26/10/2025
বিষয়টা উপজাতি বলে কথা না।
সালমান শাহ যখন ২১ বছর তখন সামিরার সাথে বিয়ে আবদ্ধ হন। সালমান আর সামিরার ভালোবাসা অটুট থাকত কিন্তু সম্পর্ক ভাংার বিশেষ কারন ছিলো ৩য় বক্তির যার নাম ডন।এই ডন ছিলেন সালমান শাহ এর ঘনিষ্ঠ বন্ধু ও খলনায়ক অভিনেতা।
মৌসুমি ছিলো সালমান শাহ এর ভালো বান্ধবী আর এই মৌসুমির রেফারেন্স এ শাবনূর ফিল্ম জগতে পা রাখেন। আর তখন ছিলো সালমান শাহ বাংলাদেশের জনপ্রিয় নায়ক, শাবনূর সালমানের থেকে ৮ বছরের ছোট।
শাবনূরের সাথে বেশ অনেক সিনেমা বের হয় ঠিক তখনেই আর গোটা দেশে জনপ্রিয় হয়ে ওঠে এই জুটি।
এই জিনিসটা কে পেচিয়ে অযথা কলহ আর বিবাদ করে ডন সামিরা কে যাতে সামিরা ভুলবশত সালমান এর সাথে ঝামেলা আর ওর কেরিয়ার এর সমস্যা হয়।
এদিকে ডন সামিরার থেকে অনেক সু্যোগ নেন যেটা সালমান বুঝতে পারায় সামিরা কে বারন করে ও নিজের ঘাড়ে দোষ নেন সম্পর্ক বাচানোর জন্য ।কিন্তু উল্টো হওয়ায় শেষমেস সালমান বেছে নিতে চায় তালাক!
এটা সামিরা আর ওর পরিবার মেনে নিতে পারেনি বরং সালমানের উপর প্রতিশোধ নেয়ার প্লান শুরু করেন,,,,,,
৬ই সেপ্টেম্বর, ১৯৯৬ সাল,
১২ লাখ টাকায় ১১ জনের মাধ্যমে জীবন গেল সালমান শাহ।
মূল বিষয় হচ্ছে ➡️➡️➡️সালমানের এটা পারিবারিক না লাভ মেরিজ সঠিক জানা নাই কিন্তু উনি মারা যাবার পর গুঞ্জন উঠেছিলো যে শাবনূরের কারনেই ষড়যন্ত্র হয়েছে।
প্রশ্ন হলো উনি যখন মারা যায় তার বয়স মাত্র ২৫ আর শাবনূরের ১৭! পরকিয়া কেম্নে কি???!
একটা টকশো তে উনার মা বলেছিলেন সামিরার পারসনাল একটা ডায়েরি তে লিখা ছিলো যদি তালাক হয়ে যায় তাহলে সালমান কে বাচতে দিবে না,,,,
যেদিন মারা যান ওইদিনেই নাকি তালাক হবার কথা ছিলো। 😵💫
# # #ভালোবাসা যতটা সুন্দর ততটা ভয়ানক।
collected