15/08/2025
" শত বছরের শত সংগ্রাম শেষে,
রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
অত:পর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন৷
তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল,
হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার
সকল দুয়ার খোলা৷ কে রোধে তাঁহার বজ্রকন্ঠ বাণী?
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর-কবিতাখানি:
(৭ তারিখ এর কবিতা)
সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের৷ "
- নির্মলেন্দু গুণ
একজন মানুষের চিন্তা ভাবনা কতটা উঁচুতে না গেলে, এত সুন্দর একটা কবিতা লিখতে পারি...