লাখোকন্ঠ.টিভি

লাখোকন্ঠ.টিভি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from লাখোকন্ঠ.টিভি, News & Media Website, Basurhat.

🌐 In an age of information overflow, knowing what's true is your right.
সঠিক তথ্য পাওয়া একজন মানুষের সাংবিধানিক অধিকার। আমরা মানুষকে সঠিক তথ্য দিতে চাই।
সেটি সংবাদ হউক বা বিনোদনমূলক হউক।
লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকুন,নিশ্চয়ই পাশে পাবেন।

02/12/2025
02/12/2025

কুষ্টিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় কৃষকদল নেতার উদ্যোগে দোয়া মাহফিল

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া

বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুষ্টিয়া-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষকদলের অন্যতম নেতা হাফেজ মো.মঈন উদ্দীনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর-২৫) খোকসা উপজেলার নিশ্চিন্তবাড়িয়া হাফেজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানায় এই মাহফিলের আয়োজন করা হয়।

02/12/2025

খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন / গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন ডা. এ জেড এম জাহিদ
বিস্তারিত কমেন্টে

ইতিহাস গড়ে আরেক ইতিহাসের সামনে মেসির মায়ামিস্পোর্টস ডেস্ক: দুই ম্যাচে দু’টি শিরোপা অপেক্ষা করছিল ইন্টার মায়ামির জন্য। কন...
02/12/2025

ইতিহাস গড়ে আরেক ইতিহাসের সামনে মেসির মায়ামি

স্পোর্টস ডেস্ক: দুই ম্যাচে দু’টি শিরোপা অপেক্ষা করছিল ইন্টার মায়ামির জন্য। কনফারেন্স ফাইনাল জিতে তার মধ্যে নিশ্চিত হয়ে গেছে একটি। গতকাল সকালের ম্যাচে মেজর লীগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্স ফাইনালে নিউ ইয়র্ক সিটিকে ৫-১ গোলে উড়িয়ে দেয় লিওনেল মেসিরা। ফলে প্রথমবারের মতো এমএলএস কাপ ফাইনালে খেলবে ফ্লোরিডার ক্লাবটি। এমএলএস শিরোপার মূল লড়াই এটি। ফাইনালে আগামী ৭ই ডিসেম্বর মেসিদের প্রতিপক্ষ ওয়েস্টার্ন কনফারেন্স ফাইনালজয়ী ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস। মায়ামির জন্য শেষ দু’টি জয়ই ছিল ঐতিহাসিক। কনফারেন্স সেমিফাইনালের পর ফাইনালেও এবারই প্রথমবার খেলে মায়ামি। স্বাভাবিকভাবেই এমএলএস কাপের ফাইনালেও ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো নামবে হাভিয়ের মাসচেরানোর শিষ্যরা। ঐতিহাসিক জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি লেখেন, ‘আমাদের আর এক ধাপ যেতে হবে... ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়ন, তবে আমাদের সামনে এখন এমএলএস কাপ ফাইনাল।’ ম্যাচের পর দলের একতা নিয়ে গর্ব প্রকাশ করেন কোচ মাসচেরানো। তিনি বলেন, (জয়ের)‘কৃতিত্ব তাদেরই (খেলোয়াড়দের)।’ মায়ামি বস আরও বলেন, ‘আমি শেষ দুই মাসের কথা বিশেষভাবে উল্লেখ করতে চাই, এটি অবিশ্বাস্য ছিল। তবে মূল সাফল্য খেলোয়াড়দের, যারা নিজেদেরকে বিশ্বাস করিয়েছে যে আমরা কোথায় যেতে চাই। আমরা মৌসুমের শেষ পর্যন্ত দলের ভেতরে এমন এক ভাতৃত্ববোধের সঙ্গে পৌঁছেছি, যেখানে সবাই একই দিকে টানছে। আমরা সেই খেলার (কাপ ফাইনাল) দোরগোড়ায়, যা আমরা স্বপ্নে দেখেছি, আমাদের ঘরে, আমাদের মানুষের সঙ্গে।’ ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মেসি গোল না পেলেও, হ্যাটট্রিক করেন তারই স্বদেশী তাদেও আইয়েন্দে। সেমিতেও জোড়া গোল করেছিলেন এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। কাপ ফাইনালে নিজে গোল না পেলেও, একটি অ্যাসিস্ট করেন মেসি। ঘরের মাঠে গোলের দিকে ১২টি শটের মধ্যে ৬টি লক্ষ্যে রাখে মায়ামি। নিউইয়র্কের ৫টির মধ্যে লক্ষ্যে থাকে ৪টি শট। ম্যাচের চতুর্দশ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন আইয়েন্দে। ২৩তম মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন এ ২৬ বছর বয়সী তারকা। ৩৭তম মিনিটে সফরকারীদের জাস্টিন হাক এক গোল শোধ দিলে ২-১ স্কোরলাইনে বিরতিতে যায় দু’দল। মাঠে ফিরে ৬৭তম মিনিটে মেসি তার রোজারিওর ছেলে মাতেও সিলভেত্তিকে দিয়ে দলের তৃতীয় গোলটি করান। ৮৩তম মিনিটে মায়ামির জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় তেলাসকো সেগোভিয়ার গোলে। ৮৯তম মিনিটে নিজের তৃতীয় ও দলের শেষ গোলটি করেন হ্যাটট্রিকম্যান আইয়েন্দে। এই গোলে একটি রেকর্ডও স্পর্শ করেন তিনি। মোট ৮ গোল করে আইয়েন্দে বসেন প্লে-অফের রেকর্ড গোলদাতা লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির কার্লোস রুইসের পাশে।

😭উঠান থেকে শিশুকে নিয়ে গেলো শিয়াল।পরে ঝোপে মিললো শিশুটির নি*থ*র দেহ।কিশোরগঞ্জের সদর উপজেলায় শিয়ালের কামড়ে শিশু হুমায়রার ...
02/12/2025

😭উঠান থেকে শিশুকে নিয়ে গেলো শিয়াল।পরে ঝোপে মিললো শিশুটির নি*থ*র দেহ।কিশোরগঞ্জের সদর উপজেলায় শিয়ালের কামড়ে শিশু হুমায়রার মৃ**ত্যু হয়েছে।তার বয়স ২ বছর।তার পিতা রিক্সাচালক হুমায়ুন কবির। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জের বৌলাই ইউনিয়নের উত্তর রাজকুন্তী পুঁথিপাড়া গ্রামে। এখনো অনেক গ্রামে শিয়ালের এমন ঘটনা শোনা যায়।পরিবারের উচিত সতর্ক থাকা।

02/12/2025

সিলেটের কানাইঘাটে যুবককে তু.লে নিয়ে কু..পি.য়ে হ..ত্যা / পূর্ব বিরোধকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত
বিস্তারিত কমেন্টে

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে তিনি হাসপাতালে পৌঁছান
02/12/2025

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে তিনি হাসপাতালে পৌঁছান

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গভীর রাতে হাসপাতালে গেছেন দলের ....

02/12/2025

দেখুন, নাটক `অপেক্ষা' পর্ব -১

01/12/2025

ফেনীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন নতুন এসপি শফিকুল ইসলাম-

Address

Basurhat
3850

Alerts

Be the first to know and let us send you an email when লাখোকন্ঠ.টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to লাখোকন্ঠ.টিভি:

Share