
19/08/2025
মানুষের জীবন এক চলমান শিক্ষা ✨
কখনো জীবনের অভিজ্ঞতা আমাদেরকে দেয় লেকচারের ভূমিকা,
কখনো আবার অন্ধকারে জ্বলে ওঠে আশার আলো,
আবার কখনো অতীতের ভুলগুলো হয়ে ওঠে ভবিষ্যতের শিক্ষা।
👉 তাই প্রতিটি মুহূর্তকে মূল্য দিন, কারণ জীবন নিজেই হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষক।
#আশারআলো #অভিজ্ঞতা #