
03/10/2025
সমাজ বদলানোর কথা আমরা সবাই বলি, কিন্তু সত্যিটা খুব সরল—
🔹 অন্যায় দেখে চুপ থাকা মানে অপরাধীকে শক্তি দেওয়া।
🔹 দুর্নীতি গালি দিই, আবার সুযোগ পেলেই নিজেই করি—এই দ্বিচারিতাই সবচেয়ে বড় সমস্যা।
🔹 শিক্ষা শুধু ডিগ্রি নয়, আচরণ আর দৃষ্টিভঙ্গি বদলানোর শক্তি।
🔹 পরিবার বা রাষ্ট্র বদলাতে চাইলে আগে নিজেকে বদলাতে হবে।
🔹 একজন সৎ মানুষ হাজার বক্তৃতার চেয়ে বেশি সমাজ বদলে দিতে পারে।
পরিবর্তন শুরু হয় অভিযোগ দিয়ে নয়—নিজের ভিতর থেকে।