MS KHAN

MS KHAN ভালো কিছু পেতে আমার পেইজে ফলো দিয়ে রাখুন�
(22)

এবারের এসএসসি পরীক্ষায় ১৩০০ নাম্বারের মধ্যে ১২৮৫ নাম্বার পেয়ে দেশসেরা চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত...
18/07/2025

এবারের এসএসসি পরীক্ষায় ১৩০০ নাম্বারের মধ্যে ১২৮৫ নাম্বার পেয়ে দেশসেরা চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র নিবিড় কর্মকার!

18/07/2025

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১৮ জুলাই সকল মোবাইল গ্রাহক পাচ্ছেন ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রী ডাটা।

ফ্রী ডাটা পেতে ডায়াল করুনঃ

🟦গ্রামীণফোন - *১২১*১৮০৭ #
🟥রবি /এয়ারটেল - *৪*১৮০৭ #
🟧বাংলালিংক - *১২১*১৮০৭ #
🟩টেলিটক - *১১১*১৮০৭ #

এমন রেজাল্ট কে কে করছেন🤣🤣🤣
10/07/2025

এমন রেজাল্ট কে কে করছেন🤣🤣🤣

08/07/2025
স্মার্ট মানে আপনি কি মনে করেন...
06/07/2025

স্মার্ট মানে আপনি কি মনে করেন...

আশুরার ইবাদত ও আমলমহররম মাসের ১০ তারিখকে আশুরা বলা হয়। এ দিনের বিশেষ মর্যাদা ও ফজিলত রয়েছে। ইতিহাসের বহু স্মরণীয় ঘটনা ঘট...
06/07/2025

আশুরার ইবাদত ও আমল
মহররম মাসের ১০ তারিখকে আশুরা বলা হয়। এ দিনের বিশেষ মর্যাদা ও ফজিলত রয়েছে। ইতিহাসের বহু স্মরণীয় ঘটনা ঘটেছে এ দিনে। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, রাসুল (সা.) মদিনায় আগমন করে দেখতে পেলেন, ইহুদিরা আশুরার দিনে রোজা রাখছে। তিনি জিজ্ঞেস করলেন, ‘কী ব্যাপার? (তোমরা এ দিনে রোজা রাখো কেন?)’ তারা বলল, ‘এ অতি উত্তম দিন। এ দিনে আল্লাহতায়ালা বনি ইসরাইলকে তাদের শত্রুর কবল থেকে মুক্তি দিয়েছিলেন। ফলে এ দিনে মুসা (আ.) রোজা রেখেছেন।’ রাসুল (সা.) বললেন, ‘আমি তোমাদের অপেক্ষা মুসা (আ.)-এর অধিক নিকটবর্তী।’ এরপর তিনি এ দিনে রোজা রাখেন এবং রোজা রাখার নির্দেশ দেন। (বোখারি : ২০০৪)।
আশুরায় রোজার প্রচলন : ইসলামপূর্ব যুগ থেকেই মানুষ এ দিনে রোজা রাখত। তাদের জন্য এ দিনের রোজা ফরজ ছিল। ইসলাম আসার পর রমজানের রোজা ফরজ হলে তা সুন্নত হিসেবে গণ্য হয়। হাদিস শরিফে এমনটিই বর্ণিত হয়েছে। আয়েশা (রা.) থেকে বর্ণিত; তিনি বলেন, জাহেলি যুগে আশুরার দিন কোরাইশরা ও নবীজি (সা.) রোজা পালন করতেন। যখন হিজরত করে মদিনায় আগমন করলেন, তখন তিনি নিজেও আশুরার রোজা পালন করতেন এবং অন্যকেও তা পালনের নির্দেশ দিতেন। যখন রমজানের রোজা ফরজ করা হলো, তখন যার ইচ্ছা (আশুরা)-এর রোজা পালন করতেন আর যার ইচ্ছা করতেন না। (বোখারি : ৩৮৩১)। অন্য হাদিসে এসেছে, আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত; তিনি বলেন, তার কাছে আশআস (রা.) আসেন। এ সময় ইবনে মাসউদ (রা.) পানাহার করছিলেন। তখন আশআস (রা.) বললেন, ‘আজ তো আশুরা।’ তিনি বললেন, ‘রমজানের (রোজার বিধান) অবতীর্ণ হওয়ার আগে আশুরার রোজা পালন করা হতো। যখন রমজানের (রোজার বিধান) অবতীর্ণ হলো, তখন তা পরিত্যাগ করা হয়েছে। এসো, তুমিও খাও।’ (বোখারি : ৪৫০৩)। এ হাদিস দ্বারা বোঝা যায়, আশুরার রোজা আগে ফরজ ছিল; কিন্তু এখন তা সুন্নত বা মুস্তাহাব।
আশুরার রোজার গুরুত্ব : হাদিস শরিফে আশুরার দিন রোজা রাখার বহু ফজিলত বর্ণিত হয়েছে। এমনকি রমজানের পর এ রোজার ফজিলত বেশি বলা হয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত; তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘রমজান মাসের পর সর্বোত্তম রোজা হলো মহররম মাসের রোজা (আশুরার রোজা) এবং ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হলো রাতের সালাত।’ (সুনানে নাসায়ি : ১৬১৩)। অন্য হাদিসে এসেছে, উবাইদুল্লাহ (রা.) থেকে বর্ণিত; আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-কে যখন আশুরার রোজা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি তাকে বলতে শুনেছেন, নবীজি (সা.) রমজান মাসের ও আশুরার রোজা ছাড়া অন্য কোনো দিনের রোজাকে বেশি গুরুত্ব দিয়েছেন বলে জানা নেই। (সুনানে নাসায়ি : ২৩৭০)। বিভিন্ন হাদিসে আশুরার রোজার ফজিলত বর্ণিত হয়েছে। আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি (সা.) বলেন, ‘আল্লাহর কাছে আশা রাখি, তিনি আশুরার রোজার মাধ্যমে আগের এক বছরের পাপ ক্ষমা করে দেবেন।’ (তিরমিজি : ৭৫২)।
রোজা সংখ্যা ও দিনক্ষণ : আশুরার রোজা দুটি রাখতে হবে। নবীজি (সা.) বলেন, ‘তোমরা আশুরার দিনে রোজা রাখো, তবে এ ক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়ার জন্য ১০ তারিখের আগের দিন অথবা পরের দিন আরও একটি রোজা রেখ।’ (মুসনাদে আহমদ : ২১৫৪)। অন্য হাদিস আছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত; রাসুল (সা.) বলেন, ‘আমি যদি আগামী বছর বেঁচে থাকি, তাহলে ৯ তারিখেও অবশ্যই রোজা রাখব।’ (মুসলিম : ১/৩৫৯)।
বাংলাদেশে মহররম মাস গণনা শুরু হয়েছে। সে হিসেবে আগামী রোববার (৬ জুলাই) পালিত হবে পবিত্র আশুরা। তাই মহররমের ১০ তারিখ রোববার (৬ জুলাই) একটি, আর এর আগে মহররমের ৯ তারিখ শনিবার (৫ জুলাই) অথবা পরের দিন মহররমের ১১ তারিখ সোমবার (৭ জুলাই) আরও একটি রোজা রাখতে হবে। মহানবী (সা.) ১০ মহররমের সঙ্গে ৯ বা ১১ মহররম মিলিয়ে দুটি রোজা রাখার নির্দেশ দিয়েছেন। ৯ তারিখে রাখতে পারলে ভালো। কারণ, হাদিসে ৯ তারিখের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, রাসুল (সা.) যখন আশুরার রোজা রাখছিলেন এবং অন্যদের রোজা রাখতে বলেছিলেন, তখন সাহাবিরা বললেন, ‘হে আল্লাহর রাসুল! এ দিনকে তো ইহুদি-নাসারারা সম্মান করে?’ নবীজি (সা.) বললেন, ‘ইনশাআল্লাহ, আগামী বছর আমরা নবম তারিখেও রোজা রাখব।’ (মুসলিম : ২৫৫৬)। এজন্য ইবনে আব্বাস (রা.) বলতেন, তোমরা ৯ তারিখ এবং ১০ তারিখ রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো। (তিরমিজি : ৭৫৫)।
বিশেষ আমল তওবা : তাওবা-ইসতিগফার যেকোনো সময় গুরুত্বপূর্ণ আমল। তবে কিছু কিছু সময় এমন রয়েছে, যখন তওবার পরিবেশ বেশি অনুকূল হয়। বান্দার সেই প্রত্যাশিত মুহূর্তগুলোর কদর করা চাই। মহররমের এ মাসটি বিশেষ করে ১০ তারিখ এমনই এক মোক্ষম সময়।
এ দিনে তওবা কবুল হওয়া, নিরাপত্তা এবং অদৃশ্য সাহায্য লাভ করার কথাও হাদিসে রয়েছে। এজন্য এ সময়ে এমন সব আমলের প্রতি মনোনিবেশ করা উচিত, যাতে আল্লাহর রহমত বান্দার দিকে আরও বেশি ধাবিত হয়। এক সাহাবি নবীজি (সা.)-এর কাছে জিজ্ঞেস করল, ‘হে আল্লাহর রাসুল! রমজানের পর আপনি কোন মাসে রোজা রাখতে বলেন?’ নবীজি (সা.) বললেন, ‘তুমি যদি রমজানের পর রোজা রাখতে চাও, তাহলে মহররমে রোজা রাখো। কেননা, মহররম হচ্ছে আল্লাহর মাস। এ মাসে এমন এক দিন আছে, যেদিন আল্লাহতায়ালা (অতীতে) অনেকের তওবা কবুল করেছেন, ভবিষ্যতেও অনেকের তওবা কবুল করবেন।’ (তিরমিজি : ৭৪১)।

হাত থাকলে বোঝা যাইতো
06/07/2025

হাত থাকলে বোঝা যাইতো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির বিপরীতে একজন রিক্সাচালক রিক্সার মধ্যে বসে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ই...
01/07/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির বিপরীতে একজন রিক্সাচালক রিক্সার মধ্যে বসে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

উনার পরিচয় খুজে পাওয়া যাচ্ছে না।আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটা শেয়ার করে পরিচয় খুজে পেতে সহযোগিতা করবেন।

একজন ডাক্তার বাংলাদেশে প্রাইভেট হাসপাতালের চাকরি ছেড়ে কানাডায় গিয়ে একটি ডিপার্টমেন্টাল স্টোরে সেলসম্যান হিসাবে যোগ দিলেন...
29/06/2025

একজন ডাক্তার বাংলাদেশে প্রাইভেট হাসপাতালের চাকরি ছেড়ে কানাডায় গিয়ে একটি ডিপার্টমেন্টাল স্টোরে সেলসম্যান হিসাবে যোগ দিলেন।

স্টোরের মালিক জিজ্ঞেস করলেন- তোমার কোনো অভিজ্ঞতা আছে ?

তিনি জানালেন- আমি দেশে একজন ডাক্তার হিসেবে পরিচিত ছিলাম।

চাকরির প্রথম দিনে তিনি খুব মনোযোগ দিয়ে কাজ করলেন। সন্ধ্যে ছ’টায় ছুটির সময় বস তাঁকে জিজ্ঞেস করলেন- আজ তুমি ক’জন ক্রেতার কাছে পণ্য বিক্রি করেছ ?

তিনি উত্তর দিলেন- আমি আজ সারাদিনে একজন ক্রেতার কাছে বিক্রি করেছি।

মালিক আশ্চর্য হয়ে বললেন- মাত্র একজন? এখানকার প্রত্যেক সেলসম্যান দিনে ২০ থেকে ৩০ জন ক্রেতার কাছে পণ্য বিক্রি করে। তা তুমি কত ডলারের পণ্য বিক্রি করেছ?

তিনি বললেন- ৯৮,৭৬,৫৪৩ ডলার ।

বস অবাক হয়ে বললেন- কী! এটা তুমি কিভাবে করলে?

তিনি বললেন- ওই ক্রেতার কাছে প্রথমে মাছ ধরার একটি ছোট্ট বড়শি বিক্রি করেছি । তারপর একটি বড় ও একটি মাঝারি বড়শি বিক্রি করলাম। এরপর একটি বড় ফিসিং রড আর কয়েকটি ফিসিং গিয়ার বিক্রি করলাম। তারপর আমি তাকে প্রশ্ন করলাম- আপনি কোথায় মাছ ধরবেন? তিনি বললেন- তিনি সমুদ্র তীরবর্তী এলাকায় মাছ ধরবেন। তখন আমি তাকে বললাম- তাহলে তো আপনার একটি নৌকার প্রয়োজন হবে। আমি তাকে নিচতলায় নৌকার ডিপার্টমেন্টে নিয়ে গেলাম। ভদ্রলোক সেখান থেকে কুড়ি ফুট দীর্ঘ দুই ইঞ্জিন-বিশিষ্ট নৌকা কিনলেন। এরপর আমি তাকে বললাম- এই নৌকাটি তো আপনার ভক্সওয়াগন গাড়িতে ধরবে না, একটা বড় গাড়ির প্রয়োজন! আমি ভদ্রলোককে অটোমোবাইল ডিপার্টমেন্টে নিয়ে গেলাম। আমার পরামর্শে তিনি নৌকাটি বহন করার উপযোগী একটি গাড়ি বুকিং দিলেন। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম- মাছ ধরার সময় কোথায় থাকবেন? তিনি জানালেন- এ বিষয়ে কোনো পরিকল্পনা করেননি। আমি তাকে ক্যাম্পিং ডিপার্টমেন্টে নিয়ে গেলাম। তিনি আমার পরামর্শ মতো ছ’জন লোক ঘুমানোর উপযুক্ত একটি ক্যাম্প তাঁবু কিনলেন। সবশেষে আমি তাঁকে বোঝালাম- আপনি যখন এতোকিছু কিনেছেন, এখন কিছু খাবার ও পানীয় কিনে নেওয়া উচিত। ভদ্রলোক দু’শ’ ডলার দিয়ে কিছু মুদি-দ্রব্য ও দু’ কেইস বিয়ার কিনলেন!

এবারে স্টোরের মালিক একটু দমে গিয়ে বিস্ময়ের সঙ্গে বলে উঠলেন- যে লোকটা একটি বড়শি কিনতে এসেছিল, তুমি তাকে দিয়ে এতোকিছু কেনালে!

ডাক্তার ভদ্রলোক বললেন- না স্যার, ওই ভদ্রলোক শুধুমাত্র মাথাব্যথার ওষুধ কিনতে এসেছিলেন। আমি তাঁকে বোঝালাম- মাছ ধরলে মাথাব্যথার উপশম হবে।

স্টোরের মালিক এবারে জানতে চাইলেন- এর আগে তুমি কী কাজ করতে ?

তিনি বললেন- আমি বাংলাদেশে একটি প্রাইভেট হাসপাতালের ডাক্তার ছিলাম।

দরকার না হলেও তখন রোগীদেরকে নানা ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা, ইকো, ইসিজি, সিটি স্ক্যান, এক্সরে, এম.আর.আই ইত্যাদি পরীক্ষা করানোর পরামর্শ দিতাম।

স্টোরের মালিক বললেন- তুমিএখন থেকে আমার চেয়ারেই বসবে আর আমি তোমার দেশে গিয়ে প্রাইভেট হাসপাতালে ট্রেনিং নিয়ে আসব...!

কপি

Address

Bauphal

Alerts

Be the first to know and let us send you an email when MS KHAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MS KHAN:

Share