান অর্জনকারী ‘দারুল আবরার’ এ ভর্তি চলছে! 🏆

আপনার সন্তানকে কি শুধুই পুঁথিগত বিদ্যা দেবেন, নাকি ইহকাল ও পরকালের সফল মানুষ হিসেবে গড়বেন? 🕌💻

আমরা গড়ে তুলেছি শিক্ষার এক পূর্ণাঙ্গ ইকো-সিস্টেম। যেখানে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞান চর্চায় (স্মার্ট সিটি) আমাদের ছাত্ররা অনন্য।

✨ আমাদের অর্জন ও বৈশিষ্ট্য: ✅ দাখিল ২০২৫-এ শতভাগ সাফল্য ও জেলায় ৩টি ট্যালেন্টপুল বৃত্তির ৩টিই আমাদের অর্জন! ✅ নুরানি (ইংরেজি ভার্সন), হিফজ, আলিয়া, জামেয়া ও স্বতন্ত্র মহিলা মাদ্রাসা। ✅ রাজনীতিমুক্ত, সিসি ক্যামেরা ও অ্যাপ ট্র্যাকিং সুবিধাযুক্ত নিরাপদ ক্যাম্পাস। ✅ ছাত্রদের জন্য ল্যাঙ্গুয়েজ ক্লাব, স্পোকেন ইংলিশ ও উন্নত আবাসন ব্যবস্থা।

আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই চলে আসুন ‘মডেল’ হিসেবে স্বীকৃত এই আঙ্গিনায়। সীমিত আসনে ভর্তি চলছে!

ঠিকানা: রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন, মাহবুব মোল্লা বাড়ি, বরিশাল। 📞 মোবাইল: 01718-621546

19/12/2025

✍️ "তুমি বেচে থাকো জুগ থেকে জুগ এবং কাল থেকে কাল সকলের রিদয়ে"
#উসমান #হাদী

👉 বিদেশি আধিপত্যবাদ প্রতিহত, স্বদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, সময়ের সাহসী সৈনিক, তারুণ্যের আইকন ওসমান হাদী'র মৃত্...
19/12/2025

👉 বিদেশি আধিপত্যবাদ প্রতিহত, স্বদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, সময়ের সাহসী সৈনিক, তারুণ্যের আইকন ওসমান হাদী'র মৃত্যুতে আমরা দারুল আবরার মডেল কামিল মাদরাসার পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতে শহীদের মর্যাদা দান করুন!
আজ বাদ এশা তার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও কেয়াম অনুষ্ঠিত হয় 🍀

✨ আপনার সন্তান কি কুরআনের হাফেজ? হিফজ পরবর্তী শিক্ষাজীবনের সঠিক গাইডলাইন ও ভিত্তি নিয়ে চিন্তিত? ✨দুশ্চিন্তার কিছু নেই! ✋...
15/12/2025

✨ আপনার সন্তান কি কুরআনের হাফেজ? হিফজ পরবর্তী শিক্ষাজীবনের সঠিক গাইডলাইন ও ভিত্তি নিয়ে চিন্তিত? ✨

দুশ্চিন্তার কিছু নেই! ✋ হিফজ সম্পন্ন করার পর অনেক ছাত্রের বয়স নবম শ্রেণির হলেও একাডেমিক পড়াশোনার দীর্ঘ বিরতির কারণে তাদের ভিত্তি বা বেসিক দুর্বল থাকতে পারে। এই বয়সে ছোটদের সাথে ক্লাসে বসা যেমন অস্বস্তিকর, তেমনি সরাসরি বড় ক্লাসে মানিয়ে নেওয়াও বেশ চ্যালেঞ্জিং। 😓

এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবচেয়ে বিজ্ঞানসম্মত ও কার্যকরী সমাধান নিয়ে এলো দারুল আবরার মডেল কামিল মাদরাসা! 🏛️

আমাদের বিশেষ ‘তাহিলি জামাত’-এ ভর্তির সুযোগ নিন। এখানে আমরা যা দিচ্ছি: ✅ মাত্র ১ বছরেই প্রস্তুতি: বিশেষ শিট ও আধুনিক পাঠদান পদ্ধতির মাধ্যমে ১ বছরেই ছাত্রকে নবম শ্রেণিতে পড়ার পূর্ণ উপযোগী করে গড়ে তোলা হয়। ✅ মজবুত ভিত্তি গঠন: নাহু-সরফ, গণিত, ইংরেজি ও বিজ্ঞানে বেসিক এমনভাবে তৈরি করা হয় যাতে তারা আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যায়। ✅ দ্রুত সিলেবাস সম্পন্ন: আমাদের নিবিড় তত্ত্বাবধানে মাত্র ৩ বছরেই ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির সিলেবাস শেষ করা হয়!

🏆 আমাদের সাফল্য কথা বলে: দাখিল পরীক্ষা ২০২৫-এ আমাদের ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ জনই জিপিএ-৫! (শতভাগ পাস)। সবচেয়ে গৌরবের বিষয় হলো—গোটা বরিশাল জেলায় ট্যালেন্টপুল ছিল মাত্র ৩টি, আর সেই ৩টিই অর্জন করেছে দারুল আবরারের অদম্য মেধাবীরা! 🥇🥇🥇 এ এক অবিশ্বাস্য অর্জন! 🔥

📅 ক্লাস শুরু: ৫ই জানুয়ারি। আসন সংখ্যা সীমিত, তাই আজই যোগাযোগ করুন।

📍 ঠিকানা: রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন, মাহবুব মোল্লা বাড়ি, বরিশাল।

📞 মোবাইল: 01718-621546
#মাদরাসা #প্রচারনা #ভর্তী

11/12/2025

দারুল আবরার—একটি বিশাল স্বপ্ন, দীর্ঘ প্রত্যাশা আর বিপুল সম্ভাবনার নাম। এটি হৃদয় মাঝে লালিত সুদীর্ঘ স্বপ্নের সফল বাস্তবায়ন। জরাজীর্ণ আলিয়া শিক্ষা ব্যবস্থার মাঝে যেন একটি ফুলের প্রস্ফুটন। ইলমে নববীর এক মধুময় প্রস্রবণ। ধর্মীয় ও পার্থিব জ্ঞানে সমৃদ্ধ একদল যোগ্য, দক্ষ ও আদর্শ মানুষ তৈরির মহৎ লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় দারুল আবরার মডেল কামিল মাদ্রাসা, বরিশাল। যা কেবল একটি গতানুগতিক প্রতিষ্ঠান নয়, বরং এটি বহু প্রতিষ্ঠানের আলোকবর্তিকা বা ‘পাঞ্জেরি’।
এই আলোকিত প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা ছিলেন মুফতী মুহাম্মাদ রফিকুল ইসলাম (রহ.)। যিনি শুধু প্রতিষ্ঠাতা নন, ছিলেন এই মাদ্রাসার রুহ, প্রাণ এবং দিকনির্দেশক। মাদ্রাসার প্রতিটি ইট-পাথরে তাঁর ইখলাস, পরিশ্রম ও দূরদৃষ্টির ছাপ আজও স্পষ্ট। ‘দারুল আবরার’ নামটি ছিল তাঁর আত্মিক চিন্তা থেকে উৎসারিত, যার অর্থ— ‘আবরার বা নেককারদের ঘর’। সত্যিকারের নেককার মানুষ গঠনের এক অসামান্য চেষ্টার নাম ছিল এই প্রতিষ্ঠান। রূপাতলীর ছায়া ঘেরা এক পুণ্যভূমি। বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশে, মোল্লাবাড়ী কমপ্লেক্সের মাঝে অবস্থিত এক নীরব-নিঃশব্দ সাধনার আশ্রম। এক দীপ্তিময় দ্বীনি শিক্ষা কেন্দ্র—দারুল আবরার মডেল কামিল মাদ্রাসা। যেখানে প্রতিদিন ভোরে আজানের ধ্বনির সঙ্গে জেগে ওঠে এক প্রদীপ। জেগে ওঠে কুরআনের তরঙ্গ, হাদীসের গুঞ্জন আর আরবি সাহিত্যের সৌরভ।
২০২০ সাল। হঠাৎ-ই সব কিছু স্তব্ধ হয়ে গেলো। প্রাণের মানুষ, স্বপ্নের স্থপতি মুফতী রফিকুল ইসলাম (রহ.) ইন্তিকাল করলেন—ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চোখে জল, বুকে বেদনা নিয়ে দাঁড়িয়ে ছিল পুরো দারুল আবরার পরিবার। এরপরই এলো করোনার মহাবিপর্যয়। তখন অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, থেমে যায় অনেক স্বপ্ন। ঠিক সেই সময়ে, কঠিন পরিস্থিতিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে, অদম্য সাহস নিয়ে শোককে শক্তিতে রূপান্তর করে দারুল আবরারের হাল ধরেন তরুণ সিপাহসালার—মুফতি হাসান বিন হাবীব।
তিনি একাধারে শিক্ষক, অভিভাবক এবং রাহবার। তিনি মাদ্রাসার সেই সুনসান আঙ্গিনায় আবার আলো জ্বালান। তিনি বলেন, “চ্যালেঞ্জ যদি আসে, আমরা মাথা নত করব না; বরং ছিন্ন-ভঙ্গুর অবস্থাতেই নতুন করে পথ চলব, ইনশাআল্লাহ।”
তাঁর দীপ্ত ঘোষণা ছিল— “এই প্রতিষ্ঠান শুধু টিকবে না, বরং এটি হবে এ যুগের শ্রেষ্ঠ দ্বীনি দুর্গ।”
আজ সেই সংগ্রামের ফসল দেখছে দেশ। আমাদের ছাত্রদের তৈরি ‘স্মার্ট সিটি’ দেখে বরিশাল রেঞ্জের ডিআইজি মহোদয় যখন বিজ্ঞানের জয়গান গান, তখন ভেঙে যায় মাদ্রাসার গতানুগতিক ধারণা। আর এই অগ্রযাত্রায় সিলমোহর দিয়েছেন খোদ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান। প্রতিষ্ঠানটি পরিদর্শন করে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন—
“মাদ্রাসাটি এই অঞ্চলের দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। শিক্ষার্থীদের পারফরম্যান্স দেখে আমি মুগ্ধ ও আপ্লুত। ইলম ও আমলের সঠিক বিস্তার আর ঈর্ষণীয় সাফল্য—প্রতিষ্ঠানটিকে একটি ‘মডেল’ হিসেবে চিহ্নিত করেছে।”
‘মডেল’ হওয়ার এই স্বীকৃতি কেবল কথায় নয়, আমরা প্রমাণ করেছি পরিসংখ্যানে। দাখিল পরীক্ষা ২০২৫। বত্রিশ জন পরীক্ষার্থী। তেইশ জন জিপিএ ফাইভ। শতভাগ সাফল্য। কিন্তু বিস্ময় সেখানে নয়, বিস্ময় হলো—গোটা বরিশাল জেলায় ট্যালেন্টপুল বৃত্তি ছিল মাত্র তিনটি। আর সেই তিনটিই ছিনিয়ে এনেছে দারুল আবরারের অদম্য মেধাবীরা। এ এক অবিশ্বাস্য আধিপত্য!
তারা বরিশাল বিভাগে দুইবার ‘বিভাগসেরা’ হওয়ার গৌরব অর্জন করেছে, যা আলিয়া শিক্ষা ব্যবস্থায় এক ব্যতিক্রমী সাফল্য। এসবই প্রমাণ করে—দারুল আবরার কোনো সীমাবদ্ধ প্রতিষ্ঠানের নাম নয়, এটি একটি বিশ্বদর্শী স্বপ্নের বাস্তব প্রতিচ্ছবি।
দারুল আবরার কোনো একপাক্ষিক শিক্ষা কেন্দ্র নয়। আমরা তৈরি করেছি শিক্ষার এক পূর্ণাঙ্গ ইকো-সিস্টেম।
যেখানে সোনামণিদের জন্য রয়েছে আরবি ও ইংরেজি ভার্সনে ‘নুরানি কিন্ডারগার্টেন’।
হিফজ ছাত্রদের জন্য রয়েছে আন্তর্জাতিক মানের ‘হিফজুল কুরআন বিভাগ’।
ধর্মীয় ও পার্থিব জ্ঞানের সমন্বয়ে চতুর্থ শ্রেণি থেকে কামিল পর্যন্ত রয়েছে ‘আলিয়া বিভাগ’।
মুহাক্কিক আলেম গড়ার জন্যে রয়েছে ‘জামেয়া বিভাগ’—যেখানে মাত্র ছয় বছরে দাওরায়ে হাদিস কোর্স ও ইফতা বিভাগ সম্পন্ন করা হয়।
নারীদের জন্য সম্পূর্ণ স্বতন্ত্র ও নিরাপদ ‘আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা’।
আর হাফেজদের জন্য আমাদের মাস্টারস্ট্রোক— ‘জামাতে তাহেলী’। যা একজন হাফেজকে মাত্র এক বছরেই জেনারেল শিক্ষার মূল স্রোতে মিশিয়ে দেয়।
এ যেন ছোট আকারে দ্বীনের পূর্ণ এক জামেয়া—যেখানে তৈরি হয় গবেষক, মুফতী, দাঈ, সাহিত্যিক ও আলোকিত মানুষ।
দারুল আবরার শুধু একটি মাদ্রাসা নয়—এটি একটি আন্দোলন, একটি শিক্ষা বিপ্লব, একটি দীপ্ত স্বপ্ন।
এখানে রয়েছে সুন্নাতে নববীর পূর্ণ অনুসরণ,
দলীয় রাজনীতি ও সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন,
সার্বক্ষণিক সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ এবং অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে নিজস্ব ওয়েব ও অ্যাপ্লিকেশনের ব্যবস্থা। যার মাধ্যমে গার্ডিয়ানরা তার সন্তানের দৈনিক উপস্থিতি এবং কার্যক্রম সম্পর্কে জানতে পারেন।
রয়েছে উন্নতমানের আবাসন ব্যবস্থা এবং আবাসিক ছাত্রদের জন্য উন্নত খাবার ও টিফিনের ব্যবস্থা।
ছাত্রদের মেধা বিকাশে রয়েছে ল্যাঙ্গুয়েজ ক্লাব, বেসিক গ্রামার কোর্স, ইংলিশ ও অ্যারাবিক স্পোকেন কোর্স এবং সংগীত প্রশিক্ষণ। এছাড়াও রয়েছে ছাত্রদের সার্বক্ষণিক আমলি তদারকি।
ফজর থেকে রাত দশটা—আবাসিক তত্ত্বাবধানে এখানে নিপুণ কারিগরের মতো গড়ে তোলা হয় একেকটি স্বপ্ন।
আপনার সন্তান—আগামীর নক্ষত্র। তাকে কি কেবল পুথিগত বিদ্যায় বড় করবেন, নাকি ইহকাল ও পরকালের যোগ্য ইমাম হিসেবে গড়ে তুলবেন? সিদ্ধান্ত আপনার। কিন্তু সুযোগ বারবার আসে না। সীমিত আসনে ভর্তি চলছে।
চলে আসুন আমাদের ক্যাম্পাসে।
দারুল আবরার মডেল কামিল মাদ্রাসা, রূপাতলী, বরিশাল।
ধর্মীয় ও পার্থিব জ্ঞানে সমৃদ্ধ—আদর্শ মানুষ গড়ার এক অনন্য ঠিকানা।

Address

রুপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন মাহবুব মোল্লা বাড়ি

8207

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Telephone

+8801718621546

Alerts

Be the first to know and let us send you an email when Darul Abrar Model Kamil Madrasah, Barishal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share