11/01/2025
হাতুড়ে চিকিৎসায় অন্ডকোষ হারালো ১৪ বছরের ছেলে।
রুহান (ছদ্মনাম)
চেম্বারে আসলো অণ্ডকোষে ব্যথা নিয়ে।
ব্যথা শুরু চারদিন আগে মাঝ রাতে।
হঠাৎ তীব্র ব্যথা।
মা বাবা বাচ্চাকে নিয়ে হাসপাতালে না এসে বাড়িতে হাতুড়ে ডাক্তার এনে ব্যথার ইঞ্জেকশন দেওয়ালেন।
ব্যথা কমলো।
আবারও ব্যথা শুরু।
এবার মুখে ব্যথার ট্যাবলেট ও পায়ুপথে সাপোজিটরি দেওয়ানো শুরু করলেন।
এভাবে চারদিন পার করে ৫ম দিনে মা ছেলেকে নিয়ে আমার চেম্বারে আসলেন।
ক্লিনিক্যালি ডায়াগনোসিস করলাম Tortion of Te**is
সহজ ভাষায় টেস্টিসের উপরে থাকা স্পার্মাটিক কর্ডে প্যাঁচ খেয়ে টেস্টিসের রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হওয়া।
আমি USG of Sc***um সাজেস্ট করলাম।বুঝিয়ে বললাম কতটা ইমারজেন্সি।
মা টেস্ট না করে বাড়ি চলে গেলেন। কারণ ভদ্রমহিলা আমার কথা না শুনে হাতুড়ে ডাক্তারের কথা মতো আল্ট্রা করেননি।
আমার চেম্বার থেকে বের হয়ে হাতুড়ে ডাক্তারকে কল দিলে সে বলছে,আল্ট্রা করা লাগবে না।
এসব চিকিৎসা সেই হাতুড়ে ডাক্তার নাকি হরহামেশাই করে।
ব্যথা কমানো কোন ব্যপার নাকি।
৬ষ্ট দিনে এবার বাবা আসলেন আমার চেম্বারে ছেলেকে নিয়ে।তিনি আমার কথা শুনলেন
তিনি আল্ট্রাসাউন্ড অফ স্ক্রোটামের রিপোর্ট নিয়ে আসলেন।
রিপোর্টটা পোস্টে যুক্ত করে দিলাম।
No flow in left testicular vessels
- So diagnosis of left testicular torsion নিশ্চিত হয়ে গেলো।
যদি ৬ ঘন্টার মধ্যে আসতো এবং ইমারজেন্সি অপারেশন করে প্যাঁচ খুলে টেস্টিস ফিক্স করা যেতো,তবে ছেলেটার টেস্টিস রক্ষা পেলো।
৬ দিন পর তার আক্রান্ত টেস্টিসকে আর রক্ষা করে গেলো না।অপারেশন করে একটা টেস্টিস কেটে ফেলে দিতে হতো যেহেতু ৬ দিন আক্রান্ত টেস্টিসে রক্ত প্রবাহ বন্ধ ছিলো,এতে টেস্টিস শেষ।
শুধু হাতুড়ে ডাক্তারের দোষ দিয়ে কি হবে?
সেসব মা বাবা এত অসচেতন, এতটা বুদ্ধু তারা এমন ভুল ও অপচিকিৎসা নিয়ে মা বাবা হয়েও নিজের সন্তানের ক্ষতি করে ফেলেন।
এদেশের মানুষ চিকিৎসার ব্যাপারে কবে সচেতন হবে?
চিকিৎসকদের গালি দেওয়া সহজ।
কিন্তু হাতুড়ে চিকিৎসা থেকে মানুষ তাদের বিরত রাখতে পারা কঠিন তাইনা?
ব্যথা হলে ব্যথার ইঞ্জেকশন দিলে,ব্যথার ট্যাবলেট খেলে ব্যথা কমবে কিন্তু ব্যথার কারণ খুঁজে ডায়াগনোসিস করে যথাযথ চিকিৎসা নেওয়ার মতো সচেতনতা কবে হবে আমাদের দেশের মানুষের?
- ডা.জুবায়ের