MS KHAN

MS KHAN ভালো কিছু পেতে আমার পেইজে ফলো দিয়ে রাখুন�
(21)

11/08/2025

বান্দার হক

পটুয়াখালী সরকারি কলেজ❤️❤️
31/07/2025

পটুয়াখালী সরকারি কলেজ❤️❤️

নিচের ছবি টি দেখে কি ভাবছেন উনি ব্যাকপ্যাকে করে হয়তো কিছু বহন করছেন।  হ্যা উনি অনেক মূল্যবান একটি জিনিস বহন করছেন তা হলো...
30/07/2025

নিচের ছবি টি দেখে কি ভাবছেন উনি ব্যাকপ্যাকে করে হয়তো কিছু বহন করছেন। হ্যা উনি অনেক মূল্যবান একটি জিনিস বহন করছেন তা হলো তার হৃদয় / হার্ট।

এই মহিলার নাম সেলওয়া হুসেন। তার বয়স ৩৯ বছর। তার ২ টি বাচ্চা রয়েছে। তিন বছর আগে তার হার্টের অপারেশন হয়৷ এবং অস্ত্রোপচারে তার দোষযুক্ত হার্টের পরিবর্তে একটি কৃত্রিম হার্ট প্রতিস্থাপন করা হয়। এই কৃত্রিম হার্ট তিনি তার ব্যাকপ্যাকে বহন করেন সবসময়।

তার হার্টেকে সচল রাখতে রয়েছে ২ সেট ব্যাটারি এবং একটি মোটর যা তার শরীরে রক্ত পাম্প করে। ব্যাকপ্যাক থেকে উদ্ভুত ২ টি প্লাস্টিক পাইপ তার পেটের বোতামের মাধ্যমে তার শরীরে প্রবেশ করানো।

এখন বলুন আমাদের জীবন কি তার থেকেও কঠিন?

জীবনকে অন্য কারো জীবনের সাথে তুলনা করুন যারা আমাদের থেকে খারাপ আছে। তাহলে নিজেকে অনেক সুখি মনে হবে।
সংগৃহীত

যেই পাইলট একটা যুদ্ধ বিমান একটা স্কুল বিল্ডিং-এ ক্র‍্যাশ করাইলেন, তাকে আপনারা পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করলেন। করেন।...
23/07/2025

যেই পাইলট একটা যুদ্ধ বিমান একটা স্কুল বিল্ডিং-এ ক্র‍্যাশ করাইলেন, তাকে আপনারা পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করলেন।
করেন। সমস্যা নাই। হয়তো পাইলটের কোনো দোষই ছিল না। হয়তো ছিলো দোষ। আমি জানি না। আমি জীবনে প্লেন উড়াই নাই।
কিন্তু যেই শিক্ষিকা নিজের জীবনটা উৎসর্গ করে, আগুনের মধ্যে ঢুকে তার শিক্ষার্থীদের উদ্ধার করলেন, এতোগুলা বাচ্চার জীবন বাঁচালেন, তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা গেলো না?
কেন? সিভিলিয়ান বইলা? সিভিলয়ানদের মধ্যে বীরত্ব নাই তাই?
কী জানি! আমরা তো আসলে সেকেন্ড ক্লাস সিটিজেনও না, আমরা হইতেসি আপনাদের ভূমিদাস। মর্যাদাহীনতাই আমাদের ভাগ্যে আছে।
©

দলিও ১৩৩ রান করেই বিশ্বকাপের স্বপ্ন দেখে😁😁😁
23/07/2025

দলিও ১৩৩ রান করেই বিশ্বকাপের স্বপ্ন দেখে😁😁😁

আল্লাহ জান্নাত নসিব করুন। আমিন
22/07/2025

আল্লাহ জান্নাত নসিব করুন। আমিন

মানবতা বেঁচে থাকুক।  ❤️🤲
22/07/2025

মানবতা বেঁচে থাকুক। ❤️🤲

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,বন্ধুত্ব তো এমনি হয়!❤️‍🩹মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজনছাত্র তার আ*হত বন্ধ...
22/07/2025

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,
বন্ধুত্ব তো এমনি হয়!❤️‍🩹

মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজন
ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে
আনতে গিয়েছিল।
ফা*য়ার ব্রি'গে'ডের অ'ফিসার বা'ধা দিয়ে বললেন,
"এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা
যাবে"।

কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রি'গে'ডের অ*ফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূ'ল্য নেই।
সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জী"বিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
❝আমি জানতাম তুমি আসবে❞।
— সংগৃহীত।

অনেক হতাশার মাঝে অনেক  আশাও আছে।আশরাফুল ইসলাম স্যার। বাড়ি: রংপুর।  স‍্যার বাচ্চাদের বাঁচাতে গিয়ে নিজে আহত হয়েছেন। উনি যে...
22/07/2025

অনেক হতাশার মাঝে অনেক আশাও আছে।

আশরাফুল ইসলাম স্যার। বাড়ি: রংপুর।
স‍্যার বাচ্চাদের বাঁচাতে গিয়ে নিজে আহত হয়েছেন। উনি যে কক্ষে চিকিৎসা নিচ্ছে সে কক্ষে উনি একমাত্র শিক্ষক। বাকী সবাই উনার ছাত্র-ছাত্রী। উনি ডাক্তারদের উদ্দেশ্যে বার বার বলতেছে, আমার বাচ্চাগুলোর বেশি কষ্ট হচ্ছে। আগে ওদের উন্নত চিকিৎসার ব‍্যবস্থা করুন।
যারা স্বার্থের জন্য বাচ্চাদের ক্ষতি করে ওদের জন্য স‍্যার একজন আদর্শ হতে পারে।
ওদিকে নীলফামারীর মেমের অবস্থাটা তো সকলে জানেন যে, তিনি মা"রা গেছেন।
উত্তরবঙ্গের লোকদের নিয়ে সত্যি গর্ব হচ্ছে।
💓স‍্যালুট স‍্যার আপনাদেরকে।💓

#ভালো_শিক্ষক


Address

Bauphal

Alerts

Be the first to know and let us send you an email when MS KHAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MS KHAN:

Share