The Human Being

The Human Being Welcome to the official page of The Human Being . Stay connected to get all my updates reg. These Is my Public Pan Page,

10/02/2025

চলুন, একটু ইস্তিগফার পাঠ করি..

আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুআল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযিম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকার মিরপুরের থানা কমিটি নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় তি...
11/01/2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকার মিরপুরের থানা কমিটি নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন বলেও জানা গেছে।

হাতুড়ে চিকিৎসায় অন্ডকোষ হারালো ১৪ বছরের ছেলে।রুহান (ছদ্মনাম)চেম্বারে আসলো অণ্ডকোষে ব্যথা নিয়ে।ব্যথা শুরু চারদিন আগে মাঝ ...
11/01/2025

হাতুড়ে চিকিৎসায় অন্ডকোষ হারালো ১৪ বছরের ছেলে।

রুহান (ছদ্মনাম)
চেম্বারে আসলো অণ্ডকোষে ব্যথা নিয়ে।
ব্যথা শুরু চারদিন আগে মাঝ রাতে।
হঠাৎ তীব্র ব্যথা।
মা বাবা বাচ্চাকে নিয়ে হাসপাতালে না এসে বাড়িতে হাতুড়ে ডাক্তার এনে ব্যথার ইঞ্জেকশন দেওয়ালেন।
ব্যথা কমলো।
আবারও ব্যথা শুরু।
এবার মুখে ব্যথার ট্যাবলেট ও পায়ুপথে সাপোজিটরি দেওয়ানো শুরু করলেন।
এভাবে চারদিন পার করে ৫ম দিনে মা ছেলেকে নিয়ে আমার চেম্বারে আসলেন।

ক্লিনিক্যালি ডায়াগনোসিস করলাম Tortion of Te**is
সহজ ভাষায় টেস্টিসের উপরে থাকা স্পার্মাটিক কর্ডে প্যাঁচ খেয়ে টেস্টিসের রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হওয়া।

আমি USG of Sc***um সাজেস্ট করলাম।বুঝিয়ে বললাম কতটা ইমারজেন্সি।
মা টেস্ট না করে বাড়ি চলে গেলেন। কারণ ভদ্রমহিলা আমার কথা না শুনে হাতুড়ে ডাক্তারের কথা মতো আল্ট্রা করেননি।
আমার চেম্বার থেকে বের হয়ে হাতুড়ে ডাক্তারকে কল দিলে সে বলছে,আল্ট্রা করা লাগবে না।
এসব চিকিৎসা সেই হাতুড়ে ডাক্তার নাকি হরহামেশাই করে।
ব্যথা কমানো কোন ব্যপার নাকি।

৬ষ্ট দিনে এবার বাবা আসলেন আমার চেম্বারে ছেলেকে নিয়ে।তিনি আমার কথা শুনলেন

তিনি আল্ট্রাসাউন্ড অফ স্ক্রোটামের রিপোর্ট নিয়ে আসলেন।
রিপোর্টটা পোস্টে যুক্ত করে দিলাম।

No flow in left testicular vessels
- So diagnosis of left testicular torsion নিশ্চিত হয়ে গেলো।

যদি ৬ ঘন্টার মধ্যে আসতো এবং ইমারজেন্সি অপারেশন করে প্যাঁচ খুলে টেস্টিস ফিক্স করা যেতো,তবে ছেলেটার টেস্টিস রক্ষা পেলো।

৬ দিন পর তার আক্রান্ত টেস্টিসকে আর রক্ষা করে গেলো না।অপারেশন করে একটা টেস্টিস কেটে ফেলে দিতে হতো যেহেতু ৬ দিন আক্রান্ত টেস্টিসে রক্ত প্রবাহ বন্ধ ছিলো,এতে টেস্টিস শেষ।

শুধু হাতুড়ে ডাক্তারের দোষ দিয়ে কি হবে?
সেসব মা বাবা এত অসচেতন, এতটা বুদ্ধু তারা এমন ভুল ও অপচিকিৎসা নিয়ে মা বাবা হয়েও নিজের সন্তানের ক্ষতি করে ফেলেন।

এদেশের মানুষ চিকিৎসার ব্যাপারে কবে সচেতন হবে?

চিকিৎসকদের গালি দেওয়া সহজ।
কিন্তু হাতুড়ে চিকিৎসা থেকে মানুষ তাদের বিরত রাখতে পারা কঠিন তাইনা?

ব্যথা হলে ব্যথার ইঞ্জেকশন দিলে,ব্যথার ট্যাবলেট খেলে ব্যথা কমবে কিন্তু ব্যথার কারণ খুঁজে ডায়াগনোসিস করে যথাযথ চিকিৎসা নেওয়ার মতো সচেতনতা কবে হবে আমাদের দেশের মানুষের?

- ডা.জুবায়ের

11/01/2025
রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিআরএইচ) ১৯ দিন ধরে রেডিওথেরাপির ছয়টি মেশিনই বিকল হ...
11/01/2025

রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিআরএইচ) ১৯ দিন ধরে রেডিওথেরাপির ছয়টি মেশিনই বিকল হয়ে আছে। এতে প্রতিদিন ২০০ জনের বেশি ক্যানসার রোগীর চিকিৎসা ব্যাহত হচ্ছে।

এই প্রথম কারো ঘরে আগুন লাগতে দেখে শান্তি পেলাম।🤗
11/01/2025

এই প্রথম কারো ঘরে আগুন লাগতে দেখে শান্তি পেলাম।🤗

ধন্যবাদ আপা মেজর ডালিমের লাইভটি দেখার জন্য!😵😵
05/01/2025

ধন্যবাদ আপা মেজর ডালিমের লাইভটি দেখার জন্য!😵😵

🎙️Major Dalim
05/01/2025

🎙️Major Dalim

28/12/2024
28/12/2024

Address

Barura

Telephone

+966555810573

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Human Being posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Human Being:

Share