13/07/2025
🥀 তোফাজ্জল ও সোহাগ — দুইটি নাম, দুইটি কান্না… কিন্তু একটাই প্রশ্ন — আমরা কি এখনো মানুষ থাকতে পেরেছি?
🔹 তোফাজ্জল হোসেন —
একজন নিরীহ মানুষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে আশ্রয় খুঁজতে গিয়েছিলেন,
কিন্তু সেখানে ভুল বোঝাবুঝির শিকার হন।
একসময় তাকে বসিয়ে খাবার দেওয়া হয়,
আর সেই মুহূর্তগুলোই ছিল জীবনের শেষ শান্ত সময়।
তারপর যা ঘটে, তা ইতিহাস নয়—আমাদের চোখে জল এনে দেওয়ার মতো বাস্তবতা।
🔹 সোহাগ —
মাদারটেক এলাকায় একজন ছোট ব্যবসায়ী ছিলেন।
ভাঙারির কাজ করতেন, নিজের পরিশ্রমেই চলতেন।
কিছু লোক চাইছিলেন তার ব্যবসার ওপর নিয়ন্ত্রণ নিতে।
সোহাগ মাথা নত করেননি।
তাই তার ওপর চাপ প্রয়োগ করা হয় এমনভাবে,
যা কোনো মানুষ কল্পনাও করতে চায় না।
❗ এই দুইটা ঘটনা আমাদের সমাজের আয়না।
একজন চুপচাপ মানুষ ছিলেন,
আরেকজন সাহস করে নিজের অবস্থানে ছিলেন।
কিন্তু দুজনেই হারিয়ে গেলেন…
আমরা সবাই ছিলাম, কিন্তু কেউ কিছু বলিনি।
🔔 এখনো যদি চুপ থাকি,
তবে এমন ঘটনা ভবিষ্যতেও ঘটবে—
আর আমরা শুধু খবর পড়ে চোখের পানি ফেলেই থেমে যাব।
📢 এবার সময় বলার—"মানবতা হারিয়ে গেলে সভ্যতা টেকে না"
সন্দেহ হলে শান্তভাবে প্রশ্ন করুন,
ভুল হলে কথা বলে বোঝান,
কিন্তু অকারণে কাউকে ছোট করা নয়।
আপনার একটি শেয়ার, একটি শব্দ—হয়তো নতুন কোনো অন্যায় থামিয়ে দিতে পারে।
#মানবতা_ফিরিয়ে_আনি #মানুষ_হই