অলিতলা লতিফীয়া দরবার শরীফ,বরুড়া,কুমিল্লা।

  • Home
  • Bangladesh
  • Barura
  • অলিতলা লতিফীয়া দরবার শরীফ,বরুড়া,কুমিল্লা।

অলিতলা লতিফীয়া দরবার শরীফ,বরুড়া,কুমিল্লা। অলিতলা,খোশবাস,বরুড়া,কুমিল্লা।

আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
03/08/2025

আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

মক্কাতে একটুকরো অলিতলা
01/08/2025

মক্কাতে একটুকরো অলিতলা

31/07/2025

উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক সাহেবের মা জননী ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা ওনার মাকে জান্নাতুল ফিরদৌসের উঁচু মকাম দান করুন। আমিন।

ঐতিহ্যবাহি অলিতলা লতিফিয়া দরবার শরিফ এর অন্যতম খাদেম এবং বরুড়া সুন্নীয়া কামিল মাদরাসার সম্মানিত মুহাদ্দিস হযরতুল আল্লাম...
28/07/2025

ঐতিহ্যবাহি অলিতলা লতিফিয়া দরবার শরিফ এর অন্যতম খাদেম এবং বরুড়া সুন্নীয়া কামিল মাদরাসার সম্মানিত মুহাদ্দিস হযরতুল আল্লামা মুফতি মুহাম্মদ মাসুম বিল্লাহ হানাফী আল ক্বাদেরী (মাঃজিঃআঃ) হুজুরের আব্বা, দরবার শরীফের প্রবীণ মুরিদ জনাব মুহাম্মদ শহিদুল ইসলাম সাহেব ভীষণ অসুস্থ্য, কুমিল্লা টাওয়ার হসপিটালে ভর্তি।

সকলে দোয়া করবেন মহান আল্লাহ তায়ালা যেন তাঁর প্রিয় হাবিব ﷺ এবং হুজুর আব্দুল লতিফ আল ক্বাদেরী (রহঃ) এর উছিলায় দ্রুত সুস্থ করে দেন।

ঐতিহ্যবাহি অলিতলা লতিফিয়া দরবার শরিফ এর অন্যতম খাদেম এবং হুজুর ক্বেবলার দীর্ঘদিনের সফর সঙ্গী, মাওলানা মুহাম্মদ আব্দুর র...
25/07/2025

ঐতিহ্যবাহি অলিতলা লতিফিয়া দরবার শরিফ এর অন্যতম খাদেম এবং হুজুর ক্বেবলার দীর্ঘদিনের সফর সঙ্গী, মাওলানা মুহাম্মদ আব্দুর রশিদ সাহেব হুজুর স্টোক করেছেন।

মহান আল্লাহ তায়ালা যেন তাঁর প্রিয় হাবিব ﷺ এবং হুজুর আব্দুল লতিফ আল ক্বাদেরী (রহঃ) এর উছিলায় দ্রুত সুস্থ করে দেন।

মদিনা ওয়ালার মেহমান হয়ে অলিতলা দরবার শরীফ থেকে রওনা হয়েছেন ,দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা,, মহান আল্লাহ তায়ালা ...
23/07/2025

মদিনা ওয়ালার মেহমান হয়ে অলিতলা দরবার শরীফ থেকে রওনা হয়েছেন ,দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা,, মহান আল্লাহ তায়ালা তিনার এই যাত্রাটাকে কবুল আমিন..🤲❤️

উত্তরার মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় শহীদদের প্রতি অলিতলা লতিফিয়া দরবার শরিফ  -এর শোক প্রকাশ আল্লাহ শোকসন্তপ্ত পরিব...
21/07/2025

উত্তরার মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় শহীদদের প্রতি অলিতলা লতিফিয়া দরবার শরিফ -এর শোক প্রকাশ আল্লাহ শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ও শহীদদের জান্নাত দান করুন। আমিন।

07/07/2025

হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। নাত পরিবেশে করেন আমার প্রান প্রিয় মুর্শিদ কেবলা কাজী গোলাম মহিউদ্দিন লতিফী আলক্বাদেরী বরুড়া কুমিল্লা।

ইসলাম ধর্ম অনুসারীদের জন্য অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় একটি দিন ১০ মহররম। বিশ্বের ইতিহাসে এই দিনটিতে অসংখ্য ঘটনা সংঘটিত হ...
05/07/2025

ইসলাম ধর্ম অনুসারীদের জন্য অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় একটি দিন ১০ মহররম। বিশ্বের ইতিহাসে এই দিনটিতে অসংখ্য ঘটনা সংঘটিত হয়। তাই এই দিনটির মহিমা অসীম। এক বিয়োগান্তক বিষাদময় ঘটনার স্মৃতি বিজড়িত এদিন-যা পবিত্র আশুরা হিসেবে পালন করা হয়। অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হযরত মুহম্মদ (সাঃ) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রাঃ) এ দিনে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। এই দিন শোক, শ্রদ্ধা ও আত্মত্যাগের দিন। জাগতিক অন্যায় ও দুর্নীতির প্রতিবাদ এবং ইমাম হোসেন (রা:) এঁর আত্মত্যাগ বাংলাদেশসহ সারা দুনিয়ার মুসলমান ও বিশ্ববাসীর জন্য এক মহিমামন্ডিত অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে। ইমাম হোসেনের কষ্ট ও শাহাদাত এবং ইসলাম বাঁচিয়ে রাখার জন্য তিনি যে আত্মত্যাগ করেছিলেন তা দুনিয়াতে এক বিশাল প্রেরণার উৎসস্থল হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে সৃষ্টিকর্তা কেন্দ্রিক ন্যায়বিচার, তাকওয়া, ত্যাগ ও মানবিক মর্যাদার মর্মবাণী প্রকাশিত হয়।

হয়রত হোসেন (রা:) এর শাহাদাত অন্যায়, অত্যাচার ও নিপীড়ণের বিরুদ্ধে এক নজীরবিহীন আদর্শিক সংগ্রামের উদাহরণ। ক্ষমতার প্রতি নিবিড় নিবিষ্ট মোহে আচ্ছন্ন থেকে যারা ইনসাফ ও মানবতাকে ভুলুন্ঠিত করেছিল তাদের বিরুদ্ধেই ইমাম বাহিনী যুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করেছিল। কারবালায় ইমাম বাহিনীর শাহাদাত বরণ সর্বকালে দেশে দেশে অত্যাচারির কবল থেকে মুক্ত হতে নিপীড়িত মজলুম মানুষকে উদ্দীপ্ত করে আসছে।

আমি শহীদ হযরত ইমাম হোসেন (রাঃ), তাঁর শহীদ পরিবার ও সঙ্গীদের শাহাদাতের স্মরণে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই, তাঁদের রুহের মাগফিরাত কামনা করি

03/07/2025

আল্লামা কুতুবউদ্দীন বখতিয়ার কাকী ওফাতের আগে তার সন্তান ও খলিফাদের ওসিয়ত করলেন যে,
আমার মৃত্যুর পর যাকে-তাকে দিয়ে আমার জানাযা পড়াবে না।
আমার জানাযা যে ব্যক্তি পড়াবে; তার মধ্যে ৪টি গুণ থাকতে হবে।
যদি এ ৪টি গুণ কোনো ব্যক্তির জীবনে পাওয়া না যায়; তবে বিনা জানাযায় আমার লাশ দাফন করবে।
খাজা কুতুবউদ্দীন বখতিয়ার কাকী রাহমাতুল্লাহি আলাইহির শর্তগুলো হলো-

>> যে ব্যক্তি জীবনে কোনো দিন তাকবিরে উলা ব্যতিত নামাজ পড়েনি; এমন ব্যক্তি।

>> যার জীবনে একদিনও তাহাজ্জুদ কাজা হয়নি; এমন ব্যক্তি।

>> যে ব্যক্তি তার চোখের দ্বারা পরনারী দেখে কখনো গোনাহের কল্পনা করেনি; এবং

>> যে ব্যক্তি জীবনে কোনো দিন আছরের সুন্নাতও কাজা করেনি।

খাজা কুতুব উদ্দীন বখতিয়ার কাকী ওফাত করলেন। ওফাতের পর তাঁকে জানাযার জন্য প্রস্তুত করে মাঠে নেয়া হলো।
সেখানে উল্লেখিত ৪টি শর্ত উল্লেখ করে ঘোষণা করা হলো- যিনি বা যারা এ গুণগুলোর অধিকারী; তিনি খাজা কুতুবউদ্দীন বখতিয়ার কাকীর জানাযা পড়ানোর জন্য সামনে আসুন।

মাঠ ভর্তি মানুষ।
কোনো সাড়া শব্দ নেই।
এতো অনেক বড় গুণের কথা।
এ গুণ অর্জন করা সহজ ব্যাপার নয়।
সারা মাঠের লোকগুলো মাথা নিচু করে অশ্রু বিসর্জন দিতে লাগলো।
নিজেদেরকে অপরাধী মনে করে নিরবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল।

মাঠ থেকে কোনো প্রতি উত্তর না আসায় খাজা কুতুবউদ্দীন বখতিয়ার কাকী’র ছেলে, খলিফা, ছাত্রসহ শুভাকাঙ্ক্ষীরা বিনা জানায়া তাকে দাফনের সিদ্ধান গ্রহণ করলেন।
সন্তান ও খলিফারা লাশের পাশে দাঁড়িয়ে তাঁকে বিনা জানাযায় দাফন করার জন্য রওয়ানা হবেন। এমন সময়-

সামনের কাতার থেকে একজন লোক কদম বাড়িয়ে দিয়ে বললেন, ‘থামো!’ কফিনে হাত লাগিয়ে বললেন, ‘আমি জানাযা পড়াব।

এ ব্যক্তি আলেম নয়, তবে সাধারণ মানুষও নয়; তিনি হলেন দিল্লির সুলতান শামসুদ্দিন আল-তামাশ রাহমাতুল্লাহি আলাইহি।

দিল্লির সুলতান শামসুদ্দিন আল-তামাশ রাহমাতুল্লাহি আলাইহি, কফিনের সামনে গিয়ে কাফন সরিয়ে খাজা কুতুব উদ্দিন বখতিয়ার কাকীর কপালে চুমু খেয়ে বললেন, ‘ওগো আল্লাহর ওলি! সারা জীবন নিজে আমল করে করে; তোমার আমল গোপন করে তুমি চলে গেলে; আর আজকের এ ময়দানে আমার আমলগুলোকে প্রকাশ করে দিলে।
আমি ভয় করি; আমার আমলগুলো প্রকাশ হয়ে যাওয়ায় না জানি আমি ধ্বংস হয়ে যাই।

27/06/2025

সিজিদায় পড়িয়া নবী মধুর সুরে গজল মুফতি কাজী গোলাম মহিউদ্দীন লতিফী

#অলিতলা_লতিফিয়া_দরবার_শরীফ_2025 #অলিতলা_লতিফিয়া_দরবার_শরীফ_মাহফিল #অলিতলা_লতিফিয়া_দরবার_শরীফ_2025 #মুফতি_কাজি_গোলাম_মহিউদ্দীন_লতিফী #মুফতি_কাজী_গোলাম_মহিউদ্দীন_লতিফী #মুহাম্মদ_গোলাম_মহিউদ্দীন_লতিফী #মুফতি_কাজী_গোলাম_মহিউদ্দীন_লতিফী_ওয়াজ #অলিতলা_লতিফিয়া_দরবার_শরীফ_ #জশনে_জুলুস_চট্টগ্রামে #আলিতলা_পীর_সাহেব_হুজুরের_গজল

হে কুফাবাসী, আমাকে মুসাফির মনে করো না,আমি নিজে থেকে আসিনি বরং আমাকে দাওয়াত করে আনা হয়েছে।আমি যে অতিথি হয়ে অত্যাচারিত হয়ে...
26/06/2025

হে কুফাবাসী, আমাকে মুসাফির মনে করো না,
আমি নিজে থেকে আসিনি বরং আমাকে দাওয়াত করে আনা হয়েছে।
আমি যে অতিথি হয়ে অত্যাচারিত হয়েছি, খোদাই জানে এ কেমন অতিথীয়তা। ইমাম হোসাইন (রাঃ) কারবালার ময়দানে সেই কথা গুলো কতই না কষ্ট দায়ক

Address

Barura

Website

Alerts

Be the first to know and let us send you an email when অলিতলা লতিফীয়া দরবার শরীফ,বরুড়া,কুমিল্লা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অলিতলা লতিফীয়া দরবার শরীফ,বরুড়া,কুমিল্লা।:

Share