10/10/2025
বরুড়ায় ওরাই আপনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
স্টাফ রিপোর্টার, বরুড়া.
একটি ডালে অনেক ফুল এই প্রতিপাদ্যকে সামনে রেখে এগিয়ে চলা ওরাই আপনজন সামাজিক সংগঠনের ৫ম এর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। ১০ই অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ ইলিয়াস আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আবদুল হক। সংগঠনের সাধারণ সম্পাদক বিসিআইসির সাবেক জিএম মোঃ ফারুকুল ইসলামের সঞ্চালনায় বাজারের সৌন্দর্যবর্ধনে অবদান রাখায় বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং, বরুড়া সহকারী কমিশনার (ভুমি) আহসান হাফিজ, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক।
এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকাস্থ বরুড়া বরুড়া জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুস সামাদ , সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট রাজনৈতিক নেতা সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, বরুড়া উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার, বরুড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান (নারী) শাহিনা মমতাজ, বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, চৌয়ারা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শফিকুল আমিন পাটোয়ারী, বোয়ালীয়া বাতেনীয়া ফাজিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউনুস ওয়াজেদী, রাজামারা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম হোসাইনী, আগানগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাকাওয়াত হোসেন, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন আহমেদ, বিদ্যালয়ের সাবেক শিক্ষক আখতারুজ্জামান ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ হোসেন মজুমদার, বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সাধারণ সম্পাদক ও বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, এবি ব্যাংকের কর্মকর্তা সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করেন মুক্তি কামী জনতার সংবাদপত্র দৈনিক মুক্তির লড়াই।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ সোহেল খন্দকার। ওরাই আপনজন সামাজিক সংগঠনের সহ সভাপতি জামাল হোসেন, আবদুস সালাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন তুহিন, সহ সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান দিদার, দপ্তর সম্পাদক মোঃ মহিন উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মাসুম ভুইয়া মাসুদ, ত্রান ও পুনর্বাসন সম্পাদক বোরহান উদ্দিন, মোতালেব হোসেন মজুমদার, আনোয়ার হোসেন, তানিয়া আক্তার, মিনার হোসেন, সহ সংগঠনের সদস্য, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিন বরুড়া বাজারের সৌন্দর্যবর্ধনে অবদান রাখায় বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং, বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি আহসান হাফিজ, বরুড়া বাজার কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদ, ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়াও ক্যান্সারে আক্রান্ত হাবিবুর রহমান কে ৫৫ হাজার টাকা, চিতড্ডা ইউনিয়নের দুইজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়।